আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ বই এর সকল গুরুত্বপূর্ণ সাজেশন এবং অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এবং উত্তর সমূহ পেতে আমাদের সাথেই থাকুন।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয়: আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ
বিষয় কোড: ৩১১৬০৯
আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. মিশর কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত।
২. নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তর : নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয় ।
৩. ব্রিটিশরা কখন মিশর দখল করে?
উত্তর : ব্রিটিশরা ১৮৮২ খ্রিস্টাব্দে মিশর দখল করে।
৪. ওরাবী পাশা কে ছিলেন ?
উত্তর : ওরাবী পাশা- মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন।
৫. ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত?
উত্তর : ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্টে অবস্থিত ।
৬. ‘গ্রীন বুক’ কে রচনা করেন?
উত্তর : গ্রীন বুক রচনা করেন মুয়াম্মার গাদ্দাফি।
৭. কে লিবিয়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তর : সাঈদ ইদ্রিস আল সানুসী- লিবিয়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন।
৮. মোহাম্মদ বা আজিজি কে ছিলেন?
উত্তর : তিউনিসিয়ার এক নায়ক শাসন ব্যবস্থার প্রতিবাদী নায়ক।
৯. লিবিয়ার প্রথম বাদশাহ কে?
উত্তর : লিবিয়ার প্রথম বাদশাহ আমির মোহাম্মদ ইদ্রিস।
১০. মরক্কোর বর্তমান বাদশাহ কে?
উত্তর : মরক্কোর বর্তমান বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ।
You Like Also: Heart of Darkness Honours 4th year
You Like Also: A Passage to India Honours 4th Year
১১. সুয়েজ খাল কখন জাতীয়করণ করা হয়?
উত্তর : সুয়েজ খাল ১৯৫৬ সালে জাতীয়করণ করা হয়।
১২. লর্ড ক্রোমার কে ছিলেন?
উত্তর : লর্ড ক্রোমার ব্রিটিশ কূটনীতিবিদ ছিলেন।
১৩. কোন যুদ্ধের মাধ্যমে নেপোলিয়ন মিশর জয় করেন?
উত্তর : পিরামিডের যুদ্ধের মাধ্যমে নেপোলিয়ন মিশর জয় করেন।
১৪. মিশরে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রচলন করেন কে?
উত্তর : মিশরে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রচলন করেন- মুহাম্মদ আলী পাশা।
১৫. ওয়াফদ পার্টি কে গঠন করেন?
উত্তর : ওয়াফদ পার্টি- জগলুল পাশা গঠন করেন।
আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ –
১৬. কোন দুটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর : মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
১৭. কোন রাষ্ট্রগুলোকে ‘মাগরিব স্টেটস’ বলা হয়?
উত্তর : পশ্চিম সাহারা বেষ্ট্রিত ৫টি রাষ্ট্রকে ‘মাগরিব স্টেটস’ বলা হয় ।
১৮. কোন স্থানে হাবিব বুরগুইবাকে নির্বাসিত করা হয়েছিল?
উত্তর : সাহারায় স্থানে হাবিব বুরগুইবাকে নির্বাসিত করা হয়েছিল।
১৯. ‘সুদান’ শব্দের অর্থ কি?
উত্তর : সুদান শব্দের অর্থ কৃষ্ণাঙ্গদের ভূমি।
২০. লিবায়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উত্তর : লিবায়ার সানুসী আন্দোলনের নেতৃত্ব দেন সাঈদ ইদ্রীস আল সানুসী।
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
আরও পড়ুনঃ সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বই ও প্রশ্নোত্তর
২১. মরক্কো কোন দেশের নিকট হতে স্বাধীনতা অর্জন করে?
উত্তর : মরক্কো- ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ।
২২. বিজার্তা কী?
উত্তর : বিজার্তা- তিউনিশিয়ার নৌঘাঁটি।
২৩. সুয়েজ খাল কখন উদ্বোধন করা হয়?
উত্তর : সুয়েজ খাল ১৮৬৯ সালে উদ্বোধন করা হয় ।
২৪. মিশরের সর্বশেষ বাদশাহ কে ছিলেন?
উত্তর : মিশরের সর্বশেষ বাদশাহ আহমেদ ফুয়াদ ছিলেন ।
২৫. সিনাহ উপদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : সিনাহ উপদ্বীপ মিশরে অবস্থিত ।
২৬. সুদানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : সুদানের বর্তমান প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ আল বশীর।
২৭. দক্ষিণ সুদানের রাজধানী কোথায়?
উত্তর : দক্ষিণ সুদানের রাজধানী- জুবা।
২৮. লিবিয়া কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
উত্তর : লিবিয়া ইতালি দেশ থেকে স্বাধীনতা অর্জন করে ।
২৯. ‘নিউ দস্তর’ কোন দেশের রাজনৈতিক দল?
উত্তর : নিউ দস্তর- তিউনিসিয়ার দেশের রাজনৈতিক দল ।
৩০. ১৯৬২ সালে ইভিয়ান চুক্তির প্রধান বিষয়বস্তু কী?
উত্তর : ১৯৬২ সালে ইভিয়ান চুক্তির প্রধান বিষয়বস্তু- আলজেরিয়ার স্বাধীনতা।
আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ –
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. সা’দ জগলুল পাশার পরিচয় দাও।
২. সুয়েজ খাল কোম্পানি জাতীয়করণের ফলাফল কি হয়েছিল?
৩. নাসেরবাদ বলতে কি বুঝ?
৪. কেন সিরিয়া সংযুক্ত আরব প্রজাতন্ত্র ত্যাগ করেছেল?
৫. বাদশাহ ইদ্রিসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের গাদ্দাফির ভূমিকা ব্যাখ্যা কর।
৬. প্রেসিডেন্ট হাবীব বরগুইবার মধ্যপ্রাচ্য নীতি বর্ণনা কর।
৭. আলজেরিয়ার প্রেসিডেন্ট আহমেদ বেন বেল্লা কি কারণে ক্ষমতাচ্যুত হয়েছিলেন?
৮. মরক্কোর ফরাসীদের অনুসৃত ‘বারবার নীতি’র ফলাফল কি হয়েছিল?
৯. খেদিভ ইসমাইলের পরিচয় দাও।
১০. মিশরের ওরাবী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
আরও পড়ুনঃ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা pdf বই ও প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা বই ও সাজেশন
১১. ১৯৩৬ সালের ‘ইঙ্গ-মিশরীয় চুক্তি’র বিবরণ দাও।
১২. সুয়েজ খালের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।.
১৩. দারফুর সংকটের কারণসমূহ বর্ণনা দাও।
১৪. নিউ দস্তর পার্টি সম্পর্কে ধারণা দাও।
১৫. মরক্কোর বার্বার বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
১৬. আরব লীগ সম্বন্ধে একটি টীকা লেখ।
১৭. মিশরে ‘আরব বসন্ত’র ফলাফর কী হয়েছিল?
১৮. সুদানে ইঈ-মিশরীর যৌথ শাসন কীভাবে অবসান হয়?
১৯. বিজার্তা সংকট কিভাবে ফ্রান্স ও তিউনিসিয়ার সম্পর্ককে প্রভাবিত করেছিল?
২০. স্বাধীনতা উত্তর আলজেরিয়া পুনর্গঠনে প্রেসিডেন্ট আহমেদ বেন বেল্লা কোন ধরনের উদ্যোগ নেন?
আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. নেপোলিয়ন বোনাপাটের মিশর বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর।
২. কোন অবস্থায় ১৯৩৬ সনে ইঙ্গ-মিশরীয় চুক্তি সম্পাদিত হয়? এর প্রধান শর্তাবলি ব্যাখ্যা কর।
৩. ১৯৫২ সালে মিশরের সামরিক অভ্যুত্থানের পটভূমি আলোচনা কর।
৪. মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারকের পতনের কারণসমূহ বিশ্লেষণ দাও।
৫. মুয়াম্মার গাদ্দাফি’র আমলে অনুসৃত লিবিয়ায় পররাষ্ট্রনীতি ব্যাখ্যা কর।
৬. ‘আরব বসন্ত’ বলতে কি বুঝ? তিউনিসিয়ায় এর ফলাফল কি হয়েছিল?
৭. আলজেরিয়ার গৃহযুদ্ধের কারণ আলোচনা কর।কিভাবে এর অবসান হয়?
৮. আরব বসন্ত-উত্তর মরক্কোর সাংবিধানিক সংস্কার আলোচনা কর।
৯. যে অবস্থার পরিপ্রেক্ষিতে ১৮৮২ সালে ব্রিটিশদের দ্বারা মিশর অধিকৃত হয় তা বিশ্লেষণ কর।
১০. ১৯৫৮ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর। সিরিয়া কেন এই প্রজাতন্ত্র ত্যাগ করেছিল?
You Like Also: Heart of Darkness Honours 4th year
You Like Also: A Passage to India Honours 4th Year
১১. সবুজ বিপ্লবের উল্লেখপূর্বক লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফীর সংস্কারসমূহ আলোচনা কর।
১২. সুদানের ‘মাহদী আন্দোলন’ সম্পর্কে আলোচনা কর এবং এর তাৎপর্য ব্যাখ্যা কর।
১৩. আলজেরিয়ার গৃহযুদ্ধের কারণ আলোচনা কর। কীভাবে এর অবসান হয়?
১৪. মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানের কৃতিত্বসমূহ মূল্যায়ন কর।
১৫. মিশরের আধুনিকীকরণের মুহম্মদ আলী পাশা কর্তৃক প্রবর্তিত নানাবিধ সংস্কার আলোচনা কর।
১৬. ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির উৎপত্তি ও ভূ-রাজনীতি পর্যালোচনা কর।
১৭. ২০১৩ সালে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি’র নাটকীয় পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।
১৮. ২০১১ সালে সুদান বিভক্তির কারণসমূহ অনুসন্ধান কর।
১৯. ২০১১ সালে সংঘটিত লিবিয়ার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
আধুনিক মিশর ও উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।