নবম-দশম শ্রেণি – অভাগীর স্বর্গ : বহু নির্বাচনী প্রশ্নোত্তর – (PDF MCQ): অভাগীর স্বর্গ গল্পটির যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন । প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন ।
এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য অভাগীর স্বর্গ গল্পটি হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
নবম,দশম শ্রেণি | অভাগীর স্বর্গ : বহু নির্বাচনী প্রশ্নোত্তর – বাংলা ১ম
১। শরৎচন্দ্র চট্টোপাদ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) বর্ধমান (খ) হুগলি
(গ) বরিশাল (ঘ) ফরিদপুর
২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৭৬ (খ) ১৮৭৭
(গ) ১৮৭৮ (ঘ) ১৮৭৯
৩। কোন শ্রেণিতে পড়ার সময় শরৎচন্দ্রের ছাত্রজীবনের অবসান ঘটে?
(ক) এফ.এ (খ) বি.এ
(গ) বি.কম (ঘ) এম.এ
৪। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী পদক প্রদান করে?
(ক) ১৯১৬ (খ) ১৯৭৮
(গ) ১৯২০ (ঘ) ১৯২২
৫। মুখুয্যে বাড়ির গৃহকর্ত্রী কী রোগে মারা গেলেন?
(ক) জ্বরে (খ) ডায়রিয়ায়
(গ) জন্ডিসে (ঘ) ক্যান্সারে
৬। ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী কত দিনের জ্বরে মারা গেলেন?
(ক) চার (খ) পাঁচ
(গ) ছয় (ঘ) সাত
৭। কাঁদিতে কাঁদিতে মুখুয্যে গৃহকর্ত্রীর দুই পায়ে গাঢ় করে আলতা লাগাল কারা?
(ক) মেয়েরা (খ) ছেলেরা
(গ) বধূরা (ঘ) জামাইরা
৮। ‘আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল-কে সে?
(ক) কাঙালী (খ) কাঙালীর মা
(গ) রসিক দুলে (ঘ) ঈশ্বর নাপিত
৯। ‘অভাগীর স্বর্গ’ গল্পের গ্রামের শ্মশানটি কোথায় ছিল?
(ক) নদীর তীরে (খ) খালের পাড়ে
(গ) মাঠের ধারে (ঘ) বনের ধারে
১০। কাঙালীর মা কোথায় উঠে অন্ত্যেষ্টিক্রিয়া আগ্রহভরে দেখতে লাগল?
(ক) গাছে (খ) পাহাড়ে
(গ) উঁচু ঢিবিতে (ঘ) চেয়ারে
১১। সদ্য-প্রজ্বলিত চিতার অজ¯্র ধুঁয়া কী রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠেছিল?
(ক) সাদা (খ) কালো
(গ) হলুদ (ঘ) নীল
১২। ‘গায়ে তাহার কত না ছবি আঁকা, চুড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো’-
(ক) মুখুয্যে গৃহকর্ত্রীর (খ) রথের
(গ) শ্মশানের (ঘ) কাছারি-বাড়ির
১৩। কাঙালীর মা অন্ত্যেষ্টিক্রিয়া দেখার সময় কাঙালী মাকে কী করার জন্য তাড়া দেয়?
(ক) বাজারে যেতে (খ) স্মান করতে
(গ) ভাত রাঁধতে (ঘ) ঘরে ফিরতে
১৪। অভাগীর কার সঙ্গে বিয়ে হয়েছিল?
(ক) রসিকের (খ) অধরের
(গ) মুখুয্যের (ঘ) ভট্টাচার্যের
১৫। ‘ক্যাঙলার মার মত সতী লক্ষী আর দুলে পাড়ায় নেই’-কে বলেছিল?
(ক) ঈশ্বর নাপিত (খ) রাখালের পিসী
(গ) বিন্দির মা (ঘ) রসিক দুলে
১৬। কাঙালীর মা কাঙালীকে কাজে না পাঠিয়ে কী শোনালেন?
(ক) ছড়া (খ) নীতিবাক্য
(গ) রূপকথা (ঘ) জীবন কাহিনী
১৭। অভাগী ছেলের হাতের আগুনকে কিসের সাথে তুলনা করেছে?
(ক) স্বর্গ (খ) রথ
(গ) অমৃত (ঘ) হরি
১৮। ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর বয়স কত বলে অনুমান করা হয়েছে?
(ক) ত্রিশ বছর (খ) বত্রিশ বছর
(গ) চৌত্রিশ বছর (ঘ) ছত্রিশ বছর
১৯। ‘দাও বাবা, দাও একটু পায়ের ধুলো’- কে বলেছিল?
(ক) রাখালের মা (খ) নাপতে বৌদি
(গ) বিন্দির পিসী (ঘ) কাঙালী
২০। ‘এমন সতীলক্ষী বামুন-কায়েতের ঘরে না জম্মে, ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন!-উক্তিটি কার?
(ক) বিন্দির পিসীর (খ) রাখালের মার
(গ) নাপতে বৌদির (ঘ) রসিক দুলের
২১। কাঙালীর মা কখন মারা যায়?
(ক) ভোরে (খ) দুপুরে
(গ) বিকেলে (ঘ) রাতে
২২। রসিক দুলে কাঙালীর মায়ের মৃতদেহ সৎকারের জন্যে কী গাছ কাটতে চেয়েছিল?
(ক) আমগাছ (খ) জামগাছ
(গ) চন্দনগাছ (ঘ) বেলগাছ
২৩। জমিদার কোন দেশের লোক ছিল?
(ক) বাংলাদেশের (খ) ভারতের
(গ) পাকিস্তানের (ঘ) আফগানিস্তানের
২৪। বিন্দির পিসী উত্তরীয় কেনার জন্যে পিতলের কাঁসাটি কয় টাকায় বাঁধা দিয়েছিল?
(ক) এক টাকায় (খ) দুই টাকায়
(গ) তিন টাকায় (ঘ) চার টাকায়
২৫। ‘পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দেত!’-এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) শত্রতা (খ) জাতি বৈষম্য
(গ) উপযুক্ত শাস্ত বিধান (ঘ) সাম্প্রদায়িকতা
২৬। ‘তোদের জেতে কে কবে আবার পোড়ায় রে?-কথাটি কে বলেছিলেন?
(ক) পাঁড়ে (খ) মুখুয্যে মশাই
(গ) ভট্টাচার্য মহাশয় (ঘ) অধর রায়
২৭। ‘সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়।’-এ উক্তিতে প্রকাশ পেয়েছে-
(ক) খেদ (খ) অহংকার
(গ) শ্লেষ (ঘ) কৌতুক
২৮। মুখুয্যে বাড়ির গৃহকর্ত্রীর মৃতদেহ সৎকারের দৃশ্য দেখে কাঙালীর মায়ের মনে যে সাধ জাগলো তা হলো-
i.মৃত্যুর ii.স্বর্গে যাবার
iii.পুত্রের হাতের মুখাগ্নি পাওয়ার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। ছেলের হাতের আগুন! সে ত সোজা কথা নয়! এ কথায় ফুটে উঠেছে-
i.ছেলে সন্তানের প্রতি বাৎসল্য
ii.বদ্ধমূল বিশ্বাস
iii.ছেলে সন্তানের প্রতি নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। ‘অভাগীর স্বর্গ’ গল্পে বাংলাদেশের জমিদার ও কর্মচারীদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে-
i.স্বার্থপরতা ii.নির্মমতা
iii.হীনতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। কাঙালী যে কারণে মায়ের মৃতদেহ সৎকারের কাঠ যোগাড় করতে পারলো না তা হলো
i.দারিদ্রতা ii.জাতি বৈষম্য
iii.উঁচু শ্রেণির নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩ প্রশ্নের উত্তর দাও:
তর্করতœ কহিলেন, ধার নিবি শুধবি কীভাবে?
গফুর বলিল, যেমন করে পারি শুধব বাবাঠাকুর, তোমাকে ফাঁকি দেব না।
৩২। তর্করতœ ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
(ক) ঠাকুরদাস মুখুয্যে (খ) রসিক দুলে
(গ) দারোয়ানজী (ঘ) অধর
৩৩। এই প্রতিনিধিত্বের কারণ হলো-
i.উভয়েই জমিদারের প্রতিনিধি
ii.জমিদারের গোমস্তা
iii.জমিদার ও ব্রাহ্মণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
রণজিৎ বাবু বিশ্বাস করেন নিচু শ্রেণির লোকের স্পর্শে জাত যায়। এজন্য তিনি মানুষের ভিড় যেসব জায়গায় হয় সে সব স্থানে যান না।
৩৪। ‘অভাগীর স্বার্গ’ গল্পের চরিত্রের সঙ্গে রণজিৎ বাবুর মিল খুঁজে পাওয়া যায়?
(ক) রসিকের (খ) দারোয়ানের
(গ) পাঁড়ের (ঘ) অধরের
বাংলা ১ম:অন্ধবধূ কবিতার বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF)
অধ্যায় তৃতীয়: জীবন সঙ্গীত বহু নির্বাচনী -বাংলা ১ম পত্র (PDF)
অধ্যায়-২ কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী – বাংলা ১ম পত্র
৩৫। উক্ত চরিত্রের বৈশিষ্ট্য হলো
i.নির্মমতা ii.নিষ্ঠুরতা
iii.স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৬। মৃতের জন্যে করা শেষ বা অন্তিম অনুষ্ঠানকে কী বলা হয়?
(ক) শ্রাদ্ধ (খ) মিলাদ
(গ) কুলখানি (ঘ) অন্ত্যেষ্টিক্রিয়া
৩৭। কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী বলতে নিচের কোনটিকে বুঝিয়েছেন?
(ক) দুলে (খ) টোটকা
(গ) গেঁটে কড়ি (ঘ) শশব্যস্ত
৩৮। সুমুমার সেন কোন গ্রন্থটি সম্পাদনা করেন?
(ক) মাইকেল রচনাবলী (খ) শরৎ সাহিত্যসমগ্র
(গ) ফররুখ সাহিত্য সমগ্র (ঘ) সুকুমার রচনাবলী
৩৯। ‘অভাগীর স্বর্গ’ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) শরৎ সাহিত্যসমগ্র (খ) শরৎ রচনাবলী
(গ) শরৎসমগ্র (ঘ) শরৎ শ্রেষ্ঠ গল্পগ্রন্থ
৪০। ‘শরৎ সাহিত্যসমগ্র’ গল্পের কোন খন্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ গল্পটি সংকলন করা হয়েছে?
(ক) প্রথম খন্ড (খ) দ্বিতীয় খন্ড
(গ) তৃতীয় খন্ড (ঘ) চতুর্থ খন্ড
উত্তর পত্র:
অধ্যায় ভিত্তিক | |||||||||
এস এস সি মডেল টেস্ট-২০২৩ | |||||||||
শ্রেণি:৯ম, ১০ম | বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য) | অধ্যায়ঃ চতুর্থ | |||||||
উত্তর পত্র | |||||||||
১-খ | ২-ত | ৩-ক | ৪-গ | ৫-ক | ৬-ঘ | ৭-ক | ৮-খ | ৯-ক | ১০-গ |
১১-ঘ | ১২-খ | ১৩-গ | ১৪-ক | ১৫-গ | ১৬-গ | ১৭-ঘ | ১৮-ক | ১৯-গ | ২০-খ |
২১-ঘ | ২২-ঘ | ২৩-ক | ২৪-ক | ২৫-ঘ | ২৬-গ | ২৭-খ | ২৮-খ | ২৯-ক | ৩০-ক |
৩১-ঘ | ৩২-ঘ | ৩৩-ক | ৩৪-ঘ | ৩৫-ঘ | ৩৬-ঘ | ৩৭-গ | ৩৮-খ | ৩৯-ক | ৪০-ক |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।