অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে আর তা হচ্ছে অনার্স ভালো না ডিগ্রি ভালো ?
অনার্স এবং ডিগ্রি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, তাহলে চলুন শুরু করা যাক।
অনার্স ভালো না ডিগ্রি ভালো ? (বিস্তারিত) তথ্য –
চলুন প্রথমেই জেনে নেই অনার্স এবং ডিগ্রির মধ্যে পার্থক্য কোথায়ঃ
অনার্স হচ্ছে স্নাতক সম্মান আর ডিগ্রি হচ্ছে শুধু স্নাতক। অনার্স ৪ বছর মেয়াদি এবং ডিগ্রি ৩ বছর মেয়াদি।
অনার্সে মূলত যেকোন এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয় থাকে তাই তারা ওই বিষয়ের উপর দক্ষ হয়ে গড়ে উঠে।
আর ডিগ্রি আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয়।
অনার্সে মূলত যেকোন এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয় থাকে তাই তারা ওই বিষয়ের উপর দক্ষ হয়ে গড়ে উঠে।
আর ডিগ্রি আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয়। তাই ডিগ্রীর ছাত্রছাত্রীরা পঠিত কয়েকটি বিষয় সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করতে পারে।
সার্টিফিকেটের মান ডিগ্রীর চাইতে অনার্সের টার বেশি।
- আরও পড়ুনঃ অনার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
- আরও পড়ুনঃ মাস্টার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
অনার্স সাধারণত ৪ বছরের কোর্স আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩ বছরের কোর্স।
সার্টিফিকেট ও ভিন্ন হয় চাকরির ক্ষেত্রেও অনার্স ডিগ্রী’র চাহিদা একটু বেশিই বলা যায়।
ডিগ্রী পাস কোর্স শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয় অথচ অনার্স কোর্স শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় না।
অনেক ক্ষেত্রেই আমি শুনে থাকি ডিগ্রীর চেয়ে অনার্স করা ভালো।
কেননা চাকরির সময় ডিগ্রীর চেয়ে অনার্সকে নাকি প্রাধান্য দেওয়া হয়।
আমি পরামর্শ দিচ্ছি আপনি অনার্স করুন।
তবে আপনার ক্যারিয়ার আপনার,আপনার ইচ্ছা আগ্রহ কোনটির প্রতি সেটাই গ্রহন করুন।
কেননা অন্যের পরামর্শে যদি আপনার আগ্রহের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন,তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন।তাই সাবধান থাকুন।
চাকরীর ক্ষেত্রে অনার্স ভালো না ডিগ্রি ভালো –
চাকরীর ক্ষেত্রে অনার্স এবং ডিগ্রিঃ
বর্তমান সময়ে চাকরীকে সোনার হরিণ মনে করা হচ্ছে।আর এজন্য ব্যাপকভাবে প্রতিযোগিতা-ও করতে হচ্ছে।
অনেক মেধাবী ছাত্ররাও চাকরী না পেয়ে বেকার হয়ে জীবনযাপন করছে। তাই উচিত এখন থেকেই নিজেকে গড়ে তোলা। আর এজন্য আপনি ডিগ্রী-এর চেয়ে অনার্স কে বেশি প্রাধান্য দিন।
- আরও পড়ুনঃ অনার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
- আরও পড়ুনঃ মাস্টার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
তাহলে একটু হলেও চাকরীর পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।আশা করি আশাকরি আমি বুঝাতে পেরেছি এবং আপনিও বুঝতে পেরেছেন।
চলুন এ পর্যায়ে জেনে নেয়া যাক, অনার্স এবং ডিগ্রি’র সময়সীমা।
সময়সীমা হিসেবে অনার্স ভালো না ডিগ্রি ভালো –
অনার্স এর সময়সীমা বা অনার্স করতে কত বছর সময় লাগে ?
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণভাবে চার বছর।
অর্থাৎ অনার্স এ ৪ টি বর্ষ যেমনঃ ১ম,২য়,৩য় এবং ৪র্থ বর্ষ। এই চারটি বর্ষ শেষ করতে ৪ বছর সময় লাগবে। তাই অনার্স ৪ বছর পড়তে হয়।
ডিগ্রি এর সময়সীমা বা ডিগ্রি করতে কত বছর সময় লাগে ?
ডিগ্রি কোর্সের মেয়াদ তিন বছর আর অনার্স কোর্সের মেয়াদ চার বছর । তবে সেশনজট বা বিশেষ কোন কারনে সময় বেশী লাগতে পারে ।
মোটকথা, ডিগ্রি তে স্বাভাবিক সময় হলো তিন বছর আর অনার্সের স্বাভাবিক সময় চার বছর।
তবে কোন অনিবার্য কারনে পরীক্ষা হতে বিলম্ব হলে কিংবা সেশন জট থাকলে স্বাভাবিক সময়ের চাইতে কিছু বেশি সময় লাগতে পারে।
ডিগ্রী এর পর প্রিলি-মাস্টার্স এবং এরপর মাস্টার্স ফাইনাল,সময় সব মিলিয়ে দুই বছরের চাইতে সামান্য বেশি লাগে,আর অনার্সের পর মাস্টার্স করতে সময় লাগে একবছর।
ইচ্ছা করলে ডিগ্রী কিংবা অনার্সের পর বিএড করে নিতে পারেন। এটি কোন একাডেমিক ডিগ্রী নয় এটি একটি কোর্স।
বিষয়বস্তু অনার্স ভালো না ডিগ্রি ভালো –
কিছু কমন প্রশ্নঃ
ডিগ্রি পাশ করার পর কি?
ডিগ্রি পাশ বা কোর্স করার পর আপনি যেসব কোর্স করতে পারবেন: এলএলবি, নিয়মিত বা অনিয়মিত এমবিএ কোর্স, আইবিএ, গ্যামেন্টস সংক্রান্ত বিভিন্ন ডিল্পোমা কোর্স,সিএ ইত্যাদি তবে আইবিএ ও এমবিএ তে আপনাকে প্রতিযোগিতা করতে হবে।
- আরও পড়ুনঃ অনার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
- আরও পড়ুনঃ মাস্টার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
সোজা কথা আপনি ডিগ্রি’র পরও পড়াশোনা করতে পারবেন। উচ্চ শিক্ষা নিতে পারেন।
তবে আপনি চাইলে ডিগ্রি’র সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সেক্টরে জব করতে পারনে।
অনার্স পাশ করার পর কি?
স্নাতক বা অনার্স এর পর এলএলবি কোর্স শেষ করতে হবে। তারপর এলএলএম করতে পারবেন।
এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ও এলএলবি কোর্সে ভর্তি হওয়া যায়। এবং এলএলবি পাশ করার পর এলএলএম কোর্স করা যায়।
তবে ডিগ্রি’র মতোই অনার্সের পরেও রয়েছে বিভিন্ন চাকরি করার সুযোগ এবং বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ।
চাকরীর বাজারে অনার্স ভালো না ডিগ্রি ভালো –
অনার্স এবং ডিগ্রি’র চাকরীর বাজারঃ
অনার্স করে কি চাকরী করা সম্ভব?
বাংলাদেশে ৮০% লোকের সপ্ন থাকে সরকারি চাকরি করার। অনরক দিন একজন প্রশ্ন করে “বাংলা বিষয় নিয়ে অনার্স করলে চাকরি পাওয়া যায় কিনা?
সরকারি চাকরিতে লিখিত বা MCQ পরীক্ষা তে ক্লাস, এইট, নাইন এর বাংলা, ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করে। অনার্স এর কোন কিছু থেকে প্রশ্ন করা হবে না।
এমন কি বিসিএস স্বাস্থ্য (ডাক্তার) তে প্রশ্ন করে বসতে ” রবীন্দ্রনাথ এর পিতার নাম কি?” সে ক্ষেত্রে সরকারি চাকরি তে আমি কোন কোর্সে অর্নাস করছি সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমার অর্নাস সার্টিফিকেট আছে কি না! যদিও সরকারি টেকনিক্যাল পোস্ট এর হিসাব আলাদা।
যেমন আপনি যদি উপজেলা “হিসাব রক্ষণ কর্মকর্তা” হতে চান সেক্ষেত্রে আপনাকে হিসাববিজ্ঞান নিয়ে অনার্স করতে হবে।
তখন বাংলা বিষয়ে অর্নাস করলে কোন লাভ হবে না৷
অনার্স ভালো না ডিগ্রি ভালো –
ডিগ্রি করে কি চাকরী করা সম্ভব?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি শাখা ১. অনার্স ২. ডিগ্রি ডিগ্রির তুলনায় অনার্সের ডিমান্ড বেশি সব চাকরি তে।
কিন্তু এক্ষেত্রে ডিগ্রি পাস করে মাস্টার্স কমপ্লিট করলে এবং পয়েন্ট ভালো থাকলে ভালো চাকরি পাওয়া যাবে।
- আরও পড়ুনঃ অনার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
- আরও পড়ুনঃ মাস্টার্স সকল সাবজেক্ট এর ফ্রি পিডিএফ বই ও সাজেশন
অবশ্য অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকেই ডিগ্রী পাস করেও বিভিন্ন সরকারি চাকুরী করে।
যেমন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি।
তবে জানার সুবিধার্থে বলে দেই ডিগ্রী পাস করে মাস্টার্স করলে মোটামুটি সব ধরনের সরকারি চাকুরীতে আবেদন করতে পারবেন।
এ পর্যায়ে কিছু কথা বলব অনার্স ভালো না ডিগ্রি ভালো তা নিয়ে –
শেষ কিছু কথাঃ
আপনারা এখন বুঝতেই পারছেন ডিগ্রি’র তুলনায় বাংলাদেশে অনার্সের মান অনেক বেশি।
কিন্তু আপনি এইটা ভেবে নিয়েন না যে, ডিগ্রি’র কোন মূল্য নেই।
আমাদের মেইন উদ্দ্যেশ্য হচ্ছে শেখা। আপনি যত শিখবেন আপনার জ্ঞান ততই বৃদ্ধি পাবে। এবং পরিশ্রম করুন।
কুদরত আপনার পরিশ্রব বিফলে যেতে দিবে না।
অনার্স ভালো না ডিগ্রি ভালো ? একটু মোটিভেশন এর জন্য বলছি,
২০১২ সালে বিসিএস পরীক্ষার একজন সারাদেশ ব্যাপী প্রথম স্থান অধিকার করেছিলেন ।
সে কিন্তু একজন ডিগ্রীর ছাত্র ছিলো।
মোট কথা আপনি যেখানেই থাকেন না কেন,
মেধা এবং যোগ্যতা দিয়ে ভালো কিছু দেখাতে পারলে প্রত্যেকটা শিক্ষা’র ছোট বড় সকল শাখাই ভালো ।
উক্ত বিষয় সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।