SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায়-৯ | PDF: ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহণ, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়তিকরণ ইত্যাদি কার্য সম্পাদন করার উদ্দেশ্য কী?
(ক) মূলধন (খ) অর্থায়ন
(গ) বাজেট (ঘ) ঋণ
২। পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে কী বলা হয়?
(ক) বিপণন (খ) গুদামজাতকরণ
(গ) বিজ্ঞাপন (ঘ) শিল্প
৩। ভোক্তাগণ কীসের মাধ্যমে মানসম্মত পণ্য পেয়ে থাকে?
(ক) পরিবহন (খ) বিভাগীয়করণ
(গ) প্রমিতকরণ (ঘ) বিপণন
৪। কোনটি উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
(ক) বিপণন (খ) পাইকার
(গ) খুচরা ব্যবসায়ী (ঘ) প্রতিনিধি
৫। বিপণন প্রধানত কয়টি উপযোগ সৃষ্টি করে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৭টি
৬। পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়?
(ক) ক্রয়ের মাধ্যমে (খ) বিক্রয়ের মাধ্যমে
(গ) উৎপাদনের মাধ্যমে (ঘ) শিল্পের মাধ্যমে
৭। আমাদের দেশের চিংড়ি মাছ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কীসের ফলে ব্যবহার করতে পারছে?
(ক) সৌহার্দপূর্ণ সম্পর্কের (খ) পরিবহণের
(গ) ক্রয়ের (ঘ) বিক্রয়ের
৮। পণ্যদ্রব্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পন্যের মান নির্ধারণ করাকে কী বলে?
(ক) মোড়কিকরণ (খ) গুদামজাতকরণ
(গ) প্রমিতকরণ (ঘ) পর্যায়িতকরণ
৯। ক্রয়-বিক্রয়ের সুবিধার জন্যে একই জাতীয় পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে কী বলে?
(ক) পর্যায়িতকরণ (খ) প্রমিতকরণ
(গ) গুদামজাতকরণ (ঘ) মোড়কিকরণ
১০। ব্যবহারকারীর নিকট পণ্যকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে কী করা হয়?
(ক) পর্যায়িতকরণ (খ) মোড়কিকরণ
(গ) প্রমিতকরণ (ঘ) গুদামজাতকরণ
১১। পণ্য ব্যবহারকারীর আগ্রহ মূল্যায়ন করা হয় বিপণনের কোন কাজটিতে?
(ক) তথ্য সংগ্রহ (খ) ভোক্তা বিশ্লেষণ
(গ) মোড়কিকরণ (ঘ) পর্যায়িতকরণ
১২। যেসব বিষয় বিবেচনা করে পণ্য প্রমিতকরণ করা হয় তা হলো-
i. পণ্যের ওজন ii.পণ্যের রং
iii.পণ্যের স্বাদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
মি. গালিব অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি করে সংরক্ষণ করেন। এরপরও চাহিদা বৃদ্ধি পেলে তা বিপণন করেন।
১৩। মি. গালিব কীভাবে আমদানিকৃত ছোলা সংরক্ষণ করেন?
(ক) প্যাকিং-এর মাধ্যমে
(খ) গুদামজাতকরণের মাধ্যমে
(গ) পরিবহনের মাধ্যমে (ঘ) পাইকারের মাধ্যমে
১৪। অস্ট্রেলিয়ার উৎপাদিত ছোলা বাংলাদেশে ভোগ করতে পারার কারণ কী?
(ক) পরিবহনের কারণে (খ) বিজ্ঞাপনের কারণে
(গ) গুদামজাতকরণের কারণে (ঘ) প্রমিতকরণের কারণে
১৫। যে প্রক্রিয়ায় পণ্য উৎপাদক থেকে ভোক্তার হাতে পৌঁছে তাকে কী বলে?
(ক) বিক্রয় (খ) বণ্টন প্রণালি
(গ) বিপণন (ঘ) প্রমিতকরণ
১৬। মধ্যস্থব্যবসায়ীরা উৎপাদক ও ভোক্তার মধ্যে কী হিসেবে কাজ করে?
(ক) সেতুবন্ধন (খ) পরামর্শক
(গ) আদর্শ ব্যবসায়ী (ঘ) তথ্যদাতা
১৭। বণ্টন প্রণালি কয় ধরনের হয়ে থাকে?
(ক) ৪ (খ) ৫
(গ) ৬ (ঘ) ৭
১৮। মধ্যস্থব্যবসায়ী ছাড়াই উৎপাদনকারী ভোক্তার নিকট পণ্য বিক্রয় করাকে কী বলে?
(ক) ভোক্তা প্রত্যক্ষ বিপণন (খ) সরাসরি বিপণন
(গ) উৎপাদক কর্তৃক বিক্রয় (ঘ) বিপণন
১৯। বণ্টন প্রণালিতে পাইকারের পরে কে অবস্থান করে?
(ক) উৎপাদক (খ) প্রতিনিধি
(গ) ভোক্তা (ঘ) খুচরা ব্যবসায়ী
২০। বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোগকারীর মধ্যে যারা অবস্থান করে তাদেরকে কী বলে?
(ক) পাইকার (খ) খুচরা ব্যবসায়ী
(গ) প্রতিনিধি (ঘ) মধ্যস্থব্যবসায়ী
উত্তর মালা:
১-খ ২-ক ৩-ঘ ৪-ক ৫-খ ৬-ক ৭-খ ৮-গ ৯-ক ১০-খ
১১-খ ১২-গ ১৩-খ ১৪-ক ১৫-খ ১৬-ক ১৭-খ ১৮-খ ১৯-ঘ ২০-ঘ
২১। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়যোগ্য পণ্য কোনটি?
(ক) প্রসাধনী সামগ্রী (খ) সাবান
(গ) চাল (ঘ) ধান
২২। পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায়কে কী বলে?
(ক) জরিপ (খ) বিক্রয়িকতা
(গ) বিজ্ঞাপন (ঘ) বণ্টন প্রণালি
২৩। সরাসরি অর্থ প্রদত্ত ও খরচ নির্ভর বিপণন প্রসার কৌশল কোনটি?
(ক) বিজ্ঞাপন (খ) ব্যক্তিক বিক্রয়
(গ) প্রচার (ঘ) বিক্রয় প্রসার
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
২৪। সাময়িক আবেদনধর্মী কোনো বিজ্ঞাপনের উত্তম মাধ্যম হতে পারে কোনটি?
(ক) সিনেমা ¯øাইড (খ) বিজ্ঞাপনী ফলক
(গ) সাময়িকী (ঘ) সংবাদপত্র
২৫। বিজ্ঞাপনের কোন মাধ্যমে পণ্যসামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য তুলে ধরা হয়?
(ক) সংবাদপত্র (খ) সাময়িকী
(গ) প্রচারপত্র (ঘ) প্রাচীরপত্র
২৬। জনাকীর্ণ স্থানের দেয়ালে সুন্দর সুন্দর ছবি ও লেখাকে কী বলে?
(ক) প্রাচীরপত্র (খ) পণ্যসজ্জা
(গ) নমুনা (ঘ) বিজ্ঞাপনী ফলক
২৭। কাঁচের গøাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখা বিজ্ঞাপনের কোন ধরনের মাধ্যম?
(ক) প্রদর্শনী (খ) নিয়ন আলো
(গ) নমুনা (ঘ) পণ্যসজ্জা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলা কসমেটিক্স লি. এর প্রতিনিধি দল পণ্যের সুন্দর সুন্দর ছবি ও লেখাযুক্ত পরিবহনে মিনি শ্যাম্পু, ফেয়ারনেস ক্রিম নিয়ে ফার্স্ট স্কুলের অধ্যক্ষের অনুমতিক্রমে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।
২৮। পণ্যের সুন্দর ছবিযুক্ত গাড়িতে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে রাস্তায় চলাচল কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম?
(ক) বিজ্ঞাপনী ফলক (খ) পণ্য সজ্জা
(গ) প্রদর্শন (ঘ) পরিবহন বিজ্ঞাপন
২৯। শিক্ষার্থীদের মাঝে মিনি শ্যাম্পু বিতরণকে বিজ্ঞাপনের কোন মাধ্যম বলা যায়?
(ক) মেলা (খ) প্রদর্শনী
(গ) নমুনা (ঘ) পরিবহন
৩০। নিচের কোনটি পণ্যের প্রচারে গতিশীলতা আনে?
(ক) বিজ্ঞাপন (খ) পরিবহন
(গ) গুদামজাতকরণ (ঘ) মোড়কিকরন
৩১। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য সৃষ্টিতে কোনটি সহায়তা করে?
(ক) বিক্রয়িকতা (খ) বিক্রয় কৌশল
(গ) বাজার বিশ্লেষণ (ঘ) বিজ্ঞাপন
৩২। টিভিতে এইডস রোগের বিজ্ঞাপন দেয়ার উদ্দেশ্য হলো-
i. মুনাফা অর্জন
ii.সামাজিক সচেতনতা সৃষ্টি iii.নৈতিকতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। বিক্রয়মর্কীর ক্রেতা আকর্ষণ করার দক্ষতাকে কী বলে?
(ক) বিক্রয়িকতা (খ) প্রেষণা
(গ) নিয়ন্ত্রণ (ঘ) বিপণন
৩৪। দোকানের প্রতি গ্রাহকদের আগ্রহী করে স্থায়ী গ্রাহকে পরিণত করার সবচেয়ে উত্তম বিপণন প্রসার কৌশল কোনটি?
(ক) বিজ্ঞাপন (খ) প্রচার
(গ) বিক্রয়িকতা (ঘ) বিক্রয় প্রসার
৩৫। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা কী দ্বারা প্রভাবিত হয়?
(ক) বিক্রয়মর্কী (খ) ডেকোরেশন
(গ) মূলধন (ঘ) আকার
৩৬। বিক্রয়কর্মীর কোন গুণটি ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রেরণা দেয়?
(ক) সুন্দর হাসি (খ) সুস্বাস্থ্য
(গ) সুদর্শন চেহারা (ঘ) আত্মবিশ্বাস
৩৭। ক্রেতাসাধারণকে আকৃষ্ট করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে একজন বিক্রয়কর্মীর কোন গুণটি অধিক গুরুত্বপূর্ণ?
(ক) উত্তম শ্রবণশক্তি (খ) আত্মবিশ্বাস
(গ) মিষ্টি কণ্ঠস্বর (ঘ) প্রখর স্মৃতিশক্তি
৩৮। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যে বিক্রয়কর্মীর কোন গুণটি প্রয়োজন?
(ক) আত্মবিশ্বাস (খ) ধের্যশীলতা
(গ) তী² বুদ্ধিমত্তা (ঘ) মার্জিত ব্যবহার
৩৯। একজন আদর্শ বিক্রয়কর্মীর ভদ্রতা, ন¤্রতা ও মার্জিত ব্যবহার কোন গুণাবলির অন্তর্ভুক্ত?
(ক) শারীরিক (খ) মানসিক
(গ) নৈতিক (ঘ) সাধারণ
৪০। পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে?
(ক) ব্যবসায় (খ) বাণিজ্য
(গ) শিল্প (ঘ) বিপণন
উত্তর মালা :
২১-ক ২২-গ ২৩-ক ২৪-ঘ ২৫-গ ২৬-ক ২৭-ঘ ২৮-ঘ ২৯-গ ৩০-ক
৩১-ঘ ৩২-গ ৩৩-ক ৩৪-গ ৩৫-ক ৩৬-ক ৩৭-খ ৩৮-গ ৩৯-গ ৪০-ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।