SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায় ৬ | PDF : ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
(ক)পরিকল্পনা (খ) মুনাফা অর্জন
(গ) পরিচালনা (ঘ) ঝুকি হ্রাস
২। উৎসাহের সাথে ব্যবসায় শুরু করেও ব্যবসায়ীর ব্যর্থ হওয়ার প্রধান কারণ কোনটি?
(ক) অর্থের অভাব (খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
(গ) কাচামালের অভাব (ঘ) সমন্বয়ের অভাব
৩। ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবিকে কী বলে?
(ক) পরিকল্পনা (খ) সংগঠনে
(গ) নেতৃত্ব (ঘ) প্রেষনা
৪। কী কাজ কখন কীভাবে সম্পন্ন করা হবে তার অগ্রিম চিন্তা ভাবনার নির্দেশনাকে কী বলে?
(ক) পরিকল্পনা (খ) ব্যবস্থপনা
(গ) নীতিমালা (ঘ) ব্যবসায় উদ্যোগ
৫। কেনটি ব্যবসায়ীকে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা করে?
(ক) মুলধন (খ) পরিকল্পনা
(গ) ভোক্তার আয় (ঘ) পণ্যের চাহিদা
৬। গন্তব্যস্থলে পৌছানোর জন্যে শিল্পোদ্যোক্তার কাছে পথ চলার মানচিত্র হিসেবে কাজ করে কোনটি?
(ক) ব্যবস্থাপনা (খ) সংগঠন
(গ) উদ্যোগ (ঘ) পরিকল্পনা
৭। যে কোনে ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কীসের ভূমিকা একান্ত গুরুত্বপূর্ণ?
(ক) উদ্যোক্তার (খ) সংগঠনের
(গ) ব্যবসায়ের পরিকল্পনার (ঘ) মালিকের
৮। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে কয়টি বিষয়ের প্রাধান্য দেয়া হয়?
(ক)তিনটি (খ) চারটি
(গ) পাচটি (ঘ) ছয়টি
৯। ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্যে কখন কাজ শুরু করা হবে এ বিষয়ে দিকনির্দেশনা দেয় কোনটি?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন
(গ) কর্মীসংস্থান (ঘ) নেতৃত্ব
১০। ব্যবসায় পরিকল্পনা মালিকের ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কী হিসেবে কাজ করে?
(ক) দলিল (খ) দিকনির্দেশনা
(গ) সহায়ক (ঘ) নিয়ন্ত্রক
১১। কোন কাজের জন্যে ব্যবসায় পরিকল্পনা একটি উত্তম দলিল হিসেবে কাজ করে?
(ক) পরিচালনার জরন্য (খ) মূলধন সংগ্রহের জন্যে
(গ) বাস্তবায়েেনর জন্যে (ঘ) ব্যবস্থপনার জন্যে
১২। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়গুলো কার নিকট থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকে?
(ক) পাইকারের (খ) সরকারের
(গ) ব্যবস্থপকের (ঘ) মালিকের
১৩। যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
i. প্রতিষ্ঠান সুষ্ঠু ভাবে পরিচালনা করা যায়
ii.সামগ্রিক লক্ষ্য অর্জন করা যায়
iii.প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ)i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
সফিক লেখাপড়া শেষ করে বাবার জমিতে স্ট্রবেরী চাষের জন্যে বিভিন্ন তথ্য, পরামর্শ, প্রয়োজনীয় অর্থের সংস্থান ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা জেনে নেন। এতে নিজের পাাশাপাশি গ্রামের আরও বেশ কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এতে সংশ্লিষ্ট সকলেরই বেশ লাভবান হচ্ছেন।
১৪। উদ্দিপিকে স্ট্রবেরি চাষ শুরু করার পূর্বে গৃহীত কর্মকান্ড কোন বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ।
(ক) সংগঠন (খ) নিয়ন্ত্রন
(গ) পরিকল্পনা (ঘ) ব্যবস্থাপনা
১৫। উদ্দীপকে ব্যবসায় সফলতার কারণ হলো-
i. সম্ভাব্য সুযোগ সুবিধা মূল্যায়ন
ii.প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
iii.বিকল্প বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ)i, ii ও iii
১৬। ব্যবসায়ের সাফল্য অনেকাংশে কীসের ওপর নির্ভর করে?
(ক)পরিকল্পনা (খ) প্রকল্প নির্বাচন
(গ) প্রকল্প মূল্যায়ন (ঘ) দক্ষ পরিচারনা
১৭। কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবাযন প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্ম পদ্ধতিকে কী বলে?
(ক) পরিকল্পনা (খ) নীতি
(গ) কৌশল (ঘ) প্রকল্প
১৮। একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয় কোনটি?
(ক) প্রকল্প (খ) পরিকল্পনা
(গ) কৌশল (ঘ) নীতি
১৯। কয়টি পদ্ধতির মাধ্যমে প্রকল্পে চিহ্নিত ধারণা মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করা হয়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
২০। কীভাবে প্রকল্প সূচনা হয়?
(ক) পণ্যের চাহিদা থেকে (খ) উদ্যোক্তার আগ্রহ দ্বারা
(গ) কারিগরি শিক্ষা দ্বারা
(ঘ) নতুন প্রযুক্তি ব্যবহার করে
১ | খ | ২ | খ | ৩ | ক | ৪ | ক | ৫ | খ |
৬ | ঘ | ৭ | গ | ৮ | খ | ৯ | ক | ১০ | খ |
১১ | খ | ১২ | খ | ১৩ | ক | ১৪ | গ | ১৫ | ঘ |
১৬ | খ | ১৭ | ঘ | ১৮ | ক | ১৯ | ক | ২০ | ক |
২১। উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত প্রভাবক কয়টি?
(ক) চারটি (খ) পাঁচটি
(গ) ছয়টি (ঘ) সাতটি
২২। ভোক্তার আয় কোন পরিবেশের উপাদান?
(ক) রাজনৈতিক (খ) অর্থনৈতিক
(গ) সামাজিক (ঘ) আইনগত
২৩। সঠিক ব্যবসায় বাছাইয়ের ক্ষেত্রে নিম্নের কোন পরিবেশ গরুত্বপূর্ণ ভুমিকা পালন করে?
(ক) অর্থনৈতিক (খ) প্রাকৃতিক
(গ) সামাজিক (ঘ) রাজনৈতিক
২৪। প্রকল্প ধারনা মূল্যায়নের ধাপকে কী বলে?
(ক) প্রকল্প সম্ভাব্যতা যাচাই (খ) প্রকল্প নির্বাচন
(গ) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
(ঘ) প্রকল্পের ধারণা মূল্যায়ন
২৫। প্রকল্প ধারণা মূল্যায়নের ক্ষেত্রে বণিজ্যিক, কারিগরী, আর্থিক ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সক্ষমতার দৃষ্টি কোন থেকে যথার্থতা নির্ধারণ করাকে তী বলে?
(ক) প্রকল্প নির্বাচন
(খ) প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
(গ) প্রকল্পে প্রাক সম্ভাবনা যাচাই
(ঘ) প্রকল্প ধারনা মূল্যায়ন
২৬। ব্যবসায় পরিকল্পনা প্রণয়ণের জন্যে বিভিন্ন প্রকার তথ্যে প্রয়োজন। এসব তথের উৎস হলো-
i. অর্থনৈতিক জরিপ
ii.শিল্প জরিপ রিপোর্ট
iii.আদম শুমারী রিপোর্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ)i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আবদুল্লাহ সাহেব সঠিক ভাবে একটি ব্যবসায় প্র্রকল্প নির্বাচন করতে চান। এজন্য তিনি ব্যবসায় প্রকল্প। নির্বাচনের একটি ধাপ অত্যন্ত সাবধানতা ও গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছেন। কারণ একটি সফল প্রকল্প প্রণয়ন তাকে সাফল্য এনে দিতে পারে।
২৭। জনাব আবদুল্লাহ প্রকল্প নির্বাচনের জন্যে কোন বিষয়টি সর্বপ্রথম বিবেচনা করবেন?
(ক) ভোক্তার আয়
(খ) রাজনৈনিতিক স্থিতি শীলতা
(গ) আইন শৃঙ্খলা পরিস্থিতি (ঘ) জনসংখ্যা
২৮। জনাব আবদুল্লাহর প্রকল্পটি কীসের ওপর নির্ভর করবে?
(ক) চাহিদা (খ) স্থায়ী সম্পদ
(গ) মুনাফা (ঘ) মূলধন
২৯। শিল্পোদ্যোক্তা কার সাহায্য নিয়ে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত করতে পারে?
(ক) সরকারের (খ) ব্যবস্থাপকের
(গ) বিশেষজ্ঞর (ঘ) সংগঠকের
৩০। একটি সুষম ব্যবসায় পরিকল্পনা কতটি গাইড লাইন অনুসরণ করতে হয়?
(ক) ৫টি (খ) ৬টি
(গ) ৭টি (ঘ) ৮টি
৩১। প্রাক্কলিত আর্থিক বিবরণীর সাথে কয়টি বিষয় সংযুক্ত করতে হয়?
(ক) ৬টি (খ) ৭টি
(গ) ৮টি (ঘ) ৯টি
৩২। আর্থিক পরিকল্পনা প্রণয়নের সময় কী উল্লেখ করা প্রয়োজন?
(ক) প্রকল্পের চলতি পুজি (খ) প্রকল্পের নগদান প্রবাহ
(গ) প্রকল্পের মোট চলতি সম্পদ (ঘ) নীট চলতি পুঁজি
৩৩। মি. নওশাদ প্রকল্পের মোট ব্যয়, চলতি পুঁজি, নগদান প্রবাহ সংযোজনের মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করেন। মি. নওশাদের প্রকল্প প্রণয়নের এ বিষয়গুলোকে কী বলে?
(ক) প্রচারনা (খ) আর্থিক বিবরণী
(গ) বিপণন (ঘ) ব্যবস্থাপনা
৩৪। সুূষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে নিচের কোনটি প্রস্তু করতে হয়?
(ক) চুড়ান্ত হিসাব (খ) রেওয়ামিল
(গ) জাবেদা (ঘ) নগদান প্রবাহ বিবরণী
৩৫। কোনটির মাধ্যমে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের নগদ প্রকৃত অবস্থা জানাতে পারে?
(ক) রেওয়ামিল (খ) খতিয়ান
(গ) নগদান প্রবাহ বিবরণী (ঘ) চুড়ান্ত হিসাব
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
৩৬। সম আয় ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝাায়?
(ক) যখন আয় ব্যয় সমান হয়
(খ) যখন আয়ের তুলনা বেশি হয়
(গ) যখন স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হয়
(ঘ) যখন ব্যয়ের তুলনায় আয় বেশি হয়
৩৭। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় মূল্য মোট ব্যয়ের সমপরিমাণ হয় এরকম অবস্থাকে কী বলে?
(ক) আয়-ব্যয় (খ) সম আয়-ব্যয়
(গ) আত্ম-বিশ্লেষণ (ঘ) সম আয়-ব্যয় বিশ্লেষণ
৩৮। কোনো ব্যক্তির নিজের ব্যবসায় করার সক্ষমতা যাচাই করার কাজকে কী বলে?
(ক) আত্ম বিশ্লেষণ (খ) ব্যবস্থাপনা
(গ) যোগ্যতা যাচাই (ঘ) উদ্দীপনা যাচাই
৩৯। আনুমানিক লাভ মাইক্রোস্ক্রিনিং-এর কোন উপাদান?
(ক) আর্থিক দিক (খ) কারিগরি দিক
(গ) বাণিজ্যিক দিক (ঘ) বাজারজাতকরণ দিক
৪০। কোন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা যায়?
(ক) প্রযুক্তি ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে
(খ) বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে
(গ) আর্থিক দিক থেকে
(ঘ) বাজারজাতকরণের দিক থেকে
২১ | খ | ২২ | খ | ২৩ | খ | ২৪ | গ | ২৫ | খ |
২৬ | ঘ | ২৭ | ক | ২৮ | ক | ২৯ | গ | ৩০ | ঘ |
৩১ | খ | ৩২ | খ | ৩৩ | খ | ৩৪ | ঘ | ৩৫ | গ |
৩৬ | ক | ৩৭ | খ | ৩৮ | ক | ৩৯ | গ | ৪০ | ক |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।