SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায় ১১ | PDF: ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-১১ | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। যে জ্ঞানবোধ ও আচরণ সমাজ মুল্যবান ও অনুকরণীয় মনে করে তাকে কী বলে?
(ক) নৈতিকতা (খ) মূল্যবোধ
(গ) সামাজিকতা (ঘ) রীতি-নীতি
২। সাহেব আলী একজন ব্যবসায়ী। তার জ্ঞানবোধ এবং ব্যবসায়িক আচরণ সকলের জন্যে অনুকরণীয়। তার এ মূল্যবোধ এবং অনুকরণীয় জ্ঞানবোধ ও আচরণকে কী বলে?
(ক) নৈতিকতা (খ) সততা
(গ) মূল্যবোধ (ঘ) ব্যবসায়িক মূল্যবোধ
৩। যেকোনো ব্যবসায়ী নিচের কোনটির অভাবে ভালো-মন্দের পার্থক্য নির্ণয় পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়?
(ক) সততা (খ) পরিশ্রম
(গ) অধ্যয়ন (ঘ) মূল্যবোধ
৪। অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য নিরূপণের ক্ষমতা আসে কোথা থেকে?
(ক) সামাজিক কর্মকান্ড থেকে
(খ) নৈতিক নীতিবোধ থেকে
(গ) ধর্মীয় শিক্ষা থেকে (ঘ) বিজ্ঞাপন থেকে
৫। একটি দেশের জনগণের জন্যে কোন ধরনের আচরণ বিধি অনুসরন করা একান্ত আবশ্যক?
(ক) নৈতিক (খ) রাজনৈতিক
(গ) সমাজ গর্হিত (ঘ) ব্যবসায়িক
৬। মানব আচরণের মানদন্ড হিসেবে বিবেচিত হয় কোনটি?
(ক) মূল্যবোধ (খ) নৈতিকতা
(গ) জ্ঞানমূলক (ঘ) পরিশ্রম
৭। নৈতিকতা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফরাসি (খ) গ্রিক
(গ) ল্যাটিন (ঘ) আরবি
৮। মানুষের দৈন্দিন কাজ কর্মের সাথে জড়িত কোনটি?
(ক) অর্থ (খ) নীতিমালা
(গ) নৈতিকতা (ঘ) দায়বদ্ধতা
৯। লিমন একজন ব্যবসায়ী। সে সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। এটি লিমনের কোন ধরনের বৈশিষ্ট্য?
(ক) দেশপ্রেম (খ) নৈতিকতা
(গ) কৃত্রিম অভাব সৃষ্টি (ঘ) আদর্শ
১০। ব্যবসায় জগতে সঠিক পথের দিকনির্দেশনা হিসেবে কাজ করে কোনটি?
(ক) কেইস স্টাডি (খ) ব্যবসায়িক নৈতিকতা
(গ) ব্যবসায়িক পত্রিকা (ঘ) ব্যবসায়িক সংগঠন
১১। ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
(ক) অর্থনৈতিক (খ) সামাজিক
(গ) রাজনৈতিক (ঘ) পারিবারিক
১২। ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
(ক) ঝুঁকি (খ) ব্যবসায়িক ঝুঁকি
(গ) মুনাফা (ঘ) অনিশ্চয়তা
১৩। মাসুম পলাশীর বাজারে মরা মুরগি কেনা-বেচা করেন। তার কাজটি কীসের উদাহরণ?
(ক) নৈতিক কার্যকলাপ (খ) ব্যবসায়িক কার্যকলাপ
(গ) অনৈতিক কার্যকলাপ (ঘ) মুনাফাখোরী কাজ
১৪। ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রি করা কোন ধরনের কাজ?
(ক) অনৈতিক (খ) অযৌক্তিক
(গ) স্বার্থপর (ঘ) অমানবিক
১৫। শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষের কাছ থেকে কাম্য নয় কোনটি?
(ক) অনৈতিক আচরণ
(খ) জনকল্যাণে অবদান রাখা
(গ) মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য বিক্রি না করা
(ঘ) পরিবেশের ক্ষতি সাধন না করা
১৬। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব-
i. অভিজ্ঞ পরামর্শক নিয়োগ করা
ii.সমাজের ভালো মন্দ বিবেচনা করা
iii.ব্যবসায়ের কাজে অবহেলা না করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। সমাজের জন্যে কল্যাণমূলক কাজকে ব্যবসায় কীসের অংশ হিসেবে গণ্য করে?
(ক) সামাজিক দায়বদ্ধতা (খ) ব্যবসায়িক আইন
(গ) নৈতিকতা (ঘ) মূল্যবোধ
১৮। ব্যবসায়ে মুনাফা অর্জনের সাথে সমাজের মঙ্গলময় বা কল্যাণকর কাজ করাকে কী বলে?
(ক) নৈতিকতা (খ) সামাজিক দায়বদ্ধতা
(গ) মূল্যবোধ (ঘ) সমাজিক কল্যাণ
১৯। ব্যবসায়ী রহিম সাহেব তার নিজ এলাকা কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন। ব্যবসায়ী হিসেবে কাজটি কোন ধরনের?
(ক) জনহিতকর (খ) ব্যবসাসুলভ
(গ) নৈতিক (ঘ) মূল্যবোধজনিত
২০। ডাচ-বাংলা ব্যাংক দরিদ্র শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে। এ শিক্ষাবৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
(ক) ব্যবসায়িক (খ) জাতীয়
(গ) সামাজিক (ঘ) মানবিক
উত্তর পত্র
১-খ ২-ঘ ৩-ঘ ৪-খ ৫-ক ৬-খ ৭-খ ৮-গ ৯-খ ১০-খ
১১-খ ১২-গ ১৩-গ ১৪-ক ১৫-ক ১৬-গ ১৭-ক ১৮-খ ১৯-ক ২০-গ
২১। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন?
(ক) মুনাফা অর্জনের জন্যে (খ) মুনাফা বৃদ্ধির জন্যে
(গ) পণ্য বিক্রির জন্যে (ঘ) সচেতনতা বৃদ্ধির জন্যে
২২। কয়টি পক্ষের প্রতি ব্যবসায়ের দায়িত্ব রয়েছে?
(ক) ৩টি (খ) ৪টি
(গ) ৫টি (ঘ) ৬টি
২৩। জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা কার লক্ষ্য?
(ক) রাষ্ট্রের (খ) সমাজের
(গ) ক্রেতার (ঘ) ব্যবসায়ীর
২৪। ব্যবসায়ী নিয়মিত কর প্রদান করলে সন্তুষ্ট হন কে?
(ক) পরিবারের সদস্যরা (খ) সরকার
(গ) প্রতিদ্ব›দ্বীরা (ঘ) ভোক্তারা
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
২৫। অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ী কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
(ক) ভোক্তা (খ) রাষ্ট্র
(গ) সমাজ (ঘ) ক্রেতা
২৬। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ী কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
(ক) শ্রমিক (খ) কর্মচারী-কর্মকর্তা
(গ) ক্রেতা-ভোক্তা (ঘ) সমাজ
২৭। পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায়ী কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
(ক) সমাজ (খ) রাষ্ট্র
(গ) ক্রেতা ও ভোক্তা (ঘ) শ্রমিক-কর্মচারী
২৮। এসবিসি ব্যাংকে কাজের উপযুক্ত পরিবেশ বজায় থাকে। এক্ষেত্রে এসবিসি ব্যাংক কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
(ক) ক্রেতা (খ) গ্রাহক
(গ) রাষ্ট্র (ঘ) কর্মচারী
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
জনি তার ব্যবসায়ে অর্জিত মুনাফার ওপর নিয়মিত কর ও রাজস্ব প্রদান করে। কিন্তু সে উৎপাদনের আদর্শ পদ্ধতি অনুসরণ করে না এবং নি¤œমানের পণ্য উৎপাদন করে। তার প্রতিষ্ঠানে বর্তমানে ২০০ লোক কর্মরত আছে।
২৯। জনি রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে?
(ক) নিয়মিত কর প্রদান (খ) রাজস্ব প্রদান
(গ) আইনের বিধি-বিধান (ঘ) কর্মসংস্থান সৃষ্টি
৩০। জনি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে-
i. নিয়মিত কর দিয়ে ii.নিয়মনীতি মেনে চলে
iii.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক এলাকার বনাঞ্চল কেটে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরিবেশের ভারসাম্য বিবেচনা করে সে পার্শ্ববর্তী খালি জায়গায় কারখানা স্থাপন করে। এছাড়া সে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বন্যাদুর্গতদের সাহায্য করে।
৩১। রফিক খালি জায়গায় কারখানা স্থাপন করে কার প্রতি দায়িত্ব পালন করেছে?
(ক) রাষ্ট্রের (খ) সমাজের
(গ) শ্রমিকদের (ঘ) ভোক্তার
৩২। রফিক সামাজিক দায়িত্ব পালন করেছে। কারণ সে-
i. বন উজাড় থেকে বিরত রয়েছে
ii.বন্যা দুর্গতদের সাহায্যে করেছে
iii.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। ডাচ-বাংলা ব্যাংক দরিদ্র মেধাবী ছাত্রদের বার্ষিক ১০২ কোটি টাকা বৃত্তি প্রদান করে। এটি ডাচ-বাংলা ব্যাংকের কোন কার্যক্রমের আওতাভুক্ত?
(ক) ব্যবসায়িক উদ্দেশ্য (খ) সমাজিক দায়িত্ব
(গ) ব্যবসায়িক মূল্যবোধ (ঘ) ব্যবসায় নীতি
৩৪। টেলিকমিউনিকেশন কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো-
i. দারিদ্র্য বিমোচন ii.বৃত্তি প্রদান
iii.খেলাধুলার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৫। শিল্পোন্নয়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি?
(ক) দুর্নীতি (খ) উচ্চ বিলাসিতা
(গ) অর্থ পাচার (ঘ) পরিবেশ দূষণ
৩৬। রহিম চামড়া কারখানার মালিক। তার কারখানায় নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে। এর ফলে কী দূষিত হচ্ছে?
(ক) বায়ু (খ) পানি
(গ) শব্দ (ঘ) খাদ্য
৩৭। আজীম তার প্রতিষ্ঠানের ময়লা খোলা জায়গায় ফেলে এবং তার কারখানা থেকে কালো ধোঁয়া বের হয়। এটি কী দূষিত করছে?
(ক) বায়ু (খ) পানি
(গ) শব্দ (ঘ) মাটি
৩৮। এমভি জাহাজ কোম্পানি কারখানা স্থাপনে বনভ‚মির অনেকগুলো গাছ কেটে ফেললো। কোম্পানিটিকে কী জন্যে দায়ী করা হবে?
(ক) নেতিবাচক অবক্ষয় (খ) দুর্নীতি
(গ) মুনাফাখোরী (ঘ) পরিবেশ দূষণ
৩৯। আমাদের দেশে আইন থাকার ফলেও পরিবেশ দূষণ বেড়েই চলছে কেন?
(ক) ত্রটিপূর্ণ আইন (খ) আইন প্রয়োগের অভাব
(গ) কেউ আইন মানে না তাই
(ঘ) সচেতন নাগরিকের অভাব
৪০। অনিয়ন্ত্রিত শিল্পোন্নয়নের ফলাফল হলো-
i. স্বাস্থ্যহানি
ii.জীব বৈচিত্র্যের ধ্বংস
iii.সামাজিক মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর পত্র
২১-খ ২২-খ ২৩-ক ২৪-খ ২৫-খ ২৬-ঘ ২৭-গ ২৮-ঘ ২৯-গ ৩০-খ
৩১-খ ৩২-ঘ ৩৩-খ ৩৪-ঘ ৩৫-ঘ ৩৬-খ ৩৭-ক ৩৮-ঘ ৩৯-খ ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।