SSC | ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায় ১০ | PDF: ব্যবসায় উদ্যোগ বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১। উদ্যোক্তাকে শিল্প স্থাপনে অনুপ্রাণিত করে কোনটি?
(ক) প্রতিযোগী বাজার ব্যবস্থা (খ) প্রয়োজনীয় সহায়তা
(গ) একচেটিয়া বাজার (ঘ) ঋণের স্বল্প সুদ
২। শিল্পোদ্যোগ গ্রহণে সহায়ক সেবা প্রদান করে কোনটি?
(ক) বাংলাদেশ শিল্পনীতি (খ) বিমা
(গ) ব্যাংকিং আইন (ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
৩। সৃজনশীল কাজ কোনটি?
(ক) নতুন ব্যবসায় স্থাপন (খ) বনায়ন
(গ) গৃহায়ন (ঘ) পশুপালন
৪। উদ্যোক্তার জন্যে অনুপ্রেরণামূলক হতে পারে কোনটি?
(ক) শ্রমনীতি (খ) শিল্পনীতি
(গ) করনীতি (ঘ) রাজস্ব নীতি
৫। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন প্রতিষ্ঠার বিল উত্থাপিত হয় কত সালে?
(ক) ১৯৫০ সালে (খ) ১৯৫৩ সালে
(গ) ১৯৫৫ সালে (ঘ) ১৯৫৭ সালে
৬। ইপসিক প্রতিষ্ঠিত হয় কখন?
(ক) ১৯৫৭ সালে (খ) ১৯৫৮ সালে
(গ) ১৯৬০ সালে (ঘ) ১৯৬২ সালে
৭। ইপসিক-এর বর্তমান নাম কী?
(ক) বিপসিক (খ) বিসিক
(গ) বিডিবিএল (ঘ) আইসিবি
৮। ২০১২ সাল পর্যন্ত সারাদেশে বিসিকের সহায়তার কতটি কারখানা স্থাপন করা হয়েছে?
(ক) ১২৪০টি (খ) ৩৪৭৫টি
(গ) ৪২৭৭টি (ঘ) ৫৯৭৫টি
৯। বাংলাদেশে কতটি শিল্প নগরী আছে?
(ক) ৭০টি (খ) ৭২টি
(গ) ৭৪টি (ঘ) ৮০টি
১০। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) বিডিবিএলটি (খ) বিসিক
(গ) বিডিবিএল (ঘ) বিডিএসএল
১১। বিডিবিএল কখন কার্যক্রম শুরু করে?
(ক) ৩রা জানুয়ারি, ২০১২ (খ) ৩রা জানুয়ারি, ২০১১
(গ) ৩রা জানুয়ারি, ২০১০ (ঘ) ৩রা জানুয়ারি, ২০০৯
১২। বিডিবিএল সৃষ্টির মূল লক্ষ্যে কোনটি?
(ক) দ্রæত শিল্পায়ন (খ) কৃষিজ উন্নয়ন
(গ) নগরায়ন (ঘ) কর্মসংস্থান সৃষ্টি
১৩। দেশের মোট সংখ্যার কত শতাংশ নারী?
(ক) প্রায় ৪০ শতাংশ (খ) প্রায় ৪৫ শতাংশ
(গ) প্রায় ৪৭ শতাংশ (ঘ) প্রায় ৫০ শতাংশ
১৪। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
১৫। কোন বাণিজ্যিক ব্যাংক সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে সেবা প্রদান করছে?
(ক) সোনালী ব্যাংক (খ) জনতা ব্যাংক
(গ) অগ্রণী ব্যাংক (ঘ) বাংলাদেশ ব্যাংক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সুমন দেড় বছর ধরে একটি মনিহারি দোকান পরিচালনা করছেন। তিনি দোকানটির সম্প্রসারণের জন্যে ঋণ প্রাপ্তির প্রত্যাশায় জনতা ব্যাংকে আবেদন করলেন। জয়তী ব্যাংক তার ঋণ আবেদনটি প্রত্যাখ্যান করলেন।
১৬। ঋণ প্রাপ্তির জন্যে সুমনের কত বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে?
(ক) এক বছর (খ) দুই বছর
(গ) তিন বছর (ঘ) পাঁচ বছর
১৭। সুমনকে ঋণ প্রদান না করে জয়তী ব্যাংক কোন বিষয়ে গুরুত্ব প্রদান করেছে?
(ক) ঋণ নীতি (খ) ব্যবসায়িক নীতি
(গ) সেবা নীতি (ঘ) পরিচালনা নীতি
১৮। বেসিক ব্যাংক কত সালে নিবন্ধিত হয়?
(ক) ১৯৮৮ সালে (খ) ১৯৮৯ সালে
(গ) ১৯৯১ সালে (ঘ) ১৯৯৪ সালে
১৯। বেসিক ব্যাংক ঋণযোগ্য তহবিলের শতকরা কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ প্রতিশ্রæতিবদ্ধ?
(ক) ২৫ ভাগ (খ) ৫০ ভাগ
(গ) ৭৫ ভাগ (ঘ) ১০০ ভাগ
২০। বেসিক ব্যাংকের পরিচালিত ব্যাংকিং কার্যক্রম হলো-
i. উন্নয়ন ব্যাংকিং ii.বাণিজ্যিক ব্যাংকিং
iii.কেন্দ্রীয় ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর পত্র
১-খ ২-ক ৩-ক ৪-খ ৫-ঘ ৬-ক ৭-খ ৮-গ ৯-গ ১০-গ
১১-গ ১২-ক ১৩-ঘ ১৪-গ ১৫-ক ১৬-খ ১৭-ক ১৮-ক ১৯-খ ২০-ক
২১। বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) বিসিক (খ) বিডিবিএল
(গ) বিটাক (ঘ) বিটপ
২২। আশিক শিল্প কারখানার নতুন ডিজাইন ও যন্ত্রপাতির সাথে পরিচিত হতে চায়। এজন্য তাকে কোন সংস্থা সহায়তা করবে?
(ক) বিসিবি (খ) বিডিবিএল
(গ) ব্র্যাক (ঘ) বিটাক
২৩। বিটাক আধুনিক কারিগরি জ্ঞান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করে-
i. সেমিনার ii.চলচ্চিত্র প্রদর্শনী
iii.দলগত আলোচনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কখন প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৭০ সালে (খ) ১৯৭১ সালে
(গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৫ সালে
২৫। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্দেশ্য হলো-
i. গবেষণা করা
ii.গবেষণায় উৎসাহিত করা iii.মুনাফা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মকসুদ পাটের জিনতত্ত¡ আবিষ্কারের জন্যে গবেষণা করতে সচেষ্ট হলেন। এক্ষেত্রে একটি সরকারি সাহায্যকারী প্রতিষ্ঠান তাকে সহায়তা প্রদান করলো। প্রতিষ্ঠানটি জনাব মকসুদের আবিষ্কারকে কাজে লাগানোর প্রতিশ্রæতি প্রদান করলো।
২৬। জনাব মকসুদকে সহায়তাকারী প্রতিষ্ঠানের নাম কী?
(ক) বিসিক (খ) বিডিবিএল
(গ) বিসিএসআইআর (ঘ) বিটাক
২৭। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ জনাব মকসুদের আবিষ্কারকে কীভাবে কাজে লাগাবে?
(ক) সামাজিকভাবে (খ) বাণিজ্যিকভাবে
(গ) মানবিকভাবে (ঘ) অর্থনৈতিকভাবে
২৮। যুব অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
(ক) যুব ও ক্রীড়া (খ) বাণিজ্য
(গ) শিল্প (ঘ) মহিলা ও শিশু বিষয়ক
২৯। প্রশিক্ষণের পর উদ্যোক্তাদের স্বল্প সুদে পুঁজি সরবরাহ করে কোন প্রতিষ্ঠান?
(ক) যুব অধিদপ্তর (খ) মহিলা অধিদপ্তর
(গ) বিসিক (ঘ) বিডিবিএল
৩০। মহিলা অধিদপ্তর কোন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে?
(ক) যুবক উদ্যোক্তা (খ) ক্ষুদ্র উদ্যোক্তা
(গ) নারী উদ্যোক্তা (ঘ) শিল্প উদ্যোক্তা
৩১। বিশ্বের সর্ববৃহৎ এনজিও কোনটি?
(ক) মাইডাস (খ) গ্রামীণ ব্যাংক
(গ) ব্র্যাক (ঘ) প্রশিকা
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF:অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ:ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
৩২। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৭০ সাল (খ) ১৯৭১ সাল
(গ) ১৯৭২ সাল (ঘ) ১৯৭৫ সাল
৩৩। উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানোর লক্ষ্যে নিচের কোন এনজিও কাজ চালিয়ে যাচ্ছে?
(ক) কোডেক (খ) গ্রামীণ শক্তি
(গ) মুসলিম এইড (ঘ) মাইডাস
৩৪। বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোনটি?
(ক) প্রশিকা (খ) আশা
(গ) কোডেক (ঘ) উদ্দীপন
৩৫। কৃষি শিল্প, তাঁত শিল্প, মৌমাছি পালনসহ নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে কোনটি?
(ক) সোনালী ব্যাংক (খ) প্রশিকা
(গ) গ্রামীণ ব্যাংক (ঘ) মহিলা সংগঠন
৩৬। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কোন জেলাকে কেন্দ্র করে কাজ শুরু করেছিল?
(ক) রাজশাহী (খ) রংপুর
(গ) দিনাজপুর (ঘ) বগুড়া
৩৭। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কখন কাজ শুরু করে?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৫ সালে
(গ) ১৯৮০ সালে (ঘ) ১৯৯০ সালে
৩৮। জাতীয় শিল্পনীতিতে কয় ধরনের সহায়তার উল্লেখ আছে?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩৯। জাতীয় শিল্পনীতি অনুযায়ী নতুন প্রযুক্তি উদ্ভাবকদের পুরস্কার প্রদান কোন ধরনের সহায়তা?
(ক) উদ্দীপনামূলক (খ) সমর্থনমূলক
(গ) সংরক্ষণমূলক (ঘ) উৎসাহমূলক
৪০। বিজ্ঞাপনী সংস্থা কোন ধরনের খাত?
(ক) উৎপাদন (খ) বণ্টন
(গ) সেবামূলক (ঘ) বৈদেশিক
উত্তর পত্র
২১-গ ২২-ঘ ২৩-ঘ ২৪-গ ২৫-ক ২৬-গ ২৭-খ ২৮-ক ২৯-ক ৩০-গ
৩১-গ ৩২-গ ৩৩-ঘ ৩৪-ক ৩৫-খ ৩৬-ঘ ৩৭-গ ৩৮-খ ৩৯-খ ৪০-গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।