অধ্যায়২ঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতিসংক্ষিপ্ত সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অনার্স প্রথম পর্ব
বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
অধ্যায় ২: অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি, ১৯৪৭
বিষয় কোড: ২১১৫০১
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
উত্তর : ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ।
২. ভাস্কো দা গামা কোন দেশের নাবিক?
উত্তর : ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক ।
৩. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে কত তারিখে?
উত্তর : পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন ।
৪. বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে কত তারিখে?
উত্তর : বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৬৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর ।
৫. ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার বীজ রোপিত হয় কখন?
উত্তর : ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার বীজ রোপিত হয় ইংরেজ শাসনামলে ।
৬. সাম্প্রদায়িকতা কাকে বলে?
উত্তর : ধর্মের অপব্যবহারের মাধ্যমে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটালে তাকে সাম্প্রদায়িকতা বলে ।
৭. ‘সাম্প্রদায়িকতা’ এর ইংরেজি কী?
উত্তর : ‘সাম্প্রদায়িকতা’ এর ইংরেজি ‘ঈড়সসঁহধষরংস’
৮. কোন শব্দ থেকে ‘ঈধংঃব’ শব্দের উৎপত্তি?
উত্তর : পর্তুগিজ ‘পধংঃব’ এবং ল্যাটিন ‘পধংঃঁং’ শব্দ থেকে ‘ঈধংঃব’ শব্দের উৎপত্তি।
৯. ঔপনিবেশিক শাসনামলে সৃষ্ট তিনটি সাম্প্রদায়িক শক্তির নাম উল্লেখ কর।
উত্তর : ঔপনিবেশিক শাসনামলে সৃষ্ট তিনটি সাম্প্রদায়িক শক্তি হলো- ১. জমিদার সমিতি, ২. ভারতীয় জাতীয় ৯ কংগ্রেস ও ৩. নিখিল ভারত মুসলিম লীগ ।
১০. জমিদার সমিতি গঠিত হয় কত সালে?
উত্তর : জমিদার সমিতি গঠিত হয় ১৮৩৭ সালে ।
১১. কে জমিদার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন?
উত্তর : রাধাকান্ত দেব জমিদার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
১২. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয় কত সালে?
উত্তর : বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয় ১৮৪৩ সালে ।
১৩. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কে?
উত্তর : বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জর্জ টমসন।
১৪. ‘হিন্দু পেট্রিয়ট’ কী?
উত্তর : ‘হিন্দু পেট্রিয়ট’ হলো ভারতীয় উপমহাদেশের একটি জাতীয়তাবাদী পত্রিকার নাম।
১৫. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
অধ্যায়২ঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতিসংক্ষিপ্ত
১৬. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৩ সালের ৬ জানুয়ারি।
১৭. হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ১৮৬৭ সালে ।
১৮. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় কত সালে?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় ১৮৮৫ সালের ২৭ ডিসেম্বর।
১৯. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম ।
২০. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
২১. প্রথমদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : প্রথমদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ সরকারের প্রতি অনুগত থেকে নিয়মতান্ত্রিক রাজনীতি চর্চা করা।
২২. নিখিল ভারত হিন্দু মহাসভা গঠিত হয় কত সালে?
উত্তর : নিখিল ভারত হিন্দু মহাসভা গঠিত হয় ১৯১৫ সালে ।
২৩, নিখিল ভারত হিন্দু মহাসভার পূর্বনাম কী ছিল?
উত্তর : নিখিল ভারত হিন্দু মহাসভার পূর্বনাম ছিল হিন্দুসভা।
২৪. ‘ওহফরধ ডরহং ঋৎববফড়স’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘ওহফরধ ডরহং ঋৎববফড়স’ গ্রন্থটির লেখক মাওলানা আবুল কালাম আজাদ ।
২৫. মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে গঠিত হয়?
উত্তর : মোহামেডান লিটারেরি সোসাইটি ১৮৬৩ সালে গঠিত হয় ।
- আরও পড়ুনঃ (১ম অধ্যায়) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি রচনামূলক প্রশ্নোত্তর সাজেশন
- আরও পড়ুনঃ (১ম অধ্যায়) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজেশন
২৬. কে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তর : নবাব আব্দুল লতিফ মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন।
২৭. ফরায়েজি আন্দোলন কী?
উত্তর : উনিশ শতকের প্রথমভাগে জমিদার ও নীলকরদের ইসলামবিরোধী কার্যকলাপ ও নির্যাতনের প্রতিবাদে হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে যে ফরজভিত্তিক আন্দোলন গড়ে ওঠে তাকে ফরায়েজি আন্দোলন বলে ।
২৮. ফরায়েজি আন্দোলনের অগ্রনায়ক কে ছিলেন?
উত্তর : ফরায়েজি আন্দোলনের অগ্রনায়ক ছিলেন হাজি শরীয়তুল্লাহ।
২৯. ‘দারুল হারব’ শব্দের বাংলা কী?
উত্তর : ‘দারুল হারব’ শব্দের বাংলা শত্রুকবলিত দেশ ।
৩০. ওহাবি আন্দোলন কী?
উত্তর : ভারতবর্ষে সৈয়দ আহমদ বেরেলভির নেতৃত্বে পরিচালিত আন্দোলনকে ওহাবি আন্দোলন বলে ।
অধ্যায়২ঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতিসংক্ষিপ্ত
৩১. ‘ওহাবি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ওহাবি’ শব্দের অর্থ ‘নবজাগরণ’ ।
৩২. ভারতে ওহাবি আন্দোলনের সূচনা হয় কখন?
উত্তর : ভারতে ওহাবি আন্দোলনের সূচনা হয় উনিশ শতকের প্রথমদিকে ।
৩৩. বাংলা শাসনে ইংরেজদের শাসননীতি কী ছিল?
উত্তর : বাংলা শাসনে ইংরেজদের শাসননীতি ছিল ‘ভাগ কর ও শাসন কর’ ।
৩৪. বঙ্গভঙ্গ কখন হয়?
উত্তর : বঙ্গভঙ্গ ১৯০৫ সালে হয় ।
৩৫. বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন কে?
উত্তর : বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন ব্রিটিশ গভর্নর লর্ড কার্জন।
৩৬. কত সালের কত তারিখে বঙ্গভঙ্গ কার্যকর হয়?
উত্তর : ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়।
৩৭. বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখিবন্ধন উৎসব শুরু করেছিলেন কে?
উত্তর : বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখিবন্ধন উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৮. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
উত্তর : বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে ।
৩৯. বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
উত্তর : বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন সম্রাট পঞ্চম জর্জ ।
৪০. লক্ষ্ণৌ চুক্তি সম্পাদিত হয় কত সালে?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তি সম্পাদিত হয় ১৯১৬ সালে ।
৪১. কে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন?
অথবা, কে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা?
উত্তর : চিত্তরঞ্জন দাশ স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন।
৪২. ‘বেঙ্গল প্যাক্ট’ এর উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর : ‘বেঙ্গল প্যাক্ট’ এর উদ্যোক্তা ছিলেন চিত্তরঞ্জন দাশ।
৪৩. ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় কত সালে?
উত্তর : ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় ১৯২৩ সালে ।
৪৪. ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৩৭ সালে ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪৫. ১৯৩৭ সালের নির্বাচনে কোন দল সরকার গঠন করে?
উত্তর : ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি সরকার গঠন করে।
অধ্যায়২ঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতিসংক্ষিপ্ত
৪৬. কৃষক প্রজা পার্টির প্রধান কে ছিলেন?
উত্তর : কৃষক প্রজা পার্টির প্রধান ছিলেন এ. কে. ফজলুল হক ।
৪৭. দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর : দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মুহাম্মদ আলী জিন্নাহ ।
৪৮. কোন অনুষ্ঠানে জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন? উত্তর : মুসলিম লীগের লাহোর অধিবেশনে জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন।
৪৯. জিন্নাহ কখন দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন?
উত্তর : জিন্নাহ ১৯৩৯ সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন।
৫০. পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় কোন তত্ত্বের ভিত্তিতে?
উত্তর : পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় মুহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।