স্বর্গীয় দীপ্ত দে।। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় চলে এ সংঘর্ষ। পুলিশের ধাওয়া খেয়ে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে একজন মারা যাবার খবরে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে আন্দোলনকারীরা।
একপর্যায়ে শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসিব্রিজ এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। পরে পাশের জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের শক্ত অবস্থান দেখে তাদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয় আন্দোলনকারীরা।
এ সময় পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনী লেকের পানিতে ডুবে আন্দোলনকারী দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। তাদের মধ্যে দুপুর ১টায় মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে’র মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এছাড়া নিখোঁজ আরেকজনকে উদ্ধারে কাজ চলছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা আওয়ামী লীগের কার্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ডারের ভাঙচুর করে আন্দোলনকারীরা।
একপর্যায়ে শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দিনব্যাপী চলা সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশত। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আন্দোলনকারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্র হয়ে প্রথমে হামলা করে, পরে শুরু হয় সংঘর্ষ। ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা ১ নম্বর পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় ছাই হয়ে যায়। পুলিশ ফাঁড়িটি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।