শহীদ সিয়াম।। রাজধানীর শনির আখড়ায় স্থানীয় ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে গুলিবিদ্ধ হওয়ার পর একজনকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন স্বজনরা। পরে তারা বুঝতে পারেন যে, সে মারা গেছেন। এ জন্য তারা আর হাসপাতালের ভেতরে না ঢুকে তার মরদেহ নিয়ে চলে যান।”
শহীদ সিয়াম
জানা গেছে, নিহত ব্যক্তির নাম সিয়াম (১৮)। তিনি গুলিস্তানে একটি ব্যাটারির দোকানের কর্মচারী ছিলেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন এবং বর্তমানে থাকতেন ঢাকার মাতুয়াইলে।
সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, “সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আমরা আর ভেতরে ঢুকিনি। মরদেহ অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি।”
শহীদ সিয়াম
ঢাকায় শনির আখড়ায় বুধবার (১৭ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিকটবর্তী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কয়েকটি বুথ, মোটরসাইকেল এবং একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের প্রতিবেদকরা।
এসময় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অনেকেই আহত হয়েছেন। তবে এ পর্যন্ত কতজন আহত হয়েছেন- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সূত্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।