নামঃ শহীদ মাহামুদুর রহমান

প্রতিষ্ঠানের নামঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি

নাগরিকত্বঃ বাংলাদেশী

জাতীয়তাঃ বাংলাদেশী

জেলাঃ চট্টগ্রাম,সন্দ্বীপ

পেশাঃ ছাত্র

আন্দোলনঃ কোটা সংস্কার আন্দোলন ২০২৪

শাখাঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি

তথ্যসূত্রঃ প্রতিদিনের কাগজ

মৃত্যুর সময় ও কারণঃ মাহামুদুর রহমান (১৯) - ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের মাথায় (মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে) সংঘর্ষের মধ্যে পুলিশের গুলিতে নিহত হন।

ব্যক্তিগত জীবনঃ

শহীদ মাহামুদুর রহমান।। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্দ্বীপের দুইজন নিহতের খবর পাওয়া গেছে। তাঁদের একজন ছাত্র ও অপরজন মুদি দোকানের শ্রমিক বলে জানা গেছে। গত ১৯শে জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডের মাথায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সংগঠিত সংঘর্ষে গুলিতে নিহত হন মাহমুদুর রহমান(১৯)। তাঁর বাবা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুর কারণে “গান শুট” লেখা ছিল বলে ও তাঁর বাবা বিষয়টি জানান। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এর বাসিন্দা মাহবুবুর রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকেন। জেনারেল স্টোর নামে একটি মুদি দোকান পরিচালনা করেন। মাহমুদুর রহমান সেদিন বেলা ৩টা ৩৭ মিনিটে মারা যান বলে পরিবার সূত্রে জানা যায়। মাহমুদুর এইচএসসি কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

অপরদিকে সাইমন ওরফে মাহিন (১৪) মারা যান চট্টগ্রামের বদ্দারহাটে ১৮ জুলাই। তিনি পেশায় একজন মুদি দোকানের কর্মচারী। তাঁর বাড়ি হারামিয়া ৬নং ওয়ার্ডে বলে জানা গেছে। তাঁর মা রহিমা বেগম জানান, তিন দিন নিখোঁজ থাকার পর ২০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ পাওয়া যায়। ২০১২ সালে মাহিনের বাবা মারা গেলে তিনি পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন। সূত্র

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.