শহীদ ফারহান ফাইয়াজ রাতুল।। ঢাকার ধানমণ্ডি-২৭ নম্বর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে শরীরে রাবার বুলেটের ক্ষত রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারহান ফাইয়াজ রাতুল রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রেসিডেনসিয়াল মডেল কলেজের একটি সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ফারহানের মৃত্যু হয়।
শহীদ ফারহান ফাইয়াজ রাতুল
এর আগে সকাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। এতে অন্তত ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে ওই এলাকার একটি পুলিশ বক্সে। সূত্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।