শহীদ ফয়সাল আহমেদ শান্ত।। চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাশ তিনটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ছিল। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনজনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।
গতকাল বিকেলে নগরের মুরাদপুর ও শুলকবহর এলাকায় সংঘর্ষে এই তিনজন নিহত হন। তাঁরা হলেন মো. ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২২) ও ফয়সাল আহমেদ (২০)।
ফারুক আসবাবশ্রমিক। তাঁর বাড়ি নোয়াখালী। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। ফয়সাল ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি বরিশালে।
শহীদ ফয়সাল আহমেদ শান্ত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, মর্গ থেকে রাত তিনটায় লাশ তিনটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনেরা।
নিহত তিনজনের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান।
গতকাল বিকেলে গুরুতর অবস্থায় তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল সূত্র জানায়, ফারুক ও ফয়সালের শরীরে গুলির চিহ্ন দেখা যায়। আর ওয়াসিমের শরীরে জখমের চিহ্ন।
গতকাল সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৮০ জনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়। বর্তমানে এখানে ৩০ জনের বেশি আহত ব্যক্তি ভর্তি রয়েছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন। এর মধ্যে সাত-আটজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।