SSC ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর: ইবাদত শব্দটি মূলত আরবী ভাষার শব্দ । ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, বিনয় প্রকাশ করা, আনুগত্য ও বশ্যতা স্বীকার করা, গোলামী বা দাসত্ব করা ।
নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে ইবাদত অধ্যায়ের অর্ন্তগত কিছু বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর (PDF) গুলো নিয়ে আলোচনা করা হলো আমাদের ওয়েব সাইটে । সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ইবাদত-ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর সমুহ:
১৬১। যেসব ইবাদাত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নিদিষ্ট তাকে কী বলা হয়?
ক. ইবাদাত
খ. খিলাফত
গ. হাক্কুল্লাহ
ঘ. হাক্কুল ইবাদ
১৬২। আল্লাহর নিকট কার মর্যাদা অনেক বেশি?
ক. গাজীদের
খ.শহীদদের
গ. মুজাহিদদের
ঘ. দেশপ্রেমিকদের
১৬৩। আমাদের জীবনে সার্বিক কল্যাণ নিহিত রয়েছে কার সন্তুুষ্টির ওপর?
ক. পিতামাতার
খ. শিক্ষকের
গ. মুরব্বিদের
ঘ. প্রতিবেশীর
১৬৪। কোন ধরনের প্রতিবেশীর দুটি হক রয়েছে?
ক. মুসলমান আত্মীয় প্রতিবেশী
খ. মুসলমান প্রতিবেশী
গ. মুত্তাকী প্রতিবেশী
ঘ অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী
১৬৫। মুরতাদ কারা?
ক. যারা সালাত ত্যাগ করে
খ. যারা সাওম ত্যাগ করে
গ. যারা যাকাতকে অস্বীকার করে
ঘ. যারা পিতামাতার অবাধ্যক থাকে
১৬৬। কোন নীতি অনুসরণ করলে শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হবে না?
ক. জাতিসংঘের নীতি
খ. ওআইসি-এর শ্রমনীতি
গ. ইসলামের শ্রমনীতি
ঘ. পুঁজিবাদী
১৬৭। কোনটি বৃহত্তর জিহাদ?
ক. কৃপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ
খ. কাফিরদের হত্যা করা
গ. মুনাফিকের বিরুদ্ধে হত্যা করা
ঘ. শরীআত ভঙ্গকারীদের হত্যা করা
১৬৮। যারা জিহাদ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেয় তাদেরকে কী বলে?
ক. গাজী
খ. বীরশ্রেষ্ট
গ. মহাবীর
ঘ.শহীদ
১৬৯। আত্মীয়য়স্বজনের অধিকার রক্ষা করা কী?
ক. সমাজের নিয়ম
খ. সরকারের আইন
গ. ইসলামের বিধান
ঘ. দেশের রীতিনীতি
১৭০। মানুষ কেন গুনাহর কাজে লিপ্ত হয়?
ক. লোভে
খ. আনন্দে
গ. শয়তানের ফাঁদে পড়ে
ঘ. মানুষের ক্ষতি করার জন্য
১৭১। পণ্য উৎপাদনে কী অপরিহার্য?
ক. মেধা ও শ্রম
খ. মূলধন ও মেধা
গ. মূলধন ও শ্রম
ঘ. মূলধন ও শ্রমিক
১৭২। আল্লাহ তাআলার ইবাদাতের পরে কার স্থান?
ক. শিক্ষকের স্থান
খ.পিতামাতার স্থান
গ. মুরব্বিদের স্থান
ঘ. আলিম স¤প্রদায়ের স্থান
১৭৩। সাওম পালনকারী অতিরিক্ত পুণ্যের আশায় কী করে থাকেন?
ক. সাহারি কম খায়
খ. সাহরির সময় অন্যকে ডাকে
গ. ইফতারি পাঠায়
ঘ. দানখয়রাত করে
১৭৪। শিক্ষকগণের আত্মত্যাগের বিনিময়ে আমাদের কর্তব্য কী?
ক. টাকাপয়সা দিয়ে সাহায্য করা
খ. দূরত্ব বজায় রেখে চলা
গ. তাদের প্রশংসা করা
ঘ.শ্রদ্ধা করা
১৭৫। একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পাই কোন ইবাদাতের মাধ্যমে?
ক্স সালাত
খ. সাওম
গ. হাজ্জ
ঘ. যাকাত
১৭৬। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অপরাধের প্রতিকার কী?
ক. তাওবা করা
খ. সংশিষ্ট ব্যক্তির নিকট মাফ চেয়ে নেওয়া
গ. তার ওপর প্রভাব বিস্তার করা
ঘ. দান-সদকা করা
১৭৭। উৎপাদনের ক্ষেত্রে মালিক ও শ্রমিক পরস্পর পরস্পরকে কী মনে করতে হবে?
ক. প্রতিযোগী
খ.সহযোগী
গ. শত্র“
ঘ. সমপর্যায়ের
১৭৮। ইসলামের দৃষ্টিতে নারীকেক কীভাবে কাজ করতে হবে?
ক. শালীনতা বজায় রেখে
খ. আন্তরিকতার সাথে
গ. অবাধ মেলামেশা করে
ঘ. শুধু ঘরের মধ্যে আবদ্ধ থেকে
১৭৯। প্রতিবেশী অপরাধ মাফ না করলে কী ক্ষতি হবে?
ক. বাড়িতে চুরি-ডাকাতি হবে
খ. কোনো ক্ষতি হবে না
গ. শাস্তি বর্ষিত হবে
ঘ. বেহেস্তে যাওয়ার অধিকার হারাতে হবে
১৮০। পিতামাতা সন্তানকে কীভাবে লালনপালন করেন?
ক. ধমক দিয়ে
খ. কষ্ট দিয়ে
গ. স্নেহ-মমতা দিয়ে
ঘ. শাসন করে
১৬১ | গ | ১৬২ | খ | ১৬৩ | ক | ১৬৪ | ক | ১৬৫ | গ |
১৬৬ | গ | ১৬৭ | ক | ১৬৮ | ঘ | ১৬৯ | গ | ১৭০ | গ |
১৭১ | গ | ১৭২ | খ | ১৭৩ | ঘ | ১৭৪ | ঘ | ১৭৫ | ক |
১৭৬ | খ | ১৭৭ | খ | ১৭৮ | ক | ১৭৯ | ঘ | ১৮০ | গ |
১৮১। শ্রমিকদের পারিশ্রমিক কখন দেওয়া উচিত?
ক. দুদিন পরে
খ. চার দিন পরে
গ. তিন দিন পরে
ঘ.ঘাম শুকানোর আগে
১৮২। ছোটদের কীরুপে গড়ে তোলা বড়দের দায়িত্ব?
ক. শেীখিন ও রুচিশীল
খ. উন্নত চরিত্রে ও মানসিকতায়
গ. আলালের ঘরের দুলাল হিসেবে
ঘ. নিরীহ ও নির্ভরশীল
১৮৩। আমাদের বিপদের সময় প্রথম কারা এগিয়ে আসেন?
ক. আত্মীয়স্বজন
খ. প্রতিবেশী
গ. বন্ধুবান্ধব
ঘ. পুলিশ বাহিনী
১৮৪। প্রতিবেশীর সাথে সেীজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের কী দায়িত্ব?
ক. ঈমানী
খ. সামাজিক
গ. নৈতিক
ঘ. মানবিক
১৮৫। কোনটি সমাজের নিরাপত্তা বিধানের উপায়?
ক. বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা
খ. মানুষের হক আদায় করা
গ. ইনসাফ কায়েম করা
ঘ. যাকাত প্রদান করা
১৮৬। দেশ ও জাতির উন্নতিকল্পে মালিক ও শ্রমিকদের কিসের নীতিমালা মেনে চলা উচিত?
ক. হাদিসের নীতিমালা
খ.ইসলামি নীতিমালা
গ. সামাজিক নীতিমালা
ঘ. রাষ্ট্রীয় নীতিমালা
১৮৭। কী করতে পারলে আমরা আলাহর সন্তুষ্টি লাভে সক্ষম হব?
ক. বেশি পরিমাণে যিকর করলে
খ. বেশি পরিমাণে দান করলে
গ. সম্পূর্ণভাবে পাপমুক্ত থাকলে
ঘ. আলাহর নির্দেশিত কাজগুলো ঠিকভাবে করতে পারলে
১৮৮। হাজ্জের মাধ্যমে বিশ্ব মুসলিমের কী প্রকাশ পায়?
ক. একাত্ববোধ
খ. জাতীয়তাবোধ
গ. স্বাধীনতাবোধ
ঘ.ভ্রাতৃত্ববোধ
১৮৯। বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধাভক্তি ও ছোটদের প্রতি বড়দের মায়ামমতার মাধ্যমে কীরুপ সমাপ গড়ে ওঠে?
ক. শোষণমুক্ত সমাজ
খ. বৈষম্যমূলক সমাজ
ক্স সুন্দর সমাজ
ঘ. ভারসাম্যহীন সমাজ
১৯১। বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের স্বরুপ প্রকাশ পায়?
ক. ঈদের জামাতের মাধ্যমে
খ. জুমআর নামাযের মাধ্যমে
গ. তাবলীগ জামাতের ইজতেরমার মাধ্যমে
ক্স হাজ্জের মাধ্যমে
১৯২। ইবাদাতের মূল লক্ষ্য কী?
ক. আল্লাহর সন্তুষ্টি অর্জন
খ. নবী ও রাসূলদের সন্তুষ্টি অর্জন
গ. ফেরেশতাদের সন্তুষ্টি অর্জন
ঘ. আল্লাহর সন্তুষ্টি বিধান
১৯৩। সালাত মানুষের কী উপকার করে?
ক.জান্নাতে প্রবেশাধিকার দেয়
খ. খারাপ কাজ থেকে দূরে রাখে
গ. সমাজে সম্মান দান করে
ঘ. দীর্ঘায়ু দান করে
১৯৪। কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান ইত্যাদি ইসলামের শত্র“দের মূল লক্ষ্য কোনটি?
ক. প্রচার মাধ্যমে সাহায্যে ইসলামকে হেয প্রতিপন্ন করা
খ. মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে রাখা
গ. ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলা
ঘ. মুসলমানদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া
১৯৫। যাকাত দানের মূখ্য উদ্দেশ্য?
ক.গরিবদের অবস্থার পরিবর্তন
খ. ধনীদের অবস্থার পরিবর্তন
গ. ইসলামি ব্যাংক চালু
ঘ. কোনোটিই নয়
১৯৬। হাজ্জের মাধ্যমে মানুষের মন থেকে কী দূর হয়?
ক. মুনাফেকি
খ. হিংসা-বিদ্বেষ
গ. কৃপণতা
ঘ. ক্রোধ
১৯৭। নিচের কোনটি শিশুদের বৈশিষ্ট্য?
ক. সারাদিন কান্নাকাটি করে
খ. সারাদিন বল খেলে
ক্স তারা অনুকরণপ্রিয়
ঘ. দিনভর শুুধু ঘুমায়
১৯৮। মুসলমানদের মধ্যে সর্বোত্তম ঘর কোনটি?
ক. যে ঘরে ইয়াতিম রয়েছে এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হয়
খ. যে ঘরে সুন্দরী রমণী আছে
গ. যে ঘরে নামাযি লোক আছে
ঘ. যে ঘরে লোকেরা দানখয়রাত করে
১৯৯। যাদের ওপর যাকাত ফরয তারা যাকাত না দিলে কী হবে?
ক. বেহেস্তে যাবে
খ. মৃত্যুবরণ করবে
গ. পরকালে তাদের শাস্তি হবে
ঘ. পরকালে অমরত্ব লাভ করবে
২০০। সালাত মানুষকে কী ধরনের কাজ থেকে বিরত রাখে?
ক. মন্দ বলে
খ. খারাপ কাজ
গ. মন্দ কথা ও খারাপ কাজ
ঘ. ভালো কাজ
১৮১ | ঘ | ১৮২ | খ | ১৮৩ | খ | ১৮৪ | গ | ১৮৫ | ক |
১৮৬ | খ | ১৮৭ | ঘ | ১৮৮ | ঘ | ১৮৯ | গ | ১৯০ | ক |
১৯১ | ঘ | ১৯২ | ক | ১৯৩ | খ | ১৯৪ | গ | ১৯৫ | ক |
১৯৬ | গ | ১৯৭ | গ | ১৯৮ | ক | ১৯৯ | গ | ২০০ | খ |
২০১। জিহাদ কী উদ্দেশ্য হতে পারে না?
ক. পার্থিব উদ্দেশ্য
খ. জয় করার উদ্দেশ্য
গ. পরাজয় করবার উদ্দেশ্য
ঘ. লুণ্ঠন করার উদ্দেশ্য
২০২। সামর্থ্যক থাকা সত্তে¡ও অপরের হক আদায়ের অকারণে বিলম্ব করা কী?
ক. মারাত্মক অন্যায়
খ. ইসলামি নীতিমালার পরিপন্থী
গ. সামাজিক মূল্যবোধের পরিপন্থী
ঘ. জুলুম
২০৩। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী কী?
ক. ঈমান
খ. যাকাত
গ. রোযা
ঘ. সালাত
২০৪। জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য প্রয়োজন-
ক. যাকাত দেওয়া
খ. ধন সম্পদ
গ. সালাত কায়েম
ঘ. সুন্দর মন
২০৫। কোন প্রকার উপার্জন উত্তম ও পবিত্রতম?
ক. বিনা শ্রমের উপার্জন
খ.নিজ শ্রমের উপার্জন
গ. অন্যের দান
ঘ. ব্যবসায় করে উপার্জন
২০৬। শিক্ষকের কথা মেনে চললে আমাদের কী উপকার হবে?
ক. জীবন দুঃখের হবে
খ. সম্মান বেড়ে যাবে
গ. লোকে ভালো বলবে
গ.জীবন সুখের হবে
২০৭। তাকওয়া অর্জন কোন ইবাদাতের মেীলিক উদ্দেশ্য?
ক. সালাত
খ.সাওম
গ. হাজ্জ
ঘ. যাকাত
২০৮। জাতীয় জীবনে হাজ্জ কী সৃষ্টি করে?
ক. মুসলমানদের মধ্যে ভালোবাসা
খ. বিশ্বভ্রাতৃত্ব
গ. সকলের প্রতি মায়া
ঘ. ভালো কাজের মনোভাব
২০৯। হাজ্জ মানুষের কোন ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয়?
ক. অর্থসম্পদের ময়লা
খ. দেহের ময়লা
গ. মনের ময়লা
ঘ. কৃপণতার ময়লা
২১০। বিশ্ব মুসলিম যে এক জাতি তা কোন অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়?
ক. সালাত
খ.হাজ্জ
গ. জিহাদ
ঘ. যাকাত
২১১। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা এবং তাদের সাথে সেীজন্যমূলক আচরণ প্রতিটি মুসলমানদের কীরুপ দায়িত্ব?
ক. সামাজিক
খ. রাষ্ট্রীয়
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক
২১২। কিসে জীবনের সার্বিক কল্যাণ নিহিত?
ক. ব্যবসায়
খ. মানবকল্যাণ
গ. পিতামাতার সন্তুষ্টি অর্জনে
ঘ. নফল ইবাদাতে
২১৩। সাওমের মেীলিক উদ্দেশ্য কোনটি?
ক. তাকওয়া অর্জন
খ. আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
গ. আল্লাহ শোকরগুজার হওয়া
ঘ. সবকটি
২১৪। আল্লাহ তাআলা প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ কোনটি?
ক.সালাত
খ. সাদকাহ
গ.হাদিয়া
ঘ.যাকাত
২১৫। চিত্রে যে পদ্ধতিটি দেখানো হয়েছে, এ পদ্ধতির সামাজিক গুরুত্ব কোনটি?
i. পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে
ii.নিয়য়শৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়
iii. পারস্পরিক স¤প্রীতি গড়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. i এবং ii
গ. ii এবং iii
ঘ. i, ii এবং iii
২১৬। আমরা আল্লাহর বান্দা হিসেবে তারঁই সন্তুষ্টি লাভের আশায় তাঁর প্রেরীত নবীর দেখানো পথে যে কাজ করি, তাকে কী বলে?
i.ইলমে দীন
ii.ইবাদাত
iii.শরীআত
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২১৭। মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য কী?
i.আল্লাহর হুকুম পালন করা
ii.আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করা
iii. নিছক উপাসনা
নিচের কোনটি সঠিক?
ক. iii
খ.iএবং ii
গ. ii এবং iii
ঘ. i এবং iii
২১৮। আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় কী ?
i.অসুস্থ ব্যক্তির সেবা করা
ii.সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভেীমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
iii.নিকটাত্মীয়ের হক পালন করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.ii
গ. ii এবং iii
ঘ. i, ii এবং iii
২১৯। সালাতের মাধ্যমে আলাহর নিকট কী প্রকাশ পায়?
i.বান্দার ইবাদাতের ধরন
ii.বান্দার চরম আনুগত্যের অভিব্যক্তি
iii. বান্দার ভুলভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ.i এবং ii
ঘ. i, এবং iii
২২০। সালাতের সামাজিক উপকারিতা কী?
i.ঈমান মজবুত করে
ii.পারস্পরিক স¤প্রীতি গড়ে ওঠে
iii. নিয়মশৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ.ii এবং iii
ঘ. i, ii এবং iii
২০১ | ক | ২০২ | খ | ২০৩ | ঘ | ২০৪ | গ | ২০৫ | খ |
২০৬ | ঘ | ২০৭ | খ | ২০৮ | খ | ২০৯ | গ | ২১০ | খ |
২১১ | গ | ২১২ | গ | ২১৩ | ঘ | ২১৪ | ঘ | ২১৫ | গ |
২১৬ | খ | ২১৭ | খ | ২১৮ | খ | ২১৯ | গ | ২২০ | গ |
২২১। যাকাত হিসেবে আমরা সাধারণত নগদ অর্থ কিংবা কাপড়চোপড়গ অথবা অন্য কোনো দ্রব্য প্রদান করে থাকি। সেক্ষেত্রে তোমার বিকল্প পরামর্শ কী ?
i.গরিব লোকদের দাওয়াত করে খাওয়ানো
ii.কুটির শিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা
iii.রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা বন্টন করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ.ii এবং iii
ঘ. i, ii এবং iii
২২২। সাওম পালনের সামাজিক উদ্দেশ্য কী?
i.দরিদ্রের প্রতি সহানুভূতি জাগ্রত হয়
ii.সামাজিক বন্ধন দৃঢ় হয়
iii. নেতৃত্বের বিকাশ ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ.i এবং ii
ঘ. i, ii এবং iii
২২৩। ইসলামে পবিত্রতা অর্থ হচ্ছে-
i.পোশাক পরিচ্ছেদ সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা
ii.শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবসময় ও পরিষ্কার ও পবিত্র রাখা
iii. নিয়মশৃঙ্খলা মেনে চলার শিক্ষা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii এবং iii
ঘ.i, ii এবং iii
২২৪। হাজ্জের মাধ্যমে আমরা কী সামাজিক শিক্ষালাভ করি?
i.বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের স্বরুপ প্রকাশ পায়
ii.অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে
iii. আল্লাহ হজ্জ পালনকারীর গুনাহ মাফ করে দেন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ. ii এবং iii
ঘ. i, ii এবং iii
২২৫। আমাদের জীবনের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে?
i.পিতামাতার সন্তুষ্টির ওপর
ii.ভাইবোনের সন্তুষ্টির ওপর
iii. পাড়াপ্রতিবেশীর সন্তুষ্টির ওপর
নিচের কোনটি সঠিক?
ক.i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
প্রদত্ত চিত্রের আলোকে ২২৭ – ২২৯ নং প্রশ্নের উত্তর দাও।
২২৬। প্রথম চিত্রটি ওযুর কোন পর্যায়ের কাজ?
ক.প্রাথমিক
খ. মাধ্যমিক
গ.সমাপ্তিসূচক
ঘ. কোনোটিই নয়
২২৭। দ্বিতীয় চিত্রের কাজটি কখন করতে হয়?
i.মুখমণ্ডল ধেীত করার পর
ii.দু হাত ধেীত করার পর
iii. দু পা ধেীত করার পর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং iii
ঘ. ii এবং iii
২২৮। চিত্রের যে পদ্ধতিটি দেখানো হয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। কারণ-
i.এটি ছাড়া ইবাদত কবুল হয় না
ii. এটি ঈমানের অর্ধেক
iii. এটি ইসলামের বিধান
নিচের কোনটি সঠিক?
ক. i এবং ii
খ. ii এবং iii
গ.i এবং iii
ঘ. iii
প্রদত্ত চিত্রের আলোকে ২৩০ ও ২৩১ নং প্রশ্নের উত্তর দাও
২২৯। হাদিসে কার অধিকারের প্রতি গুরুত্ব/জোর দেওয়া হয়েছে?
ক. জীবের
খ.শ্রমিকের
গ. নিয়োগকারী
ঘ. আল্লাহর
২৩০। শ্রমিক নিয়োগের পূর্বে মজুরি নির্ধারণ জরুরি। কারণ-
i.পরবতীর্তে যে সমস্যা সৃষ্টি হতে পারে তা দূর করে
ii.শ্রমিকের কাজ শেষ হওয়ার আগেই তাকে মজুরি পরিশোধ করা দরকার
iii. শ্রমিক সাধারণত মজুুরি নির্ধারণের ক্ষেত্রে দূর্বল শ্রেণীর হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং ii
ঘ. i এবং iii
নিচের তথ্যের ভিত্তিকে ২৩৪ থেকে ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব ইব্রাহিম ২০০৪ সালে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ২ লাখ
৫০ হাজার টাকা এবং মাছ বিক্রয় করে ৬০ হাজার টাকা আয় করেন। সারা বছর ঋণসহ সাংসারিক খরচাটি ১ লাখ টাকা মেটানোর পর অবশিষ্ট অর্থ এর নিকট পূর্ণ এক বছর ধরে জমা থাকে।
২৩১। ইসলামি শরীআত মোতাবেক কোনটি যাকাতের উদ্দেশ্য নয়?
ক. ধনী ও দরিদ্রের বৈষম্য দূর করা
খ. অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা
গ. দরিদ্রকে ঋণী করা
ঘ. অর্থনেতিক অভাব দূর করা
২৩২। জনাব ইব্রাহিমের শরীআত মোতাবেক কোনটি যাকাতের উদ্দেশ্যক নয়?
ক. ৪২০০ টাকা
খ.৫২৫০ টাকা
গ. ৬৩০০ টাকা
ঘ. ৭৩৫০ টাকা
২৩৩। ইসলামের বিধান মোতাবেক যাকাত ফরয নয়?
ক. এক বছরের আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর
খ. এক বছরের আয় থেকে শ্রমমূল্য বাদ দেওয়ার পর
গ.এক বছরের আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর নিসাব পরিমাণ অর্থ জমা থাকলে
ঘ. এক বছরের আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর নিসাব পরিমাণ অর্থ পূর্ণ এক বছর জমা থাকলে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩৭ নং ও ২৩৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
রুবিনা ও সালিহা একই স্কুলে পড়ে। তাদের আচরণ ও চালচলনে বৈপরীতে লক্ষণীয়। রুবিনা দেখাসাক্ষাতে সবাইকে সালাম দেয়। কুশল বিনিময় করে। পক্ষান্তরে, সালিহা দেখাসাক্ষাতে কাউকে সালাম দেয় না, কুশল বিনিময় করে না। শিক্ষকগণ রুবিনাকে খুব পছন্দ করেন।
২৩৪। সালিহা শিক্ষকের সাথে কীরুপ আচরণ করবে না?
ক. সাক্ষাতে বিনয়ের সাথে সালাম দেব
খ. তাঁরা যা অপছন্দ করে তা নিজে ভালো মনে করলে না
গ. সর্বদাই ন¤্র আচরণ করব
ঘ. কোনো অবস্থাতেই বেয়াদবি করব না
২৩৮। শিক্ষক আমাদের কী শিক্ষা দিয়ে থাকেন?
i.ধর্মীয় নিয়মকানুন
ii. আদব-কায়দা
iii. সমালোচনা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩৯ থেকে ২৪১ নং প্রশ্নের উত্তর দাও।
মফিজ নিয়মিত নামায আদায় করে, রোযা রাখে। কিন্তু আতœীয়স্বজন, প্রতিবেশী কিংবা দরিদ্রের হক আদায়ের ব্যাপারে সে উদাসীন।
২৩৫। আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাথা রাখবে?
i.আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে
ii.নিয়মিত যোগাযোগ রাখবে
iii. দরিদ্রআত্মীয়স্বজনেরকে দানখয়রাত করবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং ii
ঘ. i, ii ও iii
২৩৬। আমরা অমুসলিম প্রতিবেশীর সাথে কীরুপ আচরণ করব?ৎ
i.ভালো ব্যবহার করব
ii.খারাপ ব্যবহার করব
iii. সুখে-দুঃখে শরীক হব
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii
গ. i ও iii ঘ. iii
২৪১। ধনীদের ধনীসম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের হক বা অধিকার নয় কোনটি
ক. সাহায্য-সহযোগিতা করা
খ. সদ্ভ্যবহার করা
গ. পোশাক পরিচ্ছদ দান করা
ক্স নেশাজাতীয় বস্তু বিতরণ করা
২২১ | গ | ২২২ | গ | ২২৩ | ঘ | ২২৪ | ক | ২২৫ | ক |
২২৬ | ক | ২২৭ | ঘ | ২২৮ | ক | ২২৯ | খ | ২৩০ | ক |
২৩১ | ক | ২৩২ | খ | ২৩৩ | ঘ | ২৩৪ | ক | ২৩৫ | খ |
২৩৬ | ঘ | ২৩৭ | গ | ২৩৮ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।