ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: ব্যবসায় উদ্যোগ এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
অধ্যায়ঃ প্রথম
১। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলা হয়?
(ক) বাণিজ্য (খ) ব্যবসায়
(গ) শিল্প (ঘ) প্রত্যক্ষ সেবা
২। কোনটি ব্যবসায়কে অন্য সব পেশা থেকে আলাদা করেছে?
(ক) উদ্দেশ্য (খ) বৈশিষ্ট্য
(গ) গুরুত্ব (ঘ) নীতিমালা
৩। ব্যবসায়ীর অর্থ বিনিয়োগের মূল কারণ কোনটি?
(ক) সেবা (খ) রাজস্ব বৃদ্ধি
(গ) মুনাফা অর্জন (ঘ) উৎপাদন বৃদ্ধি
৪। কোনটি বৃদ্ধির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়তে থাকে?
(ক) চাহিদা (খ) উৎপাদন
(গ) লেনদেন (ঘ) পণ্য বণ্টন
৫। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৬। বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
(ক) প্রাচীন (খ) মধ্য
(গ) মোঘল (ঘ) আধুনিক
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:- MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
- রো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
৭। কোন যুগে শিল্প কারখানার বিকাশ ঘটে?
(ক) প্রাচীন যুগে (খ) মধ্য যুগে
(গ) আধুনিক যুগে (ঘ) প্রাগৈতিহাসিক যুগে
৮। ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
(ক) প্রাচীন (খ) মধ্য
(গ) আধুনিক (ঘ) প্রাগৈতিহাসিক
৯। প্রাচীন যুগে চাহিদা পূরণের জন্যে যেসব কর্মকান্ড করা হতো তা হলো-
র. পশু শিকার রর.মৎস শিকার
ররর.ফলমূল আহরণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১০। পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের কার্য যথার্থভাবে সম্পাদনের জন্যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) ৩টি (খ) ৪টি
(গ) ৫টি (ঘ) ৬টি
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
১১। আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
১২। কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়?
(ক) প্রজনন (খ) নিষ্কাশন
(গ) নির্মাণ (ঘ) উৎপাদন
১৩। পানি থেকে বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্ভুক্ত?
(ক) প্রজনন (খ) নিষ্কাশন
(গ) উৎপাদন (ঘ) সেবা
১৪। যমুনা সেতু তৈরি কোন শিল্পের অন্তর্গত?
(ক) প্রজনন শিল্প (খ) নিষ্কাশন শিল্প
(গ) নির্মাণ শিল্প (ঘ) উৎপাদন শিল্প
১৫। মাসুম ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার ধোলাইখালে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মাসুমের ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
(ক) সেবা শিল্প (খ) নির্মাণ শিল্প
(গ) উৎপাদন শিল্প (ঘ) প্রজনন শিল্প
১৬। পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে কয়টি সমস্যা দেখা দিতে পারে?
(ক) চারটি (খ) পাঁচটি
(গ) ছয়টি (ঘ) সাতটি
১৭। আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয় কোনটিকে?
(ক) বাণিজ্যকে (খ) ব্যাংককে
(গ) বিমাকে (ঘ) বিজ্ঞাপনকে
১৮। রহিম মিয়া ৫,০০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে ভাড়ার বিনিময়ে পণ্যদ্রব্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যান। রহিম মিয়ার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
(ক) শিল্প (খ) বাণিজ্য
(গ) পণ্য বিনিময় (ঘ) পরিবহন
১৯। অর্থ সংক্রান্ত বাধা দূর করে কোনটি?
(ক) গুদামজাতকরণ (খ) বিমা
(গ) ব্যাংকিং (ঘ) বিজ্ঞাপন
২০। উৎপাদন শিল্প সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো-
র. শ্রম শক্তি ব্যবহার করা হয়
রর.যন্ত্র ব্যবহার করা হয়
ররর.কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে। সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির মাটি চারাগাছ উৎপাদন ও লালনের জন্যে উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানিও সব সময় পাওয়া যায়। ফলে নার্সারির চারাগাছগুলোর মানও বেশ ভালো।
২১। শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প?
(ক) উৎপাদন (খ) প্রজনন
(গ) সেবা (ঘ) নির্মাণ
২২। শাকিলাদের নার্সারির চারাগাছগুলোর মান উন্নত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি?
(ক) প্রাকৃতিক (খ) সামাজিক
(গ) অর্থনৈতিক (ঘ) সাংস্কৃতিক
২৩। কোনটি উন্নত হওয়ার কারণে জাপান বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে?
(ক) উৎপাদন (খ) যোগাযোগ
(গ) ব্যবসা-বাণিজ্য (ঘ) সেবা
২৪। মানুষের জীবনধারাকে প্রভাবিত করে কোনটি?
(ক) পরিবেশ (খ) ব্যবসায়
(গ) বাণিজ্য (ঘ) শিল্প
২৫। ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ৪ ভাগে (খ) ৫ ভাগে (গ) ৬ ভাগে (ঘ) ৭ ভাগে
২৬। অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল?
(ক) সংস্কৃতি (খ) প্রযুক্তি (গ) ঐতিহ্য (ঘ) বিজ্ঞান
২৭। সুন্দরবন সংরক্ষণের জন্যে সরকার কিছু আইন প্রণয়ন করেছেন। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
(ক) সামাজিক (খ) আইনগত
(গ) অর্থনৈতিক (ঘ) রাজনৈতিক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
যশোর ও কুষ্টিয়া অঞ্চলের প্রচুর পরিমাণে আখ জন্মে। জনাব মামুন ঐ অঞ্চলে গুড়ের ব্যবসায় করে সফলতা লাভ করেন। সম্প্রতি তিনি তার ব্যবসায়কে পার্শ¦বর্তী দেশে সম্প্রসারণ করার কথা ভাবছেন।
২৮। জনাব মামুনের ব্যবসায় নির্বাচনের ক্ষেত্রে পরিবেশের কোন উপাদান ভূমিকা রেখেছে?
(ক) প্রাকৃতিক সম্পদ (খ) পরিবহন
(গ) ঐহিত্য (ঘ) ঋণ ব্যবস্থা
২৯। ব্যবসায় সম্প্রসারণে জনাব মামুন কোন পদক্ষেপ গ্রহণ করবেন?
(ক) পাইকারি ব্যবসায় (খ) আমদানি বাণিজ্য
(গ) রপ্তানি বাণিজ্য (ঘ) খুচরা ব্যবসয়
৩০। মসলিন কাপড়ের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
(ক) সোনারগাঁও (খ) ঢাকা
(গ) রাজশাহী (ঘ) নারায়ণগঞ্জ
৩১। ব্যবসা-বাণিজ্যের জন্যে এদেশের কয়টি স্থানের নাম সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
৩২। কোন শতাব্দীতে পর্তুগিজরা এদেশে বাণিজ্য আরম্ভ করেছিল?
(ক) চর্তুদশ (খ) পঞ্চদশ(গ) ষোড়শ (ঘ) সপ্তদশ
৩৩। পর্তুগিজরা কোন স্থানকে ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
(ক) তা¤্রলিপ্ত (খ) সপ্তগ্রাম
(গ) নারায়ণগঞ্জ (ঘ) চট্টগ্রাম
৩৪। বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের কোন স্থানটি বিখ্যাত ছিল?
(ক) সপ্তগ্রাম (খ) সুবর্ণগ্রাম
(গ) নবগ্রাম (ঘ) সিংহলিগ্রাম
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৫। রোমের স¤্রাট কোথা থেকে জাহাজ ক্রয় করতেন?
(ক) খুলনা (খ) চট্টগ্রাম
(গ) কলকাতা (ঘ) মংলা
৩৬। এদেশের জাহাজ নির্মাণ কারখানা কত খ্রিষ্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণœ রেখেছিল?
(ক) ১৮৬০ (খ) ১৮৬৫
(গ) ১৮৭০ (ঘ) ১৮৭৫
৩৭। ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্যে প্রয়োজনীয় কোন সম্পদ এদেশে বিদ্যমান?
(ক) খনিজ তেল (খ) চুনাপাথর
(গ) প্রাকৃতিক গ্যাস (ঘ) বিদ্যুৎ
৩৮। বাংলাদেশে কোন পরিবেশের কিছু উপাদান আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে?
(ক) অর্থনৈতিক (খ) সামাজিক
(গ) আইনগত (ঘ) রাজনৈতিক
৩৯। কোন ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
(ক) ভেজাল (খ) শ্রমিক অসন্তোষ
(গ) দুর্নীতি (ঘ) অস্থিতিশীল রাজনীতি
৪০। বাংলাদেশে ব্যবসায় পরিবেশের কোন উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল?
(ক) অর্থনৈতিক (খ) সামাজিক
(গ) রাজনৈতিক (ঘ) প্রযুক্তিগত
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণিঃ বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ অধ্যায়ঃ প্রথম
উত্তর পত্র
১-খ ২-খ ৩-গ ৪-ক ৫-খ ৬-খ ৭-গ ৮-গ ৯-ঘ ১০-গ
১১-খ ১২-ক ১৩-খ ১৪-গ ১৫-ক ১৬-খ ১৭-ক ১৮-খ ১৯-গ ২০-ঘ
২১-খ ২২-ক ২৩-গ ২৪-ক ২৫-গ ২৬-গ ২৭-খ ২৮-ক ২৯-গ ৩০-ক
৩১-ক ৩২-গ ৩৩-খ ৩৪-ক ৩৫-খ ৩৬-ঘ ৩৭-গ ৩৮-গ ৩৯-গ ৪০-ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ