ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ দ্বিতীয় > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: ব্যবসায় উদ্যোগ এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ssc business studies assignment MCQ PDF: অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF: অধ্যায়ঃ দ্বিতীয়
অধ্যায়ঃ দ্বিতীয়
১। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা কাজ করে?
(ক) শ্রমিকদের (খ) উদ্যোক্তাদের
(গ) সরকারের (ঘ) জমিদারদের
২। যে কোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
(ক) ব্যবসায় (খ) উদ্যোগ
(গ) উদ্যোক্তা (ঘ) ব্যবসায় উদ্যোগ
৩। ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?
(ক) উদ্যোগ (খ) ব্যবসায় উদ্যোগ
(গ) আত্মকর্মসংস্থান (ঘ) শিল্প
৪। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজ করতে আগ্রহী হওয়াকে কী বলে?
(ক) উদ্যোগ (খ) উদ্যোক্তা
(গ) ব্যবসায় (ঘ) ঝুঁকি গ্রহণ
৫। কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?
(ক) অনিশ্চিত ঝুঁকি (খ) নিশ্চিত সাফল্য
(গ) ভবিষ্যৎ সম্ভাবনা (ঘ) ঋণ সুবিধা
৬। বাঁশ বা বেতের তৈরি জিনিসের ব্যবসায়ের সাথে সাথে কোনো ব্যক্তির নতুন ধরনের বেতের চেয়ার তৈরির পদক্ষেপকে কী বলা হয়?
(ক) উদ্যোগ (খ) উদ্যোক্তা
(গ) ব্যবসায় উদ্যোগ (ঘ) ব্যবসায় উদ্যোক্তা
৭। বাঁশ বা বেতের সামগ্রী তৈরি করে বিক্রয়ের জন্যে দোকান স্থাপন করে লাভজনকভাবে ব্যবসায় পরিচালনা করলে তাকে কী বলে?
(ক) উদ্যোগ (খ) ব্যবসায় উদ্যোগ
(গ) উদ্যোক্তা (ঘ) ব্যবসায় উদ্যোক্তা
৮। ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনাকে কী বলা হয়?
(ক) উদ্যোগ (খ) ব্যবসায় উদ্যোগ
(গ) শিল্পোদ্যোগ (ঘ) উদ্যোক্তা
৯। ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্যে প্রয়োজন হয়-
র. অর্থ বিনিয়োগ রর.শ্রম বিনিয়োগ
ররর.ব্যাংকের সাথে ভালো সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১০। ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকান্ড সফলভাবে পরিচালনা করতে কোনটি প্রয়োজন?
(ক) উদ্যোগ (খ) ব্যবসায় উদ্যোগ
(গ) উদ্যোক্তা (ঘ) শিল্পোদ্যোগ
১১। সফল উদ্যোক্তাগণ কোনটি ব্যবহারে দক্ষতার পরিচয় দেন?
(ক) নিজস্ব সম্পদ (খ) সরকার প্রদত্ত সুযোগ
(গ) ব্যাংক ঋণের অর্থ
(ঘ) বেসরকারি সংস্থা প্রদত্ত সুযোগ
১২। উদ্যোক্তাগণ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে সীমিত সম্পদের মধ্যে কী তৈরি করেন?
(ক) যোগাযোগ (খ) সম্পর্ক
(গ) পরিকল্পনা (ঘ) সমন্বয়
১৩। ব্যবসায় থেকে প্রত্যাশিত লাভ হবে না-এ আকাঙ্খাকে ব্যবসায়ের কী হিসেবে গণ্য করা হয়?
(ক) চ্যালেঞ্জ (খ) ক্ষতি (গ) ঝুঁকি (ঘ) লাভ
১৪। কীসের কৌশল সম্পর্কে সফল উদ্যোক্তা গভীর জ্ঞান রাখেন?
(ক) সংগঠনের (খ) ব্যবস্থাপনার
(গ) মুনাফার (ঘ) পরিকল্পনার
১৫। একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?
(ক) ১৪টি (খ) ১৮টি(গ) ২০টি (ঘ) ২২টি
১৬। উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
(ক) চ্যালেঞ্জমূলক (খ) সৃজনশীল
(গ) উন্নয়নমূলক (ঘ) ঝূঁকিপূর্ণ
১৭। কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
(ক) মুনাফা (খ) ফলাফল
(গ) সুনাম (ঘ) জনপ্রিয়তা
- আরো পড়ুন:– ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:- MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
১৮। প্রকৃত উদ্যোক্তারা কী থেকে শিক্ষা গ্রহণ করেন?
(ক) আলোচনা (খ) পরামর্শ
(গ) ভুল (ঘ) নির্দেশনা
১৯। নিজের অভিজ্ঞতা ও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ উদ্যোক্তার কেমন গুণ?
(ক) সাধারণ (খ) বিশেষ
(গ) চিন্তনীয় (ঘ) পছন্দনীয়
২০। একজন সফল উদ্যোক্তা দক্ষতার পরিচয় দেন-
র. বস্তুগত সম্পদ ব্যবহারে রর.জন সম্পদ ব্যবহারে
ররর.জাতীয় সম্পদ ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২১। প্রকৃত উদ্যোক্তারা শিক্ষা গ্রহণ করেন-
র. নিজের অভিজ্ঞতা থেকে রর.অন্যের অভীজ্ঞতা থেকে
ররর.তত্ত্বীয় জ্ঞান থেকে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
এনায়েত স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। সে ও তার বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মৎস্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু বন্ধু-বান্ধব ঝুঁকির কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। এতে তারা মোটেও থেমে যায় নি।
২২। এনায়েতদের মৎস্য চাষ শুরু করার কাজকে কী বলা হয়?
(ক) উদ্যোগ (খ) ব্যবসায় উদ্যোগ
(গ) ব্যবসায় (ঘ) শখ
২৩। বন্ধু-বান্ধবদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় এনায়েতের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে?
(ক) ধৈর্যশীলতা (খ) সাহসিকতা
(গ) উদারতা
(ঘ) চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
এসএসসি পাস জনাব রাকিব যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। পাশের গ্রামে কোনো পোল্ট্রি ফার্ম না থাকায় আত্মপ্রত্যয়ী রাকিব সেখানেও একটি ফার্ম গড়ে তোলেন। দিন-রাত পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে অল্পদিনেই তিনি সফলতা অর্জন করেন।
২৪। রাকিবের চরিত্রে উদ্যোক্তার কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
(ক) ব্যক্তিগত (খ) সামাজিক
(গ) অর্থনৈতিক (ঘ) মনস্তাত্ত্বিক
২৫। রাকিবের ব্যবসায়ে সফলতার কারণ-
র. কঠোর পরিশ্রম রর.দূরদৃষ্টি
ররর.সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৬। যেকোন দেশের সমৃদ্ধিতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
(ক) শিল্প (খ) সেবা (গ) কৃষি (ঘ) খনিজ
২৭। ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১০’ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে?
(ক) ২০ ভাগ (খ) ৩০ ভাগ
(গ) ৫০ ভাগ (ঘ) প্রায় ৫০ ভাগ
২৮। সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষমাত্রা অর্জনে সহায়তা করে কে?
(ক) উদ্যোক্তা (খ) বৈদেশিক কূটনৈতিক
(গ) ভোক্তা (ঘ) বেকার যুবক
২৯। শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়?
(ক) সম্পদ (খ) কর্মসংস্থান
(গ) মূলধন (ঘ) উন্নয়ন
৩০। ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে –
র. প্রাকৃতিক সম্পদের
রর.মানব সম্পদের ররর.শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩১। নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে-
র. বিনিয়োগ বৃদ্ধি পায়
রর.সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়
ররর.নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩২। অনূকুল ব্যবসায়িক পরিবেশের জন্যে কোনটি থাকা উচিত?
(ক) ব্যাংক ঋণ (খ) উদ্যোক্তা
(গ) সরকারি পৃষ্ঠপোষকতা (ঘ) বৈদেশিক সাহায্য
৩৩। ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি?
(ক) শ্রমিক (খ) উদ্যোগ গ্রহণ
(গ) মূলধন (ঘ) কলাকৌশল
৩৪। কোনটির অভাবে সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেয়া ব্যাহত হয়?
(ক) প্রশিক্ষণ (খ) সম্পদ
(গ) জনশক্তি (ঘ) মেধা
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
৩৫। ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক সর্বদা বিদ্যমান?
(ক) লাভ (খ) লোকসান (গ) ঝুঁকি (ঘ) মূলধন
৩৬। কোনটি থাকার ফলে ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি থাকে?
(ক) কম ঝুঁকি (খ) বেশি ঝুঁকি
(গ) অধিক ঝুঁকি (ঘ) অধিক শ্রমিক
৩৭। আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
(ক) সীমিত (খ) বেশি(গ) পর্যাপ্ত (ঘ) অত্যধিক
৩৮। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি?
(ক) অত্যধিক প্রচার (খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
(গ) চাকরির সহজলভ্যতা (ঘ) পর্যাপ্ত কারিগরি শিক্ষা
৩৯। বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ওপর আগ্রহ তুলনামূলকভাবে কম থাকার কারণ কোনটি?
(ক) অনুন্নত যাতায়াত ব্যবস্থা
(খ) আমলাতান্ত্রিক জটিলতা
(গ) অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা
(ঘ) কৃষির ওপর নির্ভরশীলতা
৪০। আমাদের দেশে উদ্যোগ উন্নয়নে কোনটির অভাব রয়েছে?
(ক) স্বল্প সুদে ঋণ প্রদান
(খ) প্রশিক্ষণ কেন্দ্র
(গ) সরকারি পৃষ্ঠপোষকতা
(ঘ) অবকাঠামোগত উপাদান
অধ্যায় ভিত্তিক পরিক্ষা-২০২০
শ্রেণিঃ বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ অধ্যায়ঃ দ্বিতীয়
উত্তর পত্র
১-খ ২-খ ৩-খ ৪-ক ৫-খ ৬-ক ৭-খ ৮-খ ৯-ক ১০-খ
১১-খ ১২-গ ১৩-গ ১৪-খ ১৫-খ ১৬-ক ১৭-খ ১৮-গ ১৯-খ ২০-ক
২১-ক ২২-খ ২৩-ঘ ২৪-ঘ ২৫-ক ২৬-ক ২৭-ঘ ২৮-ক ২৯-খ ৩০-ক
৩১-ঘ ৩২-গ ৩৩-গ ৩৪-ক ৩৫-গ ৩৬-খ ৩৭-ক ৩৮-খ ৩৯-ঘ ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।