SSC | বাংলা ১ম | মানুষ মুহম্মদ (স.) | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের মানুষ মুহম্মদ (স.) গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের মানুষ মুহম্মদ (স.) গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ ষষ্ঠ –মানুষ মুহম্মদ (স.)
১। মোহাম্মেদ ওয়াজেদ আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯০ খ্রিষ্টাব্দে (খ) ১৯৯২ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৯৮ খ্রিষ্টাব্দে
২। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) বাঁশখালি (খ) বাঁশদহ
(গ) মুরারিপুর (ঘ) পিরোজপুর
৩। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
(ক) দৈনিক মোহাম্মদী (খ) দৈনিক আজাদ
(গ) দৈনিক ইনকিলাব (ঘ) দৈনিক ইত্তেফাক
৪। মোহাম্মদ ওয়াজেদ আলীর মৃত্যুর তারিখ কোনটি?
(ক) ১৯৫২ খ্রিষ্টাব্দের ১২ অক্টোবর
(খ) ১৯৫৩ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই
(গ) ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর
(ঘ) ১৯৫৭ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর
৫। হযরত মুহম্মদ (স.) এর মৃত্যু সংবাদ হযরত ওমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?
(ক) ধারাবাহিকভাবে (খ) উত্তেজিতভাবে
(গ) কান্নায় ভেঙে পড়ে (ঘ) স্বাভাবিকভাবে
৬। ‘মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে হযরত ওমর (রা)-কে কী হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
(ক) দানশীল (খ) মহামতি
(গ) অকুতোভয় (ঘ) বীরবাহু
৭। মহানবী (স.)-এর মৃত্যুশয্যায় পাশে ছিলেন-
(ক) ওমর (রা) (খ) হযরত আলী (রা)
(গ) আবু বকর (রা) (ঘ) ওসমান (রা)
৮। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে আবুবকর (রা)-কে কোন বিশেষণে আখ্যায়িত করা হয়েছে?
(ক) দানশীল (খ) মহামতি
(গ) আল্লাহর দাস (ঘ) বীরবাহু
৯। শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যেও আবুবকর (রা) কেমন ছিলেন?
(ক) অটল (খ) অবিচল
(গ) স্থিতধী (ঘ) বলিষ্ঠ
১০। ‘তিনি রাসুল কিন্তু তিনি মানুষ’- একথা বৃদ্ধ আবুবকর কাদের বুঝিয়েছেন?
(ক) বিধর্মীগণকে (খ) মূর্ছিত মুসলিমকে
(গ) হযরত ওমর (রা) কে (ঘ) পৌত্তলিকগণকে
১১। হযরত মুহম্মদ (স)-এর প্রকৃতি কীরূপ ছিল?
(ক) বিনীত ন¤্র (খ) গুরুগম্ভীর
(গ) মধুবর্ষী (ঘ) বলিষ্ঠ
১২। ‘হযরতের সচেতন চিত্তে মূহুর্তের জন্যেও স্থান লাভ করে নাই’ কোনটি?
(ক) অর্থচিন্তা (খ) নিদারুণ মনকষ্ট
(গ) বংশ গৌরব (ঘ) প্রেম ও করুণা
১৩। সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র কেমন হয়ে উঠেছিল?
(ক) সুকোমল (খ) আকর্ষণীয়
(গ) সুন্দর (ঘ) মধুময়
১৪। ‘কাছে আসলেই মানুষ তাঁহার আপনজন হইয়া পড়িত।’-উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে?
(ক) আবু মা’বদ (খ) আবু বকর
(গ) খাদিজা (ঘ) মুহাম্মদ(সঃ)
১৫। অকুতোভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন।’-উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
(ক) ইমাম হাসান (খ) হযরত মহম্মদ(সঃ)
(গ) আলি ইবনে আব্বাস (ঘ) খলিফা মামুন
১৬। মহানবী (সঃ) পাপীদের ভালোবাসতেন কারণ তারা-
(ক) অজ্ঞ (খ) সরল
(গ) অনুতপ্ত (ঘ) বিপন্ন
১৭। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’ উক্তিটির মধ্যে দিয়ে হযরত মুহম্মদ(স.) এর কোন গুনটি প্রকাশ পেয়েছে?
(ক) সহনশীলতা (খ) উদারতা
(গ) মহানুভবতা (ঘ) বিচক্ষণতা
১৮। কোথায় সত্য প্রচার করতে গিয়ে হযরতকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল?
(ক) মদীনায় (খ) মক্কার উপকন্ঠে
(গ) তায়েফে (ঘ) ইয়েমেনে
১৯। মৃত্যুর আবছায়া তাহার চেতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দু মাত্র অভিযোগ নাই’-তার অভিযোগ না থাকার কারণ কী?
(ক) দাযিত্বপ্রাপ্তি (খ) অনুরুদ্ধ হাওয়া
(গ) মহামানব ছিলেন (ঘ) মানুষকে ভালোবাসা
২০। হযরত মুহম্মদ (সঃ) কোনটিকে নিজের কাজ বলে মনে করতেন?
(ক) ইসলাম বাহন (খ) সত্য প্রচার
(গ) পথ প্রদর্শন (ঘ) আল্লাহর সাধনা
২১। ’মানুষ মুহম্মদ (স)’প্রবন্ধে ’ বিপদাবরণ তুমি’ বলে কাকে আখ্যায়িত করা হয়েছে?
(ক) হযরত মুহম্মদ(স:) (খ) আল্লাহকে
(গ) আবু মা’বদকে (ঘ) হযরত ওমরকে
২২। কখন থেকে মক্কাবাসীরা হযরত মহম্মদ(স:) এর ওপর অমানুষিক নির্যতন চালিয়েছে?
(ক)ইসলাম গ্রহনের পরে (খ) নবীত্ব লাভের পরে
(গ) মক্কা গমনের পরে (ঘ) মক্কা জয়ের পরে
২৩। হযরত মুহম্মদ (স:)মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন?
(ক) মদীনাবাসীর আমন্ত্রণে (খ) ধর্মপ্রচারের উদ্দেশ্যে
(গ) শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে (ঘ) মক্কাবাসীর নির্যাতনে
২৪। মানুষ মুহম্মদ (স:) প্রবন্ধে উল্লিখিত সুমহান প্রতিশোধ’ হযরতের চরিত্রের কোন দিকটি তুলে ধরেছে?
(ক) মনুষ্যত্ব (খ) সাহস
(গ) ত্যাগ (ঘ) আত্মবিশ্বাস
২৫। আমি রাজা নই ,স¤্রাট নই,মানুষের প্রভু নই- এ উক্তিতে প্রকাশ পেয়েছে মহানবীর (স:) এর
(ক) আত্মপরিচয় (খ) সামান্যতার বোধ
(গ) মানসিক দুর্বলতা (ঘ) উদানতা
২৬। বক্তৃতার মঝখানে একটি প্রশ্ন করে কে মহানবী (স:)- কে থামিয়েছিল?
(ক) জনৈক বেদুইন (খ) জনৈক পথচারী
(গ) জনৈক অন্ধ (ঘ) জনৈক নর
২৭। মহম্মদ (স.) নর -নারীর একান্ত প্রিয় ছিলেন, কারণ-
i. দেহ সৌন্দর্যের পূর্ণকা
ii.চারিত্রিক মাধুর্যতা
iii.যুদ্ধক্ষেত্রের ক্ষিপ্রতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
২৮। আমি এমন এক নারীর সন্তান , সাধারণ শুষ্ক মাংসই যাহার নিত্যকার আহার্য – মহানবী (স:)এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে?
i. অকপট সত্যভাষ্য ii.নিজের ক্ষুদ্রতা
iii.আড়ম্বর হীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
২৯। বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় ছিল মহানবী (স.)এর—
i. সাধনা ii.ত্যাগ
iii.কল্যানচিন্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:
ওসমান সাহেবকে সবাই অত্যন্ত সৎ ও ভাল মানুষ হিসাবে জানেন। তার এই আদর্শের কারণে সহকর্মীরা তাকে ব্যঙ্গ -বিদ্রুপ ও নাজেহাল করলে তিনি নীরবে তা সহ্য করেণ।
৩০। সহকর্মীদের ব্যঙ্গ-বিদ্রুপ ও নাজেহাল সহ্য করার মধ্য দিয়ে ওসমান সাহেবের চরিত্রে মহানবীর কোন গুণটি ফুটে উঠেছে?
(ক) ধর্ম প্রাণতা (খ) অধ্যবসায়
(গ) মানবিকতা (ঘ) উদারতা
৩১। উদ্দীপকে ফুটে ওঠা গুণটি মহানবীর যে বাণীতে প্রকাশ পেয়েছে তা হলো-
i. না,না তাহা কখনই সম্ভব নয়
ii.এদের জ্ঞান দাও , এদের ক্ষমা কর
iii.আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii ঘ.i, ii ও iii
কবিরের মা- বাবা জীবিত নেই । সৎ ভাইয়েরা সম্পত্তির লোভে তার জীবন নাশের পায়তারা করে। টের পেয়ে কবির আত্মরক্ষার্থে মামা বাড়ি চলে যায়।অনেক বছর পর সে বিদ্যা বুদ্ধিতে অনেক বড় হয়ে ফিরে আসে। ভাইয়েরা ভয় , পেয়ে যায় । কবির বলে ভয় নেই, আমি প্রতিশোধ নিতে আসে নি।”
৩২। উদ্দীপকটি মহানবী (স.) এর জীবনে কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ন?
(ক) হেরা পর্বতে গমন (খ) তায়েফে ভ্রমণ
(গ) সিরিয়ায় গমন (ঘ) মদীনায় হিজরত
৩৩। কবিরের আচরণে মহানবী (স.)এর যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?
i. মহানুভবতা ii.ক্ষমাশীলতা
iii.উদারতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩৪। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন কে?
(ক) হযরত আলী (খ) হযরত ওমর
(গ) আবু বকর (ঘ) ওসমান (রা)
৩৫। হযরত ওমার (রা.) কার কন্ঠে কুরআনের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেণ?
(ক) তার মায়ের (খ) তার ভাইয়ের
(গ) তার পিতার (ঘ) তার বোনের
৩৬। ‘রাহী’ অর্থ কী?
(ক) মুসাফির (খ) সাথী
(গ)পথপ্রদর্শক (ঘ) বন্ধু
৩৭। হযরত মুহাম্মদ (স.)এর মাজার কোথায় অবস্থিত?
(ক) ওহোদ (খ) আরাফাত
(গ) মদিনা (ঘ) মক্কা
৩৮। সাফা’ ও মারওয়া’ কী?
(ক) দুটি যুদ্ধক্ষেত্রে (খ) দুটি ছোট পাহাড়
(গ) দুটি সন্ধি ক্ষেত্র (ঘ) দুটি সীমানÍ এলাকা
৩৯। মানুষ মুহাম্মদ (স.) কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) নবী কাহিনী (খ) মরু ভাস্কর
(গ) প্রি নবীজি (ঘ) যুগবাণী
৪০। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে কে প্রথম পুরুষ ব্যক্তি?
(ক) আবু বকর(রা.) (খ) ওমর(রা.)
(গ) আলী(রা.) (ঘ) ওসমান(রা.)
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য) অধ্যায়ঃ ষষ্ট
উত্তর পত্র
১-গ ২-খ ৩-ক ৪-গ ৫-খ ৬-ঘ ৭-গ ৮-খ ৯-গ ১০-খ
১১-ক ১২-গ ১৩-ঘ ১৪-ঘ ১৫-খ ১৬-ক ১৭-গ ১৮-গ ১৯-ক ২০-খ
২১-খ ২২-খ ২৩-গ ২৪-ক ২৫-খ ২৬-গ ২৭-ক ২৮-ঘ ২৯-ঘ ৩০-ঘ
৩১-খ ৩২-ঘ ৩৩-ঘ ৩৪-খ ৩৫-ঘ ৩৬-ক ৩৭-গ ৩৮-খ ৩৯-খ ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।