SSC | বাংলা ১ম | অধ্যায়ঃ ঝর্ণার গান | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের ঝর্ণার গান অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের ঝর্ণার গান অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ ঝর্ণার গান
১। সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৮১ (খ) ১৮৮২
(গ) ১৮৮৩ (ঘ) ১৮৮৪
২। সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) কলকাতায় (খ) ঢাকায়
(গ) বর্ধমানে (ঘ) যশোরে
৩। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) তেঁতুলিয়া (খ) নিমতা
(গ) চুরুলিয়া (ঘ) মালদহ
৪। ‘তত্ত¡বোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (খ) সুকুমার রায়
(গ) অক্ষয়কুমার দত্ত (ঘ) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
৫। অক্ষয়কুমার দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তের কে ছিলেন?
(ক) পিতামহ (খ) মাতামহ
(গ) পিতা (ঘ) কাকা
৬। সত্যেন্দ্রনাথ দত্ত কতদূর পর্যন্ত শিক্ষা গ্রহণ করেন?
(ক) আই.এ (খ) বি.এ
(গ) এম.এ (ঘ) এম.কম
৭। সত্যেন্দ্রনাথ দত্ত ছাত্রজীবন থেকেই কিসের চর্চা করতেন?
(ক) দর্শন (খ) বিজ্ঞান
(গ) কাব্য (ঘ) ধর্ম
৮। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ?
(ক) অগ্নিবীনা (খ) রিক্তের বেদন
(গ) ধানক্ষেত (ঘ) বেণু ও বীণা
৯। কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য?
(ক) তীর্থরেণু (খ) তীর্থ-সলিল
(গ) ফুলের ফসল (ঘ) কুহু ও কেকা
১০। সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের রাজা’ বলার কারণ কী?
(ক) ছন্দ নিয়ে গবেষণা করায়
(খ) ছন্দ নির্মাণে বিশেষ নৈপুণ্যের জন্য
(গ) ছন্দ ব্যবহারে অত্যন্ত দক্ষ বলে
(ঘ) ছন্দের প্রবর্তন করেছেন বলে
১১। নতুন ছন্দ নির্মাণে নৈপুণ্য দেখিয়েছেন বলে সত্যেন্দ্রনাথ দত্তকে কী বলে অভিহিত করা হয়?
(ক) ছন্দের রাজা (খ) ছান্দসিক কবি
(গ) ছন্দের স¤্রাট (ঘ) ছন্দের জনক
১২। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯২১ (খ) ১৯২২
(গ) ১৯২৩ (ঘ) ১৯২৪
১৩। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে পরলোকগমন করেন?
(ক) ৪০ (খ) ৫০
(গ) ৬০ (ঘ) ৭০
১৪। সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য কোনটি?
(ক) সবিতা (খ) সন্ধিক্ষণ
(গ) তীর্থরেণু (ঘ) হোমশিখা
১৫। ‘বেলা শেষের গান’ সত্যেন্দ্রনাথ দত্তের যে ধরনের রচনা-
i. মৌলিক কাব্য ii.গানের গ্রন্থ
iii.গল্পগ্রন্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) iii
(গ) ii (ঘ) i, ii ও iii
১৬। দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
(ক) ঝিঁঝিঁর (খ) পরীর
(গ) বুলবুলির (ঘ) শালিকের
১৭। ‘একলা গাই, একলা ধাই,
দিবস রাত, সাঁঝ সকাল।’ এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
(ক) প্রকৃতি চেতনা (খ) সৌন্দর্যপ্রীতি
(গ) ছুটে চলা (ঘ) শঙ্কাহীন চিত্ত
১৮। ‘ঝুম-পাহাড়’ চোখ পাকিয়ে কী করে?
(ক) ভয় দেখায় (খ) ঝিমায়
(গ) ঘুমায় (ঘ) বোল সাধে
১৯। ঝর্ণার কী নাই?
(ক) সন্দেহ (খ) শঙ্কা
(গ) লজ্জা (ঘ) অনুভ‚তি
২০। ঝর্ণার পায়ে নূপুর কোন ফুলের?
(ক) টগর (খ) গোলাপ
(গ) জবা (ঘ) মাধবী
২১। গিরির কীরূপ ললাট ঘেমে ঝর্ণার উদ্ভব হয়েছে?
(ক) তপ্ত (খ) হিম
(গ) সিক্ত (ঘ) শুষ্ক
২২। ডালিম-ফাট অবস্থা কোথায় দেখা যায়?
(ক) টিলার গায়ে (খ) পাতাকুয়ায়
(গ) ঝুম পাহাড়ে (ঘ) শিলার পরে
২৩। ‘ঝর্ণা কবিতায় কারা মুখ বুলায়?
(ক) বুলবুলি টিয়া (খ) শালিক-শুক
(গ) চকোর-চাতক (ঘ) ময়না-কাক
২৪। ‘সুন্দরের তৃষ্ণা’-বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সুন্দরের প্রতি অনুরাগ (খ) সুন্দরের প্রতি বীতশ্রদ্ধা
(গ) সুন্দরের প্রতি অবজ্ঞা (ঘ) সুন্দরের প্রতি সমর্পণ
২৫। ঝর্ণা কীরূপ চোখে চায়?
(ক) মুগ্ধ চোখে (খ) অবাক চোখে
(গ) ভয়ার্ত চোখে (ঘ) তৃষ্ণার্ত চোখে
২৬। ‘ঝর্ণার গান’ কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন-
i. দিবস-রাত ii.সাঁঝ-সকাল
iii.দুপুর-ভোর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭। ঝর্ণার একা গাওয়ার এবং একা ধাওয়ার সময়গুলো হলো-
i. দিবস-রাত ii.দুপুর-ভোর
iii.সাঁঝ-সকাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৮। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে গতিশীলতা ফুটিয়ে তুলেছেন, সে হিসেবে ঝর্ণার চলাচলের প্রকৃতি হলো-
i. ঝাঁপিয়ে যায় ii.লাফিয়ে ধায়
iii.নাড়িয়ে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
আমি মুসার কথা বলছি। আমাদের মুসা ইব্রাহিম। বাঙালির গর্ব। তারুণ্যের অহংকার। যৌবনের প্রতীক। এশীয়দের মধ্যে প্রথম বাঙালি। যার পদতলে হিমালয়ের এভারেস্ট। অর্থাভাব, সংসারের মায়া, স্বজনদের বাধা কিছু না মেনে আজ মুসা পর্বতজয়ী বাঙালি।
২৯। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে?
(ক) চপল পায় কেবল ধাই (খ) ঝিমায় পথ, ঘুমায় বন
(গ) বুলবুলির বোল সাধি (ঘ) ডালচিনির রং ধরে
৩০। উদ্দীপক ও আলোচ্য কবিতার মূলভাবের মধ্যে সম্পর্ক হলো-
i. বাধা না মেনে ছুটে চলা
ii.মনের জোরে জয়ী হওয়া
iii.পরিশ্রমীরা কীর্তিমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
দুরন্ত পথিক দুর্বার তারুণ্যের প্রতীক। তার মৃত্যুভয় নেই। বিপদসংকুল দুর্গম পথে চলতে সে ভয় পায় না। পর্বত, সাগর তার গতিকে রুদ্ধ করতে পারে না। দুরন্ত পথিক যেন ঝর্ণার মতোই গতিশীল।
৩১। উদ্দীপকের ‘দুরন্ত পথিক’ কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘ঝর্ণার গান’ কবিতায় কার প্রতিনিধিত্ব করে?
(ক) শিলার (খ) পরীর
(গ) ঝর্ণার (ঘ) জরির
৩২। এরূপ প্রতিনিধিত্বের কারণ হলো-
i. দুরন্ত পথিক ও র্ঝণা উভয়ে গতিশীল
ii.উভয়ের চলার পথ অফুরান
iii.উভয়ই বাধাহীন ও ভয়হীন চিত্তে চলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। ‘পুলক’ শব্দের অর্থ কী?
(ক) দুঃখ (খ) আনন্দ
(গ) ক্লান্ত (ঘ) গতিশীল
৩৪। ‘ঝর্ণা’ শব্দের আভিধানিক অর্থ কী?
(ক) সাগরের জলধারা (খ) পর্বতের জলধারা
(গ) নদীর ¯্রােতধারা (ঘ) গতিশীল ¯্রােতধারা
৩৫। কোন পাখিকে ‘ফটিক জল’ বলে?
(ক) শালিক (খ) শুক
(গ) চাতক (ঘ) চকোর
৩৬। ‘ঝর্ণার গান’ কবিতায় ‘গরজ’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সামর্থ্য (খ) ইচ্ছা
(গ) তৃষ্ণা (ঘ) প্রয়োজন
৩৭। পাহাড়ের সুউচ্চ শিখরে কার জন্ম?
(ক) মেঘের (খ) বৃষ্টির
(গ) ঝর্ণার (ঘ) ঝাঁঝির
৩৮। ‘ধাই’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) দৌড়ানো (খ) লাফানো
(গ) আসা (ঘ) যাওয়া
৩৯। ‘ঝর্ণার গান’ কবিতাটি কে রচনা করেন?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (খ) সুকুমার রায়
(গ) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (ঘ) অক্ষয়কুমার দত্ত
৪০। ‘ঝর্ণা’ শব্দের অধুনা প্রচলিত বানান কোনটি?
(ক) ঝরনা (খ) ঝরণা
(গ) ঝরন্না (ঘ) ঝর্ণা
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
অধ্যায়ঃ ষষ্ঠ
উত্তর পত্র
১-খ ২-ক ৩-খ ৪-গ ৫-ক ৬-খ ৭-গ ৮-ঘ ৯-ঘ ১০-খ
১১-ক ১২-খ ১৩-ক ১৪-গ ১৫-ক ১৬-ক ১৭-গ ১৮-ক ১৯-খ ২০-ক
২১-খ ২২-ক ২৩-খ ২৪-ক ২৫-ক ২৬-ঘ ২৭-ঘ ২৮-ঘ ২৯-ক ৩০-ঘ
৩১-গ ৩২-ঘ ৩৩-খ ৩৪-খ ৩৫-গ ৩৬-ঘ ৩৭-গ ৩৮-ঘ ৩৯-ক ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।