SSC-বাংলা দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বচন | ৯ম-১০ম: বচন অধ্যায়টি বাংলা ২য় পত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায়ের গুরুপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
SSC-বাংলা দ্বিতীয় পত্রের বচন নিয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য এবং সর্বনাম পদ
খ. বিশেষ্য এবং বিশেষণ পদ
গ. সর্বনাম এবং ক্রিয়া পদ
ঘ. সর্বনাম এবং বিশেষণ পদ
০২। কোনটি একবচনের উদাহরণ?
ক. মানুষ মরণশীল
খ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
গ. লোকে বলে
ঘ. বনে বাঘ থাকে
০৩। কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বাগানে ফুল ফুটেছে
খ. মানুষ মরণশীল
গ. আকাশে চাঁদ উঠেছে
ঘ. বনে বাঘ আছে
০৪। কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. ফুল
খ. দাম
গ. গুচ্ছ
ঘ. বৃন্দ
০৫। উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলি?
ক. বৃন্দ, মন্ডলী
খ. কুল, সকল
গ. মালা, রাজি
ঘ. গুলা, রা
০৬। ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক. পক্ষী
খ. টাকা
গ. ছাত্র
ঘ. পর্বত
০৭। কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক. মনুষ্যযূশ
খ. পক্ষীবৃন্দ
গ. জলরাজি
ঘ. মাতৃকুল
০৮। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দটি ব্যবহৃত হয়?
ক. বর্গ
খ. কুল
গ. মালা
ঘ. গণ
০৯। ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. প্রাণিবাচক
খ. সমষ্টিবাচক
গ. ইতর প্রাণিবাচক
ঘ. প্রাণী ও অপ্রাণিবাচক
১০। কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ/প্রত্যয় কোনটি?
ক. ফুল
খ. মালা/রাজি/রাশি
গ. সমাজ
ঘ. মন্ডলী
১১। কেবলমাত্র ইতরপ্রাণীর/জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক. পাল ও পঞ্জু
খ. যূশ ও মালা
গ. পাল ও যূশ
ঘ. নিকর ও রাজি
১২। কোন বহুবচনবোধক শব্দটি শুধু জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক. নিকর
খ. দাম
গ. পাল/যূশ
ঘ. মালা
১৩। পাল ও যগূ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
ক. জন্তুদের একবচনে
খ. উন্নত প্রাণীর বহুবচনে
গ. জন্তুর বহুবচনে
ঘ. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
১৪। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক. বহুবচন
খ. একবচন
গ. সন্ধি
ঘ. লিঙ্গ
১৫। হাঁড়ি হাঁড়ি সন্দেশÑএখানে বহুবচন করতে কোন কোন পদ ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য ও বিশেষ্য
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. সর্বনাম ও ক্রিয়া
ঘ. সর্বনাম ও অব্যয়
১৬। ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’-বাক্যটিতে কিসের প্রয়োগে বহুবচন হয়েছে?
ক. দুবার বহুবচনবাচক প্রত্যয়যোগে
খ. বিশেষ্য পদের দ্বিত্ব প্রয়োগ
গ. বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগ
ঘ. সর্বনাম ও বিশেষণযোগে
১৭। ‘লাল লাল ফুল’ এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে?
ক. বিশেষ্য ও বিশেষ্য
খ. বিশেষণ ও বিশেষণ
গ. বিশেষ্য ও বিশেষণ
ঘ. বিশেষণ ও বিশেষ্য
১৮। নিম্নের কোনটি বিশেষ্য পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে?
ক. হাঁড়ি হাঁড়ি সন্দেশ
খ. বাগানে ফুল ফুটেছে
গ. অঢেল টাকা পয়সা
ঘ. অজস্র লোক
১৯। নিচের কোন শব্দে বহুবচনের ঠিক প্রয়োগ হয় নি?
ক. তারকারাশি
খ. মেঘপঞ্জু
গ. কমলনিকর
ঘ. কুসুমদাম
২০। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক. বড় বড় মাঠ
খ. এটাই করিমদের বাড়ি
গ. সিংহ বনে থাকে
ঘ. হস্বিযূশ মাঠে ফসল নষ্ট করেছে
উত্তর মালা:
১ | ক | ২ | খ | ৩ | গ | ৪ | ঘ | ৫ | ক |
৬ | গ | ৭ | ঘ | ৮ | খ | ৯ | ঘ | ১০ | খ |
১১ | গ | ১২ | গ | ১৩ | গ | ১৪ | ক | ১৫ | ক |
১৬ | খ | ১৭ | খ | ১৮ | ক | ১৯ | ক | ২০ | খ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।