SSC ফিন্যান্স ও ব্যাংকিং:রচনামূলক প্রশ্নোত্তর,অধ্যায়:২ PDF: অধ্যায়: ২ অর্থায়নের উৎস > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:রচনামূলক প্রশ্নোত্তর,অধ্যায়:২ PDF
SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
SSC ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল: রচনামূলক প্রশ্নোত্তর ১ম
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:রচনামূলক প্রশ্নোত্তর,অধ্যায়:২ PDF
সৃজনশীল প্রশ্নোত্তর: ০১ দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দীননাথ চμবর্তী মাঝে মাঝে অর্থ সংকুলানকল্পে বিভিন্ন উৎস হতে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন।
কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসা প্রসার করে এতদসঙ্গে তাঁতবস্ত্রের ও ব্যবসা শুরু করেত মনস্থির করেছেন এবং এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার লক্ষ্যে কাজ করছেন।
(ক) অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?
(খ) ব্যবসা সম্প্রসারণে সঞ্চিতি তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা কর।
(গ) বর্তমানে দীননাথ চμবর্তী সাধারণত ব্যবসাক্ষেত্রে কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন?
(ঘ) তুমি কি মনে কর যে ব্যবসা সম্প্রসারণ আর্থিক সহায়তাকল্পে দীননাথ চμবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবেÑউত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর:(ক)
অর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
উত্তর:(খ)
ভবিষ্যতে ব্যবসা-সম্প্রাসরণ করার জন্য অবন্টিত মুনাফা যখন একটি তহবিলে ভিন্ন করে রাখা হয় তখন তাকে সঞ্চিতি তহবিল বলে। ব্যবসা-সম্প্রসরণের পাশাপাশি ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্যও সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয়।
মূলকথা ব্যবসা-সম্প্রসারণের ক্ষেত্রে সঞ্চিতি তহবিলের ভূমিকা অপরিসীম।
উত্তর: (গ)
বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসার ক্ষেত্রে যে ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন তা নিচে বিশদভাবে আলোচনা করা হলো:
দীননাথ চক্রবর্তী জামদানি ব্যবসায়ে নিয়োজিত। কিন্তু তিনি ব্যবসায় মাঝেই অর্থের সমস্যায় পড়েন। এর জন্য তিনি বিভিন্ন উৎস হতে অল্প সময়ের জন্য ঋণ নিয়ে নিয়ে অর্থের সংস্থান করতেন।
কিন্তু বর্তমানে তিনি ব্যবসা প্রসার করার মাধ্যমে তাঁতবস্ত্রের ব্যবসায় শূরু করতে চান। তাই তার ব্যাপক অর্থায়নের প্রয়োজন দেখা দেয়। এ জন্য ব্যবসায়ের বহিঃস্থ তহবিল হতে অর্থায়নের ব্যবস্থা করকে পারেন।
কারণ বহিঃস্থ তহবিলের মাধ্যমে তিনি দীর্ঘ সময়ের জন্য ব্যবসায়ে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারেন। এতে তনি ব্যাপক অর্থায়নের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য তার ব্যবসায়ের প্রসার ঘটাতে পারেন।
মূলকথা দীননাথ চক্রবর্তী বহিঃস্থ তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
উত্তর:(ঘ)
ব্যবসায় সম্প্রসারণ আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে, কথাটি সঠিক। নিচে কথাটির সপক্ষে যুক্তি তুলে ধরা হলো:
দীননাথ চক্রবর্তী একজন জামদানি ব্যবসায়ী। কিন্তু বর্তমানে তিসি তার ব্যবসার সম্প্রসারণ করে তাঁতবস্ত্রের ব্যবসা শুরু করতে চান। এর জন্য তার প্রচুর অর্থায়নের প্রয়োজন দেখা দেয়।
তাই ব্যবসা সম্প্রসারণ আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরশাপন্ন হতে হবে। কোনো একটি উৎস হতে ঋণ নিয়ে বৃহদাকারভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফিন্যান্স ও ব্যাংকিং জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
তাই তাকে অন্যান্য উৎস হতে আরো অর্থায়নের ব্যবসা করতে হবে। তিনি ব্যবসায়ের অর্থায়নের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিতে পারেন। দীর্ঘ মেয়াদের ঋণের জন্য লিজিং পদ্ধতি অবলম্বন করতে পারেন।
এ ছাড়া আরো বিভিন্ন উৎস হতে ঋণ নিয়ে ব্যবসায়ে অর্থায়ন করতে পারেন। মূলকথা ব্যবসা সম্প্রসারণের সহায়তার জন্য দীননাথ চক্রবর্তীর বিভিন্ন উৎসের শরণাপন্ন হ ওয়া একান্ত কর্তব্য।
সৃজনশীল প্রশ্নোত্তর:০২
নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারেনি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়াশিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহিত হয়। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।
(ক) অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রμিয়া কোনটি?
(খ) কোন্টি এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হিসাবে গণ্য হয়? ব্যাখ্যা কর।
(গ) শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন্ ধরনের প্রতিষ্ঠান? বর্ণনা কর।
(ঘ) শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করতে পারে? আলোচনা কর।
উত্তর: (ক)
অর্থ আদান প্রদানের সব চেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হচ্ছে স্বল্পমেয়াদি অর্থায়ন।
উত্তর: (খ)
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগ্রহীত তহবিল মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত। একটি প্রতিষ্ঠান মাধ্যমে মেয়াদি তহবিলে ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘ মেয়াদের প্রয়োজন মেটায়।
এই তহবিলে খরচ বা সুদের হার স¦ল্পমেয়াদে তহবিলের খরচ হতে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ হতে কম হবে।
মূলকথা মধ্যমেয়াদি অর্থায়ণ এক থেকে পাঁচ বছরের মেয়াদের জন্য হয়ে থাকে।
উত্তর: (গ)
শফিকের সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি যে ধরনের প্রতিষ্ঠান তা নিচে আলোচনা করা হলো ঃ
উদ্দীপকে শফিক চমড়াশিল্পের উপর প্রশিক্ষণপ্রাপ্ত একজন যুবক।
বর্তমানে সে চামড়াশিল্পের ওপর ব্যবসা করতে আগ্রহী । কিন্তু ব্যবসা করার জন্য অর্থ বিনিয়োগ করার প্রয়োজন হয়। কিন্তু শফিকের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না।
তাই সে ঋণের জন্য বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয। বর্তমানে দেশে বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছেল যারা বিশেষ বিশেষ উন্নয়নের স্বার্থে ঋণ দিয়ে থাকে। যেমন-শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি।
এসব প্রতিষ্ঠান সুবিধাজনক সর্বদা কারবারি প্রতিষ্ঠানের জন্য ঋণ দিতে প্রস্তৃত। সরকারি এসব প্রতিষ্ঠানকে বলা হয় বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
অর্থাৎ, সরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহকে বলা হয় বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
উত্তর: (ঘ)
শফিকের মতো যুবকসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে । নিচে তাদের ভূমিকাসমুহ আলোচনা করা হলো ঃ
বাংলাদেশে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা বেকার যুবকদের স্বনির্ভর করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান মধ্যম মেয়াদের জন্য যুবকদের ঋণ প্রদান করে থাকে।
যাতে তারা ব্যবসা করে নিজদের স্বনির্ভর করে তোলে। এ ছাড়া এসব প্রতিষ্ঠান বেকার যুবকদের প্রশিক্ষণও প্রদান করে থাকে। আবার কীভাবে ব্যবসা করতে হবে সেজন্য পরামর্শ প্রদান করে থাকে। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধিকরণেও এসব প্রতিষ্ঠান কাজ করে থাকে।
বাংলাদেশে যেসব বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে তাদের মধ্যে অন্যতম হলো মাইডাস , ব্র্যাক, গ্রামীণ ব্যাংক। এসব প্রতিষ্ঠান এন. জি.ও হিসেবে আইনগত সত্তা লাভ করে ব্যবসা করেছে।
মূলকথা বেকার যুবকদের স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
প্র্যাকটিস অংশঃ- সৃজনশীল রচনামূলক প্রশ্নঃ
১. জনাব করিম সাহেব নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। প্রতিষ্ঠানটি খোলার পূর্বে তিনি বিভিন্ন উৎস হততে তহবিল সংগ্রহ করেছেন। ব্যবসায় চালু করার পর বছর শেষে দেখা গেল , তিনি তার ব্যবসায় হতে মুনাফা অর্জন করতে সমর্থ হয়েছেন। (পাঠ-২.১)
(ক) অর্থায়ন কী?
(খ) অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল কী ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে জনাব করিম সাহেবের ব্যসায়ের তহবিল সংগ্রহের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
(ঘ)‘তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন’ কথাটির যথার্থতা ব্যাখ্যা কর।
২. জনাব সালাম একজন ইলেকট্রনিক্স এর ব্যবসায়ী। ব্যবসা শুরু করার পূর্বেই নিজস্ব অর্থায়ন হতে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেন। কারণ ব্যবসায়ে নিজস্ব অর্থায়ন স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচনা হয়। এ ছাড়া তিনি রুপালী ব্যাংক হতে ঋণ নিয়ে ব্যবসায়ের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করেন। (পাঠ-২.১)
(ক) ব্যবসায় অর্থায়ন কী?
(খ) অভ্যন্তরীণ তহবিল কী ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে জনাব সালাম রুপালী ব্যাংক হতে কেমন সময়ের জন্য ঋণ নিয়েছেন ব্যাখ্যা কর।
(ঘ) ‘বাকিতে মাল ক্রয় করেও অর্থায়ন করা সম্ভব’ কথাটির যথার্থত বিশ্লেষণ কর।
৩. বাকের সাহেব নতুন একটি গার্মেন্টস দেওয়ার কথা ভাবছেন। কিন্তু জায়গা হতে শুরু করে প্রাথমিক সকল খরচেই তার নিজস্ব পুঁজি শেষ হয়ে যাবে। তাই তিনি তার আরো দুই বন্ধুকে নিয়ে যৌথভাবে গার্মেন্টসটি চালু করলেন এবং ব্যবসায়ের তহবিল বৃদ্ধির জন্য সরকারের নিকট অনুমতি নিয়ে বাজারে শেয়ার ছাড়লেন। (পাঠ-২.৩)
(ক) বহিঃস্থ তহবিল কী?
(খ) প্রদেয় করের পরিমাণ কীভাবে কম হয় ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে বাকের সাহেব ও তার দুই বন্ধু মিলে যে ব্যবসায় শুরু করেছে তার সুবিধা ব্যাখ্যা কর।
(ঘ) ‘শেয়ার বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ের মূলধন বৃদ্ধি করা যায়’ কথাটির যথার্থত বিশ্লেষণ কর।
৪. হরিহর বাবু দীর্গদিন ধরে চামড়া ব্যবসায়ের সাথে জড়িত। তার বর্তমানে অভ্যন্তরীণ মূলধন কম হওয়ার কারণে তিনি বাইরে থেকে ঋণ সংগ্রহ করার কথা চিন্তা করলেন। তাই তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ৫ বছরের মেয়াদে ঋণ সংগ্রহ করলেন। (পাঠ-২.৩)
(ক) স্বল্প মেয়াদ কী?
(খ) গ্রাম্য মহাজন কী ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে হরিহর বাবু কীভাবে তার ব্যবসায়ে আর্থিক সমস্যা নিরসনের চেষ্টা করেন – বর্ণনা কর।
(ঘ) ‘বহিঃস্থ তহবিলে সুদ প্রদান বাধ্যতামূলক – কথাটির সাথে তুমি কী একমত? উত্তরের সপক্ষে যক্তি দাও।
৫. রাশেদ গ্রামের একটি কলেজ থেকে লেখাপড়া করছে। সে লেখাপড়ার পাশাপাশি একটি খামার স্থাপনের চিন্তাভাবনা করছে। কিন্তু এর জন্য অর্থায়নের প্রয়োজন হয়।
সে অনেকগুলো অপ্রতিষ্ঠানিক উৎস যারা স্বল্প মেয়াদে অর্থায়নের ব্যবস্থা করে দেয় সেগুলো ঘুরে দেখে। গ্রামের এক মহাজনের নিকট থেকে ঋণ নিয়ে খামার ব্যবসার কাজ শুরু করে।
(ক) গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয়?
(খ) ঋণপত্র কী ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে রাশেদ যে পদ্ধতিতে ঋণ নিয়ে খামার ব্যবসা শুরু করেছে তা বর্ণনা কর।
(ঘ) অর্থায়নের যেসব অপ্রতিষ্ঠানিক উৎস আছে তা আলোচনা কর।
৬. দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে অর্থসংকুলানকল্পে বিভিন্ন উৎস হয়ে অল্প সময়ের জন্র অর্থের সংস্থান করতেন ।
নিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে এতদসঙ্গে তাঁতবস্ত্রের ও ব্যবসায় শুরু করতে সমস্থির করেছেন এবং এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০০ টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করেছেন।
ক. অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায় ?
খ.ব্যবসায় সম্প্রকারণে সঞ্চিতি তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা কর।
গ.বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসায় ক্ষেত্রে কোন ধরনের তবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন?
ঘ.তুমি কি মনে কর যে ব্যবসায় সম্প্রসাণে আর্থিক সহায়তাকল্পে দীননাথ চক্রবর্তীর অন্যান্য উৎসেরও শরণাপন্ন হতে হবে – উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
৭. নবম শ্রেনীতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারে নি । পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষন নিয়ে ব্যবাসয় করতে উৎসাহিত হয় । আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।
ক.অর্থ আদানপ্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি ?
খ.কোনটি এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্র সংগুতীত হতবিল তিসেবে গণ্য হয় ? ব্যাখ্যা কর।
গ.শফিককের সাহায্যকারী সরকারী আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্টান ? বর্ণনা কর।
ঘ.শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্টানগুলো কী ভূমিকা পালন করতে পারে ? আলোচনা কর
৫. সাহারা বেগম তাঁর প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়েছেন । তিনি ব্যবাসয় প্রতিষ্টান সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি ব্যাংক ঋণের জন্য যে সুদ ধার্য হয়েছে তা প্রদা করেছেন । তিনি যদি সময়মতো ব্যাংক ঋণ না পেতোন তাহেরে তাঁর পক্ষে প্রতিষ্টনা পরিচলনা অসম্ভব হযে পড়ত ।
ক.অবন্টিত মুনাফা কী ?
খ.ঋণপত্র বলতে কী বোঝ ?
গ. ব্যাংক কীভাবে অর্থয়নের উৎস হিসেবে সাহায্য করে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
ঘ.প্রতিষ্ঠান পরিচালনায় সাহরা বেগম যে উৎস নির্ধারন করেছেন তার যথার্থতা মূল্যায়ন কর।
৬. জনাব মিজান একজন গার্মেন্টস ব্যনাসায়ী । তিনি নানা ডিজাইনের পোশাক তৈরি করেন । এক্ষেতে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেণ । কিন্তু লূধনের ঘাটতি হরে তিনি ক্রেতাদেরে নিকট থেকে অগ্রিম গ্রহণ করে থাকেন । এতে তাঁর মূলধনজনিত সমস্যা লাঘব হয় এবং উৎপাদনকার্য সচল থাকে।
ক.ঋণ কাকে বলে ?
খ.শেয়ার বাজার বলতে কী বোঝ ? ব্যাখ্যা কর ।
গ.ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহন কোন তহবিলের অন্তর্ভুক্ত ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
ঘ.প্রতিষ্টান সচর রাখতে বহিস্থ তহবিলের গুরুত্ব বিশ্লেষন কর।
৮. মি.আব্বাস মনে করেন প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন মিটানোর জন্য বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয় । তবে উৎস নির্বচানের ক্ষেত্রে উৎসের সুবিধা -অসুবিধা বিবেচনা করা প্রয়োজন । কেননা একেক ধরনের প্রকল্প ও পয়োজনের প্রেক্ষিতে একেক ধরনের উৎস কার্যকর ভূমিকা পালন করে ।
ক.লিজিং কী ?
খ.বিশেষায়িত আর্থিক প্রতিষ্টান বলতে কী বোঝ ?
গ.তহবিলের উৎস নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় আনা প্রয়োজন ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
ঘ.বহবিল সংগ্রহের ক্ষেত্রে মি.আবা¦াসের চিন্তাধারা কতটা যুক্তিসংগত বিশ্লেষন কর।
- উত্তর ডাউনলোড করুন> হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
৯. ঢাকার আজিমপুরে দেশের অসহায় ও দরিদ্র ছেলেমেয়েদের জন্য সর্বপ্রথম সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্টানটি প্রতিষ্ঠিত হয় । এ প্রতিষ্টানে প্রচুর সংখ্যক ছেলেমেয়ের জন্য আশ্রমের ব্যবস্থা রাখা হয়েছে ।
এদের স্বাভাবিক জীবন প্রবাহের জন্য অর্থায়ন হয় সলিমুল্লাহ বিভিন্ন তহবিল হতে । কিন্তু সুষ্টু ব্যবস্থাপনার অভাবে প্রাপ্ত অর্থের বার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না ।
ক.চলতি ব্যয় কী ?
খ.দীর্ঘমেয়াদি মূলধনের গুরুত্ব বর্ণনা কর ।
গ.সলিমুল্লাহ এতিমখানার অর্থায়নের উৎসটি বর্ণনা কর।
ঘ.ছেলেমেয়েদের স্বাভাবিক জীবনযাপনে এতিমখানার প্রাপ্ত অর্থের তাৎপর্য মূল্যায়ন কর।
১০.মো.রফিক একটি স্টেশনারি দোকানের মালিক । তিনি তাঁর দোকানের ফটোকপি মেশিনটি একটি লিজিং কোম্পানির কাছ থেকে ৫ বছরের জন্র লিজ নেন এবং মেয়াদান্তে ফটোকপি মেশনটি আবার লিজিং কোম্পানির কাছে ফেরত দেন। লিজিং এর ফলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়দি ঋণ নেওয়ার প্রয়োজন হয় নি ।
ক.জামানত কী ?
খ.মধ্যমেয়াদি অর্থসংস্থান বলতে কী বোঝ ?
গ.দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে ঋণের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকের রফিকের জন্য লিজিংএর ফরে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার প্রয়োজন হয় নি -উক্তিটি বিশ্লেষন.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।