SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি: অধ্যায়: ১ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
অধ্যায়: ১ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন-১. অর্থেও প্রবাহ নিয়ন্ত্রন করে কে?
উত্তর: অর্থেও প্রবাহ নিয়ন্ত্রন করে অর্থায়ন।
প্রশ্ন-২. সরকারি অর্থায়ন কি?
উত্তর: সরকারি অর্থায়ন বলতে সরকার কর্তৃক অর্থ সংগ্রহ, ব্যবহার, নিয়ন্ত্রণ, সমন্বয়সাধনসহ যাবতীয় আর্থিক কার্যাবলিকে বোঝায়।
প্রশ্ন-৩. ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই ব্যবসায় অর্থায়ন।
প্রশ্ন-৪. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্টানের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
প্রশ্ন-৫. ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী?
উত্তর: ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত।
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
প্রশ্ন-৬. প্রাথমিক ব্যয় কী?
উত্তর: প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত যাবতীয় ব্যয়কে প্রাথমিক ব্যয় বলে।
প্রশ্ন-৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
উত্তর: সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ।
প্রশ্ন-৮. বাজেট মূল্যায়ন কী?
উত্তর: বাজেট সংক্রান্ত কোনো বিষয়ের বিবরণ সংবলিত পুস্তিকা বা সারবস্তুকে বাজেট ম্যানুয়াল বলে।
প্রশ্ন-৯. আয় সিদ্ধান্তের অপর নাম কী?
উত্তর: আয় সিদ্ধান্তের অপর নাম অর্থায়ন সিদ্ধান্ত।
প্রশ্ন-১০. অর্থায়ন বিকাশের মূল চরণভূমি কোনটি?
উত্তর: অর্থায়ন বিকাশের মূল চরণভূমি যুক্তরাষ্ট্র।
অনুধাবনমূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন-১. ব্যবসায়ের অর্থায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে।
অর্থায়নকে ব্যবাসায় ব্যবস্থাপনার মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়।
অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বা বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। এসকল কারণে ব্যবসায়ের অর্থায়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
প্রশ্ন-২. আধুনিক অর্থায়ন কখন আন্তর্জাতিকতা লাভ করে। ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৯০ এর দশকে আধুনিক অর্থায়ন আন্তর্জাতিকতা লাভ করে। ১৯৯০ এর দশকে বিশ^ বাণিজ্যিক সংস্থা আত্মপ্রকাশ করে
এবং বিশ^ব্যাপি আমদানি-রপ্তানি প্রতিবন্ধকতা ব্যাপক ভাবে হ্রাস পায়। ফলে অর্থায়নও এ সময় আন্তর্জাতিকতা লাভ করে।
প্রশ্ন-৩. চলতি মূলধন কাকে বলে?
উত্তর: একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন পড়ে তাকে চলতি মূলধন বলে।
যেমন: কাঁচামাল ক্রয়, প্রমিকের মজুরি প্রদান, মনিহারি দ্রব্য ক্রয় ইত্যাদি।
চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর প্রাপ্যও কম হয়। তাই স্বল্পমেয়াদি তহবিল থেকে এ মূধন সরবাহ করা হয়।
প্রশ্ন-৪. পারিবারিক অর্থায়ন কেন আবশ্যক? ব্যাখ্যা করো।
উত্তর: পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও তার সুষ্ঠ ব্যবহারই পরিবারের অর্থায়ন প্রকৃয়া।
নিত্যনৈমিত্তিক নানা ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মধ্যে পরিবারকে তার আয়ের বাইরেও বড় অঙ্কেও স্য করতে হতে পারে।
অনেক সময় বড় ঋণেরও প্রয়োজন হতে পারে। তাই পরিবারের সুষ্ঠ পরিচালনার জন্য পারিবারিক অর্থায়ন আবশ্যক।
প্রশ্ন-৫. অর্থায়ন বিষয়ক জ্ঞান কীভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে?
উত্তর: প্রতিষ্ঠান অর্জিত মুনাফার ওপর সরকারি কোষাগারে রাজস্ব প্রদান করে।
অর্থায়ন বিষয়ক জ্ঞান ব্যবহার করার মাধ্যমে বিনিয়োগকারী তার প্রকল্পের লাভজনকতা বিশ্লেষণ করে অধিক লাভজনক প্রকল্পে
অর্থ বিনিয়োগ করতে পারে। বিনিয়োগকৃত প্রকল্পে লাভ হলে বিনিয়োগকারী আয়কর প্রদান করে, যা পরবর্তীতে জাতীয় আয়
বৃদ্ধিতে সহায়তা করে।
জ্ঞান (ক) ও অনুধাবনমূলক (খ) প্রশ্ন
১. অর্থায়ন কী?
২. একজন ব্যবসায়ী কী করলে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জন করতে পারবেন?
৩. একটি পরিবারে কয়টি আয়ের উৎস থাকে?
৪. কী করে আয়ের সংস্থান হয়?
৫. বিদ্যালয় কী ধরণের প্রতিষ্ঠান?
৬. শিক্ষাপ্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস কী?
৭. দর্জির দোকান কোন ধরনের প্রতিষ্ঠান?
৮. স্থায়ী খরচ কী?
৯. বিক্রয়লব্ধ আয় কী?
১০. দীর্ঘ মেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকে কোন ব্যাংকে?
১১. কোম্পানি কীভাবে তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে?
১২. পরিবারের সংগ্রহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়?
১৩. সরকারের অর্থ সংগ্রহের উৎস কোনগুলো?
১৪. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
১৫. বৈদেশিক ঋণ সংগ্রহ করা হয় কোন কোন উৎস থেকে?
- উত্তর ডাউনলোড করুন> হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
১৬. ঢ়ঢ়ঢ় এর পূর্ণ রুপ কী?
১৭. আন্তর্জাতিক অর্থায়নের কাজ কী?
১৮. বাণিজ্য ঘাটতি কী?
১৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল্য উদ্দেশ্য কী?
২০. ব্যবসায় প্রতিষ্ঠান কী?
২১. ব্যবসায় অর্থায়ন কী?
২২. কারবারি প্রতিষ্ঠানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
২৩. ব্যাংকের মুনাফা কী?
২৪. ব্যবসায়ের ঝুঁকি হ্রাস এবং মুনাফা বৃদ্ধি পায় কীভাবে?
২৫. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা কী?
২৬. আর্থি ব্যবস্থাপক কয় ধরনের সিদ্ধান্তের মাধ্যমে কাজ করে?
২৭. আয় সিদ্ধান্ত কী?
২৮. ব্যয় সিদ্ধান্ত কী?
২৯. কোন শতাব্দীর পরেই উৎপাদন কৌশল জটিলতর হয়?
৩০. যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলো একত্রীকরণের প্রবণতা শুরু হয় কখন?
৩১. কোন দশকে ডঞঙ আত্মপ্রকাশ করে?
৩২. কারবারি অর্থায়নের আলোচ্য বিষয়গুলো ব্যাখ্যা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।