SSC | ধ্বনিতত্ত | বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম ও ১০ম | PDF: নবম ও দশম শ্রেণীয় বাংলা দ্বিতীয় পত্র ধ্বনিতত্ত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে এখানে। আপনারা যদি চান এখান থেকে PDF ফাইলে আকারে ডাউনলোড করতে পারবেন ।
বাংলা ২য় ধ্বনিতত্ত থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
০১। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে
ক. ৩২, ৮, ১০
খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২
ঘ. ৩২, ৭, ৯
০২। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি
খ. দশটি
গ. আটটি
ঘ. এগারটি
০৩। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ৯টি
০৪। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার
খ. ফলা
গ. মাত্রা
ঘ. কষি
০৫। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. পাঁচটি
খ. আটটি
গ. দশটি
ঘ. এগারটি
০৬। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক. ঙ, ঞ, ম
খ. ঃ, ং, ঁ
গ. জ, য, ৎ
ঘ. শ, ষ, স
০৭। ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?
ক. দীর্ঘ হয়
খ. বদলে যায়
গ. সংক্ষেপ হয়
ঘ. গরমিল হয়
০৮। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
ক. ঐ
খ. ঋ
গ. ঈ
ঘ. অ
০৯। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
ক. ই এবং উ
খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ
ঘ. আ এবং ও
১০। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. বিবৃত
খ. স্বাভাবিক
গ. অবিবৃত
ঘ. সংবৃত
১১। নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?
ক. তণৃ
খ. মৌন
গ. অতি / অতুল
ঘ. অমানিশা
বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | নবম ও দশম
১২। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
ক. বিবৃত হয়
খ. প্রকৃত হয়
গ. সংবৃত হয়
ঘ. অপ্রকৃত হয়
১৩। ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. শেষে
খ. মধ্যে
গ. আদিতে
ঘ. আদি-অন্তে
১৪। ক খ গ ঘ ঙ-এর উচ্চারণ স্থান হল
ক. অগ্রতালু
খ. জিহব্বামূল
গ. পশ্চাৎ দন্তমূল
ঘ. অগ্র দন্তমূল
১৫। কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. ত থ দ ধ ন
১৬। উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
ক. প ফ ব ভ ম
খ. ক খ গ ঘ ঙ
গ. চ ছ জ ঝ ঞ শ য য়
ঘ. ট ঠ ড ঢ ণ র ড় ঢ়
১৭। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. শ্বাস ধ্বনি
১৮। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
১৯। কোনটি কম্পনজাত ধ্বনি?
ক. র
খ. ড়
গ. গ
ঘ. ণ
২০। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়?
ক. ষ এবং স
খ. শ এবং হ
গ. ন এবং ম
ঘ. য ্ এবং ব ্
২১। শ, ষ, স, হ – এ চারটি বর্ণের নাম কী?
ক. উষ্ম বর্ণ
খ. বর্গীয় বর্ণ
গ. কণ্ঠ্য বর্ণ
ঘ. পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | নবম ও দশম শ্রেণী | SSC
২২। কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক, চ, ট, ত
খ. খ, ছ, ঠ, থ
গ. শ, ষ, স, হ
ঘ. গ, ঘ, ঙ, চ
২৩। ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. ঘোষধ্বনি
খ. শিশধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নজাত ধ্বনি
২৪। তাড়নজাত ধ্বনি কোনটি?
ক. ব, ল
খ. র, ভ
গ. ত, খ
ঘ. ড়, ঢ়
২৫। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
ক. ন্ + জ
খ. ণ্ + জ
গ. ঞ্ + জ
ঘ. ঙ্ + জ
উত্তর মালা:
১ | ক | ২ | গ | ৩ | গ | ৪ | খ | ৫ | ক |
৬ | খ | ৭ | খ | ৮ | ক | ৯ | গ | ১০ | ঘ |
১১ | গ | ১২ | গ | ১৩ | গ | ১৪ | খ | ১৫ | ক |
১৬ | গ | ১৭ | গ | ১৮ | ক | ১৯ | ক | ২০ | ঘ |
২১ | ক | ২২ | গ | ২৩ | ঘ | ২৪ | ঘ | ২৫ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।