SSC | রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায়-১ | PDF

SSC | রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | অধ্যায়-১ | PDF: রসায়ন বিষয়টি হতে যেকোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য রসায়ন বিষয়টি হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

 

রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:

 

১। তেজস্কিয়া রশ্নি চিহ্নিত পদার্থ কীরুপ পাত্রে সংরক্ষণ কর াউচিত
(ক) বিশেষ ধরনের পাতলা পাত্র
(খ) অনেক পাতলা পাত্র যাতে আলো সহজে প্রবেশ করতে পারে
(গ) বিশেষ ধরনের পুরু পাত্র যাতে রশ্মি বের হতে না পারে
(ঘ) রঙিন পাত্র যাতেরশ্মি প্রবেশ করতে নাপারে?

 

২। আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সম্বলিত রাসায়নিক পদার্থের জন্য নিচের কোনটি সত্য নয়?
(ক) সহজেই আগুন ধরতে পারে
খ ঘষর্ণ হতে পাে রএমন জায়গায় না রাখা
(গ) ত্বকে লাগলে ক্ষত হতে পারে
(ঘ) তাপ থেকে দূরে রাখতে হবে

 

৩। রসায়নে বিস্তৃতি
(ক) খুবই সামান্য  (খ) সামান্য
(গ) নগণ্য              (ঘ) ব্যাপক

 

৪। মোমে কার্বন ব্যতীত আর কোন পদার্থটি থাকে?
(ক) নাইট্রোজেন  (খ) হাইড্রোজেন
(গ) অক্সিজেন      (ঘ) কার্বন ডাইঅক্সাইড

 

৫। প্রিজারভেটিভস ব্যবহার করা হয়
i. প্রক্রিয়াজাত খাবার সংরক্ষণের জন্যে
ii.নিষিদ্ধ খাদ্যকে খাবারের উপযোগী করার জন্যে
iii.খাবারকে আকর্ষণীয় ও দীর্ঘস্থায়ী করার জন্যে

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৬। স্বল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে জ্বালানি পোড়ালে উৎপন্ন হয়
i. কার্বন ডাইঅক্সাইড  ii.কার্বন মনোক্সাইড
iii.কার্বন কণা

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৭। মোমে আগুন জ্বালানো হচ্ছে
i. একটি রাসায়নিক বিক্রিয়া   ii.কার্বন যৌগের দহন
iii.কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়া

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৮। কার্বন কণা(ঈধৎনড়হ চধৎঃরপষবং) এর অপর নাম কী?

(ক) র্কাবন ডাইঅক্সাইড    (খ) ক্ষতিকর কণা
(গ) কালি                             ঘ) কালো কণা

 

৯। প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম হল
(ক) কৃত্রিম জ¦ালানি       (খ) খনিজ জ¦ালানি
(গ) প্রাকৃতিক জ¦ালানি   (ঘ) তরল জ¦ালানি

 

১০। লেবুতে কোন এসিডটি বিদ্যমান?
(ক) নাইট্রিক এসিড (খ) ফলমিক এসিড
(গ) সাইট্রিক এসিড (ঘ) কার্বনিক এসিড

 

১১। কোনটি ছাড়া রসায়নে অনুসন্ধান ও গবেষণা করা কঠিন ?
(ক) পরীক্ষণ           (খ) তথ্য সংগ্রহ
(গ) কার্যক্রারিতা     (ঘ) রাসায়নিক দ্রব্য সংগ্রহ

 

১২। ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে?
(ক) শ্বাসকষ্ট      (খ) তন্দ্রের প্রদাহ
(গ) ক্যান্সার             ঘ; যক্ষা

 

১৩। নিচের কোনটি জারক পদার্থ
ক অ্যারোসল        (খ) পেট্রোলিয়াম
(গ) হাইড্রোজেন   (ঘ) ক্লোরিন

 

১৪। কোনটি বিস্ফোরক পদার্থ?
ক, জৈব পারআক্সাইড  খ, অ্যারোসল
(গ) পেট্রোলিয়াম           ঘ, সলফার

 

১৫। অক্সিজেনের উৎস
i. প্রকৃতি   ii.পানি
iii.বায়ু

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

১৬। সার তৈরিতে ব্যবহৃত হয়
i. অক্সিজেন ii.নাইট্রোজেন
iii.ফসফরাস

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

১৭। স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ
i. ফরমালিন ii.প্রিজারভেটিভস
iii.এন্টিবায়োটিক

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

১৮। জীবদেগ যেসব জটিল অণু দ্বারা গঠিত
i. উঘঅ ii.প্রোটিন
iii.ক্যালসিয়ামের যৌগ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

১৯।ক্লোরিনের ক্ষেত্রে
i. ইহা একটি গ্যাস ii.বিজারণ পাত্রে রাখা ঠিক নয়
iii.ব্যবহারের সময় হাতে দস্তানা ব্যবহার করা উচিত

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

২০। এসিডের র্ধম হলো
i. এসিড টক স্বাদয্ক্তু
ii.এসিড নীল লিটমাস পেপারকে লাল করে
iii.এসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০

 

২১। অনুসন্ধানের বিষয়বস্তু শেষ হলে অনুসন্ধারন কাজকে সফল করতে প্রযোজন
i. পরিকল্পনা প্রণয়ন ii.অনুমিত সিদ্ধান্ত গ্রহণ
iii.পরীক্ষণ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

২২। জৈব পার অক্সাইড
i. দাহ্য পদার্থ ii.বিস্ফোরক পদার্থ
iii.সাবধানে নড়াচড়া করতে হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

২৩। কোনো পরীক্ষণের ফলাফল সম্পর্কে আগাম ধারণা থাকলে
i. প্রাপ্ত ফলাফল নিয়ে কোনো কৌতুহল থাকে না ii.পরবর্তী ধাপে অগ্রসহ হওয়া দ্রæত ও সহজ হয়
iii.কাজের পরিকল্পনা প্রণয়নের অসুবিধা হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ -৩০ নং প্রশ্নের উত্তর দাওঃ

 

রসায়নের শিক্ষক ও ওয়াহিদুজ্জামান সাহেব তার ক্লাসে বললে রসায়ন হলো প্রধান বিজ্ঞানগুলোর অন্যতম। আমরা প্রতিটি পদে পদে রসায়নের ওপর নির্ভরশীল। খাদ্য বস্তু বাসস্থান শিক্ষা উপকরণ চিকিৎসহ ইলেকট্রনের মিডিয়াগুলোও এর বাইরে না।

২৪। কোন বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নেই?
(ক) উদ্ভিদ বিজ্ঞান  (খ) পদার্থবিজ্ঞান
(গ) ভৌত বিজ্ঞান    (ঘ) মনোবিজ্ঞান

 

২৫। নিচের কোন প্রক্রিয়ার রসায়নের ব্যবহার হয়নি?
(ক) কাঠ বা কয়লা পেড়ানো
(খ) সালোকসংশ্লেষণ
(গ) শ^সন
(ঘ) বনের গাছ কেটে তা নিয়ে ঘর নির্মান

 

২৬। ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে কোন রাসায়নিক পদার্থের ব্যবহার বেশি হচ্ছে
(ক) তামা (খ) দস্তা
গ সিলভার ঘ নিকেল

 

২৭। নিচের কোনটির ওপর রসায়ন নির্ভরশীল?
i. গণিত ii.কোয়ান্টম ম্যাকনিকস
iii.পরিবেশ বিজ্ঞান

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

২৮। রাসায়নিক দ্রব্য সংরক্ষণে পাত্রের গায়ে লেবেল বা সাংকেতিক চিহ্ন ব্যবহার জরুরি কেন?
(ক) সরবরাহও সংরক্ষণ সহজ হবে
(খ) সূক্ষèভাবে ও সংরক্ষন করতে পারবে বলে।
(গ) কার্যকারিতা ঝুকি মাথায় রেখে ব্যবহার করতে পারবে বলে।
ঘ বিপদ থেকে বাচার জন্য

 

২৯। পরিকল্পনা প্রণয়ন করা বাঞ্জনীয়
(ক) ক্রমানুসরে    (খ) এলোমেলো ভাবে
(গ) দ্রæত              (ঘ) ধীরে ধীরে

 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নে উত্তর দাও।

আমরা বিভিন্ন ধরনের জ্বালানি থেকে দহন প্রক্রিযার মাধ্যমে তাপ পেয়ে থাকি। এ প্রক্রিয়ায় তাপের সাথে পদার্থ হয়, যেগুলো পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে।

৩১। উদ্দীপকের বিক্রিয়ায়
i. গ্রীনহাউস গ্যাস তৈরি হয়
ii.কার্বন কণা তৈরি হতে পারে
iii.স্বল্প বায়ুর উপস্থিতিতে মারাত্মক ক্ষতিকর গ্যাস তৈরি হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৩২। অনুসন্ধান ও গবেষনা কার্যক্রমের দ্বিতীয় ধাপ কোনটি?
(ক) কাজের পরিকল্পনা গ্রহণ
(খ) পরীক্ষণ কার্যক্রমের প্রস্তুতি
(গ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
(ঘ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা

 

৩৩। লেবুতে কোন এসিডটি বিদ্যমান?
(ক) নাইট্রিক এসিড (খ) ফলমিক এসিড
(গ) সাইট্রিক এসিড (ঘ) কার্বনিক এসিড

 

৩৪। রসায়নে পরীক্ষণের জন্য প্রয়োজন হয়
i. পরীক্ষণের জন্য আগাম ধারণা
ii.রাসায়নিক পদার্থ iii.যান্ত্রিক উপকরণ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৩৫। আন্তর্জাতিক ক্ষতিকর আলাকরশ্মি চিহ্নটিকে কী বলা হয়?
(ক) মিটার     (খ) টাওয়ার
(গ) ট্রিময়েল  (ঘ) ট্রিঢয়েল

 

৩৬। ত্বকে লাগালে ক্ষতের সৃষ্টি করে কোনটি?
(ক) ক্লোরিন      (খ) অক্সিজেন
(গ) আয়োডিন  (ঘ) বোরন

 

৩৭। জাতিসংঘের উদ্যেগে পরিবেশ ও উন্নয়ন নামে সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৯৯১ (খ) ১৯৯২
(গ) ১৯৯৩ (ঘ) ১৯৯৪

 

৩৮। বৃত্তের উপর আগুনের শিখা সংবলিত রাসায়নিক পদার্থÑ
i. কঠিন পদার্থ ii.গ্যাস বা তরল
iii.জারক পদার্থ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

নিচের চিত্রটি লক্ষ করো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:

৩৯। উদ্দীপকের চিহ্নটি
(ক) স্থানীয়             (খ) জাতীয়
(গ) আঞ্চলিক        (ঘ) আন্তর্জাতিক

 

৩৯। এটি প্রথম কোথায়, কত সালে ব্যবহৃত হয়েছে?
(ক) আমেরিকায়, ১৯৪৫ সালে
(খ) আমেরিকায়১ ১৯৪৬ সালে
(গ) ফ্রান্সে, ১৯৪৫ সালে
(ঘ) ফ্রান্সে, ১৯৪৬ সালে

 

৪০। উদ্দীপকের চিহ্নটির ক্ষেত্রে বলা যায় যে, এটি এক ধরনের রশ্মি
i. যা মানব দেহকে সতেজ করে
ii.যা শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে
iii.কাজ করার সময় একে নিরাপদ দূরত্বে রাখতে হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫
৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০

 

৪১। লোহার মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?
ক.অক্সিজেন    (খ) হাইড্রোজেন
গ. নাইট্রোজেন (ঘ) জলীয় বাষ্প

 

৪৪। কোয়ান্টম ম্যাকানিক্স এর সাহায্য ি নচের কোনটি সম্ভব?
(ক) তত্ত্বীয় জ্ঞানার্জন
(খ) সূত্র প্রদান ও গাণিতিক সম্পক
(গ) পরমাণুর গঠন ব্যাখ্যা
(ঘ) মূলনীতির ব্যাখ্যা

 

৪৫। ওজোন স্তুরের গ্যাসমূহের চিহ্নিতকরণ ব্যবহৃতহয়?
(ক) পদার্থবিজ্ঞান (খ) রসায়ন
(গ) গণিত              (ঘ) জীববিজ্ঞান

 

৪৬। নিচের কোনগুলো রাসায়নিক সারের উপাদান?
(ক) হাইড্রোজেন, সালফার, অক্সিজেন
(খ) অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস
(গ) কার্বন, হাইড্রোজেন, আয়রন
(ঘ) আয়রণ, নাইট্রোজেন, অক্সিজেন

 

৪৭। তেল গ্যাস কয়লা পুড়িয়ে কোন শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপান্ন হয়?
(ক) আলোক শক্তি   (খ) যান্ত্রিকশক্তি
(গ) তাপশক্তি            (ঘ) শব্দ শক্তি

 

৪৮। সালোকসংশ্লেষন একটি
(ক) রাসায়নিক প্রক্রিয়া (খ) অক্সিজেন
(গ) জৈবিক প্রক্রিয়া       (ঘ) জৈব রাসায়নিক প্রক্রিয়া

 

৪৯। নিচের কোনটি সংরক্ষণ প্রিজারেভটিভস ব্যবহৃত হয়?
(ক) জুস  (খ) মাছ
(গ) মাংস (ঘ) ফলমূল

 

৫০। পেট্রোলিয়ামের দহন একটি-
(ক) ভৌত পরিবতর্ন (খ) রাসায়নিক পরিবর্তন
(গ) জৈবিক প্রক্রিয়া (ঘ) বিপাক প্রক্রিয়া

 

৫১। বিশুদ্ধ পানিতে থাকে কোনটি?
(ক) খনিজ পদার্থ     (খ) হাইড্রোজেন
(গ) অক্সিজেন          (ঘ) হাইড্রোজেন ও অক্সিজেন

 

৫২। কাপড় তৈরির মূল উপাদান কোনটি?
(ক) সূতা খ তন্তু
(গ) রঙ (ঘ) রেশম

 

৫৩। ওজোন কোন ধরনের পদার্থ ?
(ক) কঠিন পদার্থ  (খ) তরল পদার্থ
(গ) গ্যাসীয় পদার্থ (ঘ) পেট্রোলিয়াম জাতীয় পদার্থ

 

৫৪। জীবের দেগ গঠনের প্রধা জটি ল অনু কোনটি?
(ক) চর্বি       (খ) সেলুলোজ
(গ) প্রোটিন (ঘ) শে^তসার

 

৫৫। উদ্ভিদেহের খাদ্য সঞ্চিত হয় কোনপ্রক্রিয়ায়?
(ক) সালোকসংশ্লেষণ (খ) শ^সন
(গ) অভি¯্রবণ               ঘ, ব্যাপন

 

৫৬। ভারতবর্ষে কাপড়কে অকর্ষণীয় করতে রংÑ এর ব্যবহার প্রায় কত বছর পূর্বে শুরু হয়েছিল?
(ক) ৩০০০ (খ) ৪০০০
(গ) ৫০০০ (ঘ) ৬০০০

 

৫৭। আল-কেমি শব্দটি আরবি কী শব্দ হতে উ™ভ‚ত?
(ক) আল-কিমি   (খ) আল-কিমিয়া
(গ) কিমিয়া          (ঘ) আল-কারিয়া

 

৫৮। মিশরীয় সভ্যতা বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হতো?
(ক) আল-ফিজিয়া (খ) আল-জাবির
(গ) আল-কেমি      (ঘ) আল-কেমিস্ট্রি

 

৫৯। লোহায় মরিচা ধরা মূলত কী?
(ক) এক ধরনের মিশ্রণ   (খ) ভৌত পরিবর্তন
(গ) রাসায়নিক পরিবর্তন (ঘ) বাহ্যিক পরিবর্তন

 

৬০। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
(ক) সেলুলোজ             (খ) স্টার্চ
(গ) হাইড্রোকার্বন         (ঘ) হাইড্রোজেন

৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০
৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫
৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০

 

৬১। প্রাকৃতিক গ্যাস প্রধানত কী?
(ক) ইথেন (খ) মিথেন
(গ) ইথিন   (ঘ) ইথাইন

 

৬২। মোম যৌগ কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত?
(ক) নাইট্রোজেন ও হাইড্রোজেন
(খ) সালফার ও অক্সিজেন
(গ) কাবর্ণ ও হাইড্রোজেন
(ঘ) অক্সিজেন ও কার্বন

 

৬৩। কোনটিকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
(ক) পদার্থ বিজ্ঞান     (খ) রসায়ন বিজ্ঞান
(গ) প্রাণিবিজ্ঞান         (ঘ) উদ্ভিবিজ্ঞান

 

৬৪। আল-কেমি হচ্ছে
i. মিশরীয় শিল্পকলা
ii.প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা
iii.আল-কিমিয়া থেকে উ™ভ‚ত

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৬৫। বায়ুর প্রধান উপাদান কোনটি?
(ক) অক্সিজেন                      (খ) নাইট্রোজেন
(গ) কার্বন-ডাই-অক্সাইড      (ঘ) জলীয় বাষ্প

 

৬৬। পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়?
(ক) কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি
(খ) সালফার ডাই-অক্সাইড ও পানি
(গ) পানি ও শক্তি
(ঘ) পানি, তাপ ও শক্তি

 

৬৭। প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সমগ্র জীবক‚লের খাদ্যের যোগানদাতা কে?
(ক) প্রাণী          (খ) উদ্ভিদ
(গ) জুপ্লাঙ্কটন (ঘ) চন্দ্র

 

৬৮। সালোকসংশ্লেষণ মূলত কী?
(ক) জৈব রাসায়নিক প্রক্রিয়া (খ) জৈবিক প্রক্রিয়া
(গ) কৃত্রিম প্রক্রিয়া                  (ঘ) অজৈব রাসায়নিক

 

৬৯। উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজে পরিণত হয়। খনিজটি এ শ্রেণির অন্তর্ভুক্ত নয়?
(ক) অক্টেন                 (খ) বিউটেন
(গ) বিটুমিনাস কয়লা (ঘ) গ্যালেনা

 

৭০। ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহ্নিতকরণ কোন বিজ্ঞানের কাজ?
(ক) পদার্থ বিজ্ঞান  (খ) রসায়ন বিজ্ঞান
(গ) জীব বিজ্ঞান     (ঘ) পরিবেশ বিজ্ঞান

 

৭১। শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কোনটি?
(ক) প্লাস্টিক  (খ) অক্সিজেন
(গ) মরিচা      (ঘ) আকরিক

 

৭২। কোয়ান্টাম মেকানিকস এর সাহায্যে কোনটি করা যায়?
(ক) অণুর গঠন বিশ্লেষণ    (খ) পরমানুর গঠন ব্যাখ্যা
(গ) পরমাণুর ধর্ম অধ্যায়ন (ঘ) ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা

 

৭৩। কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্য?
(ক) জমি উর্বরতা বৃদ্ধির জন্যে   (খ) ফসলের পুষ্টির জন্যে
(গ) পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করার জন্যে
(ঘ) আগাছা নির্মূলের জন্যে

 

৭৪। কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনীয় সামগ্রীর ক্ষুদ্রাংশসমূহÑ
i. তামা দিয়ে তৈরি
ii.বিভিন্ন রাসায়নিক বস্তুর সমন্বয়ে তৈরি
iii.পদার্থে রাসায়নিক ধর্মের সমন্বয় ঘটিয়ে প্রস্তুত করা হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৭৫। কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহৃত হয়?
(ক) জুস (খ) মাংস
(গ) মাছ (ঘ) ফলমূল

 

৭৬। কোন রাসায়নিক পদার্থ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী?
(ক) কার্বন মনোক্সাইড (খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) কার্বন কণা              (ঘ) অ্যারোসল

 

৭৭। কোনটি অজৈব যৌগ?
(ক) শ্বেতসার    (খ) আমিষ
(গ) চর্বি              (ঘ) নাইট্রিক এসিড

 

৭৮। কোনটি কার্বনের যৌগ নয়?
(ক) মোম  (খ) মরিচা
(গ) কাঠ    (ঘ) কেরোসিন

 

৭৯। নিঃশ^াসের সাথে আমাদের দেহে প্রবেশ করে কোনটি?
ক) কয়েলের ধোয়া
খ) কার্বন ডাইঅক্সাইড
গ. সালফার ডাইাক্সাইড
ঘ) কসমেটিকসের ঘ্রাণ

 

৮০। কোনো পরীক্ষগনের ফলাফল স ম্পকেৃ আগেই ধারণা থাকলে
ক. ফলাফল নিয়ে কৌতুহল থাকে
খ. কাজ করাকঠিন হয়ে যায়
গ. কাজ শেষ করতে অধিক সময় লাগে
ঘ. পরবতী ধাপে অগ্রসর হওয়া দ্রæত ও সহজ হয়

 

৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫
৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০
৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫
৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০

 

৮১। বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব অনুসন্ধান ও গবেষনার কোন ধাপ?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. সবর্শেষ

 

৮২। রাসায়নিক দ্রব্য সংরক্ষণে পাত্রের লেবেল বা সাংকেতিক চিহ ব্যবহার জরুরি কেন?
ক. সরবরাহ ও সংরক্ষণ সহজ হবে
খ. সূক্ষèভাবে ব্যবহার করতে পারবে বলে
গ. কার্য়কারিতার ঝুকি মাথায় রেখে ব্যবহার ককরতে পারবে বলে
ঘ. বিপদ থেকেক বাচার জন্য

 

৮৩। কোনটি ছাড়া রসায়নের অনুসন্ধানও গবেষণা করা কঠিন?
ক. পরীক্ষণ
খ. তথ্য সংগ্রহ
গ. কার্যকারিতা
ঘ. রাসায়নিক দ্রব্য সংগ্রহ

 

৮৪। পানির উৎস নয় কোনটি?
ক. বৃ্িষ্ট
খ. ঝর্ণা
গ. নদী
ঘ. ও

 

৮৫। পৃথিবীতে সুপেয় পানির পরিমাণ
ক, অনেক বেশি
খ. নেই বললেই চলে
গ. মারাত্বক সংকট
ঘ. প্রায় অর্ধেক

 

৮৬। নিচেরকোনটি দাহ্য পদার্থ?
ক.
খ. জৈব পার অক্সাইড
গ. অ্যারোসল
ঘ. আয়োডিন

 

৮৭। আগুনের শিখা সাংকেতিক চিহ্ন সম্বলিত রাসায়নিক পদার্থের নিচের কোনটি সত্য নয়?
ক. সহজেই আগু ধরতে পারে
খ. ঘর্ষন হতে পারে এমন জায়গায় না রাখা
গ. ত্বক লাগলে ক্ষত হতে পারে।
ঘ. তাপ থেকে দূরে রাখতে হবে

 

৮৮। নিচের তথ্যগুলো হচ্ছে
i. কাঠ প্রধানত সেলুলোজের তৈরি
ii. প্রাকৃতিক গ্যাস হল মিথেন
iii. মোম হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৮৯। শার্ট ও প্যান্ট
i. অজৈব যৌগ
ii. জৈব যৌগ
iii. তন্তুর সমন্বযে গঠিত যৌগ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯০। রসায়নের তৈরি
i. তেল চিনি
ii. রড সিমেন্ট
iii.কাগজ কলম কাপড়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯১। কাঠ হলো
i. বিশেষ ধরনের সেলুলোজ
ii. কার্বনের যৌগ
iii. অজৈব যৌগ

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯২। রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে
i. পরিবেশ দুষিত হয়
ii. গাছ মারা যায়
iii. নিঃশ^াস নিতে কষ্ট হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯৩। তামা ব্যবহৃত হয়
i. বৈদ্যুতিক তার হিসেবে
ii. কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরিতে
iii.বিদ্যুৎ উৎপাদনে

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯৪। রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে
i. পরিমিত ব্যবহার করতে হবে
ii. রসায়ন সম্পর্কে সুষ্পষ্ট জ্ঞান থাকতে হবে
iii.রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে এর গুণাগুণ বিচার করতে হবে

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯৫। কোনো পরীক্ষগণের ফলাফল সম্পর্কে আগাম ধারণা থাকলে
i. প্রাপ্ত ফলাফল নিয়ে কোনো কৌতুহল থাকে না
ii. পরবর্তী ধাপে অগ্রসর হওয়া দ্রত ও সহজ হয়
iii. কাজের পরিকল্পনা প্রণয়নের অসুবিধা হয়

 

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                 (খ) i ও iii
(গ) ii ও iii               (ঘ) i, ii ও iii

 

৯৬। আম থেকে হলুদ বর্ণধারণা করার কারণ কোনটি?
ক, সবুজ বর্ণ সূর্যের আলোতে হলুদ বর্ণে রুপান্তিত হয়
খ. আমের অত্যন্তরে শর্করার মাত্রা হ্রাস পায়
গ. আমের মধ্যে হলুদ বর্ণবিশিষ্ট্য নতুন যৌগের সৃষ্টি হয়
ঘ. আমের অভ্যন্তরে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ইথাইন উৎপন্ন হয়

 

৯৭। বিশুদ্ধ পানি প্রস্তুতির জন্য কী প্রযোজন?
ক. হাইড্রোজেন ও অক্সিজেন
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ও নাইট্রোজেন
ঘ. কার্বন ও অক্সিজেন

 

৯৮। জীবদেহের জনটি অণুতে অনুপস্থিত কোনটি?
ক প্রোটিন
খ. ক্যালসিয়ামের যৌগ
গ. ডিএনএ
ঘ. বিভিন্নঅংশ

 

৯৯। পেট্রোলিয়ামের দহন কী?
ক. রাসায়নিক পরিবর্তন
খ. জৈবিক পরিবর্তন
গ. ভৌত পরিবতন
ঘ. অস্থায়ী পরিবর্তন

 

১০০। ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মিকে বুঝানো হয়?
ক, ক্ষতিকর
খ. অতিরিক্ত ক্ষতিকর
গ. কম ক্ষতিকর
ঘ. উপকারী

 

৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫
৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০
৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫
৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০

 

PDF Download

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *