SSC | বাংলা ১ম | নিমগাছ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের নিমগাছ গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের নিমগাছ গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ সপ্তম-নিমগাছ
১। বনফুল – এর প্রকৃত নাম কী?
(ক) বলাইচাদ মুখোপাধ্যায়
(খ) সুভাষ মুখোপাধ্যায় (গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
২। বনফুল এ জন্ম সাল কত?
(ক) ১৮৯৭ (খ) ১৮৯৯
(গ) ১৯০১ (ঘ) ১৯০৩
৩। বনফুলের পিতার নাম কী?
(ক) ডা. সত্যনারায়ণ মুখোপাধ্যায়
(খ) ডা.কমলচরণ মুখোপাধ্যায়
(গ) ডা. আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়
(ঘ) ডা. গুরুচরণ মুখোপাধ্যায়
৪। বনফুল ম্যাট্্িরক পাস করেণ কত সালে?
(ক) ১৯১৮ সাল (খ) ১৯১৯ সাল
(গ) ১৯২০ সাল (ঘ) ১৯২১ সাল
৫। বনফুল কত সালে আই.এস. সি পাস করেণ?
(ক) ১৯২০ সালে (খ) ১৯২১ সালে
(গ) ১৯২২ সালে (ঘ) ১৯২৭ সালে
৬। বন ফুল কোন প্রতিষ্ঠান থেকে এম. বি পাস করেণ?
(ক) ঢাকা মেডিকেল কলেজ
(খ) কলকাতা মেডিকেল কলেজ
(গ) পাটনা মেডিকেল কলেজ
(ঘ) জলপাইগুড়ি মেডিকেল কলেজ
৭। বনফুলের কর্মজীবন শুরু হয় কী হিসেবে?
(ক) মেডিকেল অফিসার হিসেবে
(খ) ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে
(গ) কলেজের শিক্ষক হিসেবে
(ঘ) পত্রিকার সম্পাদক হিসাবে
৮। কত সালে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?
(ক) ১৯১৮ সালে (খ) ১৯২০ সালে
(গ) ১৯২২ সালে (ঘ) ১৯২৪ সালে
৯। কোন পত্রিকায় ব্যঙ্গ-কবিতা ও প্যারডি লিখে বনফুল সাহিত্যে অঙ্গনে প্রবেশ করেণ?
(ক) বঙ্গ দর্শন (খ) সবুজ পত্র
(গ) শনিবারের চিঠি (ঘ) প্রবাসী
১০। কোনটি বনফুলের লেখা উপন্যাস?
(ক) মাধবীলতা (খ) সে ও আমি
(গ) অপরাজিত (ঘ) অহিংস
১১। বনফুল মৃত্যুবরণ করেন কত সালে?
(ক) ১৯৭৮ সালে (খ) ১৯৭৯ সালে
(গ) ১৯৮১ সালে (ঘ) ১৯৮৩ সালে
১২। বনফুল কোথায় মৃত্যুবরণ করেণ?
(ক) পাটনায় (খ) বিহারে
(গ) কলকাতায় (ঘ) হাজারীবাগে
১৩। প্রবাসী ’ পত্রিকায় প্রকাশিত বনফুলের গল্পগুলো ছিল-
i. বক্তব্যের তাৎপর্যপূর্ণ ii.আঙ্গিকে ক্ষুধা
iii.তিন থেকে চার পাতা সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
১৪। বনফুলের পরিচয়, তিনি একজন-
i. কবি ii.গল্পকার
iii.নাট্যকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
১৫। নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়?
(ক) সিদ্ধ করে খায় (খ) ভিজিয়ে খায়
(গ) শুকিয়ে খায় (ঘ) রান্না করে খায়
১৬। কেউবা ভাজছে গরম তেলে’ কী ভাজছে?
(ক) নিমের ডাল (খ) নিমের ছাল
(গ) নিমের পাতা (ঘ) নিমের শেকড়
১৭। বাড়িতে কারও চর্মরোগ হলে কোন ভেষজ উদ্ভিদ থেকে সাহায্য নেবে তুমি?
(ক) তুলসী (খ) নিম
(গ) ধুতুর (ঘ) বাসক
১৮। লোকজন নিমের কচি পাতা কাচা খায় কেন?
(ক) স্বাদ গ্রহনের জন্য
(খ) রোগ প্রতিবোধ ক্ষমতা বাড়ানোর জন্য
(গ) রুদি বাড়ানোর জন্য
(ঘ) মেধা অর্জনের জন্য
১৯। মানুষ কোন সবজির সাথে নিমপাতা রান্না করে খায়?
(ক) আলূ (খ) পটল
(গ) চিচিঙ্গা (ঘ) বেগুন
২০। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ’ কার”
(ক) বিজ্ঞজনের (খ) নিমগাছের
(গ) রোগীদের (ঘ) কবিরাজির
২১। আবর্জনা জমে এসে চারিদিকে’- কার চারদিকে?
(ক) বাড়ির (খ) নিমগাছের
(গ) ঘরের (ঘ) পুকুরের
২২। নিমগাছের চারপাশে শান দিয়ে বাধানো স্থানটিকে নিমগাছ গল্পে কীভাবে দেখা হয়েছে?
(ক) শিল্পিত সৌন্দর্য (খ) আরেক আবর্জনা
(গ) অযথা বাড়াবাড়ি (ঘ) গাছের প্রতি মমতা
২৩। নিমগাছকে শান দিয়ে বাধায়েও দেয় কেউ- এখানে কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) ধর্মীয় অনুভুতি (খ) বৃক্ষের প্রতি বালোবাসা
(গ) ঔষধি গুণের প্রতি শ্রদ্ধা (ঘ) সৌন্দর্যবোধ
২৪। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। তিনি আসলে কী?
(ক) কবিরাজ (খ) কবি
(গ) ঠাকুর (ঘ) বাউল
২৫। নতুন ধরনের লোকটা নিমগাছের দিকে কেমন দৃষ্টিতে চেয়ে রইল?
(ক) সন্দেহের (খ) মুগ্ধ দৃষ্টিতে
(গ) অবাক দৃষ্টিতে (ঘ) ভাবলেশহীন দৃষ্টিতে
২৬। নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’এখানে নক্ষত্র বোঝানো হয়েছে কোনটি?
(ক) নিমগাছের পাতাকে (খ) নিমগাছের ফুলকে
(গ) নিমগাছের ডালকে (ঘ) নিমগাছে ছালকে
২৭। কবি নিমগাছের পাতাগুলোকে কবি রুপে কল্পনা করেছেন?
(ক) সবুজ আকাশ রুপে (খ) সবুজ প্রন্তর রুপে
(গ) সবুজ মেঘমালা রুপে (ঘ) সবুজ সাগর রুপে
২৮। নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়’-এখানে কী প্রকাশ পেয়েছে?
(ক) মুক্তির অদম্য বাসনা (খ) ভালবাসার ব্যাকুলতা
(গ) ভ্রমনের তীব্র ইচ্ছা (ঘ) স্থানের প্রতি ঘৃনা
২৯। নিমগাছটির অবস্থান কোথায়?
(ক) বাড়ির সামনে (খ) বাড়ির পাশে
(গ) বাড়ির পেছনে (ঘ) বাড়ির মঝখানে
৩০। নিমগাছের সাথে তুলনীয় কোনটি?
(ক) কবিরাজের জীবর (খ) কবির জীবন
(গ) ল²ী বউটার জীবন (ঘ) বিজ্ঞজনদের জীবন
৩১। নিম কোন ধরনের বৃক্ষ?
(ক) ফলজ বৃক্ষ (খ) বনজ বৃক্ষ
(গ) ঔষধি বৃক্ষ (ঘ) পবিত্র বৃক্ষ
৩২। মানুষ নিমের পাতা ছিড়ে-
i. রান্না করে খায় ii.গরম তেলে ভাজে
iii.চুলকানিতে লাগায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩৩। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা ল²ী বউটার ঠিক এক দশা সেই দশা-
i. সংসারের জালে আবদ্ধ
ii.মুক্তির অদম্য বাসনা
iii.সংসারের লেকজনের অবহেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:
হিন্দু বাড়িতে প্রতি দিনান্তে গৃহকর্ত্রী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায়, গলায় আচল দিয়ে প্রণাম করে।
৩৪। উদ্দীপকের তুলসী গাছের সাথে নিমগাছ গল্পের নিমগাছটির সাদৃশ্য কীসে?
(ক) গুণে (খ) আকারে
(গ) পাতায় (ঘ) অবস্থানে
৩৫। নিমগাছটি কোন বিচারে উদ্দীপকের গাছ থেকে ব্যতিক্রম?
i. ঔষধি গুনে ii.অনাদরে
iii.অবহেলায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:
সাধনা একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। সংসারের সবার সব রকম প্রয়োজনে ডাক পড়ে ওর । কিন্তু কেউ কখনও ওর সাথে ভালো ব্যবহার বরেনি। ও যে একজন অনুভুতিসম্পন্ন মানুষ সে কথা ভাবে না কেউ।
৩৬। উদ্দীপকের ভাবটি প্রকাশিত হয়েছে কোন রচনায়?
(ক) নিরীহ বাঙালী (খ) নিমগাছ
(গ) অভাগীর স্বর্গ (ঘ) আম -আটির ভেপু
৩৭। উদ্দীপকের বিপরীতে ভাব পাওয়া যায় কোন রচনাটিতে?
(ক) দেনা-পাওনা (খ)উপেক্ষিত শক্তির উদ্বোধন
(গ) মমতাদি (ঘ) নিরীহ বাঙালী
৩৮। নিমগাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) অদৃশ্যলোক (খ) দৃশ্যমান
(গ) অদৃশ্য (ঘ) দৃশ্যমান স্বপ্ন
৩৯। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বিপুল বক্তব্য অনুধাবনের জন্যে কোন গল্পটি পড়া যায়?
(ক) নিরীহ বাঙালী (খ) আম-আটির ভেপু
(গ) নিমগাছ (ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব
৪০। মুনীর চৌধুরী রচিত কবর নাটক একটি প্রতিকী নাটক। একইভাবে প্রতীকী রচনা বলা যায় কোনটিতে?
(ক) দেনা- পাওনা (খ) নিমগাছ
(গ) মমতাদি (ঘ) আম-আটির ভেপু
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য) অধ্যায়ঃ সপ্তম
উত্তর পত্র
১-ক ২-খ ৩-ক ৪-ক ৫-ক ৬-গ ৭-ক ৮-ক ৯-গ ১০-খ
১১-খ ১২-গ ১৩-ক ১৪-ঘ ১৫-ক ১৬-গ ১৭-খ ১৮-খ ১৯-ঘ ২০-খ
২১-খ ২২-খ ২৩-গ ২৪-খ ২৫-খ ২৬-খ ২৭-ঘ ২৮-ক ২৯-গ ৩০-গ
৩১-গ ৩২-ঘ ৩৩-ঘ ৩৪-ক ৩৫-গ ৩৬-খ ৩৭-গ ৩৮-ক ৩৯-গ ৪০-খ
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
০১। লেখক বনফুলের প্রকৃত নাম কী?
ক. বলাইচাঁদ মুখ্যোপাধ্যায়
খ. বলাইচাঁদ গঙ্গোপাধ্যায়
গ. নিমাইচাঁদ চট্টোপাধ্যায়
ঘ. তাঁরাপদ ঠাকুর
০২। বনফুলের কর্মজীবন শুরু হয়-
ক. সাংবাদিক হিসেবে খ. অধ্যাপক হিসেবে
গ. ডাক্তার হিসেবে ঘ. প্রকৌশলী হিসেবে
০৩। বনফুল রচিত উপন্যাস কোনটি?
ক. বিন্দুবিসর্গ খ. ঊর্মিলার
গ. দূরবীন ঘ. কিছুক্ষণ
০৪। বনফুলের গল্পের বৈশিষ্ট্য হলো-
ক. ক্ষুদ্র আঙ্গিকে রচিত
খ. বৃহৎ আঙ্গিকে রচিত
গ. পরাবাস্তব বিষয়ে রচিত
ঘ. গাম্ভীর্যের আধিক্যে রচিত
০৫। ‘সে ও আমি’ বনফুলের কোন ধরনের রচনা?
ক. গল্প খ. উপন্যাস
গ. প্রবন্ধ ঘ. নাটক
০৬। ‘নিমগাছ’ গল্পে নিমগাছের কোন অংশ সিদ্ধ করার কথা বলা হয়েছে?
ক. পাতা খ. কচি ডাল
গ. বাকল ঘ. মূল
০৭। ‘নিমগাছের হাওয়া ভালো”-এই হাওয়া কিসের জন্যে ভালো?
ক. শরীরের জন্য খ. পরিবেশের জন্য
গ. ফসলের জন্য ঘ. আবহাওয়ার জন্য
০৮। ‘নিমগাছ’ গল্পে নিমগাছের কোন অংশ শিলে পিষার কথা বলা হয়েছে?
ক. পাতা খ. ছাল
গ. কান্ড ঘ. শিকড়
০৯। নিমগাছের কোন অংশ যকৃতের পক্ষে ভারী উপকারী?
ক. শিকড় খ. ডাল
গ. বাকল ঘ. পাতা
১০। নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কে?
ক. কবি খ. কবিরাজ
গ. গৃহকর্ত্রী ঘ. বউ
১১। ‘‘বাহৃ কী সুন্দর পাতাগুলি………কী রূপা।”কথাটি কে বলেছেন?
ক. কবিরাজ খ. কবি
গ. পথিক ঘ. লক্ষèী বউ
১২। ‘‘মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে।”-‘নিমগাছ’ গল্পে অবলম্বনে বাক্যটির রূপক অর্থ কী?
ক. নিমগাছের স্থায়িত্ব
খ. নিমগাছের সৌন্দর্য্য
গ. লক্ষèী বউটার সৌন্দর্য
ঘ. কবির কল্পনা
১৩। ‘‘শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ।”-এখানে বাঁধানোর কথা বলা হয়েছে?
ক. বাড়ির চারপাশ
খ. গৃহের চারপাশে
গ. পুকুরের চারপাশে
ঘ. নিমগাছের চারপাশে
১৪। বনফুলের নিমগাছ গল্পটি কোন গ্রন্থের কাব্যগ্রন্থ অন্তগর্ত?
ক. বাহুল্য খ. বিন্দুবিসর্গ
গ. অদৃশ্যলোক ঘ. দূরবীন
১৫। নিপু তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে ‘নিমগাছ’ গল্পে অনুসারে সে নিমগাছের কোন অংশটি ব্যবহার করবে?
ক. কচিপাতা খ. সিদ্ধ বাকল
গ. তেলে ভাজা পাতা ঘ. কচি ডাল
১৬। ‘নিমগাছ’ গল্পে কার অনাদারে চিত্র ফুটে উঠেছে?
ক. মায়ের খ. বোনের
গ. বউয়ের ঘ. গৃহকর্ত্রীর
১৭। ‘নিমগাছ’ গল্পে কবিরাজরা নিমগাছের প্রশংসা করে কেন?
ক. ভেষজগুণের জন্য
খ. বাহারি ফুলের সৌন্দর্য্যর জন্য
গ. কচি পাতাগুলোর সৌন্দর্য জন্য
১৮। ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের রচনা?
ক. প্রতীকগল্প খ. রম্যগল্প
গ. আতœজীবনীমূলক গল্প ঘ. হাস্য রসাতœাক গল্প
১৯। নিমগাছটির যতœ কেউ না করার কারণ হচ্ছে-
i. গাছটির প্রতি গুরুত্বহীনতা দৃষ্টিভঙ্গি
ii. গাছটির প্রতি উদাসীনতা
iii. গাছটির প্রতি অবহেলা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iiii
২০। ‘‘নিমের হাওয়া ভালো, থাকে, কেটো না”-‘নিমগাছ’ গল্পে উক্তিটিতে নিমগাছের প্রতি প্রকাশ পেয়েছে-
i. অবজ্ঞা
ii. করুণা
iii. প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iiii
২১। চর্মরোগের অব্যর্থ মহৌষধ উক্তিটিতে নিমগাছের প্রকাশিত দিকটি হচ্ছে-
i. সিদ্ধ করা বাকল
ii. কচি ডাল
iii. শিলে পিষা কচি পাতা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iiii
২২। ‘‘বাড়ির পিছনে আবর্জনার স্থুপের মধ্যে দাঁড়িয়ে রইল সে”-নিম গাছ গল্পের এ উক্তিটিতে নিমগাছের প্রকাশিত দিকটা হচ্ছে-
i. উপেক্ষা ii. শোষণ iii. অনাদার
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iiii
২৩। খোস-দাদ চুলকানি উপশমে নিমগাছের ব্যবহৃত অংশ হচ্ছে-
i. সিদ্ধ বাকল
ii. শিলে পিষা পাতা
iii. গরম তেলে ভাজা পাতা
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iiii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
আয়েত আলী একটি গাছের ডাল দিয়ে নিয়মিত দাঁত মেসওয়াক করে। এতে সে বেশ উপকারও পায়।
২৪। উদ্দীপকের আয়েত আলী কোন গাছের ডাল ব্যবহার করেন?
ক. তুলসী গাছ খ. নিমগাছ
গ. বাসক গাছ ঘ. আমলকী গাছ
২৫। উক্ত গাছটি ব্যবহৃত হয়-
i. চর্মরোগে
ii. পেটের অসুখে
iii. সর্দিকাশিতে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i, ii ও iiii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।