SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর,অধ্যায়:২ PDF, অধ্যায়:২: অধ্যায়: ২ অর্থায়নের উৎস > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
SSC ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল: রচনামূলক প্রশ্নোত্তর ১ম
SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
অধ্যায়: ২ অর্থায়নের উৎস
জ্ঞানমূলক প্রশ্নোত্তোর:
প্রশ্ন-১. অর্থায়নের উৎস কয়টি?
উত্তর: অর্থায়নের উৎস ২টি।
প্রশ্ন-২. গ্রমীণ ব্যাংকের প্রধান বৈশিষ্ঠ্য কি?
উত্তর: জামানত বিহীন ঋণ প্রদান করাই গ্রামীণ ব্যাংকের প্রদান বৈশিষ্ট্য।
প্রশ্ন-৩. উৎপাদনের উপকরণ কয়টি?
উত্তর: উৎপাদনের উপকরণ ৪টি।
প্রশ্ন-৪. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী?
উত্তর: ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানোর জন্য পাঁচ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে।
প্রশ্ন-৫. কোম্পানির প্রকৃত মালিক কে?
উত্তর: কোম্পানির প্রকৃত মালিক হলো শেয়ারহোল্ডারগণ।
প্রশ্ন-৬. লিজিং কী?
উত্তর: কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় না করে দীর্ঘ মেয়াদীর জন্য ভাড়া নেয়াকে লিজিং বলে।
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিং:অনুধাবনমূলক-জ্ঞানমূলক প্রশ্নোত্তোর
- উত্তর ডাউনলোড করুন> SSC ফিন্যান্স ও ব্যাংকিং জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন>SSC ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞানমূলক প্রশ্নোত্তর ১ম,PDF ফ্রি
- উত্তর ডাউনলোড করুন> MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- উত্তর ডাউনলোড করুন> ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
প্রশ্ন-৭. অবন্টিত মুনাফা কী?
উত্তর: মুনাফার যে অংশ শেয়ারহোল্ডাদেও মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাই অবন্টিত মুনাফা।
প্রশ্ন-৮. নিট মুনাফা কী?
উত্তর: আয় থেকে ব্য বাদ দিলে মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে যা পাওয়া যায় সেটিই নিট মুনাফা।
প্রশ্ন-৯. অর্থায়ন কী?
উত্তর: তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বন্টনকে অর্থায়ন বলে।
প্রশ্ন-১০. অভ্যন্তরীণ তহবিল কী?
উত্তর: ব্যবসায়ে মালিকপক্ষ প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ তহবিল বলে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর:
প্রশ্ন-১. বহিস্থ তহবিল বলতে কী বোঝায়?
উত্তর: বহিস্থ তহবিল বলেিত প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়।
অর্থায়নের বহিস্থ তহবিল তিন ধরণের হয়ে থাকে। যথা: স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। ব্যবাসায় পরিচালনরা জন্য এ তিন ধরনের তহবিলই ব্যবহৃত হয়।
প্রশ্ন-২. সুনাম সম্পর্কে ধারনা দাও।
উত্তর: সুনাম ব্যবসায়ের একটি স্থায়ী সম্পদ।
ব্যবসায় প্রতিষ্ঠানের যে অস্পর্শনীয় সম্পত্তি প্রতিষ্ঠানিক মুনাফা অর্জনে সহায়তা করে তাকে সুনাম বলে। বাজারে খ্যাতিসম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ব্র্যান্ড নাম, ভোক্তা রয়্যালটির জন্য লাভজনকভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে।
প্রশ্ন-৩. ঋণ পত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ঋণপত্র হলো ঋণের দলিল।
ঋণপত্র বড় অঙ্কের ঋণকে ছোট ছোট খন্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। এটি শেয়ারের একটি বিকল্প।
কিন্তু ঋণপত্রে একটি সুদের হার উল্লেখ থাকে যে হাওে ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে। ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা হলো দীর্ঘমেয়াদে এর সুদের হার স্থির ও পূর্বানির্ধারিত থাকে বলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে।
প্রশ্ন-৪. অর্থায়ন সিদ্ধান্ত কীভাবে হয়ে থাকে? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থায়ন সিদ্ধান্ত বলতে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়।
অর্থায়ন-সিদ্ধান্তে তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন ও এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয় ।
সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস থেকে ও স্থায়ী এভাবে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত প্রতিষ্ঠানে দায় ও মালিকানা স্বত্বের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে।
প্রশ্ন-৫. ক্ষুদ্র ঋণ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্পমেয়াদি অর্থসংস্থানের এক ধরনের উৎসের নাম ক্ষুদ্র ঋণ।
ক্ষুদ্র ঋণ সাধারণত কৃষিনির্ভর এবং ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উপাদান ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালন ইত্যাদি। গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংকগুলো এ ধরনের ঋণ প্রদান করে থাকে। এ ঋণগুলো ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয়।
জ্ঞান (ক) ও অনুধাবনমূলক (খ) প্রশ্ন
১. তহবিল বিনিয়োগের মূল্য উদ্দেশ্য কী?
২. নিট মুনাফা কী?
৩. ব্যবসায় অর্থায়ন কী?
৪. তহবিলের কয়টি পক্ষ ও কি কি ?
৫. অভ্যন্তরীণ তহবিল কী?
৬. অভ্যন্তরীণ তহবিলের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
৭. যৌথ মূলধনি কারবারের অভ্যন্তরীণ তহবিল কী?
৮. প্রাইভেট লিমিটেড কোম্পানি কার নিকট শেয়ার বিক্রি করে?
৯. অর্জিত মুনাফা কী?
১০. বহিঃস্থ তহবিল কী?
১১. বহিঃস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কয় প্রকার?
১২. স্বপ্লমেয়াদি উৎস ক?ি
১৩. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস কী?
১৪. চাহিবামাত্র প্রদেয় ঋণ কী?
১৫. ক্ষুদ্র ঋণ কী?
১৬. কোন কোন ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে?
১৭. মজুদ মালের অর্থসংস্থান কী?
১৮. মধ্যমেয়াদি অর্থসংস্থান কী?
১৯. বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসাবে কী গ্রহণ করে?
২০. বাণিজ্যিক ব্যাংক কীভাবে সুদ ধার্য করে?
২১. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কী?
২২. মাইডাস কোন ধরনের প্রতিষ্ঠান?
- উত্তর ডাউনলোড করুন> হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন> MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- উত্তর ডাউনলোড করুন>হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
২৩. মূলধনি বাজারের প্রতিষ্ঠান কী?
২৪. দীর্ঘমেয়াদি অর্থায়নে মেয়াদ কত?
২৫. Capial budgeting. কী?
২৬. ঋণপত্র কী?
২৭. শেয়ার বিকল্প কী?
২৮. লিজিং কোন ধরনের উৎস?
২৯. কোন কোম্পানি লিজকৃত সম্পত্তি মেরামত ও রক্ষাণাবেক্ষণ করে থাকে?
৩০. একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কোন উৎস থেকে ঋণ গ্রহণ করা হয়?
৩১. একটি প্রতিষ্ঠান কীভাবে তহবিল সংগ্রহ করতে পারে তা ব্য্যাখা কর।
৩২. অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল ব্যাখ্যা কর।
৩৩. লভ্যাংশ সমতাকরণ তহবিল ব্যাখ্যা কর।
৩৪. ব্যাংক ঋণের বৈশিষ্ট্য লিখ।
৩৫. প্রাপ্য বিল বাট্রাকরণ বলতে কী বোঝ?
৩৬. স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বাণিজ্যিক পত্রের ব্যাখ্যা দাও।
৩৭. দীর্ঘমেয়াদি অর্থায়নের বৈশিষ্ট্য লিখ।
৩৮. শেয়ারের লভ্যাংশ করযোগ্য, কিন্তু ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন? ব্যাখ্যা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।