SSC | প্রবাস বন্ধ | সৈয়দ মুজতবা আলী | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF

SSC | প্রবাস বন্ধ | সৈয়দ মুজতবা আলী | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম  পত্রের প্রবাস বন্ধ গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।

প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের প্রবাস বন্ধ গল্পটি হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

অধ্যায়ঃ দশম-প্রবাস বন্ধ

১। আবদুর রহমান তর্কাতর্কি না করে কিসের খোসা ছাড়াতে লাগল?
ক. নারকেলের
খ. কলার
গ. আখরোট বাদামের
ঘ. পেয়াজের

২। কাবুলিরা চা খায়
ক. পেয়ালা ছয়েক
খ. পেয়ালা খানেক
গ. পেয়ালা তিনেক
ঘ. পেয়ালা পাচেক

৩। কাবুলিদের পেয়ালার সাইজ
ক. খুব বড়
খ. মাঝারি
গ খুব ছোট
ঘ. মগের মতো

৪। আফগানিস্থান কী ধরনের সংস্কার আছে?
ক. গুরুজনদের দিকে তাকাতে নেই
খ. গুরুজনদের সাথে কথা বলা নিষেধ
গ. গুরুজনদের পা ছুয়ে সালাম করতেই হবে
ঘ. ছোটদের দিকে তাকাতে নেই

৫। আবদুর রহমান পুর্বে কোথায় কাজ করছে?
ক. কাপড়ের দোকানে
খ. চায়ের দোকানে
গ. গৃহস্থের বাড়িতে
ঘ. মেসের চার্জ

৬। বরফ আসে কোথা থেকে?
ক. পাগমনের পাহাড় থেকে
খ. কলকারখানা থেকে
গ. আকাশ থেকে
ঘ. দোকান থেকে

৭। লবই দরিয়া কী অর্থে ব্যবহৃত ?
ক. কাবুল বাসসন্টন্ড
খ. কাবুলের পাহাড়
গ. কাবুল নদীর পার
ঘ. কাবুল পুকুর পার

৮। লেখককে বেশ দু এক প্রস্থ ধমক দিলেনকে?
ক. আবদুর রহমান
খ. কলেজের বড় কর্তা
গ.কলেজের ছোটকর্তা
ঘ. কলেজের কেরানি

৯ক। কোথায় মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাৎ হয়েছিল?
ক. আফগানিস্তানে
খ. কাবুলে
গ. ইংল্যান্ড
ঘ. প্যারিসে

১০। অপাংক্তেয় হওয়ার দুখে ডুবে মরার চেষ্টা করছে কোনটি?
ক. একটি পেয়াজ
খ. কিসমিস
গ. দুম্বারমাংস
ঘ. একটি আলু

১০। লেখককে থ হয়ে দাড়িয়ে থাকতে দেখে আবদুর রহমান কী অভয়বানী দিল?
ক. রান্নাঘরে আর নেই
খ. রান্নাঘরে আরোআছে
গ. রান্নাঘর শূন্য
ঘ. এখনি রান্নাঘরে যাচ্ছি।

১১। খাজামোল্লা গ্রাম কবুল থেকে কত দূরে?
ক. আড়াই মাইল
খ. দেড় মাইল
গ. সাড়ে তিন মাইল
ঘ. পাচ মাইল

১২। হরফন মৌলা বলতে বোঝায়?
ক. মহা ফাকিবাজ
খ. সকল কাজে ফাকিবাজ
গ. সকল কাজের কাজি
ঘ. সকল কাজের নেতা

১৩। কাবুল শহরে লেখক কয়টি নরদানবক দেখেছেন?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাচ

১৪। আবদুর রহমানের পা দুখানা
ক. তালগাছের সাইজ
খ. জামগাছের সাইজ
গ. নৌকারসাইজ
ঘ. ডিঙি নৌকার সাইজ

১৫। আবদুর রহমানের পরনে ছিল না কোনটি?
ক. শিলওয়ার
খ. কুর্তা
গ. ওয়াসকিট
ঘ. লুঙ্গি

১৬। তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব কে এই কথা বলেছিল?
ক. লেখক
খ. আবদুর রহমান
গ. অধ্যক্ষ
ঘ. জিরার

১৭। অল্প শোকে কাতর অধিক শোকে পাথর লেখখ কী দেখে এ কথা বলেন?
ক. রান্না পরিবেশন
খ. সীমিত রান্নার আযোজন
গ. খালি রান্নাঘর
ঘ. আবদুর রহমানের কষ্ট

১৮। লেখক কোনটি পছন্দ করেন না?
ক. তরকারি
খ. ঝাল
গ. মিষ্টি
ঘ. চা

১৯। আবদুর রহমান লেখককে কী ভাবতে পারেন বলে লেখকের ধারণা?
ক. বাঙালি
খ. জংলি
গ. সভ্য
ঘ. সাদাসিধে

২০। ও রভোয়া অর্থ কোনটি?
ক. সকালে দেখা হবে
খ. বিকেলে দেখা হবে
গ. আর দেখা হবে না
ঘ. রাতে দেখা হবে

২১। প্রবাস বন্দু রচনায় নরদানব শব্দটি কী অর্থে ব্যবহৃত হযেছে?
ক. নিমিত্তার্থে
খ. আদরার্থে
গ. ঘৃণার্থে
ঘ. ব্যঙ্গার্থে

২২। মায়ানমারের মার্তাবান দ্বীপে উৎপন্ন কলার জাত
ক. শবরী কলা
খ. মর্তমান কলা
গ. চাম্পা কলা
ঘ. সাগর কলা

২৩। উত্তমার্ধ কে?
ক. যিনি ঋণ দেন
খ. যিনি ঋণ নেন
গ. যিনি চিকিৎসা দেন
ঘ. যিনি সৎ

২৪। বারকোশ কী দিয়ে তৈরি?
ক. পাথর
খ. বাশ
গ. পিতল
ঘ. কাঠ

২৫। বপ ুঅর্থ কী?
ক. বড় দেহ
খ. ক্ষীণ দেহ
গ. চিকন দেহ
ঘ. ফর্সা ত্বক

২৬। প্রবাস বন্ধু রচনাটি কোথা থেকে সংকলিত হয়েছে.?
ক. পঞ্চতন্ত্র
খ. চাচা কাহিনী
গ. দেশে বিদেশে
ঘ. শবনম

২৭। তাগদ শব্দের অর্থ কী?
ক. ভক্তি
খ. শক্তি
গ. মুক্তি
ঘ. বিরক্তি

২৮। সৈয়দ মুজতবা আলী কোথায় মৃত্যুবরণ করেন?
ক. করাচিতে
খ. মৌলভীবাজারে
গ. সিলেটে
ঘ. ঢাকায়

২৯। আবদুর রহমান জালের প্রকান্ড থলেতে করে কী নিয়ে আসছিল?
ক. বোঝা
খ. খাবার
গ. বই
ঘ. টাকা

৩০। পান্তুয়া কী?
ক. পান্তা জাতীয় ভাত
খ. ডাল জাতীয় ভাত
গ. রসগোল্লা জাতীয় মিষ্টি
ঘ. গরম জাতীয় ভাত

৩১। আবদুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে পরিচয় পাওয়া যায়-
i. আফগানিস্থানের বিচিত্র খাদ্যবস্তুর
ii.আফগানিস্থানের সুস্বাদু খাদ্যবস্তুর
iii. পাকিস্তানের চিচিত্র খাদ্যবস্তুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৩২। সৈয়দ মুজতবা আলী ছিলেন নিজস্ব এক
i. গদ্যশৈলীর নির্মাতা
ii.নাট্যকশৈলীর নির্মাতা
iii.কবিতাকশৈলীর নির্মাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৩৩। সৈয়দ মুজতবা আলী অধ্যয়ন করেন
i. ঢাকা বিশ^বিদ্যালয়ে
ii.বন বিশ^বিদ্যালয়ে
iii.বার্লিন বিশ^বিদ্যালয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৩৪। কাবুল শহরে নিশাচার হতে হলে প্রয়োজন
i. শক্তি
ii.তাগদ
iii.হাতিয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৩৫। প্রবাসবন্ধুর রচনায় নরদানব বলতে বোঝানো হয়েছে
i. বিশালদেহী মানুষ
ii.ক্ষুদ্র মানুষ
iii.ভয়ংকর মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii  খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৩৬। সৈয়দ মুজতাবা আলীর গদ্য রচনা পাঠক সমাজে করসগ্রাহী হয়ে উঠেছে কারণ তার রযেছে
i. বিভিন্ন ভাষায় বৃৎপত্তি
ii.অসাধারণ পান্ডিত্যের সংমিশ্রণ
iii.অন্যভাষার প্রতি বিদ্ধেষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

উদ্দীকটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তরদাওঃ

ইমরান শেরপুর গজনী অবকাশ দেখতে তার বন্দুকে নিয়ে রওনা দিল। বাস যোগে তারা যাওয়ারপথে দুপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ। গজনী অবকাশ পাহাড় ও সমতল ভ ুমিতে ঘেরা যা দেখতে প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যে অর্পুব।
৩৭। উদ্দীপকটি নিচের কোন রচনার সথে সঙ্গতিপূর্ণ?
ক. প্রত্যুপকার
খ. সুভা
গ. প্রবাস বন্ধু
ঘ. পল্লিসাহিত্য

৩৮। সঙ্গতিপূর্ণ হওয়ার কারণ-
i. প্রাকৃতিক সৌন্দর্য
ii.কৃত্রিম সৌন্দর্য
iii.পাহাড় ও সমতল ভ ুমি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৩৯। আফগান আবদুর রহমানের চরিত্রে প্রকাশ পেয়েছে
i. সরলতা
ii.স্বদেশপ্রেম
iii.অতিথিপরায়ণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.i, ii ও iii

৪০। পানশিরেরমানুষ কিসের উপর ভর করে চলে
ক. ঘোড়ার
খ. বাতাসের
গ. পায়ের
ঘ, লাঠির

 

 

উত্তর মালা
১ গ ২ ক ৩ গ ৪ ক ৫ ঘ
৬ ক ৭ গ ৮ খ ৯ গ ১০ গ
১১ খ ১২ ক ১৩ গ ১৪ ক ১৫ ঘ
১৬ ঘ ১৭ খ ১৮ গ ১৯ ক ২০ গ
২১ ক ২২ গ ২৩ খ ২৪ ক ২৫ খ
২৬ খ ২৭ খ ২৮ খ ২৯ ঘ ৩০ ক
৩১ গ ৩২ খ ৩৩ খ ৩৪ ঘ ৩৫ ক
৩৬ গ ৩৭ গ ৩৮ ক ৩৯ ক ৪০ খ

 

PDF Download

 

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহের হোসেন চৌধুরী MCQ প্রশ্নোত্তর PDF

শিক্ষা ও মনুষ্যত্ব | মোতাহের হোসেন চৌধুরী | MCQ প্রশ্নোত্তর | PDF

শিক্ষা ও মনুষ্যত্ব | মোতাহের হোসেন চৌধুরী | MCQ প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *