SSC- জীবনাদর্শ : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-PDF: নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষারজীবনাদর্শ হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয়া ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনার খুশি হবেন যে, আপনাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার জীবনাদর্শ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
জীবনাদর্শ : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর সমুহ:
০১। মহানবী (স)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষের আচরণ কেমন ছিল?
ক. বর্বর
খ. মানবতাবিহীন
গ.বর্বর ও মানবতাবিরোধী
ঘ. খুব ভালো
০২। মহানবী (স)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষ আল্লাহর বিধান ও নবী-রাসূলগণের আদর্শ ভুলে সর্বপ্রকার জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়েছিল বলে এ যগু কে বলা হতো
ক. বর্বরতার যগু
খ. অন্ধকারাচ্ছন্ন যুগ
গ. আইয়্যামে জাহেলিয়া
ঘ.উপরের সবগুলো
০৩। আইয়্যামে জাহেলিয়া কী?
ক.অন্ধকারাচ্ছন্ন যুগ
খ. পাথরের যুগ
গ. লৌহ যুগ
ঘ. প্রাচীন যুগ
০৪। মহানবী (স)-এর আবির্ভাবের পূর্বের যুগ কী হিসেবে পরিচিত?
ক. পাপাচারের যুগ
খ. লৌহ যুগ
গ. পাথর যুগ
ঘ;আইয়্যামে জাহেলিয়া
০৫। প্রাক ইসলামি যুগের মানুষের ধর্ম কী ছিল?
ক.পৌত্তলিকতা
খ. ইসলাম
গ. একত্ববাদ
ঘ. মানবধর্ম
০৬। কাবাঘরে কয়টি মূর্তি স্থাপন করেছিল?
ক. ৩৩০টি
খ. ৩৪০টি
গ. ৩৫০টি
ঘ.৩৬০টি
০৭। বিশ্বমানবতার শান্তির দূত কে?
ক. হযরত আদম (আ)
খ. হযরত দাউদ (আ)
গ. হযরত মুসা (আ)
ঘ.হযরত মুহাম্মদ (স)
০৮। বিশ্বমানবতায় শান্তির দূত হিসেবে আল্লাহ তাআলা কাকে প্রেরণ করেন?
ক. হযরত ঈসা (আ)-কে
খ. হযরত দাউদ (আ)-কে
গ. হযরত নূহ (আ)-কে
ঘ.হযরত মুহাম্মদ (স)-কে
০৯। মহানবী (স)-এর আবির্ভাব হয়েছিল কেন?
ক. দাসপ্রথা বন্ধ করার জন্য
খ.ন্যায়ের পথ নির্দেশ করার জন্য
গ. নরহত্যা বন্ধ করার জন্য
ঘ. প্রার্থনা করার জন্য
১০। হযরত মুহাম্মদ (স) কত খ্রিষ্টাব্দে জš§গ্রহণ করেন?
ক. ৫৬৯
খ.৫৭০
গ. ৫৭৩
ঘ. ৫৭৫
১১। হযরত মুহাম্মদ (স)-এর পিতার নাম কী?
ক.আব্দুল্লাহ
খ. আব্দুল মুত্তালিব
গ. আবু তালিব
ঘ. আবু বকর
১২। হযরত মুহাম্মদ (স)-এর মাতার নাম কী?
ক. সাবিহা
খ. সাহিদা
গ.আমিনা
ঘ. আছিয়া
১৩। হযরত মুহাম্মদ (স) কখন তাঁর পিতাকে হারান?
ক. ৬ বছর বয়সে
খ. জন্মের পূর্বে
গ. জন্মের পর পরই
ঘ. ১২ বছর বয়সে
১৪। শিশু মুহাম্মদ (স)-এর চরিত্রে কিসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
ক. ভালোবাসার
খ. দরদের
গ.ইনসাফের
ঘ. পবিত্রতার
১৫। হযরত মুহাম্মদ (স)-এর দুধ মাতার নাম কী?
ক. বিবি আমিনা
খ.বিবি হালিমা
গ. বিবি ফাতিমা
ঘ. বিবি আছিয়া
১৬। মহানবী (স)-এর দুধভাই কে ছিলেন?
ক. সাইফুল্লাহ
খ. খালিদ বিন ওয়ালিদ (রা)
গ. যায়িদ বিন সাবিত (রা)
ঘ.আবদুল্লাহ বিন মাসউদ (রা)
১৭। ধাত্রীমাতা হালিমা মহানবী (স)-কে কত বছর মাতৃ¯েœহে লালন-পালন করেন?
ক. চার বছর
খ.পাঁচ বছর
গ. ছয় বছর
ঘ. সাত বছর
১৮। কত বছর বয়সে হযরত মুহাম্মদ (স)-এর মাতা ইন্তেকাল করেন?
ক.ছয় বছর বয়সে
খ. আট বছর বয়সে
গ. দশ বছর বয়সে
ঘ. পঁচিশ বছর বয়সে
১৯। ছয় বছর বয়সে মুহাম্মদ (স) কার আশ্রয়ে লালিত পালিত হন?
ক. আব্বাস (রা)
খ. আবু তালিব
গ.আব্দুল মুত্তালিব
ঘ. আমীর হামযা
২০। মহানবী (স)-এর দাদার নাম কী ছিল?
ক. আবু তালিব
খ. আবদুল্লাহ
গ. আবদুল হাসিম
ঘ.আব্দুল মুত্তালিব
১ | গ | ২ | ঘ | ৩ | ক | ৪ | ঘ | ৫ | ক |
৬ | ঘ | ৭ | ঘ | ৮ | ঘ | ৯ | খ | ১০ | খ |
১১ | ক | ১২ | গ | ১৩ | খ | ১৪ | গ | ১৫ | খ |
১৬ | ঘ | ১৭ | খ | ১৮ | ক | ১৯ | গ | ২০ | ঘ |
২১। কত বছর বয়সে মহানবী (স) তাঁর দাদাকে হারান?
ক.৮ বছর
খ. ৬ বছর
গ. ৫ বছর
ঘ. ৯ বছর।
২২। দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ (স) কার আশ্রয়ে লালিত-পালিত হন?
ক.চাচ আবু তালিব
খ. চাচা আবু জেহেল
গ আবু বকর (রা)
ঘ. বিবি খাদিজা
২৩। হযরত মুহাম্মদ (স) মেষ চরাতেন কেন?
ক. অভাব অনটনের জন্য
খ.বাড়তি আয়ের জন্য
গ. শখের বশে
ঘ. কোনো কাজ না থাকায়
২৪। কী উদ্দেশ্যে মহানবী (স) চাচার সাথে সিরিয়ায় যান?
ক. চাকরির
খ.ব্যবসায়ের
গ. ভ্রমণের
ঘ. শিক্ষার
২৫। মহানবী (সা) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
ক. মিসর
খ. ইরাক
গ. আবিসিনিয়া
ঘ.সিরিয়া
২৬। সিরিয়া যাত্রাপথে মহানবী (স)-এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী?
ক. ওয়ারাকা
খ. আকরামা
গ.বহীরা
ঘ. ফুহাইর
২৭। হযরত মুহাম্মদ (স) শেষ জামানার নবী হবেন এ ভবিষ্যৎ বাণী কে প্রথম প্রকাশ করেন?
ক. আমিনা
খ. আবু তালেব
গ.বহিরা
ঘ. আবু জেহেল
২৮। হযরত মুহাম্মদ (স) যে শেষ যামানার নবী হবেন কোন লোকটি বলেছিল?
ক. ওরাকা
খ. আবুল হাকম
গ.বহীরা
ঘ. নওফেল
২৯। কোন পাদ্রী মুহাম্মদ (স) সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছিলেন?
ক.বহীরা নামক এক খ্রিষ্টান পাদ্রী
খ. বাহারা নামক এক খ্রিষ্টান পাদ্রী
গ. বারাকা নামক এক পাদ্রী
ঘ. নমিরা নামক এক মনীষী
৩০। পাদ্রী বহীরা মহানবী (স) সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেন?
ক. তিনি নেতা হবেন
খ.তিনি নবী হবেন
গ. তিনি রাজা হবেন
ঘ. তিনি সৈনিক হবেন
৩১। বালক মুহাম্মদ (স) কখন ফিজার যুদ্ধের বিভীষিকা প্রত্যক্ষ করলেন?
ক. সিরিয়া গমনকালে
খ. সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে
গ.সিরিয়া থেকে প্রত্যাবর্তন করার পর
ঘ. সিরিয়া থাকাকালীন
৩২। ফিজার যুদ্ধ কখন হয়েছিল?
ক. রমযান মাসে
খ. শাওয়াল মাসে
গ.নিষিদ্ধ মাসে
ঘ. মহররম মাসে
৩৩। কোন গোত্র ফিজার যুদ্ধ অন্যায়ভাবে কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল?
ক. তাইম গোত্র
খ.কাইস গোত্র
গ. বনুতামিম গোত্র
ঘ. ফিজার গোত্র
৩৪। কাইস গোত্র অন্যায়ভাবে কুরাইশদের ওপর কোন যুদ্ধ চাপিয়ে দিয়েছিল?
ক. তাবুক যুদ্ধ
খ.ফিজার যুদ্ধ
গ. বদর যুদ্ধ
ঘ. উহ‚দ যুদ্ধ
৩৫। কোন কোন গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
ক. কুরাইশ ও বনু বকর
খ.কুরাইশ ও কাইস
গ. বনু বকর ও বনু নযীর
ঘ. জুরহাম ও বনু নযীর
৩৬। ‘হারবুল ফিজার’ মানে কী?
ক.অন্যায় সমর
খ. বৈধ সমর
গ. রক্তক্ষয়ী যুদ্ধ
ঘ. মুখোমুখি যুদ্ধ
৩৭। কোন যুদ্ধ পাঁচ বছর স্থায়ী ছিল?
ক. বদর যুদ্ধ
খ.ফিজারের যুদ্ধ
গ. ওহুদ যুদ্ধ
ঘ. কোনো যুদ্ধই না
৩৮। হারবুল ফিজার কত বছর স্থায়ী হয়েছিল?
ক. তিন বছর
খ. চার বছর
গ.পাঁচ বছর
ঘ. ছয় বছর
৩৯। মহানবী (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযূল’ গঠন করেছিলেন?
ক. কিশোরদের
খ.যুবকদের
গ. বৃদ্ধদের
ঘ. কিশোর ও যুবকদের
৪০। মহানবী (স) শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে কী গঠন করেন?
ক. শান্তি কমিটি
খ.হিলফুল ফুযূল
গ. ফিজার সন্ধি
ঘ. হারবুল ফিজার
২১ | ক | ২২ | ক | ২৩ | খ | ২৪ | খ | ২৫ | ঘ |
২৬ | গ | ২৭ | গ | ২৮ | গ | ২৯ | ক | ৩০ | খ |
৩১ | গ | ৩২ | গ | ৩৩ | খ | ৩৪ | খ | ৩৫ | খ |
৩৬ | খ | ৩৭ | খ | ৩৮ | গ | ৩৯ | খ | ৪০ | খ |
৪১। ‘হিলফুল-ফুযূল’ কী?
ক. রণচুক্তি
খ. সামাজিক চুক্তি
গ. বাণিজ্যিক চুক্তি
ঘ.শান্তিসংঘ
৪২। হিলফুল ফুযূলের কয়টি উদ্দেশ্য ছিল?
ক. ১০টি
খ. ৮টি
গ.৫টি
ঘ. ২টি
৪৩। আধুনিক বিশ্বের কোন আন্তর্জাতিক সংগঠনটি হিলফুল ফযূলের নিকট অনেকাংশে ঋণী?
ক. ওআইসি
খ.জাতিসংঘ
গ. আসিয়ান
ঘ. সার্ক
৪৪। ‘আল-আমিন’ শব্দের অর্থ কোনটি?
ক. বিশ্বাস
খ.বিশ্বাসী
গ. আমানতদার
ঘ. সত্যবাদী
৪৫। ‘আল-আমিন’ কার উপাধি ছিল?
ক.হযরত মুহাম্মদ (স)-এর
খ. হযরত আবু বকর (রা)-এর
গ. হযরত আলী (রা)-এর
ঘ. হযরত উসমান (রা)-এর
৪৬। সত্যবাদিতার জন্য যে উপাধি প্রদান করা হয়, সে উপাধিকে বলেÑ
ক.আল-আমীন
খ. সিদ্দীক
গ. সাদাকাতুন
ঘ. সাদিক
৪৭। রাসূলুল্লাহ (স) যৌবনকালে কার ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করেন?
ক. আয়েশা (রা)-এর
খ.খাদিজা (রা)-এর
গ. আবু তালিব-এর
ঘ. হামযা (রা)-এর
৪৮। হযরত খাদিজা (রা) কাকে প্রিয় নবীর সঙ্গে সিরিয়ায় পাঠিয়েছিলেন?
ক.মাইসারাকে
খ. যায়েদকে
গ. রাওয়াহাকে
ঘ. উৎবাকে
৪৯। বিবি খাদিজার কর্মচারীর নাম কী ছিল?
ক. যায়েদ
খ. খালেদ
গ. ইসমাইল
ঘ.মাইসারা
৫০। হযরত মুহাম্মদ (স)-এর সঙ্গে খাদিজা (রা)- এর বিবাহের প্রস্তাব কে পাঠান?
ক. হযরত মুহাম্মদ (স)
খ.হযরত খাদিজা (রা)
গ. হযরত আবু বকর (রা)
ঘ. চাচা আবু তালিব
৫১। কার সম্মতিমে হযরত মুহাম্মদ (স) ও বিবি খাদিজার বিবাহ সুসম্পন্ন হয়?
ক. দাদা আব্দুল মুত্তালিব
খ. আবু বকর (রা)
গ.চাচা আবু তালিব
ঘ. চাচা আবু জেহেল
৫২। হযরত মুহাম্মদ (স)-এর সাথে বিবি খাদিজার বিবাহের সময় বিবি খাদিজার বয়স ছিলÑ
ক. ২৫ বছর
খ.৪০ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪১ বছর
৫৩। ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের ঝগড়া কে মীমাংসা করেন?
ক. হযরত ইব্রাহিম (আ)
খ. আবু জাহেদ
গ.হযরত মুহাম্মদ (স)
ঘ. আবু সুফিয়ান
৫৪। কিশোর মুহাম্মদ (স) কাদের জন্য আদর্শ ছিলেন?
ক. ব্যবসায়ীদের জন্য
খ. আমানতদারদের জন্য
গ. রাখাল বালকদের জন্য
ঘ. যুবকদের জন্য
৫৫। হযরত মুহাম্মদ (স) কোথায় ধ্যানমগ্ন থাকতেন?
ক.হেরা গুহায়
খ. সাওর গুহায়
গ. বৃক্ষতলায়
ঘ. উহুদ পর্বতের চ‚ড়ায়
৫৬। মহানবী (স) কত বছর বয়সে নবুওয়্যাতপ্রাপ্ত হন?
ক. ২৫ বছর
খ.৪০ বছর
গ. ৪৫ বছর
ঘ. ৬০ বছর
৫৭। “না কখনও না। আল্লাহর কসম, তিনি কখনই আপনাকে অপদস্ত করবেন না।”Ñ এটি কার উক্তি?
ক. বিবি হাজিরা (রা)-এর
খ. বিবি আমিনা (রা)-এর
গ. বিবি আয়িশা (রা)-এর
ঘ.বিবি খাদিজা (রা)-এর
৫৮। যে পর্বতের গুহায় মহানবী (স)-এর নিকট প্রথম ওহী নাযিল হয় তার নাম –
ক. সাফা
খ. মারওয়া
গ.হেরা
ঘ. সিনাই
৫৯। মহানবী (স) নবুওয়্যাত প্রাপ্তির পর সর্বপ্রথম কাদের কাছে দীনের দাওয়াত পৌঁছান?
ক. সাধারণ লোকের কাছে
খ.নিকটাত্মীয়দের কাছে
গ. প্রতিবেশীদের কাছে
ঘ. গরিব লোকদের কাছে
৬০। প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলে কারা মুহাম্মদ (স)-এর বিরোধিতা আরম্ভ করল?
ক. কাফিররা
খ. কুরাইশরা
গ. মুনাফিকরা
ঘ.মূর্তিপূজারিরা
৪১ | ঘ | ৪২ | গ | ৪৩ | খ | ৪৪ | খ | ৪৫ | ক |
৪৬ | ক | ৪৭ | খ | ৪৮ | ক | ৪৯ | ঘ | ৫০ | খ |
৫১ | গ | ৫২ | খ | ৫৩ | গ | ৫৪ | ৫৫ | ক | |
৫৬ | খ | ৫৭ | ঘ | ৫৮ | গ | ৫৯ | খ | ৬০ | ঘ |
৬১। ইসলাম প্রচারের কাজ শুরু করার পর মক্কার কারা মহানবী (স)-এর শত্রæতে পরিণত হয়?
ক. কাফিররা
খ. মুশরিকরা
গ.কাফির মুশরিকরা
ঘ. কাফির মুনাফিকরা
৬২। ইসলাম প্রচার করতে গিয়ে নবী (স) কেন উদ্বিগ্নও হতাশ হয়ে পড়েন?
ক. যথার্থ সাড়া না পাওয়ায়
খ. সাহাবিদের কষ্ট দেখে
গ.মক্কার লোকদের অত্যাচার ও নির্যাতনে
ঘ. অভাব-অনটনে পড়ে
৬৩। “আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।” – এ উক্তিটি কার?
ক.মহানবী (স)
খ. হযরত আলী (রা)
গ হযরত আবু বকর (রা)
ঘ. হযরত উসমান (রা)
৬৪। নবুওয়্যাতের কত বছর মহানবী (স) তাঁর ¯েœহপরায়ণ চাচাকে হারান?
ক. অষ্টম
খ. দ্বাদশ
গ.দশম
ঘ. নবম
৬৫। নবুওয়্যাতের কত বছরে মহানবী (স) তাঁর সহধর্মিণী ও চাচাকে হারান?
ক.দশ বছরে
খ. বারো বছরে
গ. আট বছরে
ঘ. পনের বছরে
৬৬। মুহাম্মদ (স) কোথায় ইসলাম প্রচার করতে গেলে তারা পাথর নিক্ষেপে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত করে ফেলে?
ক. মদিনায়
খ. শ্যামদেশে
গ.তায়েফে
ঘ. ইরানে
৬৭। হিজরত বলতে কী বোঝায়?
ক. মহানবী (স)-এর সিরিয়া গমন
ক.মহানবী (স)-এর মদিনা গমন
গ. মহানবী (স)-এর মক্কা বিজয়
ঘ. উপরের সবগুলো
৬৮। মক্কায় কাদের বিরোধিতার কারণে ইসলামের প্রচার ও প্রসার বাধাগ্রস্ত হয়?
ক. তায়েফবাসীদের
খ.কুরাইশদের
গ. কাফিরদের
ঘ. ইয়াহুদিদের
৬৯। মদিনায় হিযরতকালে মহানবী (স)-এর সাথে সঙ্গী হিসেবে কে ছিলেন?
ক. হযরত আলী (রা)
খ. হযরত উসমান (রা)
গ. হযরত উমার (রা)
ঘ.হযরত আবু বকর (রা)
৭০। মহানবী (স)-এর মদিনায় হিজরতের সঙ্গী কে ছিলেন?
ক. হযরত উমার (র)
খ. হযরত আলী (র)
গ.হযরত আবু বকর (র)
ঘ. হযরত আনাস (র)
৭১। হিজরতকালে গচ্ছিত সম্চদ প্রাপকদের ফিরিয়ে দেওয়ার জন্য মহানবী (স) কাকে তাঁর ঘরে রেখে যান?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত উমার (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ.হযরত আলী (রা)
৭২। কাফিররা ঘরে ঢুকে মুহাম্মদ (স)-এর আমানতদারি দেখে কী করল?
ক. প্রশংসা করল
খ. আনন্দিত হল
গ.লজ্জিত হল
ঘ. ক্রোধে ফেটে পড়ল
৭৩। হিজরতকালে মহানবী (স) কোন গুহায় আশ্রয় নেন?
ক. হেরা পর্বতের গুহায়
খ.সাওর পর্বতের গুহায়
গ. গিরি গুহায়
ঘ. হেকরা গুহায়
৭৪। ‘সাওর’ হচ্ছে একটি –
ক. নদীর নাম
খ. স্থানের নাম
গ. জঙ্গলের নাম
ঘ.পর্বতের নাম
৭৫। মহানবী (স) জীবনের সকল কাজে কিসের ওপর ভরসা করতেন?
ক. জিব্রাঈলের
খ. অনুসারীদের
গ. অর্থ ও সামরিক শক্তির
ঘ.আল্লাহর রহমতের
৭৬। কত তারিখে মহানবী (স) হিজরত করে মদিনায় পৌঁছেন?
ক. ৬২২ খ্রিষ্টাব্দে ২৪ সেপ্টেম্বর
খ. ৬২০ খ্রিষ্টাব্দে ২০ জুলাই
গ. ৬২২ খ্রিষ্টাব্দে ২৪ জুন
ঘ. ৬২০ খ্রিষ্টাব্দে ২৪ জুন
৭৭। মহানবী (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে
খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২০ খ্রিষ্টাব্দে
ঘ.৬২২ খ্রিষ্টাব্দে
৭৮। ‘দেখ চেয়ে ঐ চাঁদ উঠেছে গগন কিনারায়।’ কারা এ সংগীত গেয়েছিল?
ক. মদিনার যুবকেরা
খ. মদিনার শিশুরা
গ. আনসাররা
ঘ.মদিনার মেয়েরা
৭৯। স্কুল থেকে ফেরার পথে দেখলে এক বৃদ্ধ তার বোঝাটি মাথায় তুলে নিতে পারছে না। তোমার করণীয় কী?
ক.বোঝাটি মাথায় তুলে দেওয়া
খ. এ অবস্থা দেখে দঃু খ প্রকাশ করা
গ. কাউকে কাজটি করে দিতে বলা
ঘ. বৃদ্ধকে ধমক দেওয়া
৮০। মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন?
ক.হযরত আবু বকর (রা)
খ. হযরত উমার (রা)
গ. হযরত আলী (রা)
ঘ. হযরত উসমান (রা)
৬১ | গ | ৬২ | গ | ৬৩ | ক | ৬৪ | গ | ৬৫ | ক |
৬৬ | গ | ৬৭ | খ | ৬৮ | খ | ৬৯ | ঘ | ৭০ | গ |
৭১ | ঘ | ৭২ | গ | ৭৩ | খ | ৭৪ | ঘ | ৭৫ | ঘ |
৭৬ | ক | ৭৭ | ঘ | ৭৮ | ঘ | ৭৯ | ক | ৮০ | ক |
৮১। হযরত আবু বকর (রা) কত খ্রিষ্টাব্দে জš§গ্রহণ করেন?
ক.৫৭৩ খ্রিষ্টাব্দে
খ. ৫৭০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে
ঘ. ৬৭০ খ্রিষ্টাব্দে
৮২। হযরত আবু বকর (রা) মক্কার কোন বংশে কোন গোত্রে জš§গ্রহণ করেন?
ক.কুরাইশ বংশের তাইম গোত্রে
খ. কুরাইশ বংশে
গ. খাযরাজ বংশে
ঘ. বনু তামিম গোত্রে
৮৩। হযরত আবু বকর (রা) কোন গোত্রে জš§গ্রহণ করেন?
ক. খাযরাজ
খ. বানু নযীর
গ.তাইম
ঘ. কুরাইশ
৮৪। বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
ক. আলী (রা)
খ.আবু বকর (রা)
গ. আবুযর গিফারী (রা)
ঘ. সালমান ফারসি (রা)
৮৫। কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রা) তাঁর সকল সম্পদ নবী (স)-এর দরবারে হাজির করেন।
ক.তাবূক
খ. খন্দক
গ. বদর
ঘ. ওহুদ
৮৬। মিরাজের ঘটনা বর্ণনা করায় কে নির্দ্বিধায় তা বিশ্বাস করলেন?
ক. হযরত খাদিজা (রা)
খ.আবু বকর (রা)
গ. আলী (রা)
ঘ. উমার (রা)
৮৭। অগাধ বিশ্বাস ও আস্থার জন্য যে উপাধি প্রদান করা হয়, তাকে বলেÑ
ক. আল-আমীন
খ.সিদ্দীক
গ. সাদিক
ঘ. সাদাকাতুন
৮৮। হযরত মুহাম্মদ (স) হযরত আবু বকর (রা)-কে কী উপাধি দিয়েছিলেন?
ক. ফারুক
খ. আসাদুল্লাহ
গ.সিদ্দিক
ঘ. সাইফুল্লাহ
৮৯। ‘সিদ্দীক’ অর্থ কী?
ক. ঈমানদার
খ. আমানতদার
গ.বিশ্বাসী
ঘ. সত্যবাদী
৯০। কোন খলিফার সময়ে কিছু লোক মিথ্যা নবুওয়্যাতের দাবি করে?
ক.হযরত আবু বকর (রা)-এর
খ. হযরত উমার (রা)-এর
গ. হযরত উসমান (রা)-এর
ঘ. হযরত আলী (রা)-এর
৯১। নবী (স) বললেন, “আবু বকর চিন্তা কর না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” রাসূলের এ উক্তিটি পড়ে তুমি কী বুঝতে পেরেছ?
ক. রাস(ল (স) আবু বকর (রা)-কে অভয় দিলেন
খ. আল্লাহর প্রতি বিশ্বাসের কথা পুনঃ ব্যক্ত করলেন
গ. ক ও খ উভয়ই সঠিক
ঘ. কোনোটিই নয়
৯২। কোন যুদ্ধে অনেক হাফেয সাহাবি শাহাদাত বরণ করেন?
ক. বদরের যুদ্ধে
খ.ইয়ামামার যুদ্ধে
গ. উহুদের যুদ্ধে
ঘ. তাবুকের যুদ্ধে
৯৩। কোন খলিফার আমলে সমগ্র কুরআন মাজীদকে গ্রন্থাকারে একত্রিত করা হয়?
ক. হযরত উসমান (রা)-এর
খ.হযরত আবু বকর (রা)-এর
গ. হযরত উমার (রা)-এর
ঘ. হযরত আলী (রা)-এর
৯৪। কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়?
ক. হযরত আবু হুরায়রা (রা)
খ.হযরত আবু বকর (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত উমার (রা)
৯৫। হযরত আবু বকর (রা) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
ক. ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য
খ.কুরআন গ্রন্থাগারে একত্রিত করার জন্য
গ. কুরআনের পান্ডুলিপি তৈরি করার জন্য
ঘ. কুরআন সংরক্ষণ করার জন্য
৯৬। হযরত আবু বকর (রা) সমগ্র কুরআন গ্রন্থাকারে একত্র করলেন। এ মহৎ কাজের জন্য তাঁকে বলা হয় –
ক. কুরআন সংকলনকারী
খ.ইসলামের ত্রাণকর্তা
গ. কুরআন সংরক্ষণকারী
ঘ. জামিউল কুরআন
৯৭। হযরত আবু বকর (রা) কিসের ব্যবসায় করতেন?
ক. স্বর্ণের
খ. খেজুরের
গ. কাগজের
ঘ.কাপড়ের
৯৮। হযরত আবু বকর (রা)-এর জীবনাদর্শ থেকে তুমি যা শিক্ষালাভ করেছ তার আলোকে নিচের কোনটি তোমার ব্যবহারিক জীবনে বর্জনীয়?
ক.সত্য ও ন্যায়ের পূজারি হওয়া
খ. আল্লাহ ও রাসূল (স)-এ বিশ্বাস রাখা
গ.যাকাত দিতে অস্বীকৃতি জানানো
ঘ. দরিদ্রকে দান-খয়রাত করা
৯৯। হযরত উমার (রা) ছিলেন –
ক. কুস্তিগীর
খ. সাহসী যোদ্ধা
গ. কবি ও সুবক্তা
ঘ.উপরের সবকটি
১০০। নামকরা কস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা কে ছিলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত আলী (রা)
গ.হযরত উমার ফারুক (রা)
ঘ. হযরত উসমান (রা)
৮১ | ক | ৮২ | ক | ৮৩ | গ | ৮৪ | খ | ৮৫ | ক |
৮৬ | খ | ৮৭ | খ | ৮৮ | খ | ৮৯ | গ | ৯০ | ক |
৯১ | গ | ৯২ | খ | ৯৩ | খ | ৯৪ | খ | ৯৫ | খ |
৯৬ | খ | ৯৭ | ঘ | ৯৮ | গ | ৯৯ | ঘ | ১০০ | গ |
১০১। হযরত আলী (র) কেমন যোদ্ধা ছিলেন?
ক. সাহসী
খ.শক্তিশালী
গ. সাধারণ
ঘ. সেনাপতি
১০২। হযরত উমার (রা)-এর বোনের নাম কী ছিল?
ক. কুলসুম
খ. হাফসা
গ. আসমা
ঘ.ফাতিমা
১০৩। হযরত উমর ফারুক (রা)-এর ভগ্নীপতির নাম কী ছিল?
ক. আমীর
খ.সাঈদ
গ. আবুল আস্
ঘ. খাত্তাব
১০৪। কোনটি হযরত উমার (রা)-এর ইসলাম গ্রহণকে প্রভাবিত করে?
ক. ইসলামের দাওয়াত
খ. পরকাল ভীতি
গ. কাফেরদের অনাচার
ঘ.ভগ্নী ও ভগ্নীপতির ইসলাম গ্রহণ
১০৫। “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব।”Ñ এ উক্তিটি কার?
ক. আবুযর গিফারী (রা)
খ. আবু বকর (রা)
গ.উমার (রা)
ঘ. খালিদ বিন ওয়ালিদ (রা)
১০৬। ইসলাম গ্রহণ করার পর হযরত উমার (রা) বললেন, “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব।” হযরত উমার (রা)-এর এ উক্তির মাধ্যমে প্রকাশিত হয়
ক. তাঁর সাহসিকতা
খ. তাঁর ঈমানী তেজ
খ.ক ও খ উভয়ই সঠিক
ঘ. কোনোটিই নয়
১০৬। ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. সত্যবাদী
খ. সত্যমিথ্যার সমন¦য়কারী
গ. সত্যের অনুসারী
ঘ.সত্যমিথ্যার প্রভেদকারী
১০৭। “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব।” হযরত উমার (রা)-এর এ উক্তিটি তৎকালীন আরব সমাজে কী প্রভাব ফেলেছিল?
ক. কাফিরদের মনে ভীতির সঞ্চার করেছিল
খ. নবীন ইসলামের ভিত শক্ত করেছিল
গ.ক ও খ উভয়ই সঠিক
ঘ. কোনোটিই নয়
১০৮। ইসলাম প্রচার ও প্রসারের জন্য উমার (রা) কী উৎসর্গ করেছিলেন?
ক. জীবন
খ. পিতামাতা
গ. নেতৃত্ব
ঘ.ধনসম্পদ
১০৯। কোন খলিফা সকল যুদ্ধে মহানবী (স)-এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
ক. হযরত আবু বকর (রা)
খ.হযরত উমার (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলী (রা)
১১০। হযরত উমার (রা) কোন যুদ্ধে মহানবী (স)-এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
ক. বদর যুদ্ধে
খ. উহুদ যুদ্ধে
গ. খন্দকের যুদ্ধে
ঘ.সকল যুদ্ধে
১১১। হযরত উমারের (র) বিচার ব্যবস্থা কেমন ছিল?
ক. নিরপেক্ষ
খ. নিখুঁত
গ.নিরপেক্ষ ও নিখুঁত
ঘ. মোটামুটি
১১২। কোন খলিফা মদ্যপানের অপরাধে স্বীয় পুত্রকে কঠোর শাস্তি দিয়েছিলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ.হযরত উমার (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলী (রা)
১১৩। মদ্যপানের অপরাধে উমার (রা) যে পুত্রকে শাস্তি দেন তার নাম কী?
ক. আবু হেনা
খ. আব্দুল্লাহ
গ. তাহের
ঘ.আবু শাহ্মা
১১৪। কোন খলিফা গণতন্ত্রমনা ছিলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত আলী (রা)
গ.হযরত উমার (রা)
ঘ. হযরত উসমান (রা)
আকাইদ: ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর – SSC
ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
১১৫। হযরত উমার (রা) ছিলেন –
ক. স্বৈরতন্ত্রমনা
খ.গণতন্ত্রমনা
গ. রাজতন্ত্রমনা
ঘ. একনায়কতন্ত্রমনা
১১৬। কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?
ক. হযরত আবু বকর (রা)
খ.হযরত উমার (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ. হযরত আলী (রা)
১১৭। হযরত উমার (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন?
ক. মন্ত্রিবর্গের
খ. বন্ধুদের
গ.সাহাবিগণের
ঘ. বিচারকগণের
১১৮। কার চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রিতস ছিল?
ক. হযরত আবু বকর (রা)-এর
খ. হযরত আলী (রা)-এর
গ.হযরত উমার (রা)-এর
ঘ. হযরত উসমান (রা)-এর
১১৯। হযরত উমার (রা)-এর চরিত্রে কিসের অপূর্ব সংমিশণ্র ঘটেছিল?
ক. কোমলতা ও সত্যবাদিতার
খ.কোমলতা ও কঠোরতার
গ. মায়া ও দানের
ঘ. কঠোরতা ও ন্যায়পরায়ণতার
১২০। কোন খলিফা গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত আলী (রা)
গ. হযরত উসমান (রা)
ঘ.হযরত উমার (রা)
১০১ | খ | ১০২ | ঘ | ১০৩ | খ | ১০৪ | ঘ | ১০৫ | গ |
১০৬ | গ | ১০৭ | গ | ১০৮ | ঘ | ১০৯ | খ | ১১০ | ঘ |
১১১ | গ | ১১২ | খ | ১১৩ | ঘ | ১১৪ | গ | ১১৫ | খ |
১১৬ | খ | ১১৭ | গ | ১১৮ | গ | ১১৯ | খ | ১২০ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।