PSC-বাংলাদেশ বিষয়ালী – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF : প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়ালী হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির এর জন্য যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
[দ্রষ্টব্য: উত্তরদাতা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]
১. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
ক. চতুর্থ খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. পঞ্চম
২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ. পরিবেশ ও বণ মন্ত্রণালয় ঘ. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
৩. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৭ এপ্রিল ১৯৭১ খ. ১০ এপ্রিল ১০৭১ গ. ২৬ মার্চ ১৯৭১ ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
৪. বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কী?
ক. ডুমুরিয়া খ. কয়রা গ. কলারোয়া ঘ. টেকনাফ
৫. বাংলাদেশের জাতীয় খেলা-
ক. ফুটবল খ. ক্রিকেট গ. কাবাডি ঘ. ব্যাডমিন্টন
৬. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ধ. পাবনা খ. সিরাজগঞ্জ প. ভোলা ঘ. গোয়ালন্দ
৭. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ধ. কর্ণফুলি খ. নাফ প. নবগঙ্গা ঘ. ভাগিরথী
৮. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য-
ক. বেগম রাজিয়া বানু খ. বেগম মতিয়া চৌধুরী গ. আমেনা বেগম ঘ. এঁদের কেউ নন
৯. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ক. সেন্টমার্টিন খ. লালপুর গ. হিলি ঘ. লালমোহন
১০. বাংলা সনের প্রবর্তক কে?
ক. জাহাঙ্গীর খ. আকবর গ. শেরশাহ ঘ. আওরঙ্গজেব
১১. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট কোথায়?
ক. ফরিদপুর খ. দিনাজপুর গ. ঈশ্বরদী ঘ. ঢাকা
১২. তিন বিঘা করিডোরের আয়তন কত?
ক. ১৭৮ মিটার ৮৫ মিটার খ. ১৮৩ মিটার ৮৭ মিটার
গ. ১৮৭ মিটার ৯৩ মিটার ঘ. ১৭৫ মিটার ৭১ মিটার
১৩. কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
ক. রাজশাহী খ. ফরিদপুর গ. রংপুর ঘ. যশোর
১৪. শাপলা চত্বরের স্থপতি কে?
ক. মৃণাল হক খ. মাসুদ আহমেদ গ. আবুল হোসেন ঘ. আজিজুল জলিল পাশা
১৫. সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে?
ক. কিশোরগঞ্জ খ. সিলেট গ. ব্রাহ্মণবাড়িয়া ঘ. সুনামগঞ্জ
১৬. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক. জেনারেল আতাউল গনি ওসমানী খ. মেজর খালেদ মোশাররফ
গ. ক্যাপ্টেন ও কে খন্দকার ঘ. মেজর শফিউল্লাহ
১৭ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
ক. ১০ নং খ. ২১ (২)নং গ. ২৭ নং ঘ. ২৮ (২) নং
১৮. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
ক. মহামান্য রাষ্ট্রপতি খ. জাতীয় সংসদ গ. সুপ্রিম কোর্ট ঘ. হাইকোর্ট
১৯. ‘টিয়ার্স অব ফায়ার’ কি?
ক. পরিবেশ বিষয়ক আন্দোলন খ. নবগঠিত পুলিশ ব্যাটেলিয়ন
গ. মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র ঘ. দারিদ্র্য বিমোচন কর্মসূচি
২০. বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
ক. যমুনা সার কারখানা খ. ঘোড়াশাল সার কারখানা
গ. ছাতক সার কারখানা ঘ. ফেঞ্চুগঞ্জ সার কারখানা
২১. প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন?
ক. এক-দশমাংশ খ. এক-শতাংশ গ. দুই-দশমাংশ ঘ. কিয়দাংশ
২২. বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
ক. নরসিংদী খ. দিনাজপুর গ. রাজশাহী ঘ. কুমিলা
২৩. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
ক. নাটোর খ. চাঁপাইনবাবগঞ্জ গ. জয়পুরহাট ঘ. নওগাঁ
২৪. উপক‚ল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক. ৫০ নটিক্যাল মাইল খ. ১০০ নটিক্যাল মাইল
গ. ২০০ নটিক্যাল মাইল ঘ. ২৫০ নটিক্যাল মাইল
২৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২৬. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক. ১০ এপ্রিল, ১৯৭২ খ. ১২ অক্টোবর, ১৯৭২ গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ ঘ. ১০ জানুয়ারী, ১৯৭৩
২৭. সংবিধান দিবস পালিত হয় কবে?
ক. ১০ এপ্রিল খ. ১২ অক্টোবর গ. ৪ নভেম্বর ঘ. ১৬ ডিসেম্বর
২৮. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৭ ই মার্চ খ. ১৩ ই মার্চ গ. ১৭ ই মার্চ ঘ. ২৬ ই মার্চ
২৯. নিচের কোন ব্যক্তি বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদ হননি?
ক. নূর হোসেন খ. সালাম গ. রফিক ঘ. বরকত
৩০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক. হামিদুর রহমান খ. হামিদুজ্জামান গ. ফজলুর রহমান ঘ. মইনুল হোসেন
৩১. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
৩২. হিলি স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
ক. লালমনির হাট খ. যশোহর গ. রংপুর ঘ. দিনাজপুর
৩৩. বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা কত?
ক. ৪৮২ খ. ৪৮৩ গ. ৪৯২ ঘ. ৪৮৫
৩৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে?
ক. স্পিকার খ. জাতীয় সংসদ গ. রাষ্ট্রপতি ঘ. মন্ত্রীসভা
৩৫. বিল ডাকাতিয়া কোন জেলাতে অবস্থিত?
ক. সিরাজগঞ্জ খ. পাবনা গ. নেত্রকোনা ঘ. খুলনা
৩৬. ঢাকার চক বাজারে বিখ্যাত ‘বড় কাটরা’ নির্মাণ করেন কে?
ক. শায়েস্তা খান খ. মীর জুমলা গ. শাহ সুজা ঘ. ঈশা খাঁ
৩৭. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
ক. ১৬ ডিসেম্বর খ. ৭ মার্চ গ. ২৬ মার্চ ঘ. ২১ ফেব্রæয়ারি
৩৮. বাংলাদেশের বিখ্যাত মনিপুরি নাচ কোন অঞ্চলের?
ক. রাঙ্গামাটি খ. রংপুর গ. কুমিল্লা ঘ. সিলেট
Subject: English – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF
Bangladesh Affairs – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF
বিষয়: বাংলা – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF
৩৯. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. করতোয়া খ. কর্ণফুলী গ. নাফ ঘ. মহানন্দা
৪০. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক. নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. জসিম উদ্দীন ঘ. জীবনানন্দ দাস
৪১. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত ছিল?
ক. ১৬২টি খ. ১১১টি গ. ৩৫১টি ঘ. ১০১টি
৪২. সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়?
ক. পাগ-মার্ক খ. ফুটমার্ক গ. এওঝ ঘ. কোয়ার্ডবেট
৪৩. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
ক. রাখাইন খ. মারমা গ. পাঙন ঘ. খিয়াং
৪৪. বাঙ্গালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. দ্রাবিড় খ. নেগ্রিটো গ. ভোটচীন ঘ. অস্ট্রিক
৪৫. কোনটি বাংলাদেশের একটি পাহাড়ী দ্বীপ?
ক. মহেশখালী খ. হাতিয়া গ. চরফ্যাশন ঘ. ছেড়াদ্বীপ
৪৬. সুন্দরবনকে’ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
ক. UNICEF খ. UNIAID গ. UNESCO ঘ. UNCTAD
- ১০ তম বি সি এস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান
- ১১ তম বি সি এস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান
- ১২ তম বি সি এস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান
- ১৩ তম বি সি এস প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান
- ১৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান
- ১৪ তম বি সি এস প্রিলিমিনিয়ারি প্রশ্নের সমাধান ২য় অংশ
৪৭. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
ক. এ এন সাহা খ. কামরুল হাসান গ. রফিকুন্নবী ঘ. জয়নুল আবেদিন
৪৮. টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত?
ক. মেঘালয় খ. মিজোরাম গ. মণিপুর ঘ. অরুনাচল
৪৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৪ খ. ৭ গ. ১১ ঘ. ১৪
৫০. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
ক. ২ খ. ৬ গ. ৭ ঘ. ৮
উত্তর পত্র:
০১ ক ০২ খ ০৩ খ ০৪ ঘ ০৫ গ ০৬ ঘ ০৭ খ ০৮ ক ০৯ ক ১০ খ
১১ গ ১২ ক ১৩ ঘ ১৪ ঘ ১৫ ক ১৬ গ ১৭ ঘ ১৮ গ ১৯ গ ২০ ক
২১ ক ২২ ক ২৩ খ ২৪ গ ২৫ খ ২৬ খ ২৭ গ ২৮ গ ২৯ ক ৩০ ক
৩১ গ ৩২ ঘ ৩৩ গ ৩৪ গ ৩৫ ঘ ৩৬ গ ৩৭ গ ৩৮ ঘ ৩৯ গ ৪০ খ
৪১ খ ৪২ ক ৪৩ গ ৪৪ ঘ ৪৫ ক ৪৬ গ ৪৭ খ ৪৮ গ ৪৯ গ ৫০ ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।