(PDFফ্রি) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ অধ্যায় ৫ : রাষ্ট্রচিন্তাবিদগণ এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
(PDFফ্রি) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫ : রাষ্ট্রচিন্তাবিদগণ
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. রাষ্ট্রচিন্তা কী?
উত্তর : রাষ্ট্রচিন্তা হলো রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মনীষীদের মতবাদ।
২. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায়?
উত্তর : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সূত্রপাত প্রাচীন গ্রিসে।
৩. সমগ্র রাষ্ট্রচিন্তার ইতিহাসের প্রকারভেদ কী কী?
উত্তর : সমগ্র রাষ্ট্রচিন্তার ইতিহাসের প্রকারভেদ হলো- ক. প্রাচ্যের রাষ্ট্রচিন্তা ও খ. পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ।
৪. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা কয়ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা তিন ভাগে বিভক্ত। যথা ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ গ. আধুনিক যুগ।
৫. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার অপর নাম কী?
উত্তর : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার অপর নাম ইউরোপীয় রাষ্ট্রচিন্তা।
৬. কোন সময় পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে?
উত্তর : পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে খ্রিস্টপূর্ব ৪৬৯ থেকে খ্রিস্টপূর্ব ২৬ অব্দ পর্যন্ত ।
৭. “গ্রিকদের মাধ্যমেই রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে এবং সমৃদ্ধি লাভ করে।”—উক্তিটি কার?
উত্তর : “গ্রিকদের মাধ্যমেই রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে এবং সমৃদ্ধি লাভ করে।”—উক্তিটি আর্নেস্ট বার্কারের।
৮. গ্রিক নগররাষ্ট্রগুলোর প্রকৃতি কেমন ছিল?
উত্তর : গ্রিক নগররাষ্ট্রগুলোর প্রকৃতি ছিল স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন।
৯. গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তিকে প্রাধান্য দান।
১০. এথেন্সের সমাজব্যবস্থায় নাগরিকদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয় ও কী কী?
উত্তর : এথেন্সের সমাজব্যবস্থায় নাগরিকদের তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা: ক. দাস, খ. বিদেশি গণ ও গ. নাগরিকগণ।
- আরো পড়ুন:-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা(PDFফ্রি)
- আরো পড়ুন:-রচনামূলক প্রশ্নোত্তর, রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা(PDFফ্রি)
- আরো পড়ুন:- রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- অধ্যায় ৪:রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা অতিসংক্ষিপ্তত্তরPDF
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ: রচনামূলক প্রশ্নোত্তর(ফ্রি PDF)
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:(ফ্রি PDF) রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১১. এথেন্সে সর্বোচ্চ শ্রেণির লোকদের কী বলা হতো?
উত্তর : এথেন্সে সর্বোচ্চ শ্রেণির লোকদের নাগরিক বা ঈরঃরুবহং বলা হতো।
১২. এথেনীয় সমাজে সর্বনিম্ন স্তরে ছিল কারা?
উত্তর : এথেনীয় সমাজে সর্বনিম্ন স্তরে ছিল দাসগণ।
১৩. এক্লেসিয়া (Ecclesia) বা অ্যাসেম্বলি কী?
উত্তর : এক্লেসিয়া (Ecclesia) বা অ্যাসেম্বলি হলো এথেন্সের পুরুষ নাগরিকদের নিয়ে গঠিত সংসদ।
১৪. এক্লেসিয়া (Ecclesia) বা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতো কারা?
উত্তর : এক্লেসিয়া (Ecclesia) বা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতো ২০ বছর বয়সের এথেনীয় নাগরিকগণ ।
১৫. এথেন্সের তিনটি রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : এথেন্সের তিনটি রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হলো— ক. পঞ্চশত পরিষদ, খ. বহুসংখ্যক মঞ্জুরি সংবলিত আদালতসমূহ ও গ. দশাধিনায়ক পরিষদ।
১৬. এথেন্সের নাগরিকরা কতটি গোত্রে বিভক্ত ছিল?
উত্তর : এথেন্সের নাগরিকরা ১০টি গোত্রে বিভক্ত ছিল ।
১৭. প্রাচীন গ্রিসের এথেন্সকে স্বর্গীয় শাসনের নিমিত্তে কতটি ‘ডেমিতে’ ভাগ করা হয়?
উত্তর : প্রাচীন গ্রিসের এথেন্সকে স্বর্গীয় শাসনের নিমিত্তে ১০০টি ‘ডেমিতে’ ভাগ করা হয়
১৮. প্রাচীন গ্রিসের দুটি নগররাষ্ট্রের নাম লেখ ।
উত্তর : প্রাচীন গ্রিসের দুটি নগররাষ্ট্রের নাম হলো— ক. এথেন্স, খ. স্পার্টা ।
১৯. স্পার্টার ৩টি রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর : স্পার্টার ৩টি রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হলো— ক. সিনেট, খ. এফরস বোর্ড ও গ. জনগণের সভা।
২০. কোনটি গ্রিসের রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু ছিল?
উত্তর : গ্রিসের রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু ছিল নগররাষ্ট্র (চড়ষরং)।
২১. গ্রিক রাষ্ট্রচিন্তার মূলভিত্তি কী?
উত্তর : গ্রিক রাষ্ট্রচিন্তার মূলভিত্তি হলো গ্রিক নগররাষ্ট্র।
২২. গ্রিকরা ন্যায়বিচারের প্রতীক মনে করতো কাকে?
উত্তর : গ্রিকরা ন্যায়বিচারের প্রতীক মনে করতো জিউসকে।
২৩. গ্রিক নগররাষ্ট্রে এথেন্সের জনসংখ্যা কত ছিল? উত্তর : গ্রিক নগররাষ্ট্রে এথেন্সের জনসংখ্যা ছিল প্রায় তিন লক্ষ।
২৪. এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল কোনটি?
উত্তর : এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল প্রকাশ্য সভা ।
২৫. এথেন্সের কোন রাজনৈতিক প্রতিষ্ঠান আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বেসর্বা ছিল?
উত্তর : এথেন্সের নগরসভা বা এক্লেসিয়া আইন
প্রণয়নের ক্ষেত্রে সর্বেসর্বা ছিল।
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,অধ্যায়৩:মৌলিক ধারণাসমূহ
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:-(PDFফ্রি) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর(PDFফ্রি)
২৬. স্পার্টার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল কোনটি?
উত্তর : স্পার্টার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল সিনেট।
২৭. সিনেট কতজন সদস্যের সমন্বয়ে গঠিত হতো?
উত্তর : সিনেট ২৮ জন সদস্যের সমন্বয়ে গঠিত হতো।
২৮. সিনেটের সদস্য হওয়ার জন্য কত বছর প্রয়োজন?
উত্তর : সিনেটের সদস্য হওয়ার জন্য ৬০ বছর বয়স প্রয়োজন।
২৯. এথেন্সের পতন ঘটে কখন?
উত্তর : এথেন্সের পতন ঘটে খ্রিস্টপূর্ব ৪০৪ অব্দে ।
৩০. সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল এরা কোন যুগের দার্শনিক?
অথবা, প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর : সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল—এরা প্রাচীন যুগের দার্শনিক ছিলেন।
৩১. গ্রিক রাষ্ট্রচিন্তার তিনটি অবদান উল্লেখ কর।
উত্তর : গ্রিক রাষ্ট্রচিন্তার তিনটি অবদান হলো- ১. গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, ২. ব্যক্তিস্বাধীনতা ও ৩. সৃজনশীল চিন্তার বিকাশ।
৩২. “গ্রিসের যুক্তিবাদের শান্ত পরিবেশে রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত।”— উক্তিটি কার?
উত্তর : “গ্রিসের যুক্তিবাদের শান্ত পরিবেশে রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত।”— উক্তিটি আর্নেস্ট বার্কারের।
৩৩. এথেনীয় স্বর্ণযুগ কখন পরিলক্ষিত হয়?
উত্তর : খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের তৃতীয় ভাগে এথেনীয় স্বর্ণযুগ পরিলক্ষিত হয় ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। (PDFফ্রি) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ