PDF File | ধ্বনির পরিবর্তন | বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | SSC

PDF File | ধ্বনির পরিবর্তন | বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | SSC : ধ্বনির পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ  বহুনির্বাচনি  প্রশ্ন উত্তর গুলো নিয়ে আজকের আলোচনা । ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।

বাংলা ২য় পত্রের ধ্বনির পরিবর্তন থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:

০১. ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত কোনটি?

ক. শব্দের পরিবর্তন

খ. অর্থের পরিবর্তন

গ. ধ্বনির পরিবর্তন

ঘ. ভাষার পরিবর্তন

 

০২. ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্ররিয়ায় এর নাম কী?

ক. আদি স্বরাগম

খ. স্বরলোপ 

গ. মধ্যস্বরাগম

ঘ. অন্ব্যস্বরাগম

 

০৩. চৎড়ঃযবংরং -অর্থ হল?

ক. মধ্যস্বরাগম

খ. আদি স্বরাগম 

গ. অন্ব্যস্বরাগম

ঘ. অপিনিহিতি

 

০৪. কোনগুলো আদি স্বরাগম? 

ক. স্নেহ>সিনেহ, দর্শন> দরিশন 

খ. রত্ন > রতন, ধর্ম > ধরম

গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল 

ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

 

০৫. ‘মধ্যস্বরাগম’ – এর অপর নাম কী? 

ক. অসমীকরণ

খ. বিষমীভবন 

গ. বিপ্রকর্ষ

ঘ. সমীভবন

 

বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | নবম ও দশম শ্রেণী | SSC

 

০৬. কিলিপ, শ্লোক, ভ্রু  এগুলো কিসের উদাহরণ?

ক. আদি স্বরাগম

খ. প্রণত 

গ. মধ্যস্বরাগম

ঘ. অন্যান্য

 

০৭. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয়  –

ক. অপিনিহিতি

খ. অসমীকরণ 

গ. স্বরসঙ্গতি

ঘ. অন্ব্যস্বরাগম

 

০৮. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে? 

ক. বিপ্রকর্ষ

. স্বরাগম 

গ. অভিশ্রতি

ঘ. অপিনিহিতি

 

০৯. সত্য > সইত্য -কিসের উদাহরণ?

ক. আদি স্বরাগম

খ. মধ্যস্বরাগম 

গ. অপিনিহিতি

ঘ. অভিশ্রতি

 

১০. দুটি সমবর্ণের একটির অপরিবর্তনকে কী বলে?

ক. সমীভবন

খ. বিষমীভবন 

গ. ব্যঞ্জনদ্বিত্বতা

ঘ. ব্যঞ্জনবিকৃতি

 

১১. বিষমীভবনের উদাহরণ কোনটি? 

ক. গ্রাম > গেরাম

খ. বিলাতি > বিলিতি

গ. ধোবা > ধোপা

ঘ. লাল > নাল

 

১২. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে? 

ক. নামধাতু

খ. অন্বর্হতি 

গ. অভিশ্রতি

ঘ. যোগরূঢ় শব্দ

 

১৩. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন সরসঙ্গতি বলে?

ক. আদি স্বরসঙ্গতি

খ. পরাগত স্বরসঙ্গতি

গ. প্রগত স্বরসঙ্গতি

ঘ. মধ্য স্বরসঙ্গতি

 

১৪. অপিনিহিতির পরের ধাপ কোনটি?

ক. অভিশ্রতি

খ. স্বরলোপ 

গ. বিষমীভবন

ঘ. সমীভবন

বাংলা ২য় | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | নবম ও দশম

১৫. মাছুয়া > মেছা – কোন নিয়ম?

ক. অভিশ্রতি

খ. অপশ্রতি 

গ. অন্বর্হতি

ঘ. সম্প্রকর্ষ

 

১৬. “পুরোহিত > পুরুত” কিসের উদাহরণ?

ক. ব্যঞ্জন চ্যুতি

খ. হ-কার লোপ 

গ. অন্বর্হতি

ঘ. ব্যঞ্জন বিকৃতি

 

১৭. কোন শব্দটি অন্যোন্য স্বরসঙ্গতির উদাহরণ? 

ক. বিলিতি

খ. মুড়ো 

গ. শিকে

ঘ. মুজো

 

১৮. স্বরলোপের উদাহরণ কোনগুলো? 

ক. বাক্য > বাইক্য, সত্য > সইত্য 

খ. শরীর > শরীল, লাল > নাল

গ. বসতি > বস্তি, জানালা > জান্লা 

ঘ. কবাট > কপাট, ধোবা > ধোপা

 

১৯. দ্রæত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে? 

ক. বিষমীভবন

খ. সমীভবন 

গ. স্বরসঙ্গতি

ঘ. সম্প্রকর্ষ

 

২০. জানালা>জান্লা-এটি কিসের উদাহরণ?

ক. সম্প্রকর্ষ

খ. অসমীকরণ 

গ. স্বরসঙ্গতি

ঘ. সমীভবন

উত্তর মালা:

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০

 

PDF File

উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

Check Also

SSC |বাংলা ২য় গুরুত্বপূর্ণ ৪টি প্রবন্ধ রচনা | (PDF Download)

SSC |বাংলা ২য় গুরুত্বপূর্ণ ৪টি প্রবন্ধ রচনা | (PDF Download)

SSC |বাংলা ২য় গুরুত্বপূর্ণ ৪টি প্রবন্ধ রচনা | (PDF Download): SSC পরিক্ষায় কমন উপযোগী কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *