PDF ২০২৪: তৃতীয় শ্রেণির পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্ন-উত্তর ।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । তৃতীয় শ্রেণির পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্ন-উত্তর (PDF সহ) ২০২৪ প্রশ্নোত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ৩য় শ্রেণি এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
PDF ২০২৪: তৃতীয় শ্রেণির পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্ন-উত্তর
অধ্যায়-৭: পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা
১-পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য
ক) উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি-
১. ১নং ছবিতে কে, কী করছে?
উত্তর: ১নং ছবিতে ভাই ছোট শিশুকে কোলে নিয়েছে। বোন তাকে খাইয়ে দিচ্ছে।
২. কেন করছে?
উত্তর: তারা এটি করছে, কারণ পরিবারের সদস্যদের দেখাশোনা করা সবার দায়িত্ব।
৩. ২ নং ছবিতে কে, কী করছে?
উত্তর: ২ নং ছবিতে বাবার হাত থেকে বোন বাজারের ব্যাগ সংগ্রহ করছে। অপরদিকে মাকে রান্নার কাজে ভাই সাহায্য করছে।
৪. কেন করছে?
উত্তর: কারণ, পরিবারের ছোট-খাটো কাজে সবার সাহায্য করা উচিত।
খ) উপরের পাঠ্যাংশটুকু পড়ে পরিবারের ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি-
ছোটদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য
১ ছোটদের ভালোবাসব ও স্নেহ করব।
২ ছোটদের খাবার খেতে সাহায্য করব।
৩ সবসময় তাদের দিকে লক্ষ রাখব।
গ) উপরের পাঠ্যাংশটুকু পড়ে পরিবারের বড়োদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি-
বড়োদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য
১ বড়দের আদেশ নিষেধ মেনে চলব।
২ বড়দের সবসময় সম্মান ও শ্রদ্ধা করব।
৩ পরিবারের কাজে সাধ্যমত সাহায্য করব।
ঘ) পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই, তা লিখি-
১ সবার প্রতি দায়িত্ব পালন করলে সুখি পরিবার গড়ে ওঠে।
২ পরিবারের সকল কাজ সহজে সম্পন্ন করা যায়।
৩ পরিবারের সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
২-প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য
ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি-
১. ছবিতে বৃদ্ধামহিলা কী করছে?
উত্তর: বৃদ্ধা মহিলা অসুস্থ। তাই তিনি বিছানায় শুয়ে আছেন।
২. মেয়েশিশুটি কী করছে?
উত্তর: মেয়ে শিশুটি ওষুধের পাতা থেকে ওষুধ বের করছে।
৩. ছেলেশিশুটি কী করছে?
উত্তর: ছেলেশিশুটি হাতে পানি নিয়ে বসে আছে।
৪. বৃদ্ধ মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্ক কী হতে পারে?
উত্তর: বৃদ্ধা মহিলাটি ছেলে এবং মেয়েটির দাদী।
খ) উপরের পাঠ্যাংশটুকু পড়ে আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো লিখি-
১ চলাফেরা করার জন্য সাহায্যের প্রয়োজন।
২ নিজের কাজকর্ম করার জন্য সাহায্যের প্রয়োজন।
৩ পরিবারের সকল সদস্যদের সঙ্গের প্রয়োজন।
গ) আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কী কী দায়িত্ব পালন করতে চাই, তা নিচের ছকে লিখি-
১ চলাফেরা করতে সাহায্য করব।
২ খাবার খাইয়ে দেব, ওষুধ খাইয়ে দেব, অন্যান্য কাজ করতে সাহায্য করব।
৩ অবসর সময়ে তাঁদের সাথে গল্প করব, বেড়াতে নিয়ে যাব।
ঘ) পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচের ছকে লিখি-
১ তাঁরা বয়োজ্যেষ্ঠ বলে সাহায্যের প্রয়োজন।
২ তাঁরা পরম শ্রদ্ধেয় ও সম্মানীয় ব্যক্তি।
৩ এরা আমাদের স্নেহ করেন এবং কল্যাণ কামনা করেন।
PDF ২০২৪: তৃতীয় শ্রেণির পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: PDF ২০২৪: তৃতীয় শ্রেণি: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন:PDF ২০২৪: তৃতীয় শ্রেণির পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
৩-পরিবারের সুরক্ষা
ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করে কী দুর্ঘটনা ঘটেছে তা বলি। পরিবারে আর কী কী নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, তা নিচের ছকে লিখি-
উত্তর: উপরের ছবিতে দেখা যাচ্ছে, ফল কাটকে গিয়ে মেয়ে শিশুটির হাত কেটে গেছে।
ক্রমিক নং নিরাপত্তা ঝুঁকি
১ অসাবধানতাবশত হাত কেটে যাওয়া।
২ শরীরের কোনো অংশ পুড়ে যাওয়া।
৩ আছার খেয়ে হাত বা পা ভেঙে যাওয়া।
খ) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা এবং সেসব সংস্থা থেকে যেসব সেবা পেতে পারি, তা নিচের ছকে লিখি-
ক্রমিক নং সেবাদানকারী সংস্থা/প্রতিষ্ঠানের নাম কী ধরনের সেবা প্রদান করে
১ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভেন্স অগ্নিকাণ্ড এবং অন্যান্য সামাজিক বিপর্যয়ে সাহায্য করে।
২ হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রদান করে।
৩ থানা আইনী সহায়তা প্রদান করে।
গ) সেবাদানকারী সংস্থার সেবা পাওয়ার জন্য কী করা যায়, তা নিচের ছকে লিখি-
ক্রমিক নং যোগাযোগের উপায় কী তথ্য জানাব?
১ নির্দিষ্ট নম্বরে ফোন করব। আমি কী ধরনের সেবা চাচ্ছি, তা তাদের কাছে বিস্তারিত বলব।
২ সরাসরি অফিসে যাব।
ঘ) বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখাই।
৪-পরিচ্ছন্নতা রক্ষায় আমি
ক) উপরে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি-
১. এগুলো কীসের ছবি?
২. এখানে কাদের দেখা যাচ্ছে?
৩. তার কী করছে?
৪. এর ফলে কী হতে পারে?
চলবে…
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।