PDF : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর : জীবনাদর্শ : ইসলাম ও নৈতিক শিক্ষার জীবনাদর্শ হতে যেকোনো ধরনের প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয়া ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনার খুশি হবেন যে, আপনাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার জীবনাদর্শ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
[PDF] : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর : জীবনাদর্শ
১২১.ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান –
ক. হযরত আলী (রা)
খ. হযরত উসমান (রা)
গ. সম্রাট নাসির উদ্দীন
ঘ.হযরত উমার (রা)
১২২। হযরত উমার (রা)-এর স্ত্রীর নাম কী?
ক. উম্মে জয়নব
খ.উম্মে কুলসুম
গ. উম্মে আছিয়া
ঘ. উম্মে মরিয়ম
১২৩। হযরত উমার (রা)-এর শাসনের সাথে তুলনা করে বর্তমান সময়ের শাসনব্যবস্থা কেমন হওয়া উচিত?
ক. সমাজতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ.জবাবদিহিমূলক
ঘ. স্বেচ্ছাচারী
১২৪। হযরত উমার (রা)-এর সরকার ব্যবস্থার কোন দিকগুলো আমাদের দেশে প্রয়োগ করার সুপারিশ করবে?
ক. নিরপেক্ষ ও নিখুঁত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা
খ. শাসকের জবাবদিহিতার ব্যবস্থা থাকা
গ. গণতন্ত্রের পুরোপুরি বাস্তবায়ন
ঘ.উপরের সবগুলো
১২৫। বিচার ফয়সালার ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করলে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে?
ক. অধিক লোকের সাক্ষ্য গ্রহণ
খ. সীমিত সংখ্যক লোকের সাক্ষ্য গ্রহণ
গ.বিচারকের নিরপেক্ষতা
ঘ. বিচারকের পান্ডিত্য
১২৬। মানব দরদি হযরত উমার (রা) ছিলেন –
ক. বিতর্কিত মুসলিম শাসক
খ.সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ
গ. সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা
ঘ. ইসলামের প্রতিষ্ঠাতা
১২৭। হযরত উমার (রা) জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর শাসনব্যবস্থা পরিচালনা করতেন। তিনি শাসনকার্যে জনমতকে প্রাধান্য দিতেন। তাঁর শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
ক.গণতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
১২৮। হযরত উমার (রা) মদপান করার জন্য নিজের ছেলেকে শাস্তি প্রয়োগ করেছিলেন। তোমার কোনো আত্মীয় যদি মদপান করে তবে তুমি কী ব্যবস্থা গ্রহণ করবে?
ক.ন্যায়বিচার করবে
খ. বুঝিয়ে ছেড়ে দেবে
গ. শাসন করবে
ঘ. জরিমানা করবে
১২৯। ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন?
ক. হযরত আবু বকর (রা)
খ. হযরত উমার (রা)
গ.হযরত উসমান (রা)
ঘ. হযরত আলী (রা)
১৩০। হযরত উসমান (রা) কত খ্রিষ্টাব্দে জš§গ্রহণ করেন?
ক.৫৭৬ খ্রিষ্টাব্দে
খ. ৫৭৩ খ্রিষ্টাব্দে
গ. ৫৮৩ খ্রিষ্টাব্দে
ঘ. ৫৯৩ খ্রিষ্টাব্দে
১৩১। হযরত উসমান (রা) কোন গোত্রে জš§গ্রহণ করেন?
ক. তাইম
খ.উমাইয়া
গ. আব্বাসীয়
ঘ. বনু কুরাইয়া
১৩২। হযরত উসমান (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
ক. ৩০ বছর বয়সে
খ.৩৪ বছর বয়সে
গ. ২০ বছর বয়সে
ঘ. ১২ বছর বয়সে
১৩৩। ইসলাম গ্রহণের অপরাধে কে হযরত উসমান (রা)-এর ওপর নানারকম নির্যাতন করে?
ক.হাকাম
খ. হাকিম
গ. বিলাল
ঘ. যায়িদ
১৩৪। কোন খলিফা আবিসিনিয়ায় হিজরত করেন?
ক.হযরত উসমান (রা)
খ. হযরত আলী (রা)
গ. হযরত মুয়াবিয়া (রা)
ঘ. হযরত আবু বকর (রা)
১৩৫। হযরত উসমান (রা) আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কাকে নিয়ে?
ক. একাকী
খ. উম্মে কুলসুমকে নিয়ে
গ.রুকাইয়াকে নিয়ে
ঘ. অনেক মুসলমানকে নিয়ে
১৩৬। হযরত উসমান (রা) স্বীয় সহধর্মিণী রুকাইয়াকে নিয়ে কোথায় হিজরত করেন?
ক. মদিনায়
খ. ইয়ামনে
ঘ. তায়িফে
ঘ.আবিসিনিয়ায়
১৩৭। কোন দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেছিলেন?
ক. রোম
খ. পারস্য
গ.আবিসিনিয়া
ঘ. ইয়ামান
১৩৮। তাবুক যুদ্ধে কত জন সৈন্যের ব্যয়ভার হযরত উসমান (রা) একাই বহন করেন?
ক.১০,০০০ সৈন্যের
খ. ১২,০০০ সৈন্যের
গ. ১৫,০০০ সৈন্যের
ঘ. ৩০,০০০ সৈন্যের
১৩৯। কোন যুদ্ধে হযরত উসমান (রা) এক-তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার একাই বহন করেছিলেন?
ক.তাবুক
খ. বদর
গ. খন্দক
ঘ. মুতা
১৪০। রোমীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হযরত উসমান (রা) কী দান করেছিল?
ক. ১০০০ দিরহাম
খ. ৫০০০ দিরহাম
গ.১০০০ উট
ঘ. ১০০ উট
১২১ | ঘ | ১২২ | খ | ১২৩ | গ | ১২৪ | ঘ | ১২৫ | গ |
১২৬ | খ | ১২৭ | ক | ১২৮ | ক | ১২৯ | গ | ১৩০ | ক |
১৩১ | খ | ১৩২ | খ | ১৩৩ | ক | ১৩৪ | ক | ১৩৫ | গ |
১৩৬ | ঘ | ১৩৭ | গ | ১৩৮ | ক | ১৩৯ | ক | ১৪০ | গ |
ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর:
১৪১। দানের ক্ষেত্রে সর্বকালের বিত্তশালী লোকের জন্য আদর্শ কে?
ক. হযরত উমার (রা)
খ. হযরত আলী (রা)
গ.হযরত উসমান (রা)
ঘ. হযরত বিল্লাল (রা)
১৪২। হযরত উসমান রা)-এর জীবনাদর্শ থেকে কোন দিকটি বিত্তশালীদের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারে?
ক. শিল্পকারখানা গড়ে তোলা
খ. ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা
গ.সঠিক পন্থায় দান-খয়রাত করা
ঘ. ইসলাম প্রচারে হিজরত করা
১৪৫। ‘জামিউল কুরআন’ কাকে বলা হয়?
ক. হাজ্জাজ বিন ইউসুফকে
খ. যায়িদ বিন সাবিত (রা)-কে
গ. হযরত আলী (রা)-কে
ঘ.হযরত উসমান (রা)-কে
১৪৬। জুননুরাইন কাকে বলা হয়?
ক. হযরত আলী (রা)-কে
খ.হযরত উসমান (রা)-কে
গ. হযরত উমার (রা)-কে
ঘ. যাবের (রা)-কে
১৪৭। জামিউল কুরআন বলতে কী বোঝায়?
ক.যিনি কুরআন সংকলন করেছেন
খ. যিনি কুরআন গ্রন্থনা করেছেন
গ. হযরত জিবরাইল (আ)-কে
ঘ. হযরত মুহাম্মদ (স)-কে
১৪৮। হযরত উসমান (রা)-কে কেন ‘জামিউল কুরআন’ বলা হয়?
ক.কুরআন সংকলনের জন্য
খ. কুরআন বোঝার জন্য
গ. কুরআন রচনার জন্য
ঘ. কুরআন তিলাওয়াতের জন্য
১৪৯। হযরত আলী (রা)-এর পিতার নাম কী?
ক.আবূ তালিব
খ. আবূ জেহেল
গ. আবূ বকর
ঘ. আনসারী
১৫০। শিশু বয়স থেকে হযরত আলী (রা) কার সঙ্গে লালিত-পালিত হন?
ক. হযরত আব ( বকর (রা)
খ. হযরত যায়িদ বিন সাবিত (রা)
গ.হযরত মুহাম্মদ (স)
ঘ. হযরত আনাস (রা)
১৫১। হযরত আলী (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
jক.১০ বছর
খ. ১৫ বছর
গ. ২৫ বছর
ঘ. ২০ বছর
১৫২। হযরত আলী (রা)-এর নাম শুনলে কাদের মনে ত্রাস সৃষ্টি হতো?
খ.কাফিরদের
খ. মুশরিকদের
গ. মুনাফিকদের
ঘ. ইয়াহুদিদের
১৫৩। কোন যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য মহানবী (স) হযরত আলী (রা)-কে যুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন?
ক. উহুদ
খ.বদর
গ. খন্দক
ঘ. তাবুক
১৫৪। ‘যুলফিকার’ কিসের নাম?
ক. গ্রন্থের নাম
খ.তলোয়ারের নাম
গ. স্থানের নাম
ঘ. যুদ্ধের নাম
১৫৫। ‘যুলফিকার’ তলোয়ার মহানবী (স) কাকে প্রদান করেন?
ক. হযরত আব ু বকর (রা)-কে
খ.হযরত আলী (রা)-কে
গ. হযরত খালিদ বিন ওয়ালিদকে
ঘ. হযরত উসমান (রা)-কে
১৫৬। মহানবী (স) হযরত আলী (রা) কে কেন যুলফিকার উপহার দিয়েছিলেন?
ক. শৌর্যবীর্যের জন্য
খ. কাফিরদের মনে ত্রাস সৃষ্টির জন্য
গ. বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য
ঘ.কামুস দূর্গ জয় করার জন্য
১৫৭। মুসলিম উম্মাহর শৌর্যবীর্যের প্রতীক কোন তরবারি?
ক.যুলফিকার
খ. ঈসা খাঁর তরবারি
গ. মানসিংহের তরবারি
ঘ. খালিদের তরবারী
১৫৮। কামুস দুর্গ কেথায়?
ক. মদিনায়
খ.খাইবারে
গ. ইরাকে
ঘ. সিরিয়ায়
১৫৯। খায়বারের সুরক্ষিত কামুস দুর্গ কে জয় করেন?
ক. হযরত খালিদ বিন ওয়ালিদ (রা)
খ. হযরত হামজা (রা)
ঘ.হযরত আলী (রা)
ঘ. হযরত উমার (রা)
১৬০। ‘আসাদুল্লাহ’ শব্দের অর্থ কী?
ক. সত্য-মিথ্যার প্রভেদকারী
খ. সত্যবাদী
গ. স্ন্দুর সিংহাসন
ঘ.আল্লাহর সিংহ
১৪১ | গ | ১৪২ | খ | ১৪৩ | ১৪৪ | ১৪৫ | |||
১৪৬ | খ | ১৪৭ | ক | ১৪৮ | ক | ১৪৯ | ক | ১৫০ | গ |
১৫১ | ক | ১৫২ | ক | ১৫৩ | খ | ১৫৪ | খ | ১৫৫ | খ |
১৫৬ | ঘ | ১৫৭ | ক | ১৫৮ | খ | ১৫৯ | গ | ১৬০ | ঘ |
১৬১। মহানবী (স) কাকে ‘আসাদুল্লাহ’ উপাধি দিয়েছিলেন?
ক. হযরত উমার (রা)-কে
খ.হযরত আলী (রা)-কে
গ. হযরত খালিদ বিন ওয়ালিদ (রা)-কে
ঘ. হযরত বিলাল (রা)-কে
১৬২. নিচের কোনটির কারণে মহানবী (স) হযরত আলী (রা)-কে আসাদুল্লাহ উপাধিতে ভ‚ষিত করেন?
ক. বদর যুদ্ধের জন্য
খ. উহুদ যুদ্ধের জন্য
গ. খন্দক যুদ্ধের জন্য
ঘ.কামুস দূর্গ জয়ের জন্য
১৬৩. “আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা”- এটি কার বাণী?
ক.হযরত মুহাম্মদ (স)-এর
খ. আল্লাহ তাআলার
গ. হযরত উমর (রা)-এর
ঘ. হযরত উসমান (রা)-এর
১৬৪. হযরত আলী (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
ক.জ্ঞানের সাধক
খ. জাঁকজমক জীবনের অধিকারী
গ. সংসার অনুরাগী
ঘ. গণতন্ত্রের প্রবর্তক
১৬৫. মহানবী (স)-এর কোন কন্যাকে হযরত আলী (রা) বিবাহ করেছিলেন?
ক. কুলসুম (রা)
খ. জয়নব (রা)
গ. রুকাইয়া (রা)
ঘ.ফাতেমা (রা)
১৬৬. আলী (রা)-এর জীবনীতে কাদের জন্য অনেক শিক্ষা রয়েছে?
ক. শিশুদের
খ.তরুনদের
গ. প্রাপ্তবয়স্কদের
ঘ. বৃদ্ধদের
১৬৭. হযরত আলী (রা)-এর জীবনযাপন পদ্ধতি থেকে তুিম কী গ্রহণ করবে?
ক. আড়ম্বরপূর্ণ জীবনযাপন
খ.অনাড়ম্বর জীবনযাপন
গ. অল্প পরিশ্রম
ঘ. গাম্ভীর্যপূণর্ জীবনযাপন
১৬৮. কুরআন মাজীদের প্রথম বাণী কোনটি?
ক. দেখ
খ. বল
গ.পড়
ঘ. চিন্তা কর
১৬৮. কোন বিষয়ে মুসলমানদের জ্ঞানার্জন জরুরি?
ক. ফিক্হ শাস্ত্রে
খ. ইসলামের ইতিহাসে
গ.ইসলাম শিক্ষায়
ঘ. বিজ্ঞান শিক্ষায়
১৬৯. “যাকে হিকমত দান করা হয়েছে; তাকে প্রভ‚ত কল্যাণ দান করা হয়েছে।” -এটি কার বাণী?
ক.আল্লাহ তাআলার
খ. মহানবী (স)-এর
গ. হযরত আলী (রা)-এর
ঘ. হযরত উমার (রা)-এর
১৭০. “প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান অন্বেষণ করা ফরয।”- কার বাণী?
ক. আল্লাহর
খ.মহানবী (স)
গ. হযরত আলী
(রা) ঘ. হযরত উমার (রা)
১৭১. “দোলনা থেকে কবুর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর।” – কে বলেছেন?
ক. আল্লাহ
খ.মহানবী (রা)
গ. মুসলিম মনীষী
ঘ. চীনা পর্যটক
১৭২. ‘দারুল আরকাম’ কোথায় অবস্থিত ছিল?
ক.মক্কায়
খ. মদিনায়
গ. ইরাকে
ঘ. বসরায়
১৭৩. ‘দারুল আরকাম’ কোথায় অবস্থিত ছিল?
ক.সাফা পাহাড়ের পাদদেশে
খ. সওর পাহাড়ের পাদদেশে
গ. মারওয়া পাহাড়ের পাদদেশে
ঘ. উহুদ পাহাড়ের পাদদেশে
১৭৪. ‘দারুল আরকাম’ কী?
ক. একটি মসজিদ
খ. একটি পবিত্র স্থান
গ. একটি পাহাড়
ঘ.একটি শিক্ষা প্রতিষ্ঠান
১৭৫. ‘দারুল আরকাম’ কে গড়ে তোলেন?
ক.মহানবী (স)
খ. খলিফা মামুন
গ হযরত আবু বকর (রা)
ঘ. হযরত উমর (রা)
১৭৬. মসজিদে নববীর উত্তর-পূবর্ দিকের উঁচু স্থানে মহানবী (স) যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার নাম কী ছিল?
ক. বায়তুল আরকাম
খ.সুফফা
গ. মাদরাসাতুন নবী
ঘ. বায়তুল ইলম
১৭৭. মসজিদে নববী কখন জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়?
ক. হিজরতের পর
খ.মক্কা বিজয়ের পর
গ. মহানবী (স)-এর ইন্তিকালের পর
ঘ. আব্বাসীয় খিলাফতকালে
১৭৮. বাগদাদ নগরীতে ‘বায়তুল হিকমাহ’ কে প্রতিষ্ঠা করেন?
ক.খলিফা মামুন
খ. খলিফা হারুন অর রশীদ
গ. খলিফা মনসুর
ঘ. খলিফা আবুল আব্বাস
১৭৯. ‘বায়তুল হিকমাহ’ কোথায় অবস্থিত?
ক. রোমে
খ. পারস্যে
গ. বাগদাদে
ঘ. মদিনায়
১৮০. বায়তুল হিকমা অর্থ কী?
ক.বিজ্ঞানাগার
খ. গবেষণাগার
গ. ইবাদাত খানা
ঘ. পরামশর্ সভা
১৬১ | খ | ১৬২ | ঘ | ১৬৩ | ক | ১৬৪ | ক | ১৬৫ | ঘ |
১৬৬ | খ | ১৬৭ | খ | ১৬৮ | গ | ১৬৯ | ক | ১৭০ | খ |
১৭১ | খ | ১৭২ | ক | ১৭৩ | ক | ১৭৪ | ঘ | ১৭৫ | ক |
১৭৬ | খ | ১৭৭ | খ | ১৭৮ | ক | ১৭৯ | গ | ১৮০ | ক |
১৮১. খলিফা মামুন কোথায় ‘বায়তুল হিকমাহ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন?
ক. সাফা পাহাড়ের পাদদেশে
খ. মসজিদে নববীর উত্তর-পূবর্ দিকে
গ. আরাফাতের দক্ষিণ দিকে
ঘ.বাগদাদে
১৮২. খলিফা মামুন শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তার নাম কী?
ক. বায়তুন নাজাত
খ. বায়তুল আমান
গ.বায়তুল হিকমাহ
ঘ. বায়তুল ফালাহ
১৮৩. হাদিস শাস্ত্রে কার অবদান সর্বাধিক?
ক. ইমাম আবু হানিফার
খ. ইমাম মালেকের
গ.ইমাম বুখারীর
ঘ. ইমাম আহমদের
১৮৪. ফিকহ শাস্ত্রে কার অবদান সর্বাধিক?
ক. ইমাম বুখারী (র)
খ.ইমাম আবু হানিফা (র)
গ. ইবন জারীর তাবারী (র)
ঘ. ইমাম গাযযালী (র)
১৮৫. ইমাম আবু হানীফা (র) কোন শাস্ত্রে সর্বাধিক অবদান রেখেছেন?
ক. হাদিস শাস্ত্রে
খ.ফিকহ শাস্ত্রে
গ. তাফসীর শাস্ত্রে
ঘ. ইতিহাস শাস্ত্রে
১৮৬. সাম্প্রতিক সময়ে মুসলিম জাতির উনড়বতির চরম শিখরে পৌঁছার জন্য করণীয় কী?
ক. গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে ধরে রাখা
খ.জ্ঞান-বিজ্ঞানের চর্চায় আরও বেশি সচেতন হওয়া
গ. শিক্ষাব্যবস্থাকে কেবল ধর্মীয় শিক্ষার মাঝে সীমাবদ্ধ রাখা
ঘ. সবগুলোই সঠিক
১৮৭. শিক্ষাব্যবস্থার বিস্তারে আমাদের করণীয় নয় কোনটি?
ক. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
খ. শিক্ষা গ্রহণে জনগণকে সচেতন করে তোলা
গ.শিক্ষা গ্রহণ পদ্ধতি জটিল করে তোলা
ঘ. শিক্ষা ব্যবস্থা সহজতর করা
১৮৮. শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান –
ক. নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা
খ. লেখনিতে দক্ষতা বৃদ্ধি
গ.জ্ঞান-বিজ্ঞানের সফল শাখার বিকাশ
ঘ. কুরআন ও হাদিস শিক্ষা বি¯দার
১৮৯. তাফসীর ও ইতিহাসশাস্ত্রে কার অবদান সর্বাধিক উল্লেখযোগ্য?
ক. ইমাম বুখারী (র)
খ. ইমাম আব ু হানিফা (র)
গ. ইমাম গায্যালী (র)
ঘ.ইবনে জারীর তাবারী (র)
১৯০. ইতিহাস শাস্ত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন কে?
ক.ইবন জারীর তাবারী
খ. আল রাজী
গ. আল মাসউদী
ঘ. ইমাম গায্যালী (র)
১৯১. ইবন জারীর তাবারী তাফসীর সম্পর্কীয় প্রচুর কী সংগ্রহ করেন?
ক. ইতিহাস
খ.হাদিস
গ. মতামত
ঘ. দলিল
১৯২. “জামিউল বায়ান ফী তাফসীর আল-কুরআন”- এর রচয়িতা কে?
ক.ইবনে জারীর তাবারী
খ. ইমাম গায্যালী
গ. ইবনে তাইমিয়া
ঘ. ইবনে হাইসাম
১৯৩. “তারীখুল উমাম ওয়াল মুলূক” – গ্রন্থের রচয়িতা কে?
ক. ইমাম গায্যালী
খ.ইবনে জারীর তাবারী
গ. ইবনে সিনা
ঘ. ইবনে খুলদ
১৯৪. “তারিখুল উমাম ওয়াল মূলক” কোন ধরনের গ্রন্থ?
ক. তাফসীর
খ. হাদিস
গ. ফিক্হ
ঘ.ইতিহাস
১৯৫. সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুফী দার্শনিক কে?
ক. আবুবকর আল রাযী
খ. ইবন সীনা
গ.ইমাম গায্যালী
ঘ. ইবনে জাবীর তাবারী
১৯৬. ইমাম গায্যালী কে ছিলেন?
ক.সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক
খ. শ্রেষ্ঠ গবেষক
গ. বিজ্ঞানী
ঘ. তাফসীরকারক
১৯৭. ‘ইহইয়াউ উলুম আদ-দ্বীন’ গ্রন্থের লেখক কে?
ক.ইমাম গায্যালী
খ. ইবন সীনা
গ. হাসান ইবনে হাইসাম
ঘ. আবু বকর আল-রাযী
১৯৮. মুসলিম বিশ্বে হুজ্জাতুল ইসলাম নামে কে প্রসিদ্ধ ছিলেন?
ক. ইমাম জারীর তাবারী
খ.ইমাম গায্যালী (র)
গ. মুসা আলÑখারিযমী
ঘ. ইমাম বুখারী (র)
১৯৯. দর্শনশাস্ত্রে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তি কে?
ক. ইবনে জারীর
খ. আল-খারিযমী
গ.ইমাম গায্যালী (র)
ঘ. ইবনে আব ু রূশ্দ
২০০. ইমাম গাযযালী (রা)-এর জীবনাদর্শ থেকে আমাদের ব্যবহারিক জীবনে গ্রহণীয় দিক কোনটি?
ক. গাণিতিক সমাধান
খ. বৈজ্ঞানিক সূত্রাবলি
গ.সুফি দর্শন
ঘ. চিকিৎসাশাস্ত্র
১৮১ | ঘ | ১৮২ | গ | ১৮৩ | গ | ১৮৪ | খ | ১৮৫ | খ |
১৮৬ | খ | ১৮৭ | গ | ১৮৮ | গ | ১৮৯ | গ | ১৯০ | ক |
১৯১ | খ | ১৯২ | ক | ১৯৩ | খ | ১৯৪ | ঘ | ১৯৫ | গ |
১৯৬ | ক | ১৯৭ | ক | ১৯৮ | খ | ১৯৯ | গ | ২০০ | গ |
২০১. কে সর্বশ্রেষ্ঠ সূফী দার্শনিক ছিলেন?
ক. হযরত ইমাম মালিক (র)
খ. ইমাম হাসান বসরী (র)
গ. ইমাম গায্যালী (র)
ঘ. ইমাম তাব্রেজী (র)
২০২. ইমাম গায্যালীকে কেন ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অভিহিত করা হয়?
ক. তাফসীর শাস্ত্রে অবদানের জন্য
খ. ইতিহাস শাস্ত্রে অবদানের জন্য
গ. ভ‚গোল শাস্ত্রে অবদানের জন্য
ঘ.প্রামাণ্য ও যুক্তিপূর্ণ বর্ণনার জন্য
২০৩. সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ কে ছিলেন?
ক. ইমাম গায্যালী
খ. আবুল কাসেম জাহ্রাবী
গ. ‘উমর খাইয়াম
ঘ.আবু বকর আল-রাযী
২০৪. “আল্-জুদারী ওয়াল্ হাসবাহ” গ্রন্থটি কোন বিষয়ের ওপর লিখিত?
ক. প্লেগ রোগ
ক.বসন্ত ও হাম রোগ
গ. শল্য চিকিৎসা
ঘ. যৌন ব্যাধি
২০৫. ‘আল-জুদারী ওয়াল হাসবাহ’ গ্রন্থখানি কে রচনা করেন?
ক. ইবনে সীনা
খ. উমর খাইয়াম
গ.আবু বকর আল-রাযী
ঘ. ইবন রুশদ
২০৬. কিতাবুল মানসুরী কত খন্ডে সমাপ্ত?
ক. ৫ খন্ডে
খ. ৩ খন্ডে
গ. ৪ খন্ডে
ঘ.১০ খন্ডে
২০৭. কিতাবুল মানসুরী গ্রন্থের রচয়িতা কে?
ক.আবু বকর আল রাযী
খ. ইবনে সিনা
গ. হাসান ইবনে হাইসাম
ঘ. ইমাম গাযালী
২০৮. বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক কে ছিলেন?
ক. আলী তাবারী
খ.ইবন সীনা
গ. উমার খাইয়াম
ঘ. আল-খারিযমী
২০৯. কাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসা দিশারি মনে করা হয়?
ক. আল রাযী
খ.ইবনে সিনা
গ. ইবন হাইসাম
ঘ. ওমর খৈয়াম
২১০. কোন গ্রন্থটি চিকিৎসা শাস্ত্রের বাইবেল?
ক. আল-কানুন আল-মাসউদী
খ. কিতাবুল জিবার
গ. কিতাবুল মানাযির
ঘ.কানূন ফিত্তিব্ব
২১১. ‘কানূন-ফিত তিব্ব’ গ্রন্থখানি কে প্রণয়ন করেন?
ক.ইবনে সীনা
খ. ইবনে হায়সাম
গ. আল-বেরুনী
ঘ. আল তাবারি
২১২. ‘কানূন ফিত্তিব্ব’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
ক. রসায়ন
খ. গণিত
গ.চিকিৎসা
ঘ. পদার্থ
২১৩. কোন গ্রন্থটিকে ইউনানী ও জারবী চিকিৎসা শাস্ত্রের বৃহৎ সংহতি বলা হয়?
ক. কিতাবুল মানাযির
খ. ফিরদাউস আল হিকমাহ ফিত তিব্ব
গ. আল-জুদারী ওয়াল হাসবাহ
ঘ.কানুন ফিত তিব্ব
২১৪. মুসলিম বিজ্ঞানীদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দৃষ্টিবিজ্ঞানী ছিলেন?
ক. উমর খাইয়াম
খ. আবুল কাসেম জাহরাবি
গ. নাসিরুদ্দীন তুসী
ঘ.ইবনে হাইসাম
২১৫. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
ক. রসায়ন
খ. গণিত
গ. চিকিৎসা
ঘ.দৃষ্টি বিজ্ঞান
২১৬. ‘কিতাবুল মানাযির’ কে রচনা করেছিলেন?
ক. আবু বকর আল-রাযী
ক.ইবনে হাইসাম
গ. ইবনে সীনা
ঘ. জাবির ইবন হাইয়্যান
২১৭. “বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোকরশ্মি প্রতিফলিত হয়, চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না।” এটা কে প্রমাণ করেন?
ক. ইবনে সীনা
খ. আলী তাবারী
গ.ইব্ন হাইসাম
ঘ. জাবির ইব্ন হাইয়্যান
২১৮. ম্যাগনিফাইং গøাস কে আবিষ্কার করেন ?
ক. নিউটন
খ. ইবন সীনা
গ. আবুবকর আল রাযী
ঘ.হাসান ইবন হাইসাম
২১৯. নিচের কোন মহান ব্যক্তি দৃষ্টিবিজ্ঞানী?
ক. ইবনে সীনা
খ.হাসান ইবনে হাইসাম
গ. উমার খাইয়াম
ঘ. আবু বকর আল রাযী
২২০. মাধ্যাকষর্ণ শক্তির প্রথম আবিষ্কারক –
ক.হাসান ইবনে হাইসাম
খ. স্যার আইজ্যাক নিউটন
গ. আলবিরুনী
ঘ. আলী তাবারী
২০১ | গ | ২০২ | গ | ২০৩ | ঘ | ২০৪ | খ | ২০৫ | গ |
২০৬ | ঘ | ২০৭ | ক | ২০৮ | খ | ২০৯ | খ | ২১০ | খ |
২১১ | ক | ২১২ | গ | ২১৩ | ঘ | ২১৪ | ঘ | ২১৫ | ঘ |
২১৬ | খ | ২১৭ | গ | ২১৮ | ঘ | ২১৯ | খ | ২২০ | ক |
২২১. “ফিরদাউস আল-হিকমাহ ফিত-তিব্ব” গ্রন্থখানা কে রচনা করেন?
ক. ইবন সীনা
খ. আল-বেরুনী
গ. আবু বকর আল-রাযী
ঘ.আলী তাবারী
২২২. আরবি চিকিৎসাশাস্ত্রের প্রথম বিশ্বকোষ কে রচনা করেন?
ক. ইবন সীনা
খ. আল-রাযী
গ. হাসান ইবন হাইসাম
ঘ.আলী তাবারী
২২৩. যে পুস্তকে চিকিৎসার ধারা ও পদ্ধতি, ওষুধ তৈরির প্রক্রিয়া, গাছগাছড়ার গুণাগুণ প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাকে বলা হয় –
ক. চিকিৎসা পদ্ধতি
খ.চিকিৎসা বিজ্ঞান
গ. ঔষধি বিজ্ঞান
ঘ. ওষুধশাস্ত্র
২২৪. নিচের কোন ব্যক্তি গণিতশাস্ত্র বিদ নন?
ক. আল-বিরুনী
খ. নাসীরুদ্দীন তুসী
গ. উমার খাইয়াম
ঘ.ইবনে সীনা
২২৫. ‘আলকেমী’ অর্থ কী?
ক. পদার্থ
খ. উদ্ভিদ
গ. রসায়ন
ঘ. জীব
২২৬. রসায়ন শাস্ত্রে কার অবদান বেশি?
ক. আল-বিরুনী
খ. আল-খারিযমী
গ. উমার খাইয়াম
ঘ.জাবির ইবন হাইয়ান
২২৭. কাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ মনে করা হয়?
ক. উমর খাইয়ামকে
খ. মূসা খারযমীকে
গ.জাবির ইবনে হাইয়্যানকে
ঘ. আবু বকর আল-রাযীকে
২২৮. মুসলমানগণ বিজ্ঞানের কোন শাখায় বিশেষ অবদান রেখে গেছেন?
ক.রসায়ন
খ. পদার্থ
গ. জীববিজ্ঞান
ঘ. দৃষ্টিবিজ্ঞান
২২৯. কোন মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন?
ক.আল-বিরূনী
খ. আলি তাবারী
গ. আল-খারিযমী
ঘ. আল-মুকাদ্দাসী
২৩০. “আল-কানুন আল-মাসউদী” গ্রন্থটি কোন বিষয়ের ওপর রচিত?
ক. তাফসীর
খ.গণিত
গ. ভ‚গোল
ঘ. রসায়ন
২৩১. অঙ্কশাস্ত্রের বিশ্বকোষ বলা হয় কোনটিকে?
ক. আল-কিতাবুল হিসাব
খ. হিসাব আল-জাবর
গ. কিতাবুল কানূন
ঘ.আল-কানূন আল-মাসউদী
২৩২. প্রথম শ্রেণীর গাণিতিক কে ছিলেন?
ক.উমার খাইয়াম
খ. হাসান ইবনে হাইসাম
গ. আবু বকর আল-রাযী
ঘ. আল বিরুনী
২৩৩. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কার রচিত?
ক. আল বিরূনী
খ. মূসা আল-খারিযমি
গ.উমর খাইয়াম
ঘ. ইবন সীনা
২৩৪. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপরে রচিত?
ক. রসায়ন
খ.গণিত
গ. চিকিৎসা
ঘ. পদার্থ
২৩৫. বীজগণিতের সর্বপ্রথম আবিষ্কারক কে?
ক. আল-মাসউদি
খ.আল-খারিযমী
গ. আল-তাবারী
ঘ. আল-বিরূনী
২৩৬. গণিতশাস্ত্রের জনক বলা হয় –
ক. উমার খাইয়ামকে
খ. আবু বকর আল-রাযীকে
গ.মুসা আল-খারিযমীকে
ঘ. হাসান ইবনে হাইসামকে
২৩৭. ‘সিদ্ধান্ত’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
ক.জ্যোতিষ শাস্ত্র
খ. গণিত শাস্ত্র
গ. ভ‚গোল শাস্ত্র
ঘ. রসায়ন শাস্ত্র
২৩৮. ‘সুরত আল্-আরদ’ কী জাতীয় গ্রন্থ?
ক. গণিত
খ.ভ‚গোল
গ. চিকিৎসা
ঘ. রসায়ন
২৩৯. পৃথিবীকে সপ্ত ‘ইকলীম’ বা সাতটি মন্ডলে ভাগ করেছিলেন কোন ভ‚গোলবিদ?
ক. টলেমি
খ.আল খারিযমী
গ. উমর খাইয়াম
ঘ. আল মুকাদ্দাসী
২৪০. “হিসাব আল জাবর ওয়াল মুকাবীলাহ” গ্রন্থের রচয়িতা কে?
ক. আল মুকাদ্দাসী
খ.মুসা আল খারিযমী
গ. উমার খৈয়াম
ঘ. ইবনে সিনা
২২১ | ঘ | ২২২ | ঘ | ২২৩ | খ | ২২৪ | ঘ | ২২৫ | গ |
২২৬ | ঘ | ২২৭ | গ | ২২৮ | ক | ২২৯ | ক | ২৩০ | খ |
২৩১ | ঘ | ২৩২ | ক | ২৩৩ | গ | ২৩৪ | খ | ২৩৫ | খ |
২৩৬ | গ | ২৩৭ | ক | ২৩৮ | খ | ২৩৯ | ২৪০ |
২৪১. মূসা আল-খারিযমী সমীকরণকে সমাধান করার কয়টি নিয়ম আবিষ্কার করেন?
ক. প্রায় চব্বিশটি
খ. প্রায় পাঁচটি
গ.প্রায় ছয়টি
ঘ. প্রায় একুশটি
২৪২. “হিসাব আল জাবর ওয়াল মুকাবালাহ” গ্রন্থখানি কোন শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনূদিত হয়?
ক. একাদশ
খ.দ্বাদশ
গ. ত্রয়োদশ
ঘ. চতুর্দশ
২৪৩. গ্রিক ভ‚গোলবিদ টলেমির গ্রন্থখানি কে অনুবাদ করেন?
ক. আল মাসউদ
খ. আলী তাবারী
গ.আল খারিযমী
ঘ. উমর খাইয়াম
২৪৪. “আহসান আল তাকাসীম ফীল-মারিফাতি আকালিম” গ্রন্থের রচয়িতা কে?
ক. আল খারিযমী
খ.আল মুকাদ্দাসী
গ. উমার খৈয়াম
ঘ. ইয়াকুত ইবন আব্দুল্লাহ
২৪৫. কে বিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
ক. নাসীর উদ্দীন তুসী
খ. আব্দুরহ আল বাত্তানী
গ.আল মুকাদ্দাসী
ঘ. ইয়াক‚ত ইবন আব্দুল্লাহ
২৪৬. আল-মুকাদ্দাসী কত বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
ক. ১৬ বছর
খ.২০ বছর
গ. ১৮ বছর
ঘ. ৩০ বছর
২৪৭. উমর খাইয়াম উদ্ভাবিত পঞ্জিকাটির নাম কী?
ক. জিলালুল তারিখ
খ. তারিখুল জিলালী
গ.আল-তারিখ জালালী
ঘ. কিতাবুল মানাযির
২৪৮. “মুজামুল বুলদান” নামক গ্রন্থখানির লেখক কে?
ক.ইয়াক‚ত ইবনে আবদুল্লাহ-আল-হামাবী
খ. উমর খাইয়ামের
গ. আল মুকাদ্দাসের
ঘ. আলী তাবারীর
২৪৯. ‘মুজামুল বুলদান’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
ক.ভ‚গোল
খ. গণিত
গ. ইতিহাস
ঘ. রসায়ন
২৫০. ভ‚গোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থের নাম কী?
ক. কিতাবুল মানাযির
খ.মুজামুল বুলদান
গ. কিতাবুল মানসুরী
ঘ. কানূন ফিততিব্ব
২৫১. মুসলমানদের অনুসরণীয় আদর্শ কোনটি?
ক. মানবকল্যাণ সাধন
খ. আর্ত ও দুঃস্থের সেবা
গ. জ্ঞান-বিজ্ঞানের চর্চা
ঘ. উপরের সবগুলোই সঠিক
২৫২. রূমা ক‚প কোথায় অবস্থিত?
ক. মক্কায়
খ. সিরিয়ায়
গ. ইয়ামানে
ঘ.মদীনায়
২৫৩. মদীনায় ‘রূমা’ ক‚পটি কার মালিকানায় ছিল?
ক. হযরত আলী (রা)-এর
খ.জনৈক ইয়াহুদির
গ. এক মুসলিম নারীর
ঘ. হযরত আবু আইয়ুব আনসারী (রা)-এর
২৫৪. কয় হাজার দিরহামে ‘রূমা ক‚পটি’ হযরত উসমান (রা) খরিদ করেছিলেন?
ক. দশ হাজার
খ. বিশ হাজার
গ. ত্রিশ হাজার
ঘ.পঁয়ত্রিশ হাজার
২৫৫. বাংলায় মুসলিম শিক্ষার গোড়াপত্তনে কার দান অপরিসীম?
ক. এ. কে. ফজলুল হকের
খ.হাজী মুহাম্মদ মুহসিনের
গ. হাজী শরীয়তুল্লাহ
ঘ. কাজী নজরুল ইসলামের
২৫৬. খলিফা হারুন-অর-রশীদের স্ত্রীর নাম কী ছিল?
ক.যুবাইদা
খ. নূরজাহান
গ. খাতুন
ঘ. মমতাজ
২৫৭. খলিফা হারুন-আর-রশীদের সহধর্মিণী মুসলমানদের কষ্ট দূর করার জন্য কী করেন?
ক. রাস্তা তৈরি করেন
খ. সেতু মেরামত করেন
গ. বিদ্যালয় প্রতিষ্ঠা করেন
ঘ.খাল খনন করেন
২৫৮. ‘নাহর-ই-যুবায়দা’ কী?
ক. একটি পুকুর
খ. একটি ক‚প
গ.একটি খাল
ঘ. একটি হ্রদ
২৫৯. ‘নাহর-ই-যুবাইদা’ কে খনন করেন?
ক.হারুন-অর-রশীদের সহধর্মিণী
খ. মালিক তাহেরের ভগ্নী
গ. আজদ-উদ্দৌলার স্ত্রী
ঘ. মালিক আশরাফের কন্যা
২৬০. নাহর-ই-যুবাইদা নামের খালটি কে খনন করেন?
ক.সম্রাজ্ঞী যুবাইদা
খ. সম্রাজ্ঞী খানম
গ. সম্রাজ্ঞী নূরজাহান
ঘ. সুলতানা রাজিয়া
২৪১ | গ | ২৪২ | খ | ২৪৩ | গ | ২৪৪ | খ | ২৪৫ | গ |
২৪৬ | খ | ২৪৭ | গ | ২৪৮ | ক | ২৪৯ | ক | ২৫০ | খ |
২৫১ | ঘ | ২৫২ | ঘ | ২৫৩ | খ | ২৫৪ | ঘ | ২৫৫ | খ |
২৫৬ | ক | ২৫৭ | ঘ | ২৫৮ | গ | ২৫৯ | ক | ২৬০ | ক |
২৬১. ‘নাহ্রই -যুবাইদা’ হতে কোথায় কোথায় পানি সরবরাহ করা হতো?
ক.মক্কা, মিনা ও আরাফা
খ. মক্কা, আরাফা ও মুযদালিফা
গ. মিনা, আরাফা ও মুযদালিফা
ঘ. আরাফা, মুযদালিফা ও হেনা
২৬২. ৬০৪ হিজরিতে কায়রোতে একটি বিখ্যাত নারীশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন কে?
ক. সম্রাজ্ঞী যুবাইদা
খ. আজদ-উদ্দৌলার স্ত্রী
গ.মামলুক সুলতান মালিক তাহিরের ভগ্নী
ঘ. তৈমূরের সহধর্মিণী, খানম
২৬৩. মামলূক সুলতান মালিক তাহিরের ভগ্নী কত খ্রিষ্টাব্দে কায়রোতে একটি বিখ্যাত নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন?
ক. ৫০৪ হিজরিতে
খ.৬০৪ হিজরিতে
গ. ৭০৪ হিজরিতে
ঘ. ৮০৩ হিজরিতে
২৬৪. মালিক আশরাফের কন্যা খাতুন কোথায় কলেজ স্থাপন করেছিলেন?
ক. বাগদাদে
খ. কায়রোতে
গ.দামেস্কে
ঘ. মদিনায়
২৬৫. খানম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
ক.তৈমুরের স্ত্রী
খ. হারুনের স্ত্রী
গ মামুনের স্ত্রী
ঘ. তাহিরের স্ত্রী
২৬৬. কোন রমণী দামেস্কে কলেজ স্থাপন করেন?
ক. যুবায়দা
খ. তাহেরা
গ.খাতুন
ঘ. জামরুদ খাতুন
২৬৭. মালিক আশরাফের কন্যা ‘খাতুন’ দামেস্কে কী স্থাপন করেন?
ক. হাসপাতাল
খ. এতিমখানা
গ.কলেজ
ঘ. মাদ্রাসা
২৬৮. হেমসের নাসির-উদ্দৌল্লার স্ত্রীর নাম কী?
ক. খানম
খ. খাতুন
গ. জামরূদ খানম
ঘ.জামরূদ খাতুন
২৬৯. তৈমুরের সহধর্মিণীর নাম কী?
ক. খাতুন
খ. যুবাইদা
গ. খানম
ঘ. জামিলা
২৭০. ‘হিলফুল ফুযুল’-এর উদ্দেশ্য কী ছিল?
i. অত্যাচারীকে প্রতিরোধ করা
ii. অত্যাচারিতকে সাহায্য করা
iii. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা কর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i, ii এবং iii
২৭১. বিবি খাদিজা নিজ ব্যবসায়ের দায়িত্ব হযরত মুহাম্মদ (স)-এর ওপর অর্পণ করেছিলেন কেন?
i. সততা ও সত্যবাদিতার কথা শুনে
ii. চারিত্রিক মাধুর্যের কথা শুনে
iii. ভবিষৎ নবী একথা শুনে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii এবং iii
গ. iii এবং i
ঘ.i ও ii
২৭২. হযরত উমর (রা)-এর চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
i. চরিত্র কোমল ছিল
ii. চরিত্র কঠোর ছিল
iii. হঠকারী প্রকৃতির ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i এবং ii
গ.iii
ঘ. i এবং iii
আকাইদ: ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর – SSC
ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
২৭৩. হযরত উমার (রা) আইনের ব্যাপারে ছিলেন-
i. বজ্রের মতো কঠোর
ii. পুষ্পের ন্যায কোমল
iii. শেয়ালের ন্যায় ধূর্ত
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ.iii
ঘ.i, ii এবং iii
২৭৪. হযরত উমার (রা)-এর সময় কোন ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল?
i. গণতান্ত্রিক
ii. স্বৈরতান্ত্রিক
iii. জবাবদিহিমূলক
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ. i এবং iii
ঘ.i, ii এবং iii
২৭৫. কুরআন বিপন্ন ও বিলুপ্ত হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করে হযরত আবু বকর (রা)-হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন?
i. জামিউল কুরআন
ii. কুরআন সংকলনকারী
iii. ইসলামের ত্রাণকর্তা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i এবং ii
২৭৬. হযরত উসমান (রা) কুরআন সংকলনের সাহসী পদক্ষেপ গ্রহণ না করলে মুসলিম উম্মাহের কী ক্ষতি হতে পারে?
i. পৃথিবী থেকে বিলীন হয়ে যেত
ii. ঐক্য ও সংহতি বিনষ্ট হতো
iii. বিভিন্ন মত ও পথের সৃষ্টি হতো
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i এবং ii
২৭৭. শিক্ষাক্ষেত্রে মুসলামানগণ যে অবদান রেখে গেছেন তা অন্যান্য জাতির জন্য?
i. আনন্দের বিষয়
ii. ঈর্ষা ও বিষ্ময়ের বিষয়
iii. গৌরবের বিষয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ. ii এবং iii
ঘ. iii
২৭৮. হযরত মুহাম্মদ (স) আল-আমিন উপাধী পেয়েছিলেন , তার কোন বৈশিষ্ট্যের জন্য?
i. আচার-আচরণ
ii. আমানতকারী
iii. সত্যবাদিতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i, ii এবং iii
২৭৯. হযরত মুহাম্মদ (স) বিচার ফয়সালার ক্ষেত্রে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন-
i. যুক্তিতর্কের ভিক্তিতে
ii. নিরপেক্ষতা অবলম্বন করে
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i, ii এবং iii
২৬১ | ক | ২৬২ | গ | ২৬৩ | খ | ২৬৪ | গ | ২৬৫ | ক |
২৬৬ | গ | ২৬৭ | গ | ২৬৮ | ঘ | ২৬৯ | গ | ২৭০ | ঘ |
২৭১ | ঘ | ২৭২ | গ | ২৭৩ | ক | ২৭৪ | গ | ২৭৫ | গ |
২৭৬ | গ | ২৭৭ | ঘ | ২৭৮ | ঘ | ২৭৯ | ঘ | ২৮০ | ঘ |
নিচের হাদিসের আলোকে ২৮০ ও ২৮১ নং প্রশ্নের উত্তর দাও।
মহানবী (স) যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তখন মূর্তিপূজারিরা তাঁকে নেতৃত্ব, ধনসম্পদের লোভ দেখায়। এরই প্রেক্ষিতে মহানবী (স) বলেন, “আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।”
২৮০. ইসলামের দাওয়াত দিতে হলে একজন মুসলমানের কী গুণ থাকার দরকার?
i. প্রজ্ঞা
ii. পর্যাপ্ত ইসলামি জ্ঞান
iii. ধনসম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং ii
ঘ.i, ii এবং iii
২৮১. মহানবী (স)-এর এ হাদিস দ্বারা কী মূর্ত হয়ে উঠেছে?
i. রাসূল (স)-এর সত্যনিষ্ঠা
ii. রাসূল (স)-এর অপূর্ব ত্যাগ
iii. রাসূল (স)-এর দৃঢ়তা ও সংযম
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i, ii এবং iii
২৮২. কুরআন ও হাদিসের সকল বাণী আমরা-
i. নির্দ্ধিধায় বিশ্বাস করব
ii. যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব
iii. সত্য জেনে আমল করব
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i এবং ii
গ. i এবং iii
ঘ.i, ii এবং iii
২৮৩. আমরা হযরত আবু বকর (রা)এর জীবনাদর্শে উদ্বুদ্ধ এবং-
ক. আল্লাহ ও রাসূল (স)-এর প্রতি অগাধ বিশ্বাস রাখব
খ. সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করব
গ.ক ও খ
ঘ. কোনোটিই নয়
২৮৪. হযরত উমার (রা)-এর শাসনব্যবস্থায় গণতান্ত্রিক বৈশিষ্ঠ্য হল-
i. নিরপেক্ষ বিচারব্যবস্থা
ii. স্বাধীন নির্বাচন কমিশন
iii. রাষ্ট্রীয় কাজে সাহাবিদের সাথে পরামর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং iii
ঘ.i, ii এবং iii
২৮৫. ইসলামি শাসনব্যবস্থায় জবাবদিহির যে বিধান রয়েছে, তা তুমি বর্তমানকালে কোন ধরনের সরকার ব্যবস্থায় দেখতে পাও?
ক. সমাজতন্ত্র
খ. রাজতন্ত্র
গ.গণতন্ত্র
ঘ. ধনতন্ত্র
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮৬ – ২৮৮ নং প্রশ্নের উত্তর দাও।
ডঃ আসিফ সিদ্দীকী বলেন, ইসলামে জ্ঞান-বিজ্ঞানে ও মানবকল্যাণের ধর্ম। ইসলামের জ্ঞান-বিজ্ঞানের চর্চার প্রতি সর্বাধিক গুরুত্বরোপ করা হয়েছে। আল-কুরআনের প্রথম বাণীই হল-“পড় (জ্ঞান আহরণ কর)”।
২৮৬. জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ চূড়া কোনটি?
ক. দারুল আরকাম
খ.আল-কুরআন
গ. বায়তুল হিকামাহ
ঘ. কোনোটিই নয়
২৮৭. ‘কানুন ফিত্তিব্ব’ গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রে বাইবেল বলার কারণ-
ক. গ্রন্থটির পর্যায়ের কোনো গ্রন্থ আজ পর্যন্ত দেখা যায় না
খ. চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের সমাবেশ রয়েছে
গ.ক ও খ
ঘ. কোনোটিই নয়
২৮৮. মুহাম্মদ (স) বদরের কাফির যুদ্ধ বন্দীদের মুক্তিপণ নির্ধারণ করেছিলেন নিরক্ষর মুসলমানদের শিক্ষিত করে তোলা। এ দ্বারা প্রমাণিত হয় মুহাম্মদ (স) জ্ঞান-বিজ্ঞানকে-
i. সবার উপরে স্থান দিয়েছিলেন
ii. জাতির প্রতিষ্ঠা লাভের ভিত মনে করেছিলেন
iii. সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করেছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ.i, ii এবং iii
২৮১ | ঘ | ২৮২ | গ | ২৮৩ | গ | ২৮৪ | গ | ২৮৫ | গ |
২৮৬ | খ | ২৮৭ | ক | ২৮৮ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।