(PDF) আখলাক : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC : অধ্যায়টি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এই অধ্যায়ের গুরুপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
(PDF) আখলাক : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর সমুহ:
হালাল উপার্জনে কী নিহিত আছে?
ক. শান্তি
খ. বরকত
গ. মোনাফা
ঘ.কল্যাণ
১২২। সুদ, ঘুষ ও প্রতারণার মাধ্যমে উপার্জন করা কী?
ক.শয়তানি কাজ
খ. বদ কাজ
গ. অসামাজিক কাজ
ঘ. অমানবতার কাজ
১২৩। কোন ব্যক্তি নিষ্ঠাবান সৎকর্মশীল হতে পারে না?
ক. যে ব্যক্তি নির্বোধ
খ. যে ব্যক্তি ভীরু
গ.যার মধ্যে তাকওয়া নেই
ঘ. যে ব্যক্তি প্রতিশ্র“তি ভঙ্গ করে
১২৪। চরম অকৃতজ্ঞ কারা?
ক. যার অপরের হক আদায় করে না
খ.যারা দেশকে ভালোবাসে না
গ. যারা নামায পড়ে না
ঘ. যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে
১২৫। সকল অপকমৃ ও অশ্লীলতার মূল কী?
ক.মিথ্যা
খ. মাদকদ্রব্য
গ. গীবত
ঘ. সুদ
১২৬। যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কী নেই?
ক. সমাজে নেই
খ.দীন নেই
গ. নামায নেই
ঘ. রোযা নেই
১২৭। কুরআন ও সুন্নাহর পরিপন্থী খারাপ কাজকে বলে-
ক. মুবাহ্
খ. সুন্নাত
গ. মাকরুহ
গ.বিদআত
১২৮। যে ব্যক্তি সত্য বলে তাকে কী বলে?
ক. সাদিক
খ. আমীন
গ. শহীদ
ঘ. আদিল
১২৯। অসাক্ষাতে কারও দোষ বলাকে কী বলে?
ক. কিযব
খ. বৃহতান
গ.গীবত
ঘ. ফিসক
১৩০। পূর্ববর্তী জাতিগুলো কিসের অভাব ধ্বংস হয়ে গেছে?
ক. নামায পড়ার
খ. সদ্কা না করার
গ. নবীর কথা না মানার
ঘ.আদলের
১৩১। শান্তি প্রতিষ্ঠার ভিত্তিমূল কী?
ক.আদল
খ. রাষ্ট্রীয় আইন
গ. প্রধানমন্ত্রির আদেশ
ঘ. পুলিশী তৎপরতা
১৩২। জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মেীলিক মানবীয় গুণ কোনটি?
ক. অর্থসম্পদ
খ.আখলাক
গ. সময়
ঘ. বিদ্যা
১৩৩। কোন জিনিস ছাড়া অন্যসব সম্পদ অর্থহীন?
ক.আখলাক
খ. সোনাদানা
গ. ছেলেমেয়ে
ঘ. পিতামাতা
১৩৪। যার প্রাপ্য তাকে তা না দেওয়ার কী বলে?
ক. শিরক
খ.জুলুম
গ. কুফর
ঘ. ইকরাম
১৩৫। মানুষের কল্যাণ কিসে নিহিত?
ক. জনসেবায়
খ. হালাল উপার্জন
গ. স্বদেশপ্রেম
ঘ. জ্ঞানার্জন
১৩৬। কোনটি আখলাকে হামীদাহ নয়?
ক. সততা
খ. ওয়াদা পালন
গ.পরনিন্দা
ঘ. শালীনতা
১৩৭। যারা খিয়ানত করে তাদেরকে কী বলা হয়?
ক. আমিন
খ. মুমিন
গ.খায়িন
ঘ. লায়িন
১৩৮। তাকওয়া থেকে উৎসারিত গুণাবলির অন্যতম কোনটি?
ক. ধৈর্য
খ.সত্যবাদিতা
গ. আদল
ঘ. ইহসান
১৩৯। কে প্রকৃত মুমিন নয়?
ক. মিথ্যাবাদী
খ. ওয়াদা ভঙ্গকারী
গ.খিয়ানতকারী
ঘ. নামায তরককারী
১৪০। কিয়ামতের দিন মুমিনের পালায় কোন জিনিসটি সবেচেয়ে বেশি ভারী হবে?
ক. সালাত
খ. সাওম
গ.উত্তম চরিত্র
ঘ. যাকাত
১২১ | ঘ | ১২২ | ক | ১২৩ | গ | ১২৪ | খ | ১২৫ | ক |
১২৬ | খ | ১২৭ | ঘ | ১২৮ | ক | ১২৯ | গ | ১৩০ | ঘ |
১৩১ | ক | ১৩২ | খ | ১৩৩ | ক | ১৩৪ | খ | ১৩৫ | খ |
১৩৬ | গ | ১৩৭ | গ | ১৩৮ | খ | ১৩৯ | খ | ১৪০ | গ |
১৪১। কুরআন মাজীদ কাদের জন্য পথপ্রদর্শক?
ক.মুসলিমদের জন্য
খ. মুনাফিকদের জন্য
গ. কাফিরদের জন্য
ঘ. মুত্তাকীদের জন্য
১৪২। আলাহ নিকট কোন ব্যক্তি বেশি সম্মানিত?
ক. যে বেশি নামায পড়ে
খ.যে বেশি তাকওয়াবান
গ. যে বেশি দান-সদকা করে
ঘ. যে ভালো কাজ করে
১৪৩। ইসলামি জীবন দর্শনে সব সৎগুণের মূল কোনটি?
ক. ঈমান
খ.তাকওয়া
গ. সালাত
ঘ. সাওম
১৪৪। যাদের চরিত্র সুন্দর, তারাই সত্যিকার?
ক. মুসলিম
খ.মুমিন
গ. মুত্তাকী
ঘ. পরহেযগার
১৪৫। কার সেবা করা মানুষের প্রধান কাজ?
ক. প্রতিবেশীদের
খ. বন্ধুবান্ধবের
গ.মানুষের
ঘ. ধনীদের
১৪৬। দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করা কাদের কর্তব্য?
ক. সাধারণ নাগরিকদের
খ.সত্যিকার স্বদেশপ্রেমিকদের
গ. রাজনীতিবিদদের
ঘ. প্রশাসনিক কর্মকর্তাদের
১৪৭। যার মধ্যে আমানতদারি নেই, তার কী নেই?
ক.ঈমান
খ. আমল
গ. চরিত্র
ঘ. তাকওয়া
১৪৮। উহুদ গুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয়ের কারণ কী ছিল?
ক.শৃঙ্খলা ভঙ্গের জন্য
খ. সৈন্যসংখ্যা কম ছিল বলে
গ. যোদ্ধারা ঘুমিয়ে ছিল বলে
ঘ. অস্ত্র ছিল না বলে
১৪৯। মানুষ কাকে বিশ্বাস করে?
ক. মুুমিনকে
খ. নামাযিকে
গ.আমানতদারকে
ঘ. ওয়াদা পালনকারীকে
১৫০। পণ্যে ভেজাল দেওয়া কিসের শামিল?
ক.প্রতারণার
খ. মিথ্যার
গ. হত্যার
ঘ. চুরি করার
১৫১। ‘সুফি’ কাকে বলে?
ক. হাদিস চর্চা ও অনুশীলনকারীকে
খ. ফিক্হ চর্চা ও অনুশীলনকারীকে
গ.তাসাওউফ চর্চা ও বাস্তব জীবনে এর অনুশীলনকারীকে
ঘ. দর্শনশাস্ত্রের চর্চাকারীকে
১৫২। সত্যিকার মুমিন কারা?
ক. যারা ধর্মের কথা বলে
খ.যাদের চরিত্র সুন্দর
গ. যারা সত্যবাদী
ঘ. ন্যায়বিচারকগণ
১৫৩। কারা প্রতারক ও মুনাফিক?
ক. দেশদ্রোহী
খ. বিশৃঙ্খলাকারী
গ.খিয়ানতকারীরা
ঘ. মুশরিকরা
১৫৪। ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী অতি গর্হিত কাজ কোনটি?
ক.প্রতারণা
খ. গীবত
গ. ফিৎনা-ফাসাদ
ঘ. পরনিন্দা
১৫৫। পূণ্য কোন পথে পরিচালিত করে?
ক. হাশরের পথে
খ. ন্যায়ের পথে
গ.আল্লাহর পথে
ঘ. জান্নাতের পথে
১৫৬। হিৎসা-বিদ্বেষ কিসের পরিপন্থী?
ক.ইসলামের
খ. সত্যবাদিতার
গ. সাধুতার
ঘ. শালীনতার
১৫৭। আল্লাহ কাদের ভালোবাসেন?
ক. যারা পবিত্র থাকে
খ. যারা দান করে
গ. যারা নামায পড়ে
ঘ. যারা ভালো কাজ করে
১৫৮। প্রতারণা কিসের শামিলা?
ক. শিরকের
খ. কুফরের
গ.মিথ্যার
ঘ. হত্যার
১৫৯। কারা প্রকৃত মুমিন নয়?
ক.খিয়ানতকারীরা
খ. মুশরিকরা
গ. ফাসিকরা
ঘ. মুনাফিকরা
১৬০। কাদের পুরস্কার অফুরন্ত?
ক. সৎকর্মশীলদের
খ.চরিত্রবানদের
গ. জ্ঞানীদের
ঘ. বুদ্ধিমানদের
১৪১ | ক | ১৪২ | খ | ১৪৩ | খ | ১৪৪ | খ | ১৪৫ | গ |
১৪৬ | খ | ১৪৭ | ক | ১৪৮ | ক | ১৪৯ | গ | ১৫০ | ক |
১৫১ | গ | ১৫২ | খ | ১৫৩ | গ | ১৫৪ | ক | ১৫৫ | গ |
১৫৬ | ক | ১৫৭ | ঘ | ১৫৮ | গ | ১৫৯ | ক | ১৬০ | খ |
১৬১। আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক?
ক.তাকওয়ার
খ. আখলাকের
গ. আমানতের
ঘ. আদলের
১৬২। কে মুসলমানদের সমাজভুক্ত নয়?
ক. বে-নামায
খ.প্রতারক
গ. ওয়াদা ভঙ্গকারী
ঘ. মিথ্যাবাদী
১৬৩। ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত কী?
ক. ঘুষ না খাওয়া
খ. হারাম হতে বেঁচে থাকা
গ. সুদ বর্জন করা
ঘ.হালাল উপার্জন
১৬৪। এ পৃথিবীর দায়দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা কী?
ক. সামাজিক কর্তব্য
খ. নৈতিক কর্তব্য
গ.ইবাদাতের শামিল
ঘ. মানবিক ব্যাপার
১৬৫। কোনটি আখলাকে যামীমা নয়?
ক. প্রতারণা
খ. ফিৎনা
গ. জুলুম
ঘ.পরিচ্ছন্নতা
১৬৬। দেশকে হিফাযত করতে না পারলে কী হিফাযত করা যায় না?
ক. ধনসম্পদ
খ. মানুষের জানমাল
গ. মানসম্মান
ঘ.ধর্ম
১৬৭। কে একান্ত প্রয়োজনের সময বন্ধুকে ত্যাগ করবে?
ক. ভীরু
খ. পাপাচারী
গ.কৃপণ
ঘ. নির্বোধ
১৬৮। মুসলিম জাতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কোন বিষয়ের চর্চা করতে হবে?
ক.ইলমে তাসাউফ
খ. জিহাদ
গ. ইলমে ফিকহ
ঘ. ইসলামের ইতিহাস
১৬৯। মানুষের প্রধান কাজ কোনটি?
ক. যিকর করা
খ. নফল নামায পড়া
গ. মানুষের সেবা করা
ঘ. মানুষের গোলামি করা
১৭০। দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য কী করতে হয়?
ক. কাজ করতে হয়
খ. ত্যাগ স্বীকার করতে হয়
গ. মানুষের সেবা করা
ঘ.সব কয়টি
১৭১। সরকার কীভাবে মাদকের প্রতিকার ও প্রতিরোধ করতে পারে?
ক. স্নেহমমতা দিয়ে কাছে রেখে
খ. বেকার ভাতা চালু করে
গ. ওয়াজ-নসীহত ও উপদেশের মাধ্যমে
ঘ.কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে
১৭২। মুসলিম জাতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কোন বিষয়ের চর্চা করতে হবে?
ক.ইলমে তাসাউফ
খ. জিহাদ
গ. ইলমে ফিকহ
ঘ. ইসলামের ইতিহাস
১৭৩। কার স্বভাব চরিত্র মানব চরিত্রের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করে?
ক.বন্ধুবান্ধবের
খ. ভাইবোনের
গ. শিক্ষকের
ঘ. পিতামাতার
১৭৪। সত্যিকারভাবে সদগুণাবলির অধিকারী হতে হলে অন্তরে কী থাকা প্রয়োজন?
ক. ভালোবাসা
খ. আখলাক
গ.তাকওয়া
ঘ. আহদ
১৭৫। প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয়, দেশের প্রতি-?
ক.কর্তব্য পালনের মাধ্যমে
খ. কবিতা লেখার মাধ্যমে
গ. বক্তৃব্য করার মাধ্যমে
ঘ. সংস্কৃতি চর্চার মাধ্যমে
১৭৬। সাধারণত মানুষ কার ধর্ম দ্বারা বেশি প্রভাবিত?
ক.বন্ধুবান্ধবের
খ. সহপাঠীর
গ. পিতামাতার
ঘ. শিক্ষকের
১৭৭। আল্লাহর নৈকট্য লাভের আতিœক উপায় কী?
ক. সাওম
খ. শরীআত
গ. দুআ
ঘ.তাসাওউফ
১৭৮। অসহায় ও দুঃস্থ ব্যক্তি চরম শত্র“ হলেও কী করা উচিত?
ক.সেবা করা উচিত
খ. শ্রদ্ধা করা উচিত
গ. সম্মান করা উচিত
ঘ. ভালোবাসা উচিত
১৭৯। কোন কাজের জন্য অধিক লোক জান্নাতে প্রবেশ করবে?
ক. পরোপকারের জন্য
খ. ইবাদাতের কারণে
গ. সৃষ্টিকে ভালোবাসার জন্য
ঘ.আল্লাহর ভয় ও উত্তম আখলাকের জন্য
১৮০। কোন শব্দ হতে ‘সুফি’ শব্দের উৎপত্তি অধিক যুক্তিসংগত?
ক. সউফ
খ. সফ
গ.সাফা
ঘ. সাফী
১৬১ | ক | ১৬২ | খ | ১৬৩ | ঘ | ১৬৪ | গ | ১৬৫ | ঘ |
১৬৬ | ঘ | ১৬৭ | গ | ১৬৮ | ক | ১৬৯ | গ | ১৭০ | ঘ |
১৭১ | ঘ | ১৭২ | ক | ১৭৩ | ক | ১৭৪ | গ | ১৭৫ | ক |
১৭৬ | ক | ১৭৭ | ঘ | ১৭৮ | ক | ১৭৯ | ঘ | ১৮০ | গ |
১৮১। যুবসমাজকে ধ্বংস করার মোক্ষম হাতিয়ার কী?
ক.মাদকাশক্তি
খ. কালোবাজারি
গ. খিয়ানত
ঘ. অপব্যয়
১৮২। আখলাকে হামীদাহ কী?
ক.মেীলিক মানবীয় গুণ
খ. মেীলিক গুণ
গ. প্রকৃত গুণ
ঘ. ইসলামি গুণ
১৮৩। প্রতারণা ইসলামের দৃষ্টিতে কী?
ক. জঘন্য অপরাধ
খ.মানবতাবিরোধী অতি গর্হিত কাজ
গ. অতি নিন্দনীয় কাজ
ঘ. কবীরা গুনাহ
১৮৪। হালাল খাদ্য গ্রহণ করলে কিসের অধিকতর মনোযোগ আসে?
ক. ধ্যানে
খ. ঘুমে
গ.ইবাদাতে
ঘ. পড়াশুনার
১৮৫। ধূমপান ত্যাগ করার জন্য কোনটি যথেষ্ট?
ক. ধূমপায়ীকে শাস্তি দেওয়া
খ. ধূমপায়ীকে বয়কট করা
গ.ধূমপায়ীর ইচ্ছাশক্তি
ঘ. ধূমপায়ীকে বন্দী করা
১৮৬। কোনটি মেীলিক মানবীয় গুণ?
ক. আখলাকে যামীমা
খ. আখলাকে দরজাস্বরুপ
গ.উত্তম স্বভাব
ঘ. সৎ স্বভাব
১৮৭। চরিত্র গঠনে তাকওয়া কীরুপ?
ক. দেওয়ালস্বরুপ
খ. খোলা দরজাস্বরুপ
গ.সুদৃঢ় দূর্ঘস্বরুপ
ঘ. পর্দাস্বরুপ
১৮৮। সচ্চরিত্রের মুল সঞ্জীবনীশক্তি কী?
ক. আদ্ল
খ. ইহসান
গ.তাকওয়া
ঘ. সবর
১৮৯। কিসে সত্যিকার মুক্তি ও সাফল্য আসে?
ক. আমানত রক্ষায়
খ. মানবসেবায়
গ. কঠোর পরিশ্রমে
ঘ.সত্যবাদিতায়
১৯০। নিচের কোনটি সমাজদ্রোহী কাজ?
ক. বন্ধুদের সাথে গল্প করা
খ. লেখাপড়া না করা
গ. পথিককে গালি দেওয়া
ঘ.প্রতারণা করা
১৯১। ‘তাসাওউফ’ হচ্ছে আলাহর নৈকট্যলাভের-
ক. সহজ উপায়
খ. দুর্লভ উপায়
গ.আত্মিক উপায়
ঘ. বহ্যিক উপায়
১৯২। চরিত্র গঠনে কোন জিনিসটি সুদৃঢ় দুর্গস্বরুপ?
ক. সত্য কথা
খ.তাকওয়া
গ. সর্বদা জিকির করা
ঘ. সময়মতো বিয়ে করা
১৯৩। ‘তাকওয়া সব সদগুণের মূল’-এটি কিভাবে বোঝা যায়?
ক. মহৎ জীবন দর্শনে
খ.ইসলামি জীবন দর্শনে
গ. নির্মল জীবন দর্শনে
ঘ. বাস্তব জীবন দর্শনে
১৯৪। কীক সংরক্ষণে মানুষের দায়িত্ব অপরিসীম?
ক. সম্পদ
খ.পরিবেশ
গ. গ্যাস
ঘ. পানি
১৯৫। মানুষের স্বভাব চরিত্র যত সুন্দর হবে সে তত কী হবে?
ক.সৎকর্মশীল
খ. ন্যায়পরায়ণ
গ. আমানতদার
ঘ. দেশপ্রেমিক
১৯৬। মানুষ কার ধর্ম দ্বারা প্রভাবিত?
ক.বন্ধুর
খ. পিতার
গ. শিক্ষকের
ঘ. প্রতিবেশী
১৯৭। হত্যার চেয়েও জঘন্য কী?
ক. গীবত
খ. ফিসক
গ. খিয়ানত
ঘ.ফিৎনা-ফ্যাসাদ সৃষ্টি করা
১৯৮। মুসলমানদের ধূমপান বর্জনের উপযুক্ত সময় কোনটি?
ক. রাতের বেলায়
খ. বৃদ্ধ বয়সে
গ.রমযান মাস
ঘ. রোগের সময়
১৯৯। কোনটি সকল পাপের জননী?
ক. নামায ত্যাগ করা
খ.মিথ্যা বলা
গ. খুন করা
ঘ. মাপে কম দেওয়া
২০০। তাসাওউফ দ্বারা কী লাভ করা যায়?
ক. আচার-আচরণ
খ. ধর্মচর্চা
গ. বিজ্ঞানসম্মত শিক্ষা
ঘ.আল্লাহর নৈকট্য
১৮১ | ক | ১৮২ | ক | ১৮৩ | গ | ১৮৪ | গ | ১৮৫ | গ |
১৮৬ | গ | ১৮৭ | গ | ১৮৮ | গ | ১৮৯ | ঘ | ১৯০ | ঘ |
১৯১ | গ | ১৯২ | খ | ১৯৩ | খ | ১৯৪ | খ | ১৯৫ | ক |
১৯৬ | ক | ১৯৭ | ঘ | ১৯৮ | গ | ১৯৯ | খ | ২০০ | ঘ |
২০১। মুমিনের ওয়াদা কী স্বরুপ?
ক. ঈমান
খ. আমানত
গ.ঋণ
ঘ. তাকওয়া
২০২। আদল প্রতিষ্ঠার ব্যাপারে মহানবী (স. কী করেছেন?
ক.আজীবন সংগ্রাম করেছেন
খ. আজীবন ক্ষমা করেছেন
গ. আজীবন যুদ্ধ করেছেন
ঘ. আজীবন প্রার্থনা করেছেন
২০৩। কোন গুণ ব্যতীত সমস্ত সম্পদ অর্থহীন?
ক. সুখ
খ. চালাকি
গ. সেীন্দর্য
ঘ.আখলাক
২০৪। মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?
ক. বিদ্যাবুদ্ধি
খ. ধনসম্পদ
ঘ.আখলাখ বা সচ্চরিত্র
ঘ. সুনাম-সুখ্যাতি
২০৫। তাকওয়াপূর্ণ জীবনযাপনের প্রধান বৈশিষ্ট্য-
ক. দয়া
খ. সরলতা
গ. সাহসিকতা
ঘ.ওয়াদা পালন করা
২০৬। অন্যায়ের উদ্দীপক কোনটি?
ক. তাকওয়ার অভাব
ঘ.আদলের অভাব
গ. শিক্ষার অভাব
ঘ. অর্থের অভাব
২০৭। কোনটি তাকওয়ার অতি নিকটবর্তী?
ক. আমানত রক্ষা করা
খ. ওয়াদা পালন করা
গ.আদল কায়েম করা
ঘ. অত্যাচার না করা
২০৮। কোন জিনিস পরিবেশ রক্ষণে সীমাহীন ভূমিকা রাখে?
ক. গাছপালা
খ. পানি
গ. আবহাওয়া
ঘ. প্রকৃতি
২০৯। ন্যায়বিচারের মধ্যে কী থাকে?
ক. সততা
খ. সত্যবাদিতা
গ.তাকওয়া
ঘ. শালীনতা
২১০। সত্যিকার সাফল্য কিসের মধ্যে নিহিত?
ক.আত্মশুদ্ধিতে
খ. নামাযে
গ. রোযাতে
ঘ. জিহাদে
২১১। মিথ্যার পরিণতি কোনটি?
ক. উন্নতি
খ. নিন্দা
গ. অবহেলা
ঘ.ধ্বংস
২১২। মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে?
ক. আগুন
খ. মিথ্যা
গ. প্রতারণা
ঘ.হিৎসা
২১৩। কোন শিক্ষা ইসলামের অন্যতম প্রাণশক্তি?
ক. বিজ্ঞান শিক্ষা
খ. ইলমে তাসাওউফ
গ. ইলমে ফিকাহ
ঘ. ইসলামি শিক্ষা
২১৪। কে সর্বদা আলাহর উপস্থিতি অনুভব করে?
ক.যার অন্তর তাকওয়া আছে
খ. বিপদগ্রস্থ ব্যক্তি
গ. যিনি সর্বদা নামায রাখেন
ঘ. যিনি নিয়মিত রোযা রাখেন
২১৫। সচ্চরিত্রের মূল সঞ্জীবনীশক্তি কী?
ক. সত্যবাদিতা
খ. আখলাক
গ.তাকওয়া
ঘ. যাকাত
২১৬। তাকওয়াপূর্ণ জীবনযাপনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. সততা
খ. স্নেহমমতা
গ.ওয়াদা পালন করা
ঘ. মনোবল
২১৭। হাদিস শরীফে আছে, “অসৎ সঙ্গীর চেয়ে একাকীত্ব ভালো। আর একাকীত্বের চেয়ে সৎ সঙ্গী ভালো।” উক্ত হাদিসের আলোকে তোমার করণীয় কোনটি? (প্রয়োগমূলক.
i. বন্ধুর কল্যাণ কামনা
ii. বন্ধুর প্রতি সহযোগিতা
iii. বন্ধু নির্বাচনে সতর্কতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২১৮। তাকওয়া অর্জনের উদ্দেশ্য তুমি-
i. ফরযসহ বেশি করে নফল নামায পড়বে
ii. হারাম বর্জন করবে এবং হালাল গ্রহণ করবে
iii. হক্কুলাহ এবং হক্কুল ইবাদ নিয়ে চিন্তা গবেষণা করবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং iii
ঘ. i, ii এবং iii
২১৯। নিচের কোনটি বিষয়টি একজনের আতœা সংশোধনে সহায়তা করে?
i. সালাত
ii. তাকওয়া
iii. ইলমে তাসাওউফ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i এবং iii
ঘ. i, ii এবং iii
২২০। একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দারে জন্য তার-
i. গুনাহ বা সাওয়াব হবে না। কারণ টাকার সদ্ধবহারের মাধ্যমে গুনাহ দুর হয়ে যাবে
ii. গুনাহ হবে। কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে
iii. সাওয়াব হবে কারণ টাকাটা দানের জন্য ব্যবহ্ত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২০১ | গ | ২০২ | ক | ২০৩ | ঘ | ২০৪ | গ | ২০৫ | ঘ |
২০৬ | খ | ২০৭ | গ | ২০৮ | ক | ২০৯ | গ | ২১০ | ক |
২১১ | ঘ | ২১২ | ঘ | ২১৩ | খ | ২১৪ | ক | ২১৫ | গ |
২১৬ | গ | ২১৭ | গ | ২১৮ | ঘ | ২১৯ | গ | ২২০ | গ |
২২১। সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে বলা হয়-
i. আখলাকে হামীদাহ
ii. আখলাকে যামীমাহ
iii. আখলাক
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২২। আখলাকে হামীদাহ কেন গুরুত্ববহ?
i. মেীলিক মানবীয় গুণ
ii. জীবনের শ্রেষ্ঠ সম্পদ
iii. মুমিনের চরিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii এবং iii
গ. i এবং ii
ঘ. i, ii এবং iii
২২৩। প্রতিবেশীর প্রতি তোমার কর্তব্য কোনটি? (প্রয়োগমুলক.
i. অসুখে-বিসুখে সেবাযতেœ করব
ii. দেখা-সাক্ষাৎ বন্ধ রাখব
iii. ভালো ব্যবহার করব
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i এবং ii
গ. ii এবং iii
ঘ. i, ii এবং iii
২২৪। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরিণতি কী?
র. আল্লাহর রহমত পাবে
রর. আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে
ররর. জান্নাতে প্রবেশ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii এবং iii
গ. i এবং ii
ঘ. i, ii এবং iii
আকাইদ: ইসলাম ও নৈতিক শিক্ষাবহু নির্বাচনি প্রশ্ন-উত্তর – SSC
ইবাদত: ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
শরীআত-এর উৎস : ইসলাম ও নৈতিক শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর-SSC
২২৫। কৃপ্রবৃত্তিকে দমন করাকে বলে-
i. বড় জিহাদ
ii. বাতিনী জিহাদ
iii. জিহাদে আকবর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২৬। নবীজী বলেছেন, “সাওম ঈমানদারদের জন্য ঢালস্বরুপ।” এ হাদিসটির সারকথা কী?
i. ঈমানদার ব্যক্তিকে কেউ সহজে আঘাত করতে পারে না
ii. রোযাদার ব্যক্তি নিজে সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম
iii. সাওম ঈমানদারদের একটি মেীলিক ফরয কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii এবং iii
২২৭। তাকওয়া থেকে উৎসারিত গুণ কী?
i. সত্যবাদিতা
ii. ওয়াদা পালন
iii. মিথ্যাবাদিতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i এবং ii
গ. i, ii এবং iii
ঘ. iii
২২৮। খিয়ানতকারীদের প্রতি মানুষের অভিব্যক্তি কী?
i. সবাই ভালোবাসে
ii. কেউ ভালোবাসে না
iii. কেউ বিশ্বাস করে না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i এবং ii
গ. ii এবং iii
ঘ. i, ii এবং iii
২২৯। সামপ্রতককালে অপসংস্কৃতি বিস্তার লাভ করছে। মানুষ আশালীন বেশভূষা ও আশালীন আচার-আচরণে অভ্যস্থ হচ্ছে। অতএব, শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার?
i. পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে
ii. কুৎসিত কামনাকে উত্তেজিত করছে
iii. সামাজিক অনাচার দমন করছে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ.i এবং ii
গ. ii এবং iii
ঘ. i, ii এবং iii
২৩০। তুমি আল্লাহ তাআলার পরিচয় লাভের পাশাপাশি আন্তশুদ্ধির জ্ঞান অর্জন করতে চাও। তোমার করণীয়-
i. ইলমে তাসাওউফের চর্চা
ii. ইলমে শরীআতের চর্চা
iii. ইলমে মারিফাতের চর্চা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i. ii ও iii
নিচের বর্ণনা থেকে ২৪৪ নং ২৪৫ নং প্রশ্নের উত্তর দাও।
রাসূল (স. বলেন, “তোমরা হিংসা থেকে সাবধান থাক’। কারণ আগুন যেসন শুকনো কাঠ খেয়ে ফেলে, হিংসাও তেমনি সৎকর্মগুলো খেয়ে ফেলে।’ মাসুদের বাবা প্রচুর সম্পদের মালিক হওয়া সত্বেও সুদের ব্যবসায় করেন এবং প্রয়োজনে ঘুষ দিয়ে কাজ আদায় করেন।
২৩১। হিংসা কুফল হচ্ছে –
i. এটি একটি মানবিক ব্যাধি
ii. এটি বন্ধুত্বের মধ্যে ফাটল ধরায়
iii. সমাজে অশান্তি সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i. ii ও iii
২৩২। হাদিসের আলোকে মাসুদের বাবাকে এখন থেকে-
i. পূর্বের মতো শ্রদ্ধা করে
ii. ঘৃণা করবে
iii. সৎপথে আনার চেষ্টা করবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ.ii ও iii
২৩৩। একজন মুত্তাকী ব্যক্তির মধ্যে যেসব গুণের সমাবেশ ঘটে তন্মধ্যে অন্যতম প্রধান গুণ কোনটি?
ক.সততা
খ. আমানতকারী
গ. ওয়াদা পালন
ঘ. আদল
নিচের বর্ণনা থেকে ২৪৮ ও ২৪৯ থেকে প্রশ্নের উত্তর দাও।
কয়েকজন ছাত্র তাদের কোনো এক বন্ধুর অনুপস্থিতিতে তার মিথ্যাচার নিয়ে আলোচনা কাছে। এমতাবস্থায় এক বন্ধু এ ধরনের আলোচনা থেকে বিরত থাকতে অনুরোধ করে।
২৩৪। ইসলামি শরীআ মোতাবেক শিক্ষার্থীদের আলোচনার বিষয়বস্তু ছিল-
ক. নিন্দা
খ. সমালোচনা
গ.গীবত
ঘ. ফিৎনা
২৩৫। মিথ্যা বলার জন্য তাদের বন্ধুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নিবে?
i. তারা বন্ধুর বলাকে ঘৃণাকে করে এবং তাকে সংশোধরে সুযোগ দিবে
ii. ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, অভিভাবকগণকে বলবে এবং সবশেষে সংশোধিত না হলে তাকে এড়িয়ে চলবে
iii. তাকে ব্যক্তিগতভাবে তিরস্কার করবে এবং তাকে এড়িয়ে চলবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
ক্স iii
ঘ.i, ii ও iii
নিচের বর্ণনা থেকে ২৫০ ও ২৫১ নং প্রশ্নের উত্তর দাও।
আজকাল বিচারপ্রার্থীরা অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এর কারণ হিসেবে তার বিচারককে নয়, বরং বিচারব্যবস্থাকে দায়ী করে থাকেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়া জরুরি।
২৩৬। কুরআন-সুন্নাহর দৃষ্টিতে-
i. সবল-দূর্বলের ভেদাভেদ নেই, সবাই সমান
ii. কারও প্রতি অনুগ্রহ করতে গিয়েও কারও প্রতি নিগ্রহ হয় না
iii. মুসলমানদের প্রতি সহানুভূতি দেখানো হয়
নিচের কোনটি সঠিক?
ক. র
খ.i এবং ii
গ. ii এবং iii
ঘ. iii
২৩৭। সমাজে আদল প্রতিষ্ঠিত না হলে কিংবা আদলের বিলুপ্তি ঘটলে, সমাজে কী নেতিবাচক প্রভাব পড়বে?
ক. সমাজে বিশৃঙ্খলা কমে আসবে
খ. সমাজ একইরুপ থাকবে
গ.সমাজ বিশৃঙ্খল হয়ে পড়বে
ঘ. উপরের কোনোটিই নয়
নিচের বর্ণনা থেকে ২৫২ নং ২৫৪ নং প্রশ্নের উত্তর দাও।
শ্রেণীকক্ষে ধর্মীয় শিক্ষক আনোয়ার সাহেব বলেন, আমাদের প্রিয়নবী (স. কাফিরদের অত্যাচারে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যাওয়ার সময় তিনি বার বার মক্কার দিকে, কা’বার দিকে ফিরে তাকাচ্ছিলেন।
২৩৮। দেশপ্রেমিক হিসেবে তোমার করণীয় কী?
i. বিদেশে বাড়িঘর তৈরি করা
ii. দেশের স্বাধীনতা ও সার্বভেীমত্ব রক্ষায় ত্যাগ স্বীকার
iii. দেশের মানুষকে ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
ক্স i ও iii
ঘ. ii ও iii
২৩৯। প্রকৃত স্বদেশপ্রেম কীভাবে প্রমাণিত হয়?
ক. দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে
খ. দেশের প্রতি কতৃব্য পালনের মাধ্যমে
গ. দেশের কল্যাণের নিজের কল্যাণ মনে করলে
ঘ.সবগুলোই
২৪০। হাদিসে আছে, “যারা দেশ রক্ষায় উদ্দেশ্য সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায় তাদের জন্য জান্নাত।”
এ হাদিসের প্রধান বিষয় কী?
ক.দেশপ্রেম
খ. বিনিদ্র রজনী যাপন
গ. কর্তব্যপরায়ণতা
ঘ. সততা
২২১ | ক | ২২২ | ঘ | ২২৩ | ঘ | ২২৪ | খ | ২২৫ | ঘ |
২২৬ | খ | ২২৭ | খ | ২২৮ | গ | ২২৯ | খ | ২৩০ | ক |
২৩১ | ঘ | ২৩২ | ঘ | ২৩৩ | ক | ২৩৪ | গ | ২৩৫ | ক |
২৩৬ | খ | ২৩৭ | গ | ২৩৮ | গ | ২৩৯ | ঘ | ২৪০ | ক |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।