PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,অধ্যায়৩:মৌলিক ধারণাসমূহ: ৩য় অধ্যায় এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,অধ্যায়৩:মৌলিক ধারণাসমূহ
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৩ : মৌলিক ধারণাসমূহ
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সার্বভৌমত্বের অর্থ কী?
উত্তর : সার্বভৌমত্বের অর্থ হলো চরম ক্ষমতা ।
২. সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ ‘Sovereignty ।
৩. ‘Sovereignty’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর : ‘Sovereignty” শব্দটি ‘Superanus’ শব্দ থেকে উৎপত্তি হয়েছে।
৪. ‘Superanus’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Superanus’ শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বা চূড়ান্ত।
৫. কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম সার্বভৌমত্ব কথাটি ব্যবহৃত হয়?
উত্তর : ১৫৭৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সার্বভৌমত্ব কথাটি ব্যবহৃত হয় ।
৬. কে সর্বপ্রথম সার্বভৌমত্ব কথাটি ব্যবহার করেন?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানী জ্যা বোডিন সর্বপ্রথম সার্বভৌমত্ব কথাটি ব্যবহার করেন ।
৭. কীসের ভিত্তিতে সমাজ ও অন্যান্য সংঘকে রাষ্ট্র থেকে পৃথক করা হয়?
উত্তর : সার্বভৌমত্বের ভিত্তিতে সমাজ ও অন্যান্য সংঘকে রাষ্ট্র থেকে পৃথক করা হয়।
৩৮. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব ।
৯. রাষ্ট্রের চরম, অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতাকে কী বলা হয়?
উত্তর : রাষ্ট্রের চরম, অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলা হয়।
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:-(PDFফ্রি) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- (PDF) অধ্যায়৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অধ্যায়৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর(PDF)
- আরো পড়ুন:- (PDF) অধ্যায়৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (PDF) অধ্যায় ৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১০. রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না?
উত্তর : রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতাকে হস্তান্তর করা যায় না।
১১. সর্বপ্রথম সার্বভৌমত্বের ধারণা পাওয়া যায় কোথায়?
উত্তর : সর্বপ্রথম সার্বভৌমত্বের ধারণা পাওয়া যায় প্রাচীন গ্রিস ও রোমে।
১২. “Sovereignty is the supreme power of the state over citizens and subjects unrestrained by law. “—উক্তিটি কার?
উত্তর : “Sovereignty is the supreme power of the state over citizens and subjects unrestrained by law. “—উক্তিটি জ্যা বোডিনের।
১৩. “সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।”— এটি কার উক্তি?
উত্তর : “সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।” এটি উইলোবির উক্তি।
১৪. “Sovereignty is the supreme will of the state.’— উক্তিটি কার?
উত্তর : “Sovereignty is the supreme will of the state. উক্তিটি উইলোবির ।
১৫. ”Lectures On Jurisprudence’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ”Lectures On Jurisprudence’ গ্রন্থটি জন অস্টিনের।
১৬. জন অস্টিনের ”Lectures On Jurisprudence’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : জন অস্টিনের ”Lectures On Jurisprudence’ গ্রন্থটি ১৮৩২ সালে প্রকাশিত হয় ।
১৭. সার্বভৌমত্বের কয়টি দিক আছে? উত্তর : সার্বভৌমত্বের দুটি দিক আছে। যথা : ১. অভ্যন্তরীণ, ২. বাহ্যিক।
১৮. জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বে ধারণা ব্যক্ত করেন?
উত্তর : জন অস্টিন ”Lectures On jurisprudence’ গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন।
১৯. সর্বপ্রথম সার্বভৌমত্বের দার্শনিক ও আইনগত ব্যাখ্যা -প্রদান করেন কে?
উত্তর : সর্বপ্রথম সার্বভৌমত্বের দার্শনিক ও আইনগত ব্যাখ্যা প্রদান করেন জ্যা বোডিন।
২০. সার্বভৌমত্বের ৩ জন বহুত্ববাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর : সার্বভৌমত্বের ৩ জন বহুত্ববাদী দার্শনিক হলো অধ্যাপক লাস্কি, জি. ডি. এইচ. কোল, আর. এম. ম্যাকাইভার।
২১. ‘সীমাবদ্ধ সার্বভৌমত্ব তত্ত্ব’ প্রয়োগ করেছেন কে?
উত্তর : ‘সীমাবদ্ধ সার্বভৌমত্ব তত্ত্ব’ প্রয়োগ করেছেন জন লক ।
২২. ‘আইনগত সার্বভৌমত্ব তত্ত্বের’ প্রবক্তা কে?
উত্তর : ‘আইনগত সার্বভৌমত্ব তত্ত্বের’ প্রবক্তা ব্রিটিশ আইনবিদ জন অস্টিন।
২৩. সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা কে?
উত্তর সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা জন অস্টিন।
২৪. সার্বভৌমত্বের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : সার্বভৌমত্বের তিনটি বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা, স্থায়িত্ব ও অবিভাজ্যতা ।
২৫. জন অস্টিন কোন দেশের নাগরিক?
উত্তর : জন অস্টিন ইংল্যান্ডের নাগরিক।
২৬. বহুত্ববাদের মূল বক্তব্য কী?
উত্তর : সার্বভৌম ক্ষমতা কেবল রাষ্ট্রের হাতে অর্পণ না করে রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল সংঘ এবং প্রতিষ্ঠানের কাছে ক্ষমতা ভাগ করে দেওয়া উচিত ।
২৭. জনগণের সার্বভৌমত্ব তত্ত্বটি উপস্থাপন করেছেন কে?
উত্তর : জনগণের সার্বভৌমত্ব তত্ত্বটি উপস্থাপন করেছেন জ্যা জ্যাক রুশো।
২৮. জনগণের সার্বভৌমত্ব কী?
উত্তর : গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যখন জনগণই সকল ক্ষমতার অধিকারী এবং সার্বভৌম হিসেবে স্বীকৃত হয় তখন তাকে জনগণের সার্বভৌমত্ব বলে ।
২৯. “সার্বভৌমত্বের আদেশই আইন।” —উক্তিটি কার?
উত্তর : “সার্বভৌমত্বের আদেশই আইন।” ——উক্তিটি জন অস্টিনের।
৩০. “Law is the command of the state.” উক্তিটি কার?
উত্তর : “Law is the command of the state. ” – উক্তিটি জন অস্টিনের।
৩১. সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উত্তর : সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাস্কি ।
৩২. সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ ।
উত্তর : সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন— ১. অধ্যাপক লাস্কি ও ২. বার্কার ।
৩৩. ”Six Books of the Republic’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ”Six Books of the Republic’ গ্রন্থটি জ্যা বোডিনের লেখা ।
৩৪. “A divided sovereignty is a contradiction in terms.” উক্তিটি কার?
উত্তর : “A divided sovereignty is a contradiction in terms.” – উক্তিটি অধ্যাপক গেটেলের।
৩৫. আইনের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তর : আইনের ইংরেজি প্রতিশব্দ ‘খধ’ি ।
৩৬. ইংরেজি ‘Law’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ইংরেজি ‘Law’ শব্দটি টিউটনিক ‘খধম’ শব্দ থেকে এসেছে।
৩৭. ইংরেজি ‘Law’ শব্দের উৎপত্তিগত অর্থ কী? জা
উত্তর : ইংরেজি ‘Law’ শব্দের উৎপত্তিগত অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের জন্য সমভাবে প্রযোজ্য ।
৩৮. সাধারণভাবে রাষ্ট্র কর্তৃক বলবৎযোগ্য বিধানকে কী বলা হয়?
উত্তর : সাধারণভাবে রাষ্ট্র কর্তৃক বলবৎযোগ্য বিধানকে আইন বলা হয়’।
৩৯. “Where there is no law there is no liberty.”— উক্তিটি কে করেছেন?
উত্তর : ”Where there is no law there is no liberty.”— উক্তিটি করেছেন জন লক ।
৪০. হল্যান্ড আইনকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : হল্যান্ড আইনকে ২ ভাগে ভাগ করেছেন।
৪১. হল্যান্ডের আইনের শ্রেণিবিভাগ ২টি কী কী?
উত্তর : হল্যান্ডের আইনের শ্রেণিবিভাগ ২টি হলো-
১. জাতীয় আইন, ২. আন্তর্জাতিক আইন।
৪২. আইনের সাথে নৈতিকতার সম্পর্ক কীরূপ?
উত্তর : আইনের সাথে নৈতিকতার সম্পর্ক ইতিবাচক ।
৪৩. নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হলো ‘Ethics’.
- আরো পড়ুন:- অধ্যায় ৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- অধ্যায় ৩:আমলাতন্ত্র লোকপ্রশাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
- আরো পড়ুন:- (ফ্রি পিডিএফ) অধ্যায়২: লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অধ্যায়২: লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর ফ্রি পিডিএফ
- আরো পড়ুন:- অধ্যায়২: লোকপ্রশাসন রচনামূলক প্রশ্নোত্তর ৪টি ফ্রি পিডিএফ
৪৪. আইনের সবচেয়ে সর্বজনগ্রাহ্য ও চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন কে?
উত্তর : আইনের সবচেয়ে সর্বজনগ্রাহ্য ও চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
৪৫. আইনে ‘স্কুল অব থট’ কয়টি?
উত্তর : আইনে ‘স্কুল অব থট ৬টি।
৪৬. আইনের সর্বাপেক্ষা প্রাচীনতম উৎস কী?
উত্তর : আইনের সর্বাপেক্ষা প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা ।
৪৭. কে জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বলেছেন?
উত্তর : ওপেনহেইম জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বলেছেন।
৪৮. বর্তমানে আইনের প্রধান উৎস কী?
উত্তর : বর্তমানে আইনের প্রধান উৎস আইনসভা ।
৪৯. জন অস্টিনের মতে, আইনের উৎস কোনটি?
উত্তর : জন অস্টিনের মতে, আইনের উৎস সার্বভৌমের আদেশ।
৫০. আইনের তিনটি উৎস উল্লেখ কর।
উত্তর : আইনের তিনটি উৎস হলো- ১. প্রচলিত প্রথা, ২. বিচারকের রায় ও ৩. আইন বিভাগ ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অধ্যায়৩:মৌলিক ধারণাসমূহ