PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: অধ্যায় ৫.৭ : হবস, এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও
রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫.৭ : লক
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১.”Every man has a property in his own person.”-উক্তিটি কার?”
উত্তর : “Every man has a property in his own person.’—উক্তিটি জন লকের ।
২. জন লক কোন শতাব্দীর দার্শনিক?
উত্তর: জন লক সপ্তদশ শতাব্দীর দার্শনিক।
PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDFডাউনলোড অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর PDFডাউনলোড
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ডাউনলোড
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক সেন্ট অগাস্টিন রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক সেন্ট অগাস্টিন রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF ফ্রি অনার্স: রাজনৈতিক সেন্ট অগাস্টিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স: সেন্ট অগাস্টিন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- আরো পড়ুন:- অনার্স সেন্ট অগাস্টিন: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (PDF ফ্রি)
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: রচনামূলক প্রশ্নোত্তর
৩. জন লক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : জন লক ১৬৩২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ।
৪. আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর : আধুনিক গণতন্ত্রের জনক জন লক ।
৫. জন লক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : জন লক ইংল্যান্ডের ব্রিস্টলের নিকটবর্তী রিংটনে জন্মগ্রহণ করেন।
৬. উদারনীতিবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : উদারনীতিবাদের প্রতিষ্ঠাতা জন লক।
৭. জন লকের উদারনীতিবাদের মূল বক্তব্য কী?
উত্তর : জন লকের উদারনীতিবাদের মূল বক্তব্য হলো জনগণের সম্মতিই সরকারের ভিত্তি ।
৮. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর : সংসদীয় গণতন্ত্রের জনক জন লক ।
৯. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর : জন লককে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম প্রবক্তা বলা হয়।
- ১০. জন লকের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ কোনটি?
- উত্তর : জন লকের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ হলো ”Two Treatises on Civil Government”.
১১. ”Two Treatises on Civil Government’ ‘ গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর : ”Two Treatises on Civil Government” গ্রন্থটি প্রকাশিত হয় ১৬৯০ খ্রিস্টাব্দে।
১২. কখন ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল?
উত্তর : ১৬৮৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল।
১৩.. জন লক কোন প্রেক্ষাপটে Two Treatises on Civil Government’ গ্রন্থটি রচনা করেন?
উত্তর : ১৬৮৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের পটভূমিতে জন লক ‘Two Treatises on Civil Government’ গ্রন্থটি রচনা করেন।
১৪. কোন গ্রন্থে জন লক ধর্মের পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন?
উত্তর : ”An Essay Concerning Human Understanding’ ‘ গ্রন্থে জন লক ধর্মের পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন।
১৫. লর্ড অ্যাশলে কে ছিলেন?
উত্তর : লর্ড অ্যাশলে ছিলেন দ্বিতীয় চার্লসের রাজত্বকালীন একজন খ্যাতনামা রাজনীতিবিদ।
১৬. জন লকের কোন গ্রন্থকে উদারতাবাদের বাইবেল বলে আখ্যায়িত করা হয়?
উত্তর : ”Two Treatises on Civil Government” গ্রন্থকে উদারতাবাদের বাইবেল বলে আখ্যায়িত করা হয়।
১৭. ”Two Treatises on Civil Government” গ্রন্থটির লেখক কে?
উত্তর : ”Two Treatises on Civil Government” গ্রন্থটির লেখক জন লক ।
১৮. জন লকের ”Two Treatises on Civil Government” গ্রন্থে কীসের পরিচয় পাওয়া যায়?
উত্তর : ”Two Treatises on Civil Government” গ্রন্থে জন লকের বুর্জোয়া মনোভাব ও উদারনৈতিক রাষ্ট্রচিন্তার পরিচয় পাওয়া যায়।
১৯. প্রাকৃতিক আইন সম্পর্কে জন লকের মত কী?
উত্তর : প্রাকৃতিক আইন সম্পর্কে জন লকের মত হচ্ছে “প্রকৃতির রাজ্যকে শাসন করার জন্য প্রাকৃতিক আইন রয়েছে এবং প্রত্যেকেই এ আইনের অধীন।”
২০. জন লকের প্রাকৃতিক আইন কোথা থেকে উৎসারিত?
উত্তর : জন লকের প্রাকৃতিক আইনের উৎস হলো যুক্তি ।
২১. জন লকের মতে প্রকৃতির রাজ্যে জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল?
উত্তর : জন লকের মতে প্রকৃতির রাজ্যে জনগণের মধ্যে দুইটি চুক্তি হয়েছিল ।
২২. জন লকের মতে রাষ্ট্র সৃষ্টিরও পূর্বে মানুষ কোথায় বাস করতো?
উত্তর : জন লকের মতে রাষ্ট্র সৃষ্টিরও পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করতো।
২৩. জন লকের প্রকৃতির রাজ্য কোন আইন দ্বারা পরিচালিত হতো?
উত্তর : জন লকের প্রকৃতির রাজ্য প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হতো ।
২৪. জন লকের প্রকৃতির রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?
উত্তর : জন লকের প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল শান্তিপূর্ণ, সুন্দর, উন্নত ও দীর্ঘস্থায়ী।
২৫. জন লকের প্রকৃতির রাজ্যের প্রকৃতি কেমন ছিল?
উত্তর : জন লকের প্রকৃতির রাজ্যের প্রকৃতি ছিল ‘পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষা এবং শুভেচ্ছা ও শান্তিময়’।
২৬. জন লকের প্রকৃতির রাজ্যের মানব প্রকৃতি কেমন ছিল?
উত্তর : জন লকের প্রকৃতির রাজ্যের মানব প্রকৃতি ছিল যুক্তিবাদী, শান্তিপ্রিয়, সৎ ও বন্ধুভাবাপন্ন’।
২৭. সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘সম্মতি’ তত্ত্বের প্রবক্তা জন লক ।
২৮. ‘সম্মতি’ কথাটির অর্থ কী?
উত্তর : ‘সম্মতি’ কথাটির অর্থ হলো কাউকে কোনো কাজ করার অনুমতি প্রদান ।
২৯. লকের মতে ‘সম্মতি’ কত প্রকার?
উত্তর : জন লকের মতে ‘সম্মতি’ দুই প্রকার। যথা : ১. প্রকাশ্য সম্মতি ও ২. অপ্রকাশ্য বা মৌন সম্মতি।
৩০. জন লকের মতে সার্বভৌম ক্ষমতার মালিক কে?
উত্তর : জন লকের মতে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ।
- আরো পড়ুন:- (PDF ফ্রি) অনার্স সেন্ট টমাস একুইনাস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স সেন্ট টমাস একুইনাস: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফ্রি
- আরো পড়ুন:- অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক রচনামূলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:-অনার্স এরিস্টটল: রাজনৈতিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ফ্রি PDF)
৩১. জন লকের মতে কয়টি চুক্তি সম্পাদনের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়?
উত্তর : জন লকের মতে দুইটি চুক্তি সম্পাদনের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়। যথা : ১. সামাজিক চুক্তি ও ২. শাসন চুক্তি ।
৩২. জন লকের মতে সম্পত্তি কী?
উত্তর : জন লকের মতে সম্পত্তি অর্থ মানুষের জীবন, স্বাধীনতা ও বৈষয়িক সম্পদ।
৩৩. জন লকের মতে সরকার কী?
উত্তর : জন লকের মতে রাষ্ট্রের ‘প্রতিনিধি’ বা ‘জিম্মাদার’ হিসেবে সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতিতে যে নতুন সংস্থার জন্ম হয় তাই সরকার ।
৩৪.জন লক কেমন দার্শনিক ছিলেন?
উত্তর : জন লক একজন বাস্তববাদী দার্শনিক ছিলেন।
৩৫. কত খ্রিস্টাব্দে জন লক মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৭০৪ খ্রিস্টাব্দে জন লক মৃত্যুবরণ করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর