PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: পর্ব:- ১ (প্রাচীন যুগ ) অধ্যায় ১, গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- অনার্স প্রথম বর্ষ
- বিষয়ঃ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা
- পর্ব – ১ ( প্রাচীন যুগ )
- অধ্যায় ২ – সক্রেটিস
- বিষয় কোডঃ ২১১৯০৩
ক – বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সক্রেটিস কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সক্রেটিস ৪৬৯ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ।
২. ‘A History of Political Thought’ গ্রন্থটি কার ?
উত্তর : ‘A History of Political Thought’ গ্রন্থটি জে. পি. সুদার (J. P. Suda)
৩. সক্রেটিসের দর্শনের মূলমন্ত্র কী ছিল?
উত্তর : সক্রেটিসের দর্শনের মূলমন্ত্র ছিল ‘সদগুণই জ্ঞান’ ।
৪. সক্রেটিস জ্ঞানকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেন?
উত্তর : সক্রেটিস জ্ঞানকে দুটি শ্রেণিতে বিভক্ত করেন।
৫. সক্রেটিসের জ্ঞানের শ্রেণিবিভাগ দুটি কী কী?
উত্তর : সক্রেটিসের জ্ঞানের শ্রেণিবিভাগ দুটি হলো— ক. প্রকৃত জ্ঞান ও খ. অপ্রকৃত জ্ঞান।
- আরো পড়ুন:- PDF গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান: রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF গ্রিক সমাজ ও প্রতিষ্ঠান: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি: রুশো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি রুশো: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-(ফ্রি PDF) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: রচনামুলক প্রশ্নোত্তর
৬. সক্রেটিসের কয়েকজন শিষ্যের নাম লেখ।
উত্তর : সক্রেটিসের কয়েকজন শিষ্য হলেন— ১. প্লেটো ও ২. আইসক্রেটিস প্রমুখ ।
৭. সক্রেটিসের দর্শনের মূলকথা কী?
উত্তর : সক্রেটিসের দর্শনের মূলকথা হলো ‘নিজেকে জানো’ (Know thyself)।
৮. সক্রেটিসের গুরু কে ছিলেন?
উত্তর : সক্রেটিসের গুরু ছিলেন আর্কেলস ।
৯. সক্রেটিস কবে পঞ্চশত পরিষদের সদস্য নির্বাচিত হন?
উত্তর : ৪০৬ খ্রিস্টপূর্বাব্দে পঞ্চশত পরিষদের সদস্য নির্বাচিত হন।
১০. সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কীভাবে?
উত্তর : সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হেমলক নামক বিষ পানের মাধ্যমে।
১১. সক্রেটিসকে কেন এথেন্সের গণআদালত মৃত্যুদণ্ড প্রদান করেন?
উত্তর : এথেন্সের যুবসম্প্রদায়কে বিপদগামী করা এবং দেব দেবীর প্রতি আস্থাহীনতার অভিযোগ দায়ের করে।
১২. গ্রিক নগররাষ্ট্রের আদিপুরুষ বলা হয় কাকে ?
উত্তর : গ্রিক নগররাষ্ট্রের আদিপুরুষ বলা হয় সক্রেটিসকে।
১৩. সক্রেটিসের পিতার নাম কী ছিল?
উত্তর : সক্রেটিসের পিতার নাম ছিল সফ্রোনিসকস।
১৪.সক্রেটিসের পিতা পেশায় কী ছিলেন?
উত্তর : সক্রেটিসের পিতা পেশায় একজন ভাস্কর।
১৫. সক্রেটিসের প্রথম পেশা কী ছিল?
উত্তর : সক্রেটিসের প্রথম পেশা ছিল ভাস্কর।
১৬. সত্য ও ন্যায়ের একনিষ্ঠ প্রবক্তা কে ছিলেন?
উত্তর : সত্য ও ন্যায়ের একনিষ্ঠ প্রবক্তা ছিলেন সক্রেটিস।
১৭. সক্রেটিস শ্লেষ কী?
উত্তর : সক্রেটিস যখন কোনো বিষয়ে বিতর্ক শুরু করতেন তখন সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিতর্ক চালিয়ে যেতেন। এ পদ্ধতিকে সক্রেটিস শ্লেষ বলে।
১৮.’Father of Philosophy’ বলা হয় কাকে ?
উত্তর : ‘Father of Philosophy’ বলা হয় সক্রেটিসকে।
১৯. দার্শনিক ত্রয়ী বলা হয় কাদেরকে?
উত্তর : সক্রেটিস, প্লেটো ও এরিস্টটলকে একত্রে দার্শনিক ত্রয়ী বলা হয়।
২০. গ্রিক সভ্যতার কলঙ্ক কী?
উত্তর : গ্রিক সভ্যতার কলঙ্ক দাসপ্রথা ।
২১. সক্রেটিস তার দর্শন চর্চায় কয়টি পদ্ধতি অনুসরণ করেন ও সেগুলো কী কী?
উত্তর : সক্রেটিস তার দর্শন চর্চায় দুটি পদ্ধতি অনুসরণ করেন। যথা : ক. কথোপকথন পদ্ধতি ও খ. আলোচনা পদ্ধতি ।
২২. সক্রেটিসের সার্বিক দর্শন কোনটির ওপর নির্ভরশীল?
উত্তর : সক্রেটিসের সার্বিক দর্শন জ্ঞানতত্ত্বের ওপর নির্ভরশীল।
২৩.নৈতিকতার উৎস কী?
উত্তর : নৈতিকতার উৎস হলো জ্ঞান।
২৪. কত বছর বয়সে সক্রেটিসকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়?
উত্তর : ৭০ বছর বয়সে সক্রেটিসকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
২৫. গণতন্ত্রের প্রতি অনীহা ছিল কাদের?
উত্তর : গণতন্ত্রের প্রতি অনীহা ছিল সোফিস্টদের।
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: রচনামুলক প্রশ্নোত্তর (ফ্রি PDF)
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফ্রি PDF
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি লক: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDFডাউনলোড অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: রচনামুলক প্রশ্নোত্তর PDFডাউনলোড
- আরো পড়ুন:- অনার্স রাজনৈতিক হবস: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ডাউনলোড
২৬. আইসক্রেটিসের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর : আইসক্রেটিসের বিখ্যাত গ্রন্থ ‘এরিয়পেজিটিকাস’ (Areopagiticus) ।
২৭. সক্রেটিসকে ‘সোফিস্ট সক্রেটিস’ বলার কারণ কী?
উত্তর : সোফিস্টদের বক্তব্যের সাথে সক্রেটিসের বক্তব্যের কোনো কোনো ক্ষেত্রে মিল থাকায় তাকে ‘সোফিস্ট সক্রেটিস’ বলে ।
২৮. সফিস্ট (Sophist) কারা?
উত্তর : সফিস্টগণ হলেন জ্ঞানী ব্যক্তিবর্গের এমন এক গোষ্ঠী যারা।
২৯. প্রকৃতি, জীবন ও নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিতেন । “Virtue is Knowledge.” – এ মূলনীতিটি কার?
অথবা, “সদগুণই জ্ঞান।” – উক্তিটি কার?
অথবা, “Virtue is Knowledge.” —উক্তিটি কার?
উত্তর : ‘Virtue is Knowledge.’- এ মূলনীতিটি সক্রেটিসের।
৩০. সক্রেটিস কত খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : সক্রেটিস ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। PDF পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Comments ১