PDF তৃতীয় শ্রেণির বাংলা, পাঠ ১৮ আজিকার শিশু সুফিয়া কামাল’র প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ: ১৮ আজিকার শিশু সুফিয়া কামাল অনুুুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ ১৮ আজিকার শিশু সুফিয়া কামাল’র প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ: ১৮- আজিকার শিশু সুফিয়া কামাল
এই বিভাগে আরো পড়ুন
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৬ আমাদের উৎসব‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৭ রাষ্ট্রভাষা বাংলা চাই‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন:PDF তৃতীয় শ্রেণির বাংলা, পাঠ ১৮ আজিকার শিশু সুফিয়া কামাল’র প্রশ্ন উত্তর
পাঠ: ১৮- আজিকার শিশু
সুফিয়া কামাল,পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
গগন – আকাশ
কাহিনি – গল্প,ঘটনা
ঘরের ভিতর থেকে শব্দ নিয়েখঅলি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি
প্রীতি, ঘুড়ি, শরীর, পাখি,
শিশুরা আকাশে ওড়াচ্ছে।
ভালো থাকলে মন ভালো থাকে।
ও শুভেচ্ছারইল।
ভোরে-ডাকে।
উত্তর: শিশুরা আকাশেঘুড়ি ওড়াচ্ছে।
শরীর ভালো থাকলে মন ভালো থাকে।
প্রীতি ও শুভেচ্ছারইল।
ভোরে পাখিডাকে।
বাক্য বলি ও লিখি
অন্ধকার আলো অন্ধকার দূর করে।
ফসল পাট একটি অর্থকারী ফসল।
কাহিনি সবাই পাতালপুরীর কাহিনি পড়তে ভালোবাসে।
পরিচয় তোমার পরিচয় দাও।
আগের চরণটি বলি ও লিখি
আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়ি।
তোমরা এখনকলের জাহাজ চালাও গগন ঝুড়ি।
তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর
আকাশ- আলোক বাধিঁ আনি দূর করিবে অন্ধকার।
একই অর্থের শব্দ শিখি
যুগ – কাল, আমল।
গগন – আকাশ, আসমান।
আলো – কিরণ, আলোক।
অন্ধকার – আঁধার, তিমির।
জগৎ – পৃথিবী, দুনিয়া।
কবিতাটিনা দেখে বলি ও লিখি
উত্তর: নিজে নিজে বলো ও লেখো।
বুঝে নিই
পাতালপুরী – মাটির নিচের কল্পনার জগৎ।
উত্তর মেরু – পৃথিবীর উত্তর ভাগ।
দক্ষিণ মেরু – পৃথিবীর দক্ষিণ ভাগ।
প্রীতিডোর – ভালোবাসার বন্ধন।
আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি
আগের যুগ বর্তমান যুগ
১. আগের যুগে বিদ্যুৎ ছিল না। ১. বর্তমান যুগে বিদ্যুৎ আছে।
২. আগের যুগে মাটি বা টিন দিয়ে বাড়ি বানানো হতো। ২. বর্তমান যুগে ইট- পাথর দিয়ে বাড়ি বানানো হয়।
৩. আগের যুগেমোবাইল ফোন ছিল না। ৩. বর্তমান যুগে সবার হাতে মোবাইল ফোন আছে।
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৭ রাষ্ট্রভাষা বাংলা চাই‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।