(PDFফ্রি)অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত MCQ: অধ্যায় ৫.১ : প্লেটো, এর অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। অনার্স ১ম বর্ষের যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
(PDFফ্রি)অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত MCQ
অনার্স প্রথম বর্ষ
বিষয়ঃ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
অধ্যায় ৫.১ : প্লেটো
বিষয় কোডঃ ২১১৯০৯
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. প্লেটো কখন জন্মগ্রহণ করেন?
উত্তর : প্লেটো ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ।
২. প্লেটোর গুরু কে ছিলেন?
উত্তর : প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস।
৩. “Virtue is knowledge.”—উক্তিটি কার?
উত্তর : “Virtue is knowledge”– উক্তিটি সক্রেটিসের।
৪.প্লেটোর পারিবারিক নাম কী ছিল?
উত্তর : প্লেটোর পারিবারিক নাম এরিস্টোক্লেস।
৫. প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর : প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম একাডেমি ।
৬. Academy কী?
উত্তর : গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো Academy ।
৭. ‘Academy ‘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : ‘Academy ‘ গ্রিক দার্শনিক প্লেটো প্রতিষ্ঠা করেছিলেন ।
৮. প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর : প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে।
৯. প্লেটো কত বছর একাডেমিতে শিক্ষাদান করেন?
উত্তর : প্লেটো ৪০ বছর একাডেমিতে শিক্ষাদান করেন ।
(PDFফ্রি)অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত MCQ
- আরো পড়ুন:-(PDFফ্রি) রচনামূলক প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ
- আরো পড়ুন:-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ (PDFফ্রি)
- আরো পড়ুন:-(PDFফ্রি) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক রাষ্ট্রচিন্তাবিদগণ
- আরো পড়ুন:-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা(PDFফ্রি)
- আরো পড়ুন:-রচনামূলক প্রশ্নোত্তর, রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা(PDFফ্রি)
- আরো পড়ুন:- রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- অধ্যায় ৪:রাজনৈতিক সমাজতত্ত্বেরধারণা অতিসংক্ষিপ্তত্তরPDF
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ: রচনামূলক প্রশ্নোত্তর(ফ্রি PDF)
- আরো পড়ুন:- অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:(ফ্রি PDF) রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:- (ফ্রি PDF) অধ্যায় ৩:মৌলিক ধারণাসমূহ:সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১০. প্লেটোর লেখাগুলো কোন প্রকৃতির?
উত্তর : প্লেটোর লেখাগুলো কথোপকথন প্রকৃতির।
১১. প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ।
উত্তর : প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম ‘ঞযব জবঢ়ঁনষরপ.’
১২. ”The Republic’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ”The Republic’ গ্রন্থটির লেখক প্লেটো ।
১৩. শব্দগত অর্থে রিপাবলিক কী?
উত্তর : শব্দগত অর্থে রিপাবলিক হলো প্রজাতন্ত্র।
১৪. প্লেটোর একাডেমি বন্ধ করে দেন কে?
উত্তর : প্লেটোর একাডেমি বন্ধ করে দেন সম্রাট জাস্টিনিয়ান।
১৫. প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর : প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে অবরোহ বা কাল্পনিক পদ্ধতি অনুসরণ করেছেন।
১৬. প্লেটো কোন প্রকৃতির দার্শনিক ছিলেন?
উত্তর : প্লেটো কল্পনাবিলাসী দার্শনিক ছিলেন।
১৭. প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়ভাগে ভাগ করেছিলেন।
উত্তর : প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের ৩ ভাগে ভাগ করেছিলেন ।
১৮. প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনের শ্রেণিগুলো কী কী?
উত্তর : প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনের শ্রেণিগুলো হলো— ১. দার্শনিক শ্রেণি, ২. যোদ্ধা শ্রেণি ও ৩. উৎপাদক শ্রেণি ।
১৯. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা।
২০. প্লেটো আদর্শ রাষ্ট্রকে কী নামে অভিহিত করেছেন?
উত্তর : প্লেটো আদর্শ রাষ্ট্রকে অভিজাততন্ত্র নামে অভিহিত করেছেন ।
২১. প্লেটোর মতে দার্শনিকের গুণাবলি কী? ।
উত্তর : প্লেটোর মতে, যিনি সর্বোত্তম জ্ঞানের অধিকারী এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যুক্তিকে প্রতিষ্ঠা করতে সক্ষম তিনিই দার্শনিক।
২২. “শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, আইন তখন নিরর্থক।” —উক্তিটি কার?
উত্তর : “শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, আইন তখন নিরর্থক।” —উক্তিটি দার্শনিক প্লেটোর ।
২৩. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা কেমন হবে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা হবে বাধ্যতামূলক ও রাষ্ট্র নিয়ন্ত্রিত।
২৪. প্লেটোর শিক্ষাব্যবস্থার প্রধান দুটি উপাদান কী কী?
উত্তর : প্লেটোর শিক্ষাব্যবস্থার প্রধান দুটি উপাদান হলো- ১. সংগীত এবং ২.শরীর চর্চা।
২৫, প্লেটোর শিক্ষাব্যবস্থায় কয়টি স্তর ছিল?
উত্তর : প্লেটোর শিক্ষাব্যবস্থায় দুটি স্তর ছিল।
২৬. প্লেটোর শিক্ষাব্যবস্থার স্তর দুটি কী কী?
উত্তর : প্লেটোর শিক্ষাব্যবস্থার স্তর দুটি হলো ১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চতর শিক্ষা।
২৭. প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর : প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৬ থেকে ২০ বছর।
২৮. প্লেটোর মতে উচ্চশিক্ষার বয়সসীমা কত?
উত্তর : প্লেটোর মতে উচ্চশিক্ষার বয়সসীমা ২০ থেকে ৫০ বছর।
২৯. প্লেটো কোন শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করেছেন?
উত্তর : প্লেটো প্রাথমিক শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করেছেন।
৩০. প্লেটোর একাডেমিতে কোন কোন বিষয় শিক্ষা দেওয়া হয়?
উত্তর : প্লেটোর একাডেমিতে দর্শন, বিজ্ঞান, গণিত, তর্কশাস্ত্র, জোতির্বিদ্যা প্রভৃতি বিষয় শিক্ষা দেওয়া হয় ।
৩১. প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি কী?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি হলো শিক্ষাব্যবস্থা।
৩২. “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা : নিকৃষ্ট প্রকৃতির সরকার।”— – উক্তিটি কার?
উত্তর : “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকৃতির সরকার।”— উক্তিটি প্লেটোর ।
৩৩. শিক্ষাকে “A lifelong process ‘ বলে অভিহিত করেছেন কে?
উত্তর : শিক্ষাকে “A lifelong process” বলে অভিহিত করেছেন দার্শনিক প্লেটো।
৩৪. “জ্ঞানবর্জিত সব মতই কুৎসিত।”—উক্তিটি কার ?
উত্তর : “জ্ঞানবর্জিত সব মতই কুৎসিত।”—উক্তিটি প্লেটোর।
৩৫. প্লেটোর আদর্শ রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্র শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠান।
৩৬. মানবকুলের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ?
উত্তর : মানবকুলের মধ্যে দার্শনিক প্রভুরা সর্বশ্রেষ্ঠ।
৩৭. প্লেটোর কোন গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল নকশা বলে সমালোচনা করেন?
উত্তর : প্লেটোর ”The Republic’ ‘ গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল নকশা বলে সমালোচনা করা হয়।
৩৮ : প্লেটো সর্বমোট কতটি গ্রন্থ রচনা করেন?
উত্তর : প্লেটো সর্বমোট ২৪টি গ্রন্থ রচনা করেন।
৩৯. ”The Laws’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ”The Laws’ গ্রন্থটির রচয়িতা প্লেটো।
৪০. ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম কী?
উত্তর : ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম ”Concerning Justice’.
৪১. প্লেটোকে ‘সর্বাত্মকবাদের জনক বলেছেন কে?
উত্তর : প্লেটোকে ‘সর্বাত্মকবাদের’ জনক বলেছেন ক্রসম্যান।
৪২. কাকে প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়?
উত্তর : প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে।
- আরো পড়ুন:- PDF রাজনৈতিক তত্ত্ব পরিচিতি,অধ্যায়৩:মৌলিক ধারণাসমূহ
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:-(PDFফ্রি) রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:রচনামূলক প্রশ্নোত্তর(PDFফ্রি)
- আরো পড়ুন:- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি:অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর(PDFফ্রি)
৪৩. প্লেটোর দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : প্লেটোর দুটি গ্রন্থের নাম হলো- ১. The Republic. ২. The Laws.
৪৪. প্লেটোর রাষ্ট্রদর্শনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : প্লেটোর রাষ্ট্রদর্শনের প্রধান উদ্দেশ্য হলো আদর্শ রাষ্ট্র গঠন।
৪৫. কাদেরকে ”Wisemen of the old’ বলা হয়?
উত্তর : সক্রেটিস, প্লেটো ও এরিস্টটলকে ”Wisemen of the old’ বলা হয়।
৪৬. প্লেটোর আদর্শ রাষ্ট্রকে ”City of the pigs’ বলে অভিহিত করেছেন কে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রকে ”City of the pigs বলে অভিহিত করেছেন গ্লুকন ।
৪৭. সিম্পোজিয়াম’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘সিম্পোজিয়াম’ গ্রন্থটি প্লেটোর লেখা ।
৪৮. ‘সিম্পোজিয়াম’ গ্রন্থের বিষয়বস্তু কী?
উত্তর : ‘সিম্পোজিয়াম’ গ্রন্থের বিষয়বস্তু হলো সৌন্দর্য, প্রজ্ঞা ও আদর্শ ।
৪৯. প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর : প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে তিন ভাগে ভাগ করেছেন যথা : ১. যুক্তিবাদিতা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি ।
৫০. গ্রিক শব্দ ইউটোপিয়া (Utopia) অর্থ কী?
উত্তর : গ্রিক শব্দ ইউটোপিয়া অর্থ কাল্পনিক বা অস্তিত্বহীন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। (PDFফ্রি)অনার্স: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি অতিসংক্ষিপ্ত MCQ