MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: ব্যবসায় উদ্যোগ এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ssc business studies assignment MCQ PDF: অধ্যায়ঃ প্রথম
ssc business studies assignment MCQ PDF: অধ্যায়ঃ দ্বিতীয়
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
অধ্যায়ঃ চতুর্থ
১। একজন ক্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
(ক) একমালিকানা ব্যবসায় (খ) অংশীদারি ব্যবসায়
(গ) কোম্পানি সংগঠন (ঘ) সমবায় সমিতি
২। পৌরসভা এলাকায় একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার জন্যে উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
(ক) ট্রেড লাইসেন্স (খ) প্রত্যয়পত্র
(গ) প্রশংসাপত্র (ঘ) নাগরিক সনদ
৩। একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
(ক) সহজ গঠন (খ) একক মালিকানা
(গ) স্বল্প পুঁজির ব্যবসায় (ঘ) একক মুনাফা ভোগ
৪। অধিকাংশ একমালিকানা ব্যবসায়ের আয়তন কোন প্রকৃতির হয়?
(ক) ক্ষুদ্র (খ) বৃহৎ (গ) মাঝারি (ঘ) অতি বৃহৎ
৫। ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায় পরিশোধ করে কোন ধরনের সংগঠন?
(ক) একমালিকানা ব্যবসায় (খ) অংশীদারি ব্যবসায়
(গ) সমবায় ব্যবসায় (ঘ) রাষ্ট্রীয় সংগঠন
৬। কোন ধরনের ব্যবসায়ের পণ্য বা সেবা নির্দিষ্ট শ্রেণির গ্রাহকদের নিকট সীমাবদ্ধ?
(ক) মাছ-মাংস (খ) সেলুন
(গ) দর্জির দোকান (ঘ) বইখাতার দোকান
৭। ব্যবসায় পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি?
(ক) একমালিকানা (খ) অংশীদারি
(গ) যৌথ মূলধনী (ঘ) রাষ্ট্রীয়
৮। অংশীদারি ব্যবসায়ের সম্পর্ক সৃষ্টিকারী ব্যক্তিবর্গকে কী বলা হয়?
(ক) অংশীদারি (খ) অংশীদার
(গ) ব্যবসায়ী (ঘ) মক্কেল
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- আরো পড়ুন:–অধ্যায় তৃতীয়: ssc business studies assignment MCQ PDF
- আরো পড়ুন:- ssc business studies assignment MCQ PDF অধ্যায়ঃ প্রথম
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি MCQ অধ্যায় পঞ্চম PDF
- আরো পড়ুন:- MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
৯। ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনি¤œ কত জন সদস্য সংখ্যা প্রয়োজন?
(ক) ২ জন (খ) ৫ জন (গ) ১০ জন (ঘ) ২০ জন
১০। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
র. লাভ-লোকসান বণ্টন
রর.সীমাহীন দায় ররর.সসীম দায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১১। অংশীদারি চুক্তি জয় ধরনের?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১২। লিখিত চুক্তিকে কী বলে?
(ক) নিবন্ধন (খ) দলিল
(গ) সনদ (ঘ) আজ্ঞাপত্র
১৩। অংশীদারদের নিজেদের স্বার্থে চুক্তি হওয়া উচিত-
র. লিখিত রর.নিবন্ধিত
ররর.মৌখিক
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৪। অংশীদারি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
(ক) সদ্বিশ্বাস (খ) চুক্তিপত্র
(গ) সদস্যদের যোগ্যতা (ঘ) সসম্পর্ক
১৫। অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি উল্লেখ থাকে কোথায়?
(ক) চুক্তিপত্রে (খ) হিসাব বইতে
(গ) বিবরণপত্রে (ঘ) স্মারকলিপিতে
১৬। অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়?
(ক) চুক্তিটি লিখিত হলে (খ) চুক্তিটি মৌখিক হলে
(গ) সংগঠনটি নিবন্ধিত হলে
(ঘ) নিবন্ধনের জন্যে নির্ধারিত ফি প্রদান করলে
১৭। যে অংশীদার ব্যবসায়ের শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে কী বলা হয়?
(ক) সক্রিয় অংশীদার (খ) নামমাত্র অংশীদার
(গ) আপাতদৃষ্টিতে অংশীদার (ঘ) নিস্ক্রিয় অংশীদার
১৮। চুক্তিতে কোনো বিষয় উল্লেখ করা না থাকলে তা কীভাবে নিষ্পত্তি করা হয়?
(ক) আদালতের দ্বারা (খ) সরকারের নির্দেশে
(গ) অংশীদারগণের মত অনুযায়ী
(ঘ) ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী
১৯। শিল্পবিপ্লব ঘটে কোন শতাব্দীতে?
(ক) সপ্তদশ শতাব্দীতে (খ) অষ্টাদশ শতাব্দীতে
(গ) উনবিংশ শতাব্দীর শেষে (ঘ) বিংশ শতাব্দীতে
২০। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনি¤œ সদস্য সংখ্যা কত?
(ক) ২ জন (খ) ৩ জন
(গ) ৫ জন (ঘ) ৭ জন
২১। ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার অর্জনকে কী বলে?
(ক) পৃথক সত্তা (খ) কৃত্রিম ব্যক্তিসত্তা
(গ) আইনসৃষ্ট প্রতিষ্ঠান (ঘ) স্বতন্ত্রতা
২২। কে বা কারা যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
(ক) সরকার (খ) দেনাদারগণ
(গ) পরিচালকগণ (ঘ) পাওনাদারগণ
২৩। কোম্পানি সংগঠনকে প্রধানত ভাগ করা যায় কত ভাগে?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
২৪। কোন ব্যবসায় প্রতিষ্ঠানে একসাথে অধিক লোকের কর্মসংস্থান হয়?
(ক) অংশীদারি (খ) যৌথ মূলধনী
(গ) রাষ্ট্রীয় (ঘ) সমবায়
২৫। কোম্পানি গঠনের পর্যায় কয়টি?
(ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
২৬। সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে?
(ক) একক প্রচেষ্টা (খ) সম্মিলিত প্রচেষ্টা
(গ) রাজনৈতিক প্রচেষ্টা (ঘ) শোষণ থেকে মুক্তি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
আন্দুলিয়া গ্রামের দুগ্ধ উৎপাদনকারীরা মিলে একটি সমবায় সমিতি গঠন করলেন। সমিতির সদস্যরা একত্রিত হওয়াতে যেমন দুধের নায্য মূল্য নিশ্চিত হলো তেমনি তারা অধিকার আদায়ে সচেতন হলেন।
২৭। আন্দুলিয়া গ্রামের সমবায় সমিতিটির মূল লক্ষ্য কোনটি?
(ক) মুনাফা অর্জন (খ) দুধ উৎপাদন
(গ) সদস্যদের কল্যাণ সাধন (ঘ) কর প্রদান
২৮। আন্দুলিয়া গ্রামের সমিতিটির সাথে বাংলাদেশের কোন সমিতির মিল রয়েছে?
(ক) মিল্ক ভিটা (খ) মিডফোর্ড
(গ) রচডেল (ঘ) ডেসটিনি
২৯। মধ্যস্থকারীদের শোষণ থেকে রক্ষা পেতে কোন ব্যবসায় উপযোগী?
(ক) একমালিকানা (খ) সমবায়
(গ) অংশীদারি (ঘ) কোম্পানি
৩০। কতটি প্রাথমিক সমবায় সমিতি নিয়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়?
(ক) ১০টি (খ) ১৫টি
(গ) ২০টি (ঘ) ২৫টি
৩১। বাংলাদেশে কত প্রকারের সমবায় সমিতি আছে?
(ক) ১০ প্রকার (খ) ২০ প্রকার
(গ) ৩০ প্রকার (ঘ) ৪০ প্রকার
৩২। সমবায় সমিতির গঠনের ধাপ কয়টি?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
MCQ PDF অধ্যায় চতুর্থ: ssc business studies assignment
- আরো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
৩৩। বিভিন্ন ধর্ম ও গোত্রের ১০ জন নি¤œ আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করল। এখানে কোন নীতিটি বেশি ভূমিকা রাখছে।
(ক) নিরপেক্ষতা (খ) সততা
(গ) একতা (ঘ) সাম্য
৩৪। বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজ করে?
(ক) ষাট ভাগ (খ) সত্তর ভাগ
(গ) আশি ভাগ (ঘ) নব্বই ভাগ
৩৫। বাংলাদেশের মানুষ কাদের দ্বারা বঞ্চনার শিকার হচ্ছে?
(ক) শিল্পপতি (খ) কৃষক
(গ) দালাল শ্রেণি (ঘ) শিক্ষক
৩৬। প্রকৃতিক সম্পদ ব্যবহারের উদ্দেশ্য কোন ব্যবসায় গঠিত হয়?
(ক) একমালিকানা ব্যবসায় (খ) অংশীদারি ব্যবসায়
(গ) রাষ্ট্রীয় ব্যবসায় (ঘ) কোম্পানি সংগঠন
৩৭। রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিক কে?
(ক) সরকার (খ) নায়েব
(গ) সচিব (ঘ) মন্ত্রী
৩৮। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সরবরাহ করে কে?
(ক) সরকার (খ) আমলা
(গ) রাজনীতিবিদ (ঘ) রাষ্ট্রদূত
৩৯। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এটি কোন ধরনের শিল্প?
(ক) সেবা (খ) উৎপাদন
(গ) তথ্য (ঘ) পরিবহন
৪০। বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
(ক) অর্থ (খ) যোগাযোগ
(গ) জ্বালানি ও খনিজ (ঘ) শিল্প
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণিঃ বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ অধ্যায়ঃ চতুর্থ
উত্তর পত্র
১-ক ২-ক ৩-খ ৪-ক ৫-ক ৬-ঘ ৭-খ ৮-খ ৯-ক ১০-ক
১১-খ ১২-খ ১৩-ক ১৪-খ ১৫-ক ১৬-গ ১৭-ঘ ১৮-ঘ ১৯-খ ২০-ক
২১-ক ২২-গ ২৩-ক ২৪-খ ২৫-গ ২৬-খ ২৭-গ ২৮-ক ২৯-খ ৩০-ক
৩১-খ ৩২-খ ৩৩-গ ৩৪-গ ৩৫-গ ৩৬-গ ৩৭-ক ৩৮-ক ৩৯-ক ৪০-ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন।