MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: হিসাব বিজ্ঞান এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
হিসাববিজ্ঞান এসএসসি‘র: অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
অধ্যায়ঃ তৃতীয়
১। লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ?
(ক) ভেনেজুয়েলা (খ) ইতালি
(গ) ইংল্যান্ড (ঘ) আমেরিকা
২। হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?
(ক) জাবেদা বই (খ) চূড়ান্ত হিসাব
(গ) দুতরফা দাখিলা পদ্ধতি
(ঘ) একতরফা দাখিলা পদ্ধতি
৩। দুতরফা দাখিলা পদ্ধতি কয়টি স্বত্বায় প্রকাশিত হয়?
(ক) দুটি স্বত্বায় (খ) তিনটি স্বত্বায়
(গ) চারটি স্বত্বায় (ঘ) পাঁচটি স্বত্বায়
৪। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব খাত থাকে?
(ক) একটি (খ) দুইটি
(গ) তিনটি (ঘ) চারটি
৫। মি. আরিফের নিকট থেকে ১,০০,০০০ টাকা প্রাপ্তি। এখানে সুবিধা প্রদানকারী পক্ষ কোনটি?
(ক) মি. আরিফ (খ) ব্যবসায় প্রতিষ্ঠান
(গ) নগদান হিসাব (ঘ) যে টাকা পেল
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব বদরুল দুতরফা পদ্ধতিতে হিসাব রাখেন। ১ জানুয়ারি ২০১২ তারিখে তিনি ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি ৫ তারিখে পণ্য বাবদ আসবাবপত্র ক্রয় করেন ৮০,০০০ টাকা। বিবিধ খরচ হয় ৫০০ টাকা, আসবাবপত্র বিক্রি করেন ১,০০,০০০ টাকা, তবে বছর শেষে ঋণ নেন ৫০,০০০ টাকা।
৬। জনাব বদরূল-এর নগদান হিসাবের ডেবিট দিকের যোগফল কত হবে?
(ক) ১,০০,০০০ টাকা (খ) ১,৫০,০০০ টাকা
(গ) ২,০০,০০০ টাকা (ঘ) ২,৫০,৫০০ টাকা
৭। বছর শেষে জনাব বদরুল-এর মালিকানা স্বত্বের পরিমাণ কত?
(ক) ৫০,০০০ টাকা (খ) ১,০০,০০০ টাকা
(গ) ১,৫০,০০০ টাকা (ঘ) ১,১৯,৫০০ টাকা
৮। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কোনটি অনুসরণের মাধ্যমে?
(ক) বহু দাখিলা (খ) মূলনীতি
(গ) উদ্দেশ্য (ঘ) মিশ্র নীতি
৯। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ হবার কারণ কী?
(ক) মূলনীতি (খ) গুরুত্ব
(গ) প্রক্রিয়া (ঘ) সুবিধা
১০। ‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান; এটি দুতরফা দাখিলা পদ্ধতির কী?
(ক) ভিত্তি (খ) সুবিধা
(গ) বৈশিষ্ট্য (ঘ) অনুমতি শর্ত
১১। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কীভাবে?
(ক) আংশিকভাবে (খ) পরিপূর্ণভাবে
(গ) মিশ্ররূপে (ঘ) জটিলরূপে
১২। কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়?
(ক) একমালিকানা ব্যবসায় (খ) অংশীদারি ব্যবসায়
(গ) ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (ঘ) যৌথ মূলধনী ব্যবসায়
১৩। গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির কী প্রকাশ করে?
(ক) বৈশিষ্ট্য (খ) উদ্দেশ্য
(গ) সুবিধা (ঘ) প্রয়োজনীয়তা
১৪। লাভ-লোকসান নিরূপণ দুতরফা দাখিলা পদ্ধতির কোনটির আওতাভুক্ত?
(ক) সুবিধার (খ) বৈশিষ্ট্যের
(গ) উদ্দেশ্যের (ঘ) নীতিমালার
১৫। দেনা-পাওনা জানা দুতরফা দাখিলা পদ্ধতির কী?
(ক) উদ্দেশ্য (খ) সুবিধা
(গ) বৈশিষ্ট্য (ঘ) নীতিমালা
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
- রো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
১৬। হিসাবের মোট ডেবিট সর্বদা মোট ক্রেডিটের সমান হয়, এই ধারণার ভিত্তিতে আমরা কী প্রস্তুত করি?
(ক) হিসাব নীতি (খ) হিসাব বিশ্লেষণ
(গ) হিসাব উপাত্ত (ঘ) হিসাব সমীকরণ
১৭। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো কী?
(ক) সম্পদ ও দায়
(খ) সম্পদ ও মালিকানাস্বত্ব
(গ) দায় ও মালিকানাস্বত্ব
(ঘ) সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব
১৮। কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?
(ক) দায় (খ) মালিকানাস্বত্ব
(গ) দায় ও মালিকানাস্বত্ব (ঘ) ব্যয় ও সম্পদ
১৯। কোনটি হ্রাস পেলে ডেবিট হবে?
(ক) সম্পদ (খ) ব্যয়
(গ) দায় (ঘ) স্থায়ী সম্পদ
২০। আয়ের কোন অংশটুকু ব্যয় অপেক্ষা অধিক?
(ক) ব্যালেন্স (খ) সম্পত্তি
(গ) মুনাফা (ঘ) দায়
২১। নগদ উত্তোলনের ফলে মালিকের কোনটি হ্রাস পায়?
(ক) সম্পদ (খ) আয়
(গ) দায় (ঘ) মালিকানাস্বত্ব
২২। ব্যাংক চার্জ ধার্য করলে ডেবিট হবে কোনটি?
(ক) ব্যাংক হিসাব (খ) ব্যাংক চার্জ হিসাব
(গ) নগদান হিসাব (ঘ) ব্যাংক সুদ হিসাব
২৩। মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বা আলাদা কোন নীতির কারণে?
(ক) রক্ষণশীলতার নীতি (খ) ব্যবসায়িক স্বত্বা নীতি
(গ) দ্বৈত স্বত্ত্বার নীতি
(ঘ) হিসাবকাল ধারণার নীতি
২৪। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হচ্ছে-
র. ব্যাংক হিসাব ক্রেডিট হবে
রর.নগদান হিসাব ডেবিট হবে
ররর.উত্তোলন হিসাব ডেবিট হবে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৫। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই কোনটি?
(ক) জাবেদা (খ) খতিয়ান (গ) রেওয়ামিল (ঘ) নগদান বই
২৬। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত কয় ধরনের হিসাবের বই রাখা হয়?
(ক) দুই ধরনের (খ) তিন ধরনের
(গ) চার ধরনের (ঘ) আট ধরনের
২৭। ডেবিট-ক্রেডিট বিশ্লেষিত হবে কোথায়?
(ক) খতিয়ানে (খ) জাবেদায়
(গ) নগদান হিসাবে (ঘ) রেওয়ামিলে
২৮। জাবেদা কত প্রকার?
(ক) ৬ প্রকার (খ) ৭ প্রকার
(গ) ৮ প্রকার (ঘ) ৯ প্রকার
২৯। জাবেদা থেকে লেনদেনগুলো পৃথকভাবে উপযুক্ত বিভিন্ন শিরোনামে স্থানান্তর করে সংশ্লিষ্ট যে হিসাবে অন্তর্ভূক্ত করা হয় তাকে কী বলে?
(ক) বিবৃতি (খ) খতিয়ান
(গ) হিসাব (ঘ) প্রাথমিক বই
৩০। জনাব রহমান ১,০০,০০০ টাকার চাল ক্রয় করলেন যার মধ্যে তিনি ৭০০০ টাকা পরিশোদ করলেন। ক্রয় জাবেদায় কত টাকা লিপিবদ্ধ করতে হবে?
(ক) ৯৩,০০০ টাকা (খ) ১,০০,০০০ টাকা
(গ) ১,০৩,০০০ টাকা (ঘ) ১,০৭,০০০ টাকা
৩১। দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
(ক) ক্রয় বই (খ) বিক্রয় বই
(গ) নগদান বই (ঘ) প্রকৃত জাবেদা বই
৩২। ব্যবসায় কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?
(ক) ব্যবসায়িক স্বত্ত্বা অনুসারে
(খ) হিসাবকাল ধারণা অনুসারে
(গ) চলমান ধারণা অনুযায়ী
(ঘ) দ্বৈত্ত সত্তার নীতি অনুসরে
৩৩। কোন ধারণার ওপর ভিত্তি করে হিসাবচক্র প্রস্তুত করা হয়?
(ক) চলমান প্রতিষ্ঠান ধারনা (খ) হিসাবকাল ধারণা
(গ) বকেয়া ধারনা (ঘ) ব্যবসায়িক স্বত্ত্বা ধারনা
৩৪। ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে কী হিসাবে চিহ্নিত করা হয়?
(ক) লেনদেন (খ) ঘটনা
(গ) বিষয়বস্তু (ঘ) বাজেট
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৫। লেনদেন বিশ্লেষণ পরবর্তীতে কোনটি চিহ্নিত করা হয়?
(ক) ঘটনা (খ) ব্যবসায়িক ঘটনা
(গ) সংশ্লিষ্ট হিসাব খাত (ঘ) অদৃশ্য লেনদেন
৩৬। ‘আর্থিক বিবরণী প্রস্তুতকরণ’ হিসাবচক্রের কোন স্তরে করা হয়?
(ক) ৬ষ্ঠ স্তরে (খ) ৭ম স্তরে
(গ) ৮ম স্তরে (ঘ) ৯ম স্তরে
৩৭। পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কীসের মাধ্যমে?
(ক) জাবেদা (খ) খতিয়ান
(গ) হিসাবচক্র (ঘ) উদ্বৃত্তপত্র
৩৮। আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম এমন ব্যবসায় প্রতিষ্ঠানে কোন ধরনের পদ্ধতি পরিলক্ষিত হয়?
(ক) দুতরফা দাখিলা পদ্ধতি (খ) হিসাবের সমাপ্তি পদ্ধতি
(গ) একতরফা দাখিলা পদ্ধতি (ঘ) দ্বৈতস্বত্ত্বা রক্ষা পদ্ধতি
৩৯। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসাব পদ্ধতি কোনটি?
(ক) বহুঘরা পদ্ধতি (খ) বিশেষ দাখিলা পদ্ধতি
(গ) সমীকরণ পদ্ধতি (ঘ) একতরফা দাখিলা পদ্ধতি
৪০। “সমাপনি মূলধন ও উত্তোলনের সমষ্টি অপেক্ষা প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের সমষ্টি বড়।” এটি প্রতিষ্ঠানের কী নির্দেশ করে?
(ক) লাভ (খ) ক্ষতি
(গ) মূলধনের উদ্বৃত্ত (ঘ) সম্পদের উদ্বৃত্ত
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০২৩
শ্রেণি: বিষয়ঃ হিসাববিজ্ঞান অধ্যায়ঃ তৃতীয়
উত্তর পত্র
১-খ ২-গ ৩-ক ৪-খ ৫-ক ৬-ঘ ৭-ঘ ৮-খ ৯-ক ১০-গ
১১-খ ১২-ঘ ১৩-গ ১৪-ক ১৫-খ ১৬-ঘ ১৭-ঘ ১৮-ঘ ১৯-গ ২০-গ
২১-ঘ ২২-খ ২৩-খ ২৪-ক ২৫-ক ২৬-ক ২৭-খ ২৮-খ ২৯-খ ৩০-ক
৩১-ঘ ৩২-গ ৩৩-ক ৩৪-ক ৩৫-ক ৩৬-ক ৩৭-গ ৩৮-গ ৩৯-ঘ ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ