MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: হিসাব বিজ্ঞান এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
MCQ অধ্যায়ঃ চতুর্থ হিসাববিজ্ঞান এসএসসি PDF
হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
হিসাববিজ্ঞান এসএসসি‘র: অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
MCQ অধ্যায়ঃ তৃতীয়: হিসাববিজ্ঞান এসএসসি PDF
অধ্যায়ঃ চতুর্থ
১। ব্যবসায় প্রতিষ্ঠানের চলমান সময় কীরূপ?
(ক) সুনির্দিষ্ট (খ) সীমাবদ্ধ
(গ) অনির্দিষ্ট (ঘ) নির্দিষ্ট
২। লেনদেনের কোন বিষয়টির উপর ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ভর করে?
(ক) বিভক্তকরণের উপর (খ) বিশ্লেষণের উপর
(গ) লিপিবদ্ধকরণের উপর (ঘ) ব্যাখ্যাদানের উপর
৩। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিতকরণ কোনটি অর্জনের সহায়তা করে?
(ক) হিসাবের প্রক্রিয়া
(খ) হিসাববিজ্ঞানের মূল্যবোধ
(গ) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য (ঘ) হিসাববিজ্ঞানের জ্ঞান
৪। ব্যবসায়ের সকল লেনদেন কয় ভাগে বিভক্ত?
(ক) ২ ভাগে (খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে (ঘ) ৫ ভাগে
৫। পণ্য বিক্রয় করা হলো ১০,০০০ টাকা। লেনদেনের কোন বৈশিষ্ট্যটি এখানে বিদ্যমান?
(ক) বড় অংকের (খ) দীর্ঘমেয়াদী
(গ) অনিয়মিত (ঘ) নিয়মিত
৬। যে সকল লেনদেন নিয়মিত সংঘটিত হয় তাকে কী বলে?
(ক) মুনাফাজাতীয় লেনদেন (খ) মূলধনায়িত লেনদেন
(গ) মূলধন জাতীয় লেনদেন (ঘ) সম্পত্তিবাচক লেনদেন
৭। অনিয়মিতভাবে সংঘটিত লেনদেনকে কী জাতীয় লেনদেন বলে?
(ক) ব্যয়বাচক লেনদেন (খ) আয়বাচক লেনদেন
(গ) মূলধনজাতীয় লেনদেন (ঘ) মুনাফাজাতীয় লেনদেন
৮। ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলবে, এটি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত?
(ক) ব্যবসায়িক স্বত্বা নীতি (খ) চলমান প্রতিষ্ঠান ধারনা
(গ) হিসাবকাল ধারনা (ঘ) সামঞ্জস্যতা নীতি
৯। মুনাফাজাতীয় লেনদেন কয় ধরনের?
(ক) ২ ধরনের (খ) ৩ ধরনের
(গ) ৪ ধরনের (ঘ) ৬ ধরনের
১০। ‘ব্যাংক হতে গৃহীত ঋণ’ কোন জাতীয় লেনদেন?
(ক) মূলধন জাতীয় আয় (খ) মুনাফা জাতীয় আয়
(গ) মুনাফা জাতীয় প্রাপ্তি (ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
রহিমের ব্যবসায়ে উৎপাদন কাজে ব্যবহারের জন্যে ১,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো। মেশিনটি ব্যবসায়ে ব্যবহার উপযোগী না হওয়ায় রহিম পুনরায় ১,১০,০০০ টাকায় বিক্রয় করলো।
১১। রহিমের ব্যবসায়ে মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে?
(ক) ১,০০,০০০ টাকা (খ) ১০,০০০ টাকা
(গ) ১,১০,০০০ টাকা (ঘ) ২,১০,০০০ টাকা
১২। রহিমের ব্যবসায়ে মূলধন জাতীয় আয় কত হবে?
(ক) ১,০০,০০০ টাকা (খ) ১,১০,০০০ টাকা
(গ) ২,১০,০০০ টাকা (ঘ) ১০,০০০ টাকা
১৩। কোন জাতীয় ব্যয়ের উপযোগীতা পরবর্তী হিসাবকালেও পাওয়া যায়?
(ক) অফিস ব্যয় (খ) মুনাফা জাতীয় আয়
(গ) মূলধন জাতীয় আয় (ঘ) পরিচালন ব্যয়
১৪। কারবারের স্থায়ী সম্পদ ক্রয়ের জন্যে যে ব্যয় হয় তাকে কী বলা হয়?
(ক) কারবারি ব্যয় (খ) মুনাফাজাতীয় ব্যয়
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
১৫। মূলধন জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য হলো-
র. সম্পদ সম্প্রসারিত হয়
রর.এ জাতীয় ব্যয় নিয়মিত সংঘটিত হয়
ররর.সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ -১৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আরিফ ব্যবসায়ের জন্যে ৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫,০০ টাকা ও ৩,০০০ টাকা। এক বছর পর মেশিনের অবচয় ১০% ধার্য করা হলো। মেশিনটির একটি ত্রুটি দেখা দেওয়ায় তা বিক্রি করা হল ৭২,০০০ টাকায়।
১৬। আরিফের ব্যবসায়ে মেশিন বাবদ মূলধন জাতীয় ব্যয় কত?
(ক) ৬০,০০০ টাকা (খ) ৬৫,০০০ টাকা
(গ) ৬৮,০০০ টাকা (ঘ) ৫২,০০০ টাকা
১৭। আরিফের ব্যবসায়ে মুনাফা জাতীয় ব্যয় কত?
(ক) ৬,০০০ টাকা (খ) ৬,৮০০ টাকা
(গ) ৬,৫০০ টাকা (ঘ) ৬,৩০০ টাকা
- আরো পড়ুন:-MCQ অধ্যায়ঃ তৃতীয় হিসাববিজ্ঞান এসএসসি PDF
- আরো পড়ুন:-হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ ২য় পিডিএফ MCQ
- রো পড়ুন:- হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
১৮। আরিফের ব্যবসায়ে মূলধন জাতীয় আয় কত?
(ক) ১২,০০০ টাকা (খ) ৪,০০০ টাকা
(গ) ১০,৮০০ টাকা (ঘ) ৮,০০০ টাকা
১৯। নিয়মিত আয় বলতে কোনটি বুঝায়?
(ক) মুনাফাজাতীয় প্রাপ্তি (খ) মুনাফাজাতীয় আয়
(গ) মূলধনজাতীয় প্রাপ্তি (ঘ) মূলধনজাতীয় আয়
২০। মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ হলো-
র. পণ্য বিক্রয়লব্ধ অর্থ রর.প্রাপ্ত আয়/কমিশন
ররর.ব্যাংক জমার সুদ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১-২৩ নং প্রশ্নের উত্তর দাও।
অনন্ত এসোসিয়েট একটি আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর ২০,০০০ টাকা ফি এর বিনিময়ে কাজল লি.-এর আইনি সেবা সম্পন্ন করে থাকে। কিন্তু এ বছর ‘কাজল লি’ ৩০,০০০ টাকা প্রদান করে।
২১। অনন্ত এ্যাসোসিয়েটসের মুনাফা জাতীয় প্রাপ্তির বর্তমান অংশটুকু কী নামে অভিহিত করা হয়?
(ক) মুনাফা জাতীয় ব্যয়
(খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
(গ) মূলধন জাতীয় আয় (ঘ) মুনাফা জাতীয় আয়
২২। অনন্ত এসোসিয়েটসের এ বছরের মুনাফা জাতীয় আয় কত?
(ক) ১০,০০০ টাকা (খ) ২০,০০০ টাকা
(গ) ৩০,০০০ টাকা (ঘ) ৪০,০০০ টাকা
২৩। অনন্ত এসোসিয়েটসের এ বছরে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
(ক) ১০,০০০ টাকা (খ) ২০,০০০ টাকা
(গ) ৩০,০০০ টাকা (ঘ) ৪০,০০০ টাকা
২৪। রহমান সাহেব ১০,০০,০০০ টাকা মূলধন নিয়ে একটি মনিহারি দ্রব্যের ব্যবসায় আরম্ভ করেন। প্রথম মাসে দোকান ভাড়া বাবদ মালিককে ৬,০০০ টাকা প্রদান করেন। রহমান সাহেব দোকান ভাড়া প্রদানের মাধ্যমে কোন জাতীয় লেনদেন শুরু করলেন।
(ক) মূলধন জাতীয় ব্যয় (খ) মুনাফা জাতীয় ব্যয়
(গ) মূলধন জাতীয় আয় (ঘ) মুনাফা জাতীয় আয়
২৫। ব্যবসায়ে পণ্য আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
(ক) মুনাফা জাতীয় (খ) মূলধন জাতীয়
(গ) বিলম্বিত মুনাফা জাতীয় (ঘ) ব্যবসায় পরিচালন
২৬। সম্পদ রক্ষণাবেক্ষণে কোন জাতীয় ব্যয় প্রযোজ্য?
(ক) মুনাফা জাতীয় ব্যয় (খ) পরিচালনা সংক্রান্ত ব্যয়
(গ) মূলধন জাতীয় ব্যয় (ঘ) নিরীক্ষাসংক্রান্ত ব্যয়
২৭। মুনাফা জাতীয় ব্যয় হলো-
র. বিক্রয়ের জন্যে গাড়ী ক্রয়
রর.ব্যবসায়ে ব্যবহারের জন্যে যন্ত্রপাতি ক্রয়
ররর.ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বীমা প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৮। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থেকে কত মাসের সুবিধা পাওয়া যায়?
(ক) ৩ মাসের অধিক (খ) ৬ মাসের অধিক
(গ) ৯ মাসের অধিক (ঘ) ১২ মাসের অধিক
২৯। প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় কোন জাতীয় ব্যয়?
(ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় (খ) মূলধন জাতীয় ব্যয়
(গ) মুনাফা জাতীয় ব্যয় (ঘ) মূলধনায়িত ব্যয়
৩০। সংশিষ্ট পক্ষকে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত করতে কয়টি বিবরণী প্রস্তুত করা হয়?
(ক) ২টি বিবরণী (খ) ৩টি বিবরণী
(গ) ৪টি বিবরণী (ঘ) ৫টি বিবরণী
৩১। ব্যবসায়ের লাভ-লোকসান জানতে কীসের প্রয়োজন?
(ক) মুলধন জাতীয় প্রাপ্তি (খ) মূলধন জাতীয় ব্যয়
(গ) মুনাফা জাতীয় লেনদেন(ঘ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
৩২। যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধকরণ হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
(ক) ব্যাংক ব্যালেন্স (খ) দেনাদার
(গ) পাওনাদার (ঘ) নীট মুনাফা
৩৩। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে নির্ণীত হয়-
র. সম্পদের পরিমাণ রর.দায়ের পরিমাণ
ররর.মালিকানা সত্ত্বের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৪। হিসাবরক্ষণে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব কয় ধরনের?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
৩৫। ব্যবসায়ের মুনাফা হ্রাস করে কোনটি?
(ক) পণ্য বিক্রয় (খ) সম্পদ ক্রয়
(গ) সুদ প্রদান (ঘ) কমিশন প্রাপ্তি
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস রুবা ১০,০০০ টাকা দিয়ে একটি পুরনো কম্পিউটার ক্রয় করেন যার কার্যক্ষমতা বৃদ্ধির জন্যে তিনি ১ মাস পর ১৫,০০০ টাকা দিয়ে একটি হার্ড ডিস্ক সংযোজন করেন। এছাড়াও তিনি ১,৪০০ টাকা দিয়ে একটি পেনড্রাইভ ক্রয় করেন। তিনি কম্পিউটারটি পরিষ্কার রাখার জন্যে প্রতি মাসে ১০০ টাকা খরচ করেন।
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৬। মিসেস রুবার মূলধন জাতীয় ব্যয় কত টাকা?
(ক) ১০,০০০ (খ) ২৫,০০০
(গ) ১৩,৪০০ (ঘ) ২৬,৪০০
৩৭। মিসেস রুবার বার্ষিক মুনাফা জাতীয় ব্যয় কত টাকা?
(ক) ১০০ (খ) ১,২০০ (গ) ১,৪০০ (ঘ) ২,৬০০
৩৮। যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং যার সুবিধা এক বছরের অধিক সময় ধরে ভোগ করা যায় তাকে কী বলে?
(ক) মূলধন জাতীয় প্রাপ্তি (খ) মূলধন জাতীয় ব্যয়
(গ) মুনাফা জাতীয় প্রাপ্তি (ঘ) মুনাফা জাতীয় ব্যয়
৩৯। অতিরিক্ত মুলধনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
(ক) এটি মুনাফা জাতীয় আয়
(খ) এটি মূলধন জাতীয় আয়
(গ) এটি মূলধন জাতীয় প্রাপ্তি
(ঘ) এটি মুনাফা জাতীয় প্রাপ্তি
৪০। মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশ চলতি হিসাবকাল সংক্রান্ত তাকে কী বলে?
(ক) মুনাফাজাতীয় প্রাপ্তি (খ) মুনাফাজাতীয় আয়
(গ) মূলধন জাতীয় প্রাপ্তি (ঘ) মূলধন জাতীয় আয়
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৮
শ্রেণি: বিষয়ঃ হিসাববিজ্ঞান অধ্যায়ঃ চতুর্থ
উত্তর পত্র
১-গ ২-ক ৩-গ ৪-ক ৫-ঘ ৬-ক ৭-গ ৮-খ ৯-ক ১০-ঘ
১১-গ ১২-ঘ ১৩-গ ১৪-গ ১৫-খ ১৬-গ ১৭-খ ১৮-গ ১৯-খ ২০-ঘ
২১-ঘ ২২-খ ২৩-গ ২৪-খ ২৫-ক ২৬-ক ২৭-খ ২৮-ঘ ২৯-ক ৩০-খ
৩১-গ ৩২-ঘ ৩৩-ঘ ৩৪-ক ৩৫-গ ৩৬-খ ৩৭-খ ৩৮-ক ৩৯-গ ৪০-খ.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। হিসাববিজ্ঞান এসএসসি‘র অধ্যায়ঃ প্রথম পিডিএফ MCQ