HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সিলেট বোর্ড ২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৮. সিলেট বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ ওরিয়েন্ট কোম্পানি লি.-এর ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল ছিল নিæরূপ:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রাপ্য হিসাব৮৫,০০০
নিস্কর প্রিমিসেস৩,১৮,০০০
শেয়ার মূলধন: ইস্যুকৃত ও বিলিকৃত প্রতিটি ১০০ টাকা করে:
তলবকৃত ৮০ টাকা করে ৩,০০০ শেয়ার ২,৪০,০০০
সাধারণ সঞ্চিতি ৩০,০০০
অদাবিকৃত লভ্যাংশ ৬,০০০
আয়কর সঞ্চিতি ৮,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) ৬৭,২০০
মোট মুনাফা (৩১-১২-২০১৪) ১,২০,০০০
বেতন খরচ১৬,৫০০
ভাড়া খরচ৩০,০০০
অনাদায়ী পাওনা খরচ৪,৭০০
আয়কর খরচ১২,০০০
লভ্যাংশ প্রদান৫,০০০
৪,৭১,২০০৪,৭১,২০০
সমন্বয়সমূহ: র. ২ মাসের বেতন খরচ বকেয়া রয়েছে পক্ষান্তরে তিন মাসের ভাড়া খরচ অগ্রিম প্রদত্ত হয়েছে। রর. মোট অনাদায়ী পাওনা খরচের পরিমাণ ৬,৫০০ টাকা। ররর. দীর্ঘদিন দাবিদার না থাকায় অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক প্রত্যাহার করা হলো। রা. সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ টাকায় উন্নীত করতে হবে। া. শেয়ার মূলধনের উপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদসমূহের অবস্থান দেখাও। ৪
২.▶ আহনাফ লি.-এর ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১২
হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রাপ্য নোট৫৫,০০০
প্রাথমিক ব্যয়২৫,০০০
প্রাপ্য হিসাব১,৩০,০০০
অফিস সরঞ্জাম২,১০,০০০
প্রদেয় হিসাব ৫০,০০০
শেয়ার মূলধন ৩,৭৫,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) ৮০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০
অফিস সরঞ্জাম বিক্রয়জনিত লাভ ১০,০০০
নমুনা পণ্যের মূল্য২৮,০০০
ডেলিভারী খরচ৩০,০০০
যোগাযোগ খরচ৭,৫০০
অনাদায়ী পাওনা খরচ১,৫০০
বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ৭,০০০
উৎসব ভাতা২৪,০০০
৫,১৮,০০০৫,১৮,০০০
অন্যান্য তথ্য: র. অবিক্রীত মজুদ পণ্যের পরিমাণ ১,১০,০০০ টাকা। রর. বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ১৫,০০০ টাকা মূল্যের পণ্য বিক্রয়ে অন্তর্ভুক্ত আছে যার বিক্রয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি। উক্ত পণ্য ক্রয়মূল্যের উপর ২০% লাভে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। ররর. মোট অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,২০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে।
ক. বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয়মূল্য নির্ণয় করো। ২
খ. মোট লাভ ১,১০,০০০ টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ডিসেম্ব ৩১, ২০১৪ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩.▶ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের টাউন ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব ছিল নিæরূপ:
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উ্রঙ্কল্ফে, ১ জানুয়ারি ২০১৪ ১১,০০০ বেতন ১৮,০০০
চাঁদা ৪৬,০০০ প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ ১২,০০০
অনুদান ২৩,০০০ খাদ্যসামগ্রী ক্রয় ১০,০০০
বিজ্ঞাপন প্রাপ্তি ২,৮০০ প্রাঙ্গণ কর ৮০০
বিনিয়োগের সুদ ১,৫০০ মেরামত খরচ ৩,৪০০
উইলকৃত ধন-দৌলত ১০,৪০০ মুদ্রণ খরচ ৯,৫০০
জলযোগ হতে মুনাফা ৩,৬০০ বাইসাইকেল ২৪,০০০
উ্রঙ্কল্ফে, ডিএসজ্ঞঙ্কর ৩১, ২০১৪২০,৬০০
৯৮,৩০০৯৮,৩০০
২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল নিæরূপ:
ভ‚মি ও দালান-কোঠা ২,৪০,০০০ টাকা, ১২% বিনিয়োগ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং সঞ্চিতি তহবিল ১৬,৫০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. মোট প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের ১,০০০ টাকা এবং পরবতী বছরের ১,৪০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। ২. ২০১৩ সালের বকেয়া বেতন ১,৩০০ টাকা এ বছরে পরিশোধ করা হয়েছে। কিন্তু চলতি বছরের বেতন ১,৭০০ টাকা অপরিশোধিত রয়েছে। ৩. আসবাবপত্রের উপর বার্ষিক ১০% অবচয় ধরতে হবে।
ক. প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়সমূহের সমষ্টি নির্ণয় করো। ২
খ. টাউন ক্লাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তত করো। ৪
গ. উক্ত তারিখে টাউন ক্লাবের মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৪.▶ বিজয় ও স্বাধীন একটি অংশীদারি ব্যবসায়ের দু’জন মালিক। তারা ১লা জানুয়ারি, ২০১৪ তারিখে ব্যবসায় শুরু করে। ব্যবসায়ে বিজয় ৮০,০০০ টাকা এবং স্বাধীন ৬০,০০০ টাকা বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ-ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে। অংশীদারের মূলধনের উপর ১০% হারে এবং উত্তোলনের উপর ৮% হারে সুদ ধরতে হবে।
ব্যবসায়ের দেখাশুনার জন্য স্বাধীন প্রতি মাসে ১,২০০ টাকা করে বেতন পাওয়ার অধিকারী এবং এই বেতনের টাকা সে উত্তোলন করেনি। অংশীদারগণ ব্যবসায় থেকে বছরে যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা নগদে উত্তোলন করে এবং এ উত্তোলনের উপর যথাক্রমে ২৬০ টাকা এবং ১৮০ টাকা সুদ ধার্য করে। নগদ উত্তোলন ছাড়াও বিজয় নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে ২,৫০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি।
স্বাধীন এর বেতন চার্জ করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ৩১-১২-২০১৪ তারিখে ব্যবসায়ের নীট লাভ হয় ৩৭,৩১০ টাকা।
ক. অংশীদার স্বাধীনের বেতন হিসাবভুক্তির জাবেদা দেখাও। ২
খ. অংশীদারদের লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মুলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ ডেলটা ফার্মা লিমিটেড এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা যা প্রতিটি ২০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৮০% বিক্রয়ের উদ্দেশ্যে ১০% অবহারে (বাট্টায়) ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১০% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদন সম্পূর্ণই প্রত্যাখ্যান করা হয়।
ক. বাজারে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত? ২
খ. কোম্পানির হিসাব বহিতে জাবেদা লিখন দেখাও (ব্যাখ্যার প্রয়োজন নাই) ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৬.▶ মি. জামালের ২০১৩ ও ২০১৪ সালের চলতি সম্পত্তি ও চলতি দায় সংক্রান্ত তথ্যাবলি নিম্নে প্রদত্ত হলো:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১২
বিবরণ ২০১৪ টাকা ২০১৩ টাকা
প্রাপ্য হিসাব ৬৩,০০০ ৭০,০০০
মজুদ পণ্য ৭২,০০০ ৬৯,০০০
প্রদেয় হিসাব ৫৫,০০০ ৫৩,০০০
বকেয়া খরচ ৫,০০০ ৮,০০০
অন্যান্য তথ্য: র. ২০১৪ সালের নিট আয় ২০,০০০ টাকা। রর. একটি পুরাতন আসবাবপত্র ২৫,০০০ টাকায় বিক্রয় করা হয় যার ক্রয়মূল্য ছিল ৩২,০০০ টাকা এবং অবচয় ৩,০০০ টাকা। ররর. পুরাতন যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ ২,০০০ টাকা। রা. ২০১৪ সালের স্থায়ী সম্পদের অবচয় খরচ ছিল ১৩,০০০ টাকা। া. সুনাম অবলোপন ৫,০০০ টাকা।
ক. পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস-বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে উপর্যুক্ত তথ্যের সাহায্যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭.▶ মদিনা লিমিটেড বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রয় করে। ২০১৪ সালে কোম্পানির তথ্যাবলি ছিল নিæরূপ:
মোট পরিবর্তনশীল ব্যয় ৪,২০,০০০ টাকা, মোট স্থির ব্যয় ১,৫০,০০০ টাকা। বিক্রয় ৬,০০,০০০ টাকা এবং একক প্রতি বিক্রয়মূল্য ৪০ টাকা।
ক. এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। ২
খ. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। ৪
গ. সমচ্ছেদ বিক্রয় এককে এবং টাকায় নির্ণয় করো। ৪
৮.▶ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য রানা ম্যানুফেকচারিং কোম্পানির নিæলিখিত তথ্য পাওয়া গেল:
টাকা
মজুদ কাঁচামাল (০১-০১-২০১৪) ২৬,০০০
কাঁচামাল ক্রয় ৮০,০০০
মজুরি (২/৩ অংশ প্রত্যক্ষ, ১/৩ অংশ পরোক্ষ) ২৪,০০০
ক্রয় পরিবহন ২,০০০
ভাড়া ও কর (৩/৪ অংশ কারখানা এবং ১/৪ অংশ অফিস) ৮,০০০
মজুদ কাঁচামাল (৩১-১২-২০১৪) ২০,৫০০
কারখানার অন্যান্য ব্যয় ১৫,০০০
বেতন (১/৫ অংশ কারখানা, ২/৫ অংশ অফিস এবং ২/৫ অংশ বিক্রয় সংক্রান্ত) ২০,০০০
শোরুম খরচ ৪,৫০০
লাভ মোট ব্যয়ের উপর ২৫%
ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. উৎপাদন/কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. বিক্রীত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা ধরে একটি আংশিক ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
৯.▶ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ডিজাইন লি. এর আর্থিক অবস্থার বিবরণী ছিল নিæরূপ:
মূলধন ও দায় টাকা সম্পত্তি ও পরিসম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ৩,০০,০০০ সুনাম ৩০,০০০
সাধারণ সঞ্চিতি ২৫,০০০ ভ‚মি ও দালান কোঠা ১,৬০,০০০
সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ৩০,০০০ কলকব্জা ও যন্ত্রপাতি ১,৪০,০০০
১০% ঋণপত্র ৮০,০০০ আসবাবপত্র ২৫,০০০
প্রদেয় হিসাব ৫০,০০০ মজুদ পণ্য ৪০,০০০
প্রদেয় নোট ৫,০০০ প্রাপ্য হিসাব ৮০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ প্রাপ্য নোট ২০,০০০
নগদ উদ্বৃত্ত৫,০০০
৫,০০,০০০৫,০০,০০০
বিক্রিত পণ্যের ব্যয় ৩,৫০,০০০ টাকা।
ক. চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি ও তারল্য অনুপাত নির্ণয় করো। ৪
গ. কার্যকরী মূলধন অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।