HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৮. মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. কোম্পানির দীর্ঘমেয়াদি দায় ও মালিকানার মধ্যে সম্পর্ক বোঝা যায়
ক.কার্যকরী মূলধন অনুপাত দ্বারা
খ.সম্পদ মালিকানা অনুপাত দ্বারা
গ.দায়-মালিকানা অনুপাত দ্বারা
ঘ.দীর্ঘমেয়াদি দায়-মালিকানা অনুপাত দ্বারা
২. মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ভর করে
I.পরিবর্তনশীল পরিচালন ব্যয়ের উপর
II.স্থায়ী পরিচালন ব্যয়ের উপর
III.অপরিচালন ব্যয়ের উপর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনতা ক্লাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর প্রাপ্তি ও প্রদান হিসাবে বেতন বাবদ প্রদান ৬৪,০০০ টাকা, যার মধ্যে ৪,০০০ টাকা অগ্রিম বেতন অন্তর্ভুক্ত রয়েছে এবং মোট বেতনের ১/৪ অংশ বকেয়া রয়েছে।
৩. বকেয়া বেতনের পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.১৬,০০০ টাকা
গ.২০,০০০ টাকা
ঘ.২৪,০০০ টাকা
৪. সংশ্লিষ্ট বছরের মোট বেতনের পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.৬৪,০০০ টাকা
গ.৬৮,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
৫. চলতি অনুপাতের আদর্শ মান কত?
ক.১ ঃ ১
খ.১ ঃ ২
গ.২ ঃ ১
ঘ.৩ ঃ ১
৬. অনগদী তাৎপর্যপূর্ণ দফা হলো
I.বিনিয়োগের সুদ আদায়
II.সম্পদ ক্রয়ে ঋণপত্র ইস্যুকরণ
III.বণ্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. কোনটি বিশেষ তহবিলের অন্তর্ভুক্ত নয়?
ক.ক্রীড়া তহবিল
খ.ত্রাণ তহবিল
গ.বৃত্তি তহবিল
ঘ.মূলধন তহবিল
৮. নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়?
ক.উৎপাদন ব্যয় বিবরণীতে
খ.রক্ষিত আয় বিবরণীতে
গ.শুধু আয় বিবরণীতে
ঘ.আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
আরএফএল কোম্পানির ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে খরিদ্দারের নিকট থেকে নগদ প্রাপ্তি ১২,০০,০০০ টাকা, সরবরাহকারীকে নগদ প্রদান ৬,০০,০০০ টাকা, আয়কর প্রদান ৬০,০০০ টাকা, পরিচালন খরচ প্রদান ১,৬০,০০০ টাকা, যন্ত্রপাতি ক্রয় ২,০০,০০০ টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ১,০০,০০০ টাকা, সিকিউরিটি বিক্রয় ৪০,০০০ টাকা।
৯. পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.৩,৮০,০০০ টাকা
খ.৪,৮০,০০০ টাকা
গ.৫,৮০,০০০ টাকা
ঘ.৬,০০,০০০ টাকা
১০. বিনিএয়াগ কাযট্টকত্থম ^ৈএক নগদ পণ্ঠবাএহর পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.৩,০০,০০০ টাকা
ঘ.৪,৬০,০০০ টাকা
১১. রাহুল এন্ড কোম্পানির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কর পরবর্তী মুনাফা (নিট মুনাফা) ১,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে, কর পূর্ববর্তী মুনাফা কত?
ক.২,০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.৭৫,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
১২. বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে
ক.ক্ষতি হয়
খ.লাভ হয়
গ.ব্যয় হয়
ঘ.লাভ-ক্ষতি কিছুই হয় না
১৩. শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?
ক.৫%
খ.১০%
গ.১৫%
ঘ.২০%
১৪. মিস ঐশী একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। সে প্রতি মাসের শেষ তারিখে কারবার থেকে ২,০০০ টাকা করে উত্তোলন করে থাকলে ৫% হার সুদে উত্তোলনের সুদ কত হবে?
ক.৫৫০ টাকা
খ.৬০০ টাকা
গ.৬৫০ টাকা
ঘ.১,২০০ টাকা
১৫. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়?
ক.বেতন খরচ
খ.বাড়িভাড়া
গ.টেলিফোন বিল
ঘ.যাতায়াত খরচ
১৬. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির
I.শেয়ারের সংখ্যা বেড়ে যায়
II.নগদ তহবিল বেড়ে যায়
III.সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৭. মি. সাকিব সাধনা ফাইন্যান্সিং লিমিটেড-এর ক্যাশ ম্যানেজার। তার কোম্পানিতে সংঘটিত লেনদেনগুলো হলো
স্থায়ী সম্পত্তি বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ২,২০,০০০ টাকা, শেয়ার ইস্যু ৩,০০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা। উক্ত কোম্পানির নগদ প্রবাহ কত টাকা হবে?
ক.৫,২০,০০০
খ.৬,২০,০০০
গ.৮,২০,০০০
ঘ.৯,২০,০০০
১৮. অসমন্বিত ব্যয় হলো
I.বিলম্বিত বিজ্ঞাপন
II.শেয়ার বাট্টা
III.অবলেখকের কমিশন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর ২০১৪ সালের মোট বিক্রয় ৩,০০,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার ২৫%। প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী মজুদ পণ্য ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা।
১৯. ঢাকা ম্যাচ ম্যানুফ্যাকাচরিং লিমিটেড-এর মজুদ আবর্তন অনুপাত কত?
ক.৬ বার
খ.৬.৬৮ বার
গ.৬.৮৬ বার
ঘ.৮ বার
২০. যদি বিক্রয়ের উপর মুনাফার হার ৫% বৃদ্ধি পায় এবং সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা হ্রাস পায় তাহলে
I.বিক্রীত পণ্যের ব্যয় ১৫,০০০ টাকা হ্রাস পাবে
II.মজুদ পণ্যের আবর্তন অনুপাত ০.৬৪ অংশ হ্রাস পাবে
III.মজুদ আবর্তন অনুপাত ০.৬৪ অংশ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. আগে আসে আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে?
ক.একাধিক পণ্য বিক্রয় করলে
খ.পণ্যের মূল্য উর্ধ্বগামী হলে
গ.পণ্যের মূল্য নিগামী হলে
ঘ.পণ্যের মূল্য স্থির থাকলে
২২. আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উদ্দীপকটি পড়ো এবং ২৩, ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৮০,০০০ টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত ৩০%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০% হলে
২৩. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত?
ক.২৪,০০০ টাকা
খ.৩২,০০০ টাকা
গ.৪৮,০০০ টাকা
ঘ.৫৬,০০০ টাকা
২৪. স্থায়ী ব্যয়ের পরিমাণ কত?
ক.৯,৬০০ টাকা
খ.২২,৪০০ টাকা
গ.২৪,০০০ টাকা
ঘ.৩২,০০০ টাকা
২৫. মুনাফার পরিমাণ কত?
ক.৯,৬০০ টাকা
খ.৪৮,০০০ টাকা
গ.৫৬,০০০ টাকা
ঘ.৭০,৪০০ টাকা
২৬. কারখানার উপরিব্যয় বলতে বোঝায়
I.পণ্য নকশার ব্যয়
II.কারখানার গ্যাস ও পানি
III.কারখানার মেরামত ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. গাড়ির ফুয়েলিং স্টেশনে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?
ক.খওঋঙ
খ.ঋওঋঙ
গ.সাধারণ গড়
ঘ.ভারযুক্ত গড়
২৮. পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অবলেখক কি পান?
ক.কমিশন
খ.বাট্টা
গ.মুনাফা
ঘ.সুদ
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?
ক.৫%
খ.১০%
গ.১৫%
ঘ.২০%
৩০. একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা প্রাপ্তি ৬৫,০০০ টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম প্রাপ্ত ৩,০০০ টাকা হলে, চাঁদা বাবদ আয় কত?
ক.৫৭,০০০ টাকা
খ.৬৩,০০০ টাকা
গ.৬৭,০০০ টাকা
ঘ.৭৩,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।