HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৪. পাবনা সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত কী নির্দেশ করে?
ক.মূলধন তহবিল
খ.মোট প্রাপ্তি
গ.নগদ তহবিল
ঘ.মোট প্রদান
২. বাংলাদেশে অংশীদারি কারবার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ হয় কত সালের আইন দ্বারা?
ক.১৯১৩
খ.১৯৩২
গ.১৯৯৪
ঘ.১৯৮৪
৩. চুক্তিপত্রের অবর্তমানে অংশীদারদের ঋণের ওপর কত হারে সুদ ধার্য করা হয়?
ক.৫%
খ.৬%
গ.১০%
ঘ.১২.৫%
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের ধাপ তিনটি হচ্ছে
ক.জাবদো, খতিয়ান, নগদান বই
খ.জাবেদা, ক্রয় বই, নগদান বই
গ.নগদান বই, বিক্রয় বই, রেওয়ামিল
ঘ.প্রাপ্তি-প্রদান বিবরণী, আয়-ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী
৫. প্রাপ্তি ও প্রদান বিবরণী প্রস্তুত করার সময় প্রাপ্তি অংশে প্রথম লিপিবদ্ধ করতে হয়
ক.চাঁদা
খ.প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত
গ.অনুদান
ঘ. প্রারম্ভিক মূলধন তহবিল
৬. বিগত বছরের বকেয়া আয় যা চলতি বছরে আদায় হয়নি, এ লেনদেনের প্রকৃতি হচ্ছে
I.প্রারম্ভিক সম্পত্তি
II.সমাপনী সম্পত্তি
III.সমাপনী দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
সূর্যতোরণ ক্লাবের মোট সদস্য ১০০ জন এবং তাদের প্রত্যেকের বার্ষিক চাঁদা ১০০ টাকা। বিগত বছরে ৫ জন সদস্যের চাঁদা বকেয়া ছির যার মধ্যে ৩ জন সদস্যের চাঁদা চলতি বছরে আদায় হয়েছে। চলতি বছরের ৬ জন সদস্যের চাঁদা এখনো অনাদায়ী রয়েছে।
৭. সূর্যতোরণ ক্লাবের বার্ষিক চাঁদার পরিমাণ কত?
ক.৮,৯০০ টাকা
খ.৯,১০০ টাকা
গ.৯,৪০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
৮. চলতি বছরের চাঁদা বাবদ মোট কত টাকা আদায় হয়েছে?
ক.৯,৪০০ টাকা
খ.৯,৭০০ টাকা
গ.৯,৮০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
৯. ক, খ এবং গ ৫ ঃ ৩ ঃ ২ অনুপাতে মুনাফা বন্টন করে। মুনাফার পরিমাণ ১,৫০,০০০ টাকা হলে গ এর মুনাফার পরিমাণ কত?
ক.২৫,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৪৫,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
১০. চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যে সম্পদ অবশিষ্ট থাকে তাকে কী বলে?
ক.তরল সম্পদ খ.নগদ সম্পদ
গ.কার্যকরী মূলধন ঘ.মজুদ সম্পদ
১১. মালিকানা মোট সম্পত্তি অনুপাতের আর্দশ মান কত?
ক.১ ঃ ২
খ.২ ঃ ৩
গ.৩ ঃ ৪
ঘ.১ ঃ ৪
১২. চলতি সম্পদ ২,১৭,০০০ টাকা এবং চলতি অনুপাত ৪ ঃ ১ হলে, চলতি দায় কত?
ক.৫৪,২৫০ টাকা
খ.১,০৭,৫০০ টাকা
গ.১,০৮,০০০ টাকা
ঘ.কোনোটিই নয়
১৩. বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ বিয়োগ করলে কী পাওয়া যায়?
ক.বিক্রয় রাজস্ব
খ.প্রারম্ভিক মজুদ পণ্য
গ.বিক্রীত পণ্যের ব্যয়
ঘ.নিট ক্রয়
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
মোমবাতি প্রস্তুতকারক জনাব সালাম ১,২০০ পিস মোমবাতি তৈরির জন্য ৬০০ টাকার কাঁচামাল ক্রয় করেন ও ১,২০০ টাকার মজুরি প্রদান করেন।
১৪. মোমবাতিগুলোর মুখ্য ব্যয় কত?
ক.২,৪০০ টাকা
খ.১,৮০০ টাকা
গ.১,২০০ টাকা
ঘ.৬০০ টাকা
১৫. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোমবাতিগুলোর এককপ্রতি উৎপাদন ব্যয় কত?
ক.০.৫০ টাকা
খ.১.০০ টাকা
গ.১.৫০ টাকা
ঘ.২.০০ টাকা
১৬. ওঈগঅই প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক.১৯২০ সালে
খ.১৯৭২ সালে
গ.১৯৭৭ সালে
ঘ.১৯৯০ সালে
১৭. মজুদ পণ্য যদি অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত হয় তাহলে এর দ্বারা প্রভাবিত হয়
I.প্রদেয় আয়কর
II.লভ্যাংশ বিতরণ
III.সঞ্চিতি তহবিলে স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৮. কোনটির ক্ষেত্রে মালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়?
ক.চালান
খ.ক্যাশমেমো
গ.ডেবিট নোট
ঘ.ক্রেডিট নোট
১৯. পণ্যের ক্রয়মূল্য খুব বেশি ওঠানামা করলেও কোন মজুদ মূল্যায়ন পদ্ধতিতে মূল্যের ওঠানামার সমতা রক্ষিত হয়?
ক.খওঋঙ
খ.ঋওঋঙ
গ.কালান্তিক পদ্ধতি
ঘ.ভারযুক্ত গড় পদ্ধতি
২১. পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো
I.একক ব্যয় স্থির থাকবে
II.মোট ব্যয় আনুপাতিক হারে হ্রাস-বৃদ্ধি হবে
III.মোট ব্যয় স্থির থাকবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. ব্রেক-ইভেন বিক্রয় = কী?
ক.বিক্রয় ক্স এম এস অনুপাত
খ.বিক্রয় ক্স নিট মুনাফার অনুপাত
গ.স্থির ব্যয় ক্স সি এম অনুপাত
ঘ.বিক্রয় ক্স পরিবর্তনশীল খরচ অনুপাত
২৩. উৎপাদন বাজেট রচনার বিবেচ্য বিষয় হচ্ছে
I.বিক্রয় বাজেট
II.সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ
III.সমাপ্ত পণ্যের প্রয়োজনীয় মজুদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের প্রধান কাজ হলো
ক.জাবেদা লিখন
খ.খতিয়ান প্রস্তুতকরণ
গ.আর্থিক বিবরণীসমূহের নিরীক্ষণ
ঘ.ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ
২৫. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
ক.ঋণপত্র
খ.স্টক
গ.বন্ড
ঘ.শেয়ার
২৬. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়?
ক.কাঁচামাল ক্রয়
খ. বিক্রয়কর্মীর বেতন
গ.কারখানার বিদ্যুৎ বিল
ঘ.অফিস ভাড়া
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
ব্রাদার্স লি.-এর ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের তথ্যসমূহ নিরূপ:
নগদ বিক্রয় ৩,০০,০০০ টাকা, বাকিতে বিক্রয় ১,১০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৭,০০০ টাকা, বিক্রয় বাট্টা ৩,০০০ টাকা এবং মোট মুনাফা ১,৭৫,০০০ টাকা।
২৭. মুনাফার শতকরা হার কত?
ক.৪২.৬৮%
খ.৪২.৯৯%
গ.৪৩.৪২%
ঘ.৪৩.৭৫%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. যদি বিক্রয় ৪,৮০,০০০ টাকা হয়
I.মোট মুনাফা বৃদ্ধি পাবে
II.মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
III.বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৯. ভ্যাটসহ ক্রয় ৪,৬০,০০০ টাকা হলে ভ্যাট-এর পরিমাণ কত টাকা হবে?
ক.৫০,০০০
খ.৬০,০০০
গ.৭০,০০০
ঘ.৭৫,০০০
৩০. প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা, ক্রয় ১,৫০,০০০ টাকা, ক্রয় বাট্টা ২,০০০ টাকা, আন্তঃপরিবহন ১,৫০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা এবং মোট মুনাফা ৭৪,৫০০ টাকা হলে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক.২,১৪,০০০
খ.২,১৬,০০০
গ.২,১৮,৫০০
ঘ.২,৪১,০০০
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।