HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৫ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৫. দিনাজপুর সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনজাতীয় ব্যয় কোনটি?
ক.সচিবের বেতন
খ.মনিহারি ক্রয়
গ.বিদ্যুৎ খরচ
ঘ.খেলাধূলার সরঞ্জাম ক্রয়
২. পণ্ঠাক্রি¦ ও পণ্ঠদান হিসাএবর ডৈবিট উ্রঙ্কল্ফে ্রঙ্কারা কী বৈাঝায়?
ক.আয়াতিরিক্ত ব্যয়
খ.ব্যয়াতিরিক্ত আয়
গ.হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী জের
ঘ.নগদ প্রাপ্তি ও বকেয়া খরচ সম্পর্কিত লেনদেন
৩. প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া ৬০,০০০ টাকা এবং বছরের শেষ পর্যন্ত ভাড়া ১/৪ অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত?
I.৮০,০০০ টাকা
II.১,২০,০০০ টাকা
III.১,৫০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৪-৬ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা ক্লাবের প্রারম্ভিক আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকা। এর মধ্যে চলতি বছরে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা, যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা। চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে ৪০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের ওপর বার্ষিক ১০% হারে অবচয় ধরতে হবে।
৪. আসবাবপষ্ণ বিকত্থয়জনিত প্টতি বা লাভ কত টাকা হএব?
ক.বিক্রয়জনিত ক্ষতি ১৬,০০০ টাকা
খ.বিক্রয়জনিত লাভ ১৮,০০০ টাকা
গ.বিক্রয়জনিত ক্ষতি ১৮,০০০ টাকা
ঘ.বিক্রয়জনিত লাভ ২০,০০০ টাকা
৫. আসবাবপত্রের অবচয়ের পরিমাণ কত?
ক.৪,০০০ টাকা
খ.৬,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
৬. বছর শৈএষ আসবাবপএষ্ণর সমাপনী উ্রঙ্কল্ফে কত টাকা হএব?
ক.৯০,০০০ টাকা
খ.৯২,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.১,০২,০০০ টাকা
৭. চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ-লোকসান কিভাবে বণ্টিত হবে?
ক.সমান হারে
খ.মূলধন অনুপাতে
গ.সবার মতানুযায়ী
ঘ.কারবারের আকার অনুযায়ী
৮. মূলধনের সুদ চার্জ করা−
I.বাধ্যতামূলক.
II.ঐচ্ছিক
III.চুক্তির ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
৯. অংশীদারি চুন্ঠির অবতট্টমাএন নিএচর কৈানটি সঠিক নয়?
ক.অংশীদারদের বেতন পরিশোধ করা হবে না
খ.অংশীদারদের কমিশন পরিশোধ করা হবে না
গ.অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করা হবে না
ঘ.অংশীদারদের ঋণের সুদ পরিশোধ করতে হবে না
১০. লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু ও ঋণপত্র পরিশোধ ইত্যাদি নগদ প্রবাহ বিবরণী কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হয়?
ক.পরিচালন সংক্রান্ত কার্যক্রম
খ.বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম
গ.আর্থিক কার্যক্রম
ঘ.আয়-ব্যয় সংক্রান্ত কার্যক্রম
১১. ২০১৪ সালের ১ জানুয়ারি আনিস এন্ড কোং-এর প্রাপ্য হিসাব ছিল ৬২,০০০ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ৪২,০০০ টাকা। ২০১৪ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা। ক্রেতাগণের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত?
ক.২,৮০,০০০ টাকা
খ.৩,২০,০০০ টাকা
গ.৪,০৪,০০০ টাকা
ঘ.৪,২০,০০০ টাকা
১২. করিম ওয়েল ফুড লি.-এর পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলী হ্রাস হয়েছিল ৬,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ২,৪০০ টাকা। পরিচালন সংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?
ক.৭১,০০০ টাকা
খ.৮১,০০০ টাকা
গ.৮৫,০০০ টাকা
ঘ.৯১,০০০ টাকা
১৩. নিোক্ত কোন দফা বা দফাসমূহ অনগদ লেনদেন?
I.অবচয়
II.সম্পত্তি ক্রয় সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে
III.বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.I, II ও III
১৪. অধিহারে শেয়ার ইস্যু করার ফলে−
I.মূলধনী আয় বাড়বে
II.মুনাফা জাতীয় আয় বাড়বে
III.মালিকানা স্বত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.III
গ.I ও III
ঘ.I, II ও III
১৫. ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?
ক.চলতি দায়
খ.স্বল্পমেয়াদি দায়
গ.বহিঃদায়
ঘ.অন্তঃদায়
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা কোম্পানির শেয়ার মূলধন ১২,০০,০০০ টাকা, জমি ৫,০০,০০০ টাকা, দালানকোঠা ৭,৪০,০০০ টাকা, বিনিয়োগ ৪,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৩৪,০০০ টাকা, পাওনাদার ২,৫৪০ টাকা, দেনাদার ১০,৪০০ টাকা, প্রদেয় বিল ১,৩০০ টাকা, প্রাপ্য বিল ৩৪০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩৩,০০০ টাকা, অগ্রিম আয় ৬৪০ টাকা।
১৬. চলতি সম্পত্তির পরিমাণ কত?
ক.৪৩,৭৪০ টাকা
খ.৪৪,৭৪০ টাকা
গ.১২,৮৪,৭৪০ টাকা
ঘ.১২,৮৫,০০০ টাকা
১৭. চলতি দায়ের পরিমাণ কত?
ক.৩৭,৮৪০ টাকা
খ.৩৮,৪৮০ টাকা
গ.১২,৩৭,৮৪০ টাকা
ঘ.১২,৩৮,৪৮০ টাকা
১৮. কাদের রাইট শেয়ার ইস্যু করা হয়?
ক.সাধারণ শেয়ার মালিকদের নিকট
খ.শেয়ার মালিক বাদে অন্যান্য জনগণের নিকট
গ.কোম্পানির পরিচালকবৃন্দের নিকট
ঘ.ঋণপত্র ধারিদের নিকট
১৯. আয় বিবরণী থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল কোনটি?
ক.মোট আয়
খ.নিট লাভ বা ক্ষতি
গ.মোট লাভ
ঘ.মোট লাভ বা ক্ষতি
২০. কোনটি আর্থিক বিবরণীর অংশ?
ক.আয় বিবরণী
খ.নগদান হিসাব
গ.ক্রয় হিসাব
ঘ.ব্যাংক সমন্বয় বিবরণী
২১. অলীক সম্পত্তি কোনটি?
ক.শেয়ার বাট্টা
খ.সুনাম
গ.প্যাটেন্ট
ঘ.ট্রেডমার্ক
২২. ‘ঢ’ কোম্পানির হাতে নগদ ১০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, সুনাম ১৫,০০০ টাকা, দেনাদার ১০,০০০ টাকা। কোম্পানির চলতি অনুপাত কত?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.৩ ঃ ১
ঘ.৪ ঃ ১
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের করিম স্টোরের তথ্যাবলি নিরূপ−
বিবরণ টাকা
বিক্রয় ২,০০,০০০
বিক্রীত পণ্যের ব্যয় ৮০,০০০
অফিস সংক্রান্ত ব্যয় ২০,০০০
বিক্রয় ও বণ্টন সংক্রান্ত ব্যয় ২০,০০০
আয়কর ৫০%
২৩. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি?
ক.প্রারম্ভিক মজুদ + ক্রয় − সমাপনী মজুদ
খ.সমাপনী মজুদ + ক্রয় − প্রারম্ভিক মজুদ
গ.বিক্রয় + ক্রয় − সমাপনী মজুদ
ঘ.সমাপনী মজুদ + বিক্রয় − প্রারম্ভিক মজুদ
২৪. করবাদ নিট লাভের পরিমাণ কত?
ক.২০,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে কামাল লি.-এর তথ্যাবলি নিরূপ−
বিবরণ টাকা
বিক্রয় ৮০,০০,০০০
বিক্রয় ফেরত ৫০,০০০
বিক্রয় বাট্টা ৩০,০০০
মোট লাভ ১২,০০,০০০
নিট লাভ ৮,০০,০০০
২৫. নিট বিক্রয়ের পরিমাণ কত হবে?
ক.৭৯,২০,০০০ টাকা
খ.৭৯,৫০,০০০ টাকা
গ.৭৯,৭০,০০০ টাকা
ঘ.৮০,০০,০০০ টাকা
২৬. নিট লাভ অনুপাত কত?
ক.১০%
খ.১০.১০%
গ.১৫.১৬%
ঘ.১৫%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. উৎপাদন বঞ্ঝয় হিসাববিাএনর মুখঞ্ঝ উএষ্টশঞ্ঝ কৈানটি?
ক.বিক্রীত পণ্যের লাভ-ক্ষতি নিরূপণ
খ.উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয়
গ.উৎপাদিত পণ্যের বিক্রয় পূর্বাভাস নির্ণয়
ঘ.উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়া নির্ণয়
২৮. মুখ্য ব্যয় নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
ক.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয়
খ.প্রত্যক্ষ কাঁচামাল + কারখানা উপরিব্যয় + অফিস উপরিব্যয়
গ.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি + প্রত্যক্ষ খরচ
ঘ.ব্যবহৃত কাঁচামালের ব্যয় + মজুরি ব্যয় + পরোক্ষ খরচ
২৯. বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা হলে মোট ব্যয়ের ওপর মুনাফার হার কত?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৩১/২%
৩০. উৎপাদন ব্যয় বিবরণী থেকে জানা যায়−
I.পণ্য উৎপাদনের মোট ব্যয়
II.উৎপাদিত পণ্যের বিক্রয়মূল্য
III.উৎপাদনকারীর আর্থিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.I ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।