HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১০ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
মাইলস্টোন কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. পরিকল্পনার সংখ্যাক প্রকাশ কে কী বলে?
ক.নির্দেশনা
খ.বাজেট
গ.নিয়ন্ত্রণ
ঘ.সমন্বয়
২. ঋণ দাতাগণ কোন অনুপাতটি বিশ্লেষণের জন্য গুরুত্ব দিয়ে থাকেন?
ক.প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত
খ.সম্পদ আবর্তন অনুপাত
গ.মজুদ আবর্তন অনুপাত
ঘ.সচ্ছলতার অনুপাত
উদ্দীপকটি পড়ো ্এবং ৩, ৪ ও ৫ নং প্রশ্নর উত্তর দাও:
কাঁচামাল ১,০০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৪০,০০০ টাকা। কারখানা উপরি ব্যয় মজুরির ৫০%, বিক্রয় ও বিতরণ খরচ ১৫,০০০ টাকা, মুনাফা বিক্রয়ের ২০%।
৩. মুনাফর পরিমাণ কত টাকা?
ক.৪৩,৭৫০ টাকা
খ.৩৫,৭৫০ টাকা
গ.৩২,৭৫০ টাকা
ঘ.২৩,৭৫০ টাকা
৪. উৎপাদন ব্যয়ের ওপর বিক্রয় ও বিতরণ খরচ উপরিব্যয়ের শতকরা হার কত?
ক.৮.৫৭%
খ.৯.৩৭৫%
গ.৭৫%
ঘ.১০০%
৫. উৎপাদন ব্যয় কত টাকা?
ক.৫৪,০০০ টাকা
খ.১,৬০,০০০ টাকা
গ.২,২৮,০০০ টাকা
ঘ.২,৫২,০০০ টাকা
৬. কোম্পানির শেয়ার যে হারে ইস্যু করা যেতে পারে-
I.অবহারে
II.অধিহারে
III.সমহারে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৭. কোনটি স্থায়ী ব্যয় রেখা?
ক.অ
খ.ই
গ.ঈ
ঘ.উ
উদ্দীপকটি পড়ো ্এবং ৮ ও ৯ নং প্রশ্নর উত্তর দাও:
দিগন্ত কোম্পানির ব্যয় সংক্রান্ত তথ্য নিরূপ:
বিক্রয় ৫,০০০ একক, স্থায়ী ব্যয় ২৫,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় প্রতি একক ৮ টাকা। বিক্রয় প্রতি একক ২০ টাকা।
৮. এককপ্রতি কন্ট্রিবিউশন কত টাকা?
ক.৭
খ.১
গ.১৩
ঘ.১২
৯. সমচ্ছেদ বিন্দু (একক) কত?
ক.৪,২৮৫
খ.২,৫০০
গ.২,০৮৩
ঘ.১,৫০০
১০. কোন প্রতিষ্ঠানে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করা হয়?
ক.একমালিকানা
খ.অংশীদারি
গ.কোম্পানি
ঘ.অব্যবসায়ী
১১. কোনটি প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হয় না?
ক.অগ্রিম চাঁদা প্রাপ্তি
খ.বকেয়া চাঁদা
গ.বিগত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি
ঘ.চলতি বছরের চাঁদা প্রাপ্তি
১২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে –
I.মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়
II.মুলধন জাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ উদ্বর্তপত্রে দেখনো হয়
III.বিগত বছরের সমাপনী সম্পত্তিও দায়ের পার্থক্যকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন তহবিল বলে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৩. শেয়ার অবহার কী ধরনের সম্পত্তি?
ক.স্থায়ী
খ.চলতি
গ.অলীক.
ঘ.অস্পর্শনীয়
১৪. নিচের কোনটি সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভূক্ত হবে না?
ক.শেয়ার অধিহার
খ.অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
গ.সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর
ঘ.আদাবিকৃত লভ্যাংশ অবলোপন
উদ্দীপকটি পড়ো ্এবং ১৫ ও ১৬ নং প্রশ্নর উত্তর দাও:
চন্দ্রমুখী কোম্পানির চলতি সম্পদ ৫০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ঃ২।
১৫. উক্ত প্রতিষ্ঠানে চলতি দায় কত টাকা?
ক.১০,০০০
খ.২০,০০০
গ.৩০,০০০
ঘ.৪০,০০০
১৬. উক্ত প্রতিষ্ঠানের চলতি মূলধন কত?
ক.১০,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.৩০,০০০ টাকা
ঘ.৪০,০০০ টাকা
১৭. কারখানার উপরিখরচ হলো-
I.পরোক্ষ কাঁচামাল
II.যন্ত্রপতি অবচয়
III.পরোক্ষ মজুরি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৮. অনগদ ব্যয় হলো-
I. সম্পত্তির অবচয় খরচ
II. সুনামের অবলোপন খরচ
III. সুদ খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৯. সুন্দবন কোম্পানি ১০% অধিহার শেয়ার ইস্যু করে মোট ১,১০,০০০ টাকা পেলে, পরিশোধকৃত মূলধনের পরিমাণ কত?
ক.৯৯,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.১,১০,০০০ টাকা
ঘ.১,২১,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো ্এবং ২০ ও ২১ নং প্রশ্নর উত্তর দাও:
মেসার্স মাহমুদুলাহ ট্রেডার্সের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে ৫০,০০০ টাকা, অলিখিত কুঋণের পরিমাণ ২,০০০ টাকা, বছরের শুরুতে কুঋণ সঞ্চিতি ১,০০০ টাকা প্রাপ্য হিসাবের ২% কু-ঋণ সঞ্চিতি ধরতে হবে।
২০. নতুন কু-ঋণের সঞ্চিতির পরিমাণ কত টাকা?
ক.৯৬০
খ.১,০০০
গ.১,৯৬০
ঘ.২,০০০
২১. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা হলে আর্থিক বিবরণীতে-
I.নিট লাভ ৯৬০ টাকা বেশি হবে
II.নিট লাভ ৪০ টাকা হ্রাস পাবে
III.প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত ৪০ টাকা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২২. নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?
ক.চাঁদা প্রাপ্তি
খ.সুদ প্রাপ্তি
গ.উপভাড়া প্রাপ্তি
ঘ.অনুদান
২৩. নগদ প্রবাহ বিবরণী কী?
ক.নগদ ক্রয়-বিক্রয় বিবরণী
খ.নগদ বিক্রয় বিবরণী
গ.নগদ প্রাপ্তি ও প্রদান বিবরণী
ঘ.নগদ বহিঃপ্রবাহ বিবরণী
২৪. মিস ঐশী একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। সে প্রতি মাসের শেষ তারিখে কারবার থেকে ২,০০০ টাকা করে উত্তোলন করে। ৫% হার সুদে উত্তোলনের সুদ কত হবে?
ক.৫৫০ টাকা
খ.৬০০ টাকা
গ.৬৫০ টাকা
ঘ.১,২০০ টাকা
উদ্দীপকটি পড়ো ্এবং ২৫ ও ২৬ নং প্রশ্নর উত্তর দাও:
জান্নাত কোম্পানি ২০১৫ সালে ৫,০০,০০০ টাকার কাঁচামাল, ৩,০০,০০০ টাকার শ্রম ব্যয় করে। এছাড়া পরোক্ষ মজুরি ১,০০,০০০ টাকা এবং কারখানা উপরিখরচ প্রত্যক্ষ মজুরির ৪০% নির্বাহ করা হয়। মোট ১০,০০০ একক পণ্য উৎপাদন করে।
২৫. কারখানা ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.৪,২০,০০০
খ.৯,০০,০০০
গ.৯,২০,০০০
ঘ.১০,২০,০০০
২৬. মোট ব্যয়ের ওপর ২০% লাভে বিক্রয় করলে এককপ্রতি বিক্রয়মূল্য কত টাকা?
ক.১২২.৪০
খ.১১০.৪০
গ.১০৮.০০
ঘ.৫০.৪০
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. রূপান্তর ব্যয় বলতে বোঝায়-
ক.মুখ্য ব্যায় + কারখানা উপরিব্যয়
খ.প্রত্যক্ষ কাঁচামাল + কারখানা উপরিব্যয়
গ.প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
ঘ.প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ মাল + পরোক্ষ শ্রম
২৮. কোম্পানির নামে শেষে লিমিটেড শব্দটি লেখার অর্থ কী?
ক.কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় সীমিত
খ.পরিচালকদের দায় সীমিত
গ.কোম্পানির মূলধন সীমিত
ঘ.কোম্পানির কার্যক্ষেত্রে সীমিত
২৯. কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে?
ক.কার্যকরী মুলধন
খ.বিনিয়োজিত মূলধন
গ.প্রারম্ভিক মূলধন
ঘ.সংরক্ষিত মূলধন
৩০. চলতি সম্পদ – মজুদ পণ্য – অগ্রিম খরচ = কী?
ক.তারল্য সম্পদ
খ.অলীক সম্পদ
গ.স্থায়ী সম্পদ
ঘ.অস্পর্শনীয় সম্পদ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।