HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৮. রংপুর সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ক্রেডিট দ্বারা কোনটি বুঝায়?
ক.সম্পদ ও দায় বৃদ্ধি
খ.সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
গ.সম্পদ ও দায় হ্রাস
ঘ.সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
২. বিক্রয় ফেরত লিপিবদ্ধের জন্য কোন দলিল ব্যবহার হয়?
ক.ডেবিট নোট
খ.ক্রেডিট নোট
গ.ডেবিট ভাউচার
ঘ.ক্রেডিট ভাউচার
৩. জীবন বিমা প্রদানের সঠিক জাবেদাটি কোনটি?
ক.জীবন বিমা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
খ.উত্তোলন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট
গ.ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
ঘ.উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
৪. পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে বুঝায়?
ক.ব্যাংক জমার উদ্বৃত্ত
খ.ব্যাংক জমাতিরিক্ত
গ.হাতে নগদ
ঘ.ব্যাংক ঋণ
৫. আমানতকারিকে বিভিন্ন সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তন করে
I.কমিশন
II.ব্যাংক চার্জ
III.উৎস কর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৬. একজন দেনাদার সরাসরি ৩০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে। এর জন্য জাবেদা হবে
ক.ব্যাংক হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট
খ.দেনাদার হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট
গ.ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
ঘ.নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
৭. রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে কোনটি?
ক.শিক্ষানবিশ ভাতা
খ.বিমা সেলামি
গ.পাওনাদারের ওপর বাট্টা সঞ্চিতি
ঘ.শিক্ষানবিশ সেলামি
৮. সম্পত্তি বিক্রয় করে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল হয়?
ক.লেখার ভুল
খ.নীতিগত ভুল
গ.বাদ পড়ার ভুল
ঘ.পরিপূরক ভুল
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে হাবিব ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ৫,০০,০০০ টাকা, ১২% ঋণ ১,০০,০০০ টাকা, ঋণের বকেয়া সুদ ১২,০০০ টাকা, প্রদেয় হিসাব ৪০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত ভাড়া ৪০,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৩,০০,০০০ টাকা উলেখ আছে।
৯. বছরান্তে প্রতিষ্ঠানটির চলতি দায়ের পরিমাণ কত?
ক.৪০,০০০ টাকা
খ.৫২,০০০ টাকা
গ.৯২,০০০ টাকা
ঘ.১,৯২,০০০ টাকা
১০. বছরান্তে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ কত?
ক.৫,৫২,০০০ টাকা
খ.৬,০০,০০০ টাকা
গ.৬,৯২,০০০ টাকা
ঘ.৭,০০,০০০ টাকা
১১. ‘পুঞ্জীভ‚ত অবচয়’ কোন ধরনের হিসাব?
ক.সম্পত্তি
খ.দায়
গ.মালিকানা স্বত্ব
ঘ.বিপরীত সম্পত্তি
উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
হাসান ট্রেডার্স ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,৯০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
১২. ২০১৫ সালের অবচয়ের পরিমাণ কত টাকা?
ক.১০,০০০ টাকা
খ.১৮,০০০ টাকা
গ.১৯,০০০ টাকা
ঘ.২০,০০০ টাকা
১৩. তিন বছর পর মেশিনটির পুস্তকমূল্য কত টাকা হবে?
ক.১,৪০,৮০০ টাকা
খ.১,৪৫,৮০০ টাকা
গ.১,৮০,৫০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
১৪. অংশীদারগণ প্রতি মাসের শেষে অর্থ উত্তোলন করলে সুদ ধরতে হবে?
ক.৫ মাসের
খ.৫.৫ মাসের
গ.৬ মাসের
ঘ.৬.৫ মাসের
১৫. ‘ক. এর নিকট থেকে ‘খ’ কমপক্ষে ১,০০০ টাকা মুনাফা প্রাপ্তির নিশ্চয়তা পেল। বণ্টনযোগ্য মুনাফা সমানভাবে বিভক্ত করলে ক ৮০০ টাকা পেত। ‘ক’ এর প্রকৃত মুনাফা কত টাকা হবে?
ক.১,২০০ টাকা
খ.১,০০০ টাকা
গ.৮০০ টাকা
ঘ.৬০০ টাকা
১৬. লভাংশ প্রদান বাবদ নগদ প্রদান নগদ প্রবাহ বিবরণীতে কোন কার্যক্রমের আওতাভুক্ত হবে?
ক.পরিচালন কার্যক্রম
খ.বিনিয়োগ কার্যক্রম
গ.অর্থসংস্থান কার্যক্রম
ঘ.অ-নগদ কার্যক্রম
১৭. ফাগুন কোম্পানির নিট মুনাফা ২৫,০০০ টাকা, পাপ্য হিসাব বৃদ্ধি ৫,০০০ টাকা, প্রদেয় হিসাব হ্রাস ৪,০০০ টাকা ও অবচয় ৩,০০০ টাকা হলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত টাকা?
ক.১৯,০০০ টাকা
খ.২৩,০০০ টাকা
গ.২৭,০০০ টাকা
ঘ.৩১,০০০ টাকা
১৮. অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ যার দ্বারা বৃদ্ধি পায় তা হলো
I.নগদে শেয়ার ইস্যু
II.নগদে বন্ড ইস্যু
III.নগদে বিনিয়োগ বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ২৪,০০০ টাকা। বকেয়া বেতনের পরিমাণ হবে-
ক.৪,০০০ টাকা
খ.৪,৮০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৬,৫০০ টাকা
২০. যে পদ্ধতিতে প্রতিবার পণ্য ক্রয় ও বিক্রয়ের পর পণ্যের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করা হয় তাকে বলে
ক.দৈনিক মজুদ পদ্ধতি
খ.কালান্তিক মজুদ পদ্ধতি
গ.হালনাগাদ মজুদ পদ্ধতি
ঘ.নিত্য মজুদ পদ্ধতি
২১. চলতি অনুপাতের আদর্শ মান কত?
ক.১ ঃ ১
খ.১ ঃ ২
গ.২ ঃ ১
ঘ.৩ ঃ ১
২২. কোন প্রতিষ্ঠনের চলতি অনুপাত ২ ঃ ১.৫। চলতি দায়ের পরিমাণ ২৭,০০০ টাকা হলে, চলতি সম্পদের পরিমাণ কত টাকা?
ক.২০,২৫০
খ.২৪,০০০
গ.৩০,০০০
ঘ.৩৬,০০০
২৩. অনুপার্জিত আয় একটি
ক.আয়
খ.দায়
গ.বিপরীত সম্পদ
ঘ.মালিকানা স্বত্ব
২৪. হারুন লি.-এর পণ্য ক্রয় ২২,০০০ টাকা, বিক্রয় ৩৩,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৫,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয় ২১,০০০ টাকা হলে মোট লাভ কত টাকা?
ক.৬,০০০ টাকা
খ.১১,০০০ টাকা
গ.১২,০০০ টাকা
ঘ.১৬,০০০ টাকা
২৫. আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী কোন বিবরণী তৈরি করা হয়?
ক.আয় বিবরণী
খ.আর্থিক বিবরণী
গ.নগদ প্রবাহ বিবরণী
ঘ.অংশীদারি হিসাব
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক মজুত প্রতি একক ২০ টাকা দরে ২০০ কেজি। ১০ মে তারিখে ১০০ কেজি ইস্যু করা হয়েছে। ১৫ মে তারিখে প্রতি কেজি ২৫ টাকা দরে ৩০০ কেজি ক্রয় করা হয়েছে। কোম্পানি ঋওঋঙ পদ্ধতিতে মজুদ পণ্য মূল্যায়ন করে।
২৬. ১৫ মে তারিখে মজুদ মালের পরিমাণ কত টাকা?
ক.৪,০০০
খ.৯,৫০০
গ.১০,৫০০
ঘ.১২,০০০
২৭. ১০ তারিখে ইস্যুকৃত পণ্যের মূল্য কত?
ক.২,০০০ টাকা
খ.২,৫০০ টাকা
গ.২,৪৫০ টাকা
ঘ.৩,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. যে ব্যয়ের কিছু অংশ স্থির এবং কিছু অংশ উৎপাদন কৈএকর পরিবতট্টএনর সাএ^ সাএ^ পরিবতট্টন হয় তাকে বলে
ক.স্থির ব্যয়
খ.পরিবর্তনশীল ব্যয়
গ.কালীন ব্যয়
ঘ.মিশ্র ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
করিম কোম্পানি লি.-এর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৬০%। স্থায়ী ব্যয়ের পরিমাণ ৪০,০০০ টাকা এবং বিক্রয় ৮০,০০০ টাকা।
২৯. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক.২,০০,০০০
খ.১,০০,০০০
গ.৬৬,৬৬৭
ঘ.৫০,০০০
৩০. নিরাপত্তা প্রান্তের টাকার পরিমাণ কত টাকা?
ক.১৩,৩৩৩
খ.৩৪,০০০
গ.৪০,০০০
ঘ.৪৮,০০০
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।