HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৯ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৯. বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী?
ক.মুনাফা অর্জন করা
খ.পণ্য ও সেবা বিনিময় করা
গ.সদস্য ও জনগণের সেবাদান
ঘ.সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন
২. খাদ্য সামগ্রী ক্রয় ৭,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্য সামগ্রী ১,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৬,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর পরিমাণ কত?
ক.৬,০০০ টাকা
খ.৪,০০০ টাকা
গ.২,০০০ টাকা
ঘ.১,০০০ টাকা
৩. মুনাফা ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য
I.আইনজীবীদের ফার্ম
II.প্রকৌশলীদের ফার্ম
III.চাটার্ড একাউন্ট্যান্টস ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৪. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক.ব্যয় নির্ধারণ
খ.ব্যয় নিয়ন্ত্রণ
গ.ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ
ঘ.ব্যয় নিরীক্ষা
৫. কালীন ব্যয় বলতে কোন ব্যয়টিকে বুঝায়?
ক.বিক্রয় ও প্রশাসনিক খরচ
খ.কারখানা ভাড়া
গ.শ্রমিকদের মজুরি
ঘ.প্রত্যক্ষ কাঁচামাল
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
ইলহাম সিমেন্ট কোম্পানি লি. সুনামের সাথে ব্যবসা করে আসছেন। প্রতি বছর শেয়ার হোল্ডারদের চেকে লভ্যাংশ প্রদান করে। এ বছর কোম্পানির শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ বাবদ শেয়ার ইস্যু করে দিলেন।
৬. ইলহাম সিমেন্ট কোম্পানি কোন ধরনের শেয়ার ইস্যু করল?
ক.অগ্রাধিকার শেয়ার
খ.রাইট শেয়ার
গ.বোনাস শেয়ার
ঘ.সাধারণ শেয়ার
৭. কোন ধরনের কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে না?
ক.পাবলিক কোম্পানি
খ.প্রাইভেট কোম্পানি
গ.হোল্ডিং কোম্পানি
ঘ.সাবসিডিয়ারি কোম্পানি
৮. সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য হলো -এর মালিকরা
I.লভ্যাংশ পরে পায়
II.নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়
III.পরিচালক নির্বাচনে অংশ নিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. অর্থসংস্থান সংক্রান্ত নগদ প্রবাহের অন্তর্গত
I.লভ্যাংশ প্রদান
II.শেয়ার ও ঋণপত্র বিক্রয়
III.শেয়ার বা ঋণপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১০. সুনামের টাকা শেয়ার অধিহার দিয়ে অবলোপন করে অবশিষ্ট সুনাম ১০,০০০ টাকা চলতি বছরের মুনাফা দ্বারা অবলুপ্ত করলে
I.পরোক্ষ ব্যয় ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে
II.নিট লাভ ১০,০০০ টাকা কমবে
III.সম্পদ ও দায় উভয় পার্শ্বে ১০,০০০ টাকা কমবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
ইলমা ট্রেডার্স লি.-এর মোট চলতি সম্পদ ৮,০০,০০০ টাকা, মোট চলতি দায় ৩,৫০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা এবং অগ্রিম খরচ ৪০,০০০ টাকা।
১১. চলতি অনুপাত কত?
ক.২ ঃ ১
খ.২.১১ ঃ ১
গ.২.২৯ ঃ ১
ঘ.২.৬৭ ঃ ১
১২. ত্বরিত অনুপাত কত?
ক.২ ঃ ১
খ.২.১১ ঃ ১
গ.২.২৯ ঃ ১
ঘ.১.৮৯ ঃ ১
১৩. কার্যকরী মূলধন নির্ণয়ের সূত্র হলো
ক.চলতি দায় − চলতি সম্পদ
খ.মোট সম্পদ − মোট দায়
গ.চলতি সম্পদ + চলতি দায়
ঘ.চলতি সম্পদ − চলতি দায়
১৪. আয়াত কোম্পানি প্রতিটি ১০০ টাকা মূল্যের শেয়ার ১০% অবহারে ইস্যু করল, অবহারে শেয়ার ইস্যু করায় কত টাকার উপর লভ্যাংশ প্রদান করবে
ক.৯০ টাকা
খ.১০০ টাকা
গ.১১০ টাকা
ঘ.১২০ টাকা
১৫. ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা প্রত্যেকে প্রতি মাসে প্রথম তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। ৬% হার সুদে প্রত্যেক অংশীদারের মোট উত্তোলনের উপর কত টাকা সুদ ধার্য হবে?
ক.৭২০
খ.৩৯০
গ.৩৬০
ঘ.৩৩০
১৬. লভ্যাংশ সমতাকরণ তহবিল কেন সৃষ্টি করা হয়?
ক.প্রতি বারে কম হারে লভ্যাংশ প্রদানের জন্য
খ.প্রতি বারে বেশি হারে লভ্যাংশ প্রদানের জন্য
গ.প্রতি বছর সামঞ্জস্যপূর্ণ হারে লভ্যাংশ প্রদানের জন্য
ঘ.প্রতি বছর সমান হারে লভ্যাংশ প্রদানের জন্য
১৭. মি. সোহেলের মূল মজুরি ৩,০০০ টাকা। সাপ্তাহিক স্বাভাবিক কর্মঘণ্টা ২০০ ঘণ্টা। অতিরিক্ত কর্মঘণ্টা ১৫ ঘণ্টা; অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণ হারে মজুরি প্রদান করা হয়, তাহলে অতিরিক্ত সময়ের মজুরি কত?
ক.২০০ টাকা
খ.২২৫ টাকা
গ.৪০০ টাকা
ঘ.৪৫০ টাকা
১৮. একজন অংশীদার নীট লাভের ওপর ১০% কমিশন পাবে। তবে এ কমিশন তার কমিশন ধার্য করার পর নিট লাভের ওপর ধরতে হবে, বছরের শেষে নিট লাভ দাড়ায় ১,১০,০০০ টাকা সেক্ষেত্রে কমিশনের পরিমাণ কত?
ক.১১,০০০ টাকা
খ.১০,০০০ টাকা
গ.৫,৫০০ টাকা
ঘ.২,৫০০ টাকা
১৯. নাবালককে অংশীদারি ব্যবসায় কোন ধরনের অংশীদার বলে?
ক.নি®িক্রয়
খ.সীমাবদ্ধ
গ.নামমাত্র
ঘ.প্রতিবন্ধি
২০. উৎপাদন বৃদ্ধি পেলে এককপ্রতি কোন ব্যয় কমতে থাকে?
ক.পরিবর্তনশীল
খ.স্থায়ী
গ.মিশ্র
ঘ.নিমজ্জিত
২১. ক ও খ এর সমাপনী মূলধন যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ১,০০,০০ টাকা। তাদের মুনাফা বণ্টনের অনুপাত ২ ঃ ১, বছর শেষে নিট লাভ ৪৫,০০০ টাকা হলে তাদের প্রারম্ভিক মূলধন কত?
ক.১,৮০,০০০ ও ১,০০,০০০
খ.১,৫০,০০০ ও ৮৫,০০০
গ.৮৫,০০০ ও ১,৫০,০০০
ঘ.৬৫,০০০ ও ১,৩৫,০০০
২২. ব্যবসায় প্রতিষ্ঠানে যে কোন দিন বা সময়ে মজুদ পণ্যের পরিমাণ জানা যায় কোন মজুদ পদ্ধতিতে?
ক.কালান্তিক মজুদ পদ্ধতি
খ.বাৎসরিক হিসাব পদ্ধতি
গ.নিত্য মজুদ পদ্ধতি
ঘ.তৈরী পণ্যের মজুদ নির্ণয় পদ্ধতি
২৩. পঁচনশীল পণ্যের মাল খতিয়ানে প্রতিষ্ঠানের কোন পদ্ধতি অধিক কার্যকরী?
ক.ঋওঋঙ
খ.সরল গড় পদ্ধতি
গ.ভারযুক্ত গড় পদ্ধতি
ঘ.খওঋঙ
২৪. মালের মূল্য যখন উঠানামা করে তখন মাল নির্গমনে কোন পদ্ধতি যুক্তিযুক্ত?
ক.ঋওঋঙ
খ.খওঋঙ
গ.ভারযুক্ত গড় পদ্ধতি
ঘ.সাধারণ গড় পদ্ধতি
২৫. নিমজ্জিত ব্যয় হলো
I.সকল অতীত ব্যয়
II.সেই ব্যয় যা অতীত ও ভবিষ্যত সিদ্ধান্তের দ্বারা পরিবর্তন করা যায়
III.সেই ব্যয় যা কখনও উদ্ধার করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. উৎপাদন বঞ্ঝয় হিসাববিাএনর মƒখঞ্ঝ উএষ্টশঞ্ঝ কৈানটি?
ক.ব্যয় নির্ধারণ
খ.ব্যয় নিয়ন্ত্রণ
গ.ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ
ঘ.ব্যয় নিরীক্ষা
২৭. নিচের কোনটি সঠিক?
ক.মুখ্য ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = কারখানা ব্যয়
খ.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কারখানা ব্যয়
গ.কারখানা ব্যয় + বিক্রয় উপরিব্যয় = উৎপাদন ব্যয়
ঘ.উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = মোট ব্যয়
২৮. আশা ফার্নিচার প্রতিটি টেবিল তৈরি করতে ২০০ টাকার কাঠ, মিস্ত্রির মজুরি বাবদ ১০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৫০ টাকা হলে প্রতিটি টেবিলের মুখ্য খরচ কত?
ক.২০০ টাকা
খ.২৫০ টাকা
গ.৩০০ টাকা
ঘ.৩৫০ টাকা
২৯. নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়
I.নগদ অর্থের আগমন
II.নগদ অর্থের পরিবর্তন
III.নগদ অর্থের নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. ঘণ্টা প্রতি স্বাভাবিক মজুরি ২০ টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দেড়গুণ। ১৫ ঘণ্টার ওভারটাইম মজুরি হবে?
ক.৩০০ টাকা
খ.৩৭০ টাকা
গ.৪৫০ টাকা
ঘ.৬০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।