HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৭ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৭. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অংশীদারগণ প্রতিমাসের শুরুতে একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উত্তোলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে?
ক.৯১/২ মাসের সুদ ধার্য করতে হবে
খ.৬১/২ মাসের সুদ ধার্য করতে হবে
গ.৫১/২ মাসের সুদ ধার্য করতে হবে
ঘ.৩১/২ মাসের সুদ ধার্য করতে হবে
২. অংশীদারি চুক্তিতে উলেখ না থাকলে−
I.সকল অংশীদার সমপরিমাণ মূলধন সরবরাহ করবে
II.লাভ-ক্ষতি অংশীদারদের মধ্যে সমান অনুপাতে বণ্টিত হবে
III.অংশীদারগণ মূলধনের ওপর সুদ দাবি করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের মুনাফা কীভাবে বণ্টিত হয়?
ক.যোগ্যতা অনুযায়ী
খ.মূলধন অনুযায়ী
গ.সমানুপাতিক হারে
ঘ.জ্যেষ্ঠতা অনুযায়ী
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৫ সালের আর্থিক বছরে প্লাবন লি.-এর নিট লাভ ২,০০,০০০ টাকা। উক্ত বছরের কলকব্জা বিক্রয় করে ৫০,০০০ টাকা পাওয়া যায়, পক্ষান্তরে ৪০,০০০ টাকার আসবাবপত্র নগদে ক্রয় করা হয়েছে। এছাড়া নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য শেয়ারের বিপরীতে ৫০,০০০ টাকা মূল্যের ভ‚মি ক্রয় করা হয়েছে।
৪. বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.১০,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৯০,০০০ টাকা
৫. শেয়ারের বিনিময়ে ভ‚মি ক্রয় না করে নগদ টাকার ক্রয় করলে এর প্রভাবে−
I.পরিচালনা কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
II.বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
III.ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. কোন কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে?
ক.প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ.পাবলিক লিমিটেড কোম্পানি
গ.এক মালিকানা কোম্পানি
ঘ.সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান
৭. সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য হলো এর মালিকগণ−
I.লভ্যাংশ পরে পায়
II.নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়
III.পরিচালক নির্বাচনে অংশ নিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
মেঘনা অয়েল কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যে ১,০০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি ১০% অবহারে ৭৫,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। ইস্যুকৃত সমুদয় শেয়ারের টাকা যথারীতি পাওয়া গেল।
৮. কৈাজ্ঞক্সানির মৈাট আদায়কতে মƒলধএনর পরিমাণ কত?
ক.৬,৭৫,০০০ টাকা
খ.৭,৫০,০০০ টাকা
গ.৯,০০,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
৯. বাট্টার পরিমাণ কত?
ক.৬৭,৫০০ টাকা
খ.৭৫,০০০ টাকা
গ.৯০,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
১০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস নিচের কোনটি?
ক.সভ্যগণের চাঁদা
খ.আজীবন সভ্যগণের চাঁদা
গ.অনুদান
ঘ.পুরাতন খবরের কাগজ বিক্রয়
১১. নিচের কোনটি ‘বিশেষ তহবিল’?
ক.নগদ তহবিল
খ.মূলধন তহবিল
গ.বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত তহবিল
ঘ.নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের জন্য গঠিত তহবিল
১২. মূলধন তহবিল গঠিত হয়−
I.সভ্যগণের চাঁদা দিয়ে
II.আজীবন সভ্যগণের ভর্তি ফি দিয়ে
III.অনুদান দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৩. নিচের কোনটি বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক.পণ্য বিক্রয়
খ.শেয়ার বিলি
গ.লভ্যাংশ প্রদান
ঘ.দালান ক্রয়
১৪. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি নয়?
ক.সুনাম
খ.প্রাপ্ত বাট্টা
গ.ব্যাংক হিসাব
ঘ.কারবারি বাট্টা
১৫. সমাপ্তি মজুদ মূল্যায়নে ‘ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম’ তার ভিত্তিতে হিসাবভুক্ত করার নীতিকে কোন নীতি বলা হয়?
ক.দ্বৈতস্বত্বা নীতি
খ.রক্ষণশীল নীতি
গ.ক্রয়মূল্য নীতি
ঘ.মালিকানা স্বত্ব নীতি
১৬. উপার্জন ক্ষমতা অনুপাত কোনটি?
ক.তারল্য অনুপাত
খ.নিট লাভ অনুপাত
গ.দায় মালিকানা অনুপাত
ঘ.মজুদ আবর্তন অনুপাত
১৭. কোনটি উপার্জনের অংশ?
ক.ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান
খ.ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান
গ.শ্রমিক সংঘের চাঁদা
ঘ.গ্র“প বিমায় প্রদত্ত প্রিমিয়াম
১৮. দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে কোন ভাতা সম্পর্কিত?
ক.শিক্ষানবিস ভাতা
খ.বাড়ি ভাড়া ভাতা
গ.মহার্ঘ ভাতা
ঘ.উৎসব ভাতা
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
কাজী ব্রাদার্স লি.-এর ফেব্র“য়ারি মাসের কিছু আর্থিক তথ্য নিরূপ: উৎপাদন ব্যয় ৮০,০০০ টাকা, বিক্রয় ও বিতরণ খরচ ২০,০০০ টাকা, কাঁচামালের সমাপনী মজুদ ২০,০০০ টাকা এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ ১০,০০০ টাকা হলে−
১৯. বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক.৬০,০০০ টাকা
খ.৭০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.১,১০,০০০ টাকা
২০. সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকার স্থলে ২০,০০০ টাকা হলে এর প্রভাবে ব্যবসায়ের−
I.মোট ব্যয় বৃদ্ধি পাবে
II.বিক্রীত পণ্যের ব্যয় হ্রাস পাবে
III.মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. নিত্য মজুদ পদ্ধতির সুবিধা হলো−
I.ব্যবসায়ে মজুদের পরিমাণ যে কোন দিন জানা যায়
II.মজুদ মাল গণনার জন্য ব্যবসায়ের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার প্রয়োজন হয় না
III.অতি সহজে বিক্রয়কৃত পণ্যের ক্রয়মূল্য বা উৎপাদন ব্যয় জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. মজুদ ব্যবস্থাপনার উদ্দেশ্য কী?
ক.মজুদের পরিমাণ উচ্চস্তরে রাখা
খ.মজুদের পরিমাণ মধ্যস্তরে রাখা
গ.মজুদের পরিমাণ নিস্তরে রাখা
ঘ.মজুদের পরিমাণ কাম্যস্তরে রাখা
২৩. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে−
I.মালের পরিমাণ
II.মালের মূল্য
III.মালের আগমন ও নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. পরোক্ষ মজুরি হলো−
I.পণ্য ব্যয়
II.কালীন ব্যয়
III.পরিবর্তনশীল ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. রূপান্তরিত ব্যয় কি?
ক.প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ও কারখানার উপরিব্যয়
খ.উৎপাদন ব্যয় ও কারখানা ব্যয়
গ.উৎপাদন ব্যয় ও বিক্রয় ব্যয়
ঘ.প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরিব্যয়
২৬. কখন এককপ্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়?
ক.যদি উৎপাদনের পরিমাণ হ্রাস পায়
খ.যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়
গ.যদি কাঁচামালের মূল্য বৃদ্ধি পায়
ঘ.যদি শ্রমের মূল্য বৃদ্ধি পায়
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৮০,০০০ টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত ৩০%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৪০% হলে−
২৭. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত?
ক.২৪,০০০ টাকা
খ.৩২,০০০ টাকা
গ.৪৮,০০০ টাকা
ঘ.৫৬,০০০ টাকা
২৮. স্থায়ী ব্যয়ের পরিমাণ কত?
ক.৯,৬০০ টাকা
খ.২২,৪০০ টাকা
গ.৫৬,০০০ টাকা
ঘ.৭০,৪০০ টাকা
২৯. বিক্রয় − পরিবর্তনশীল ব্যয় = ?
ক.নিরাপত্তা প্রান্ত
খ.নিট মুনাফা
গ.সমচ্ছেদ বিন্দু
ঘ.অনুদান প্রান্ত
৩০. সমচ্ছেদ বিন্দুতে ব্যয় − পরিমাণ − মুনাফার সম্পর্কের সমীকরণটি হলো−
I.বিক্রয় = মোট ব্যয়
II.বিক্রয় = পরিবর্তনশীল ব্যয় + স্থায়ী ব্যয় + মুনাফা
III.বিক্রয় = পরিবর্তনশীল ব্যয় + স্থায়ী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।