HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
বান্দরবান সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. অনুদান ও চাঁদা দফা দুটি
ক. মুনাফাজাতীয় আয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. ভিন্ন অর্থবোধক
ঘ. একই অর্থবোধক
২. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
ক. ক্রয়-বিক্রয়
খ. উৎপাদন ও বণ্টন
গ. আয়-বণ্টন
ঘ. অমুনাফাভোগী উদ্দেশ্য
৩. নগদ প্রবাহ বিবরণীর হিসাব কীভাবে রাখা হয়?
ক. পাশাপাশি
খ. এলোমেলো
গ. খাতওয়ারি
ঘ. নিয়মবহিভর্‚ত
৪. কোন বিবরণীতে প্রতিষ্ঠানের রাজস্ব আয়-ব্যয়সমূহ থাকে?
ক. উৎপাদন ব্যয় বিবরণীতে
খ. আয় বিবরণীতে
গ. আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ. মূলধন বিবরণীতে
৫. ব্যবসায়ে অস্বাভাবিক ক্ষতি কোনটিকে প্রভাবিত করে?
ক. নিট ক্ষতি
খ. নিট লাভ
গ. মোট ক্ষতি
ঘ. মোট লাভ
৬. সঞ্চিতি ও উদ্বৃত্ত কোনটি গঠনে সহায়তা করে?
ক. খতিয়ান
খ. রেওয়ামিল
গ. আর্থিক বিবরণী
ঘ. মালিকানা স্বত্ব বিবরণী
৭. চুক্তির বিষয়বস্তু লিখিত হলেই তাকে কী বলা হয়?
ক. চুক্তিপত্র
খ. চুক্তিনামা
গ. চুক্তি
ঘ. দলিলনামা
৮. চুক্তির বিষয়বস্তু বা শর্তাবলি কারা নির্ধারণ করেন?
ক. সরকার
খ. বিদেশি বন্ধু
গ. অংশীদাররা
ঘ. জনগণ
৯. প্রতিটি জীবের জন্য রক্ত ও রক্ত সঞ্চালন যেমন প্রয়োজন তেমনি কারবারের জন্য প্রয়োজন কোনটি?
ক. নগদ স্থায়ী সম্পদ
খ. দীর্ঘমেয়াদি সম্পদ
গ. নগদ অর্থ ও তার প্রবাহ
ঘ. ঋণপত্র
১০. স্বল্পমেয়াদি সময়কাল কাকে বলে?
ক. ৩ মাস বা এর কম সময়
খ. ৪ মাস বা এর কম সময়
গ. ৯ মাস বা এর কম সময়
ঘ. ১২ মাস বা এর কম সময়
১১. যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্রকে কী বলে?
ক. স্মারকলিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ. বিবরণপত্র
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
১২. আর্থিক হিসাববিজ্ঞান বহিভর্‚ত কোনটি?
ক. ৬ মাস সময়ান্তে বিবরণী প্রস্তুত করা
খ. প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা মূল্যায়ন করা
গ. এঅঅচ অনুসরণ করা
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ করা
১৩. যেসব উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপরিখরচ নিয়ে পণ্যের মোট উৎপাদন ব্যয় গঠিত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
ক. প্রত্যক্ষ ব্যয়
খ. প্রত্যক্ষ মোট ব্যয়
গ. পরোক্ষ ব্যয়
ঘ. উৎপাদন ব্যয়ের উপাদান
১৪. কারখানায় ব্যবহৃত স্বল্পমূল্যের উপকরণ কোন ধরনের ব্যয়?
ক. কারখানা উপরিব্যয়
খ. প্রত্যক্ষ ব্যয়
গ. পরোক্ষ কাঁচামাল
ঘ. প্রশাসনিক ব্যয়
১৫. কোম্পানি গঠনের জন্য বাধ্যতামূলকভাবে কী প্রণয়ন করতে হয়?
ক. স্মারকলিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ. বিধিবদ্ধ বই
ঘ. লভ্যাংশ সম্পর্কিত নিয়ম
১৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অবদান
I. সদস্যদের কল্যাণসাধন
II. সামাজিক উন্নয়নমূলক কর্ম পরিচালনা
III. সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
অতিথি কোম্পানি ২০১০ সালে নিট আয় ১,৬৫,০০০ টাকা, বিবিধ দেনাদার বৃদ্ধি ২৫,০০০ টাকা এবং বিবিধ পাওনাদার হ্রাস ৩৪,০০০ টাকা, বকেয়া খরচ হ্রাস ১০,০০০ টাকা।
১৭. বিবিধ দেনাদারের কোনটি সঠিক যদি নগদ বিক্রয় নির্ণয় হয়?
ক. বিক্রয় হতে বাদ যাবে
খ. বিক্রয়ের সাথে যোগ হবে
গ. সমন্বয় হবে না
ঘ. মজুদ পণ্য বৃদ্ধি পাবে
১৮. পরিচালন কাযট্টকত্থম হএত নগদ সরবরাহ হএব কত?
ক. ১,০৬,০০০ টাকা
খ. ৯৬,০০০ টাকা
গ. ৮৮,০০০ টাকা
ঘ. ১,২৫,০০০ টাকা
১৯. আ^িট্টক বিবরণীর প্টৈএষ্ণ নীএচর কৈানটি সঠিক?
ক. ৬ মাসের জন্য
খ. ১ বছরের জন্য
গ. একটি নির্দিষ্ট তারখের জন্য
ঘ. একটি হিসাবকালের জন্য
২০. আয়কর কী?
ক. পণ্য ক্রয়ের উপর কর
খ. পণ্য বিক্রয়ের উপর কর
গ. আয়ের উপর কর
ঘ. আয়ের উপর শুল্ক
২১. মি. হামিদ ‘জধরহ উৎড়ঢ়ং’ ফার্মের একজন অংশীদার। তিনি শুধু মূলধন বিনিয়োগ করেন এবং মুনাফা ভোগ করেন কিন্তু কোনো ব্যবসায়িক কার্যক্রম অংশগ্রহণ করেন না। মি. হামিদ কেমন অংশীদার?
ক. সক্রিয় অংশীদার
খ. ঘুমন্ত অংশীদার
গ. মুনাফাভোগী অংশীদার
ঘ. উন্নয়ন অংশীদার
২২. আর্থিক বিবরণী বিশ্লেষণ করে একটি প্রতিষ্ঠানের কী পরিমাপ করা যায়?
ক. মুনাফা অর্জন ক্ষমতা
খ. সম্পদ অর্জন ক্ষমতা
গ. সুনাম অর্জন ক্ষমতা
ঘ. দায় পরিশোধ অর্জন ক্ষমতা
২৩. আর্থিক আন্তঃপ্রবাহ বিশ্লেষণ করে কী হ্রাস করা যায়?
ক. ব্যয়ের পরিমাণ
খ. ঝুঁকির পরিমাণ
গ. অবচয়ের পরিমাণ
ঘ. দায়ের পরিমাণ
২৪. উৎপাদন ব্যয় নির্ধারণের উদ্দেশ্যে কলাকৌশল, নীতি ও পদ্ধতি এবং কার্যপ্রণালিকে কী বলে?
ক. হিসাববিজ্ঞান
খ. অডিটিং
গ. হিসাবরক্ষণ
ঘ. কস্টিং
২৫. ব্যয় নির্ধারণে সফল কৌশল ও প্রক্রিয়া কীসের অন্তর্ভুক্ত?
ক. আর্থিক হিসাববিজ্ঞান
খ. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান
গ. ব্যবস্থাপকীয় হিসাববিজ্ঞান
ঘ. মুখ্য হিসাববিজ্ঞান
২৬. পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যয়গুলোর স্বাভাবিক শ্রেণিকে কী বলা হয়?
ক. আচরণভিত্তিক শ্রেণিবিভাগ
খ. উপাদানভিত্তিক শ্রেণিবিভাগ
গ. নিয়ন্ত্রণভিত্তিক শ্রেণিবিভাগ
ঘ. কার্যভিত্তিক শ্রেণিবিভাগ
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. নিচের কোনটি কালীন ব্যয়?
ক. মজুরি
খ. জাহাজ ভাড়া
গ. বিজ্ঞাপন
ঘ. শুল্ক
২৮. পরিবর্তনশীল ব্যয় কার্যমাত্রায় হ্রাস-বৃদ্ধির সাথে কীভাবে জড়িত থাকে?
ক. প্রত্যক্ষভাবে
খ. পরোক্ষভাবে
গ. নিবিড়ভাবে
ঘ. আনুপাতিকভাবে
২৯. যেগুলোকে চ‚ড়ান্ত দ্রব্যের অভিচ্ছেদ্য অংশরূপে চিহ্নিত করা যায় তাকে কী বলে?
ক. প্রত্যক্ষ কাঁচামাল
খ. পরোক্ষ কাঁচামাল
গ. প্রত্যক্ষ শ্রম
ঘ. পরোক্ষ শ্রম
৩০. কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের তারল্য অবস্থার ভালো বা মন্দ যাচাই করা যায়?
ক. আয় বিবরণী
খ. নগদ প্রবাহ বিবরণী
গ. আর্থিক অবস্থার বিবরণী
ঘ. উৎপাদন ব্যয় বিবরণী
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।